Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চটক ১ Bengali definition [চটোক্‌] (বিশেষ্য) চড়াই পাখি; চড়ুই। {(তৎসম বা সংস্কৃত) √চট্‌+অক}
  • Bengali Word চটক ২ Bengali definition [চটোক্‌] (বিশেষ্য) ১ বাহার; জমক; জেল্লা; চাকচিক্য; তীব্র ঔজ্জ্বল্য (চোখে চটক লাগাবার চেষ্টা-সৈয়দ মুজতবা আলী)। ২ ভড়ং; বাহ্য আড়ম্বর। ৩ হাবভাবযুক্ত চাল। ৪ ক্ষণেক; মুহূর্তমাত্র (কাঁটা সুতা জৈসো লোরের পিরীতি তৈসা চটকে লাগিয়া টুটি যায়-দৌলত উজির বাহরাম খান)। ৫ চমৎকার; চমকপ্রদ; বিস্ময়জনক (সামরিক বিভাগের কি সুন্দর চটক কাজ-কাজী নজরুল ইসলাম)। চটকদার (বিশেষণ) চটকযুক্ত। চটকী৩ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) চকটযুক্তা; হাবভাব যুক্তা। {(তৎসম বা সংস্কৃত) √চট্‌+অক(বুন্‌)}
  • Bengali Word চটকা ১ Bengali definition চটক১
  • Bengali Word চটকা ২ Bengali definition [চট্‌কা] (বিশেষ্য) নিদ্রার আবেশ; তন্দ্রা। ২ ঘোর; আচ্ছন্নতা। ৩ অন্যমনস্কতা; মগ্নভাব। চটকা ভাঙা (ক্রিয়া) ১ নিদ্রালু ভাব ছুটে যাওয়া; তন্দ্রার ভাব দূর হওয়া। ২ ঘোর কেটে যাওয়া; আচ্ছন্ন ভাব দূর হওয়া। ৩ মগ্নভাব কেটে সজাগ বা সতর্ক হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √চট্‌(?)}
  • Bengali Word চটকানো Bengali definition [চট্‌কানো] (ক্রিয়া) ১ নরম দ্রব্য মর্দন বা পেষণ করা। □(বিশেষণ) মর্দন বা পেষণ করা হয়েছে এমন; মর্দিত; পিষ্ট।□(বিশেষ্য) মর্দন বা দলন; কচলানো। চটকাচটকি (বিশেষ্য) ক্রামগত চটকানো; বার বার চটকানো; দলন; পেষণ। চটকানি (বিশেষ্য) হস্ত দ্বারা মর্দন বা পেষণ। {(তৎসম বা সংস্কৃত) চট্‌>(বাংলা) ক+আনো}
  • Bengali Word চটকী ১ Bengali definition চটক১
  • Bengali Word চটকী ২ Bengali definition চটক২
  • Bengali Word চটপট Bengali definition [চট্‌পট্‌] (ক্রিয়াবিশেষণ) খুব তাড়াতাড়ি; অতি দ্রুত; ঝটিতি; সত্বর। চটপটে (বিশেষণ) ১ তাড়াতাড়ি কাজ করতে পারে এমন। ২ চালাক-চতুর; smart। ৩ তৎপর; দক্ষ। {চট (<(তৎসম বা সংস্কৃত) ঝট্)+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত)পট; ধ্বন্যাত্মক}
  • Bengali Word চটপটি Bengali definition [চট্‌পোটি] (বিশেষ্য) খাদ্যবিশেষ; মটরকলাই, মসলা, তেঁতুল প্রভৃতি দ্বারা প্রস্তুত রসনারোচক খাদ্য। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চটা ১ Bengali definition [চটা] (ক্রিয়া) রাগ করা; ক্রুদ্ধ বা রুষ্ট হওয়া। □(বিশেষ্য) উক্ত অর্থে। □(বিশেষণ) ১ রুষ্ট; রাগান্বিত। ২ বিরূপ; বিরাগযুক্ত; নারাজ (বাবা অন্য সমস্ত ব্রতের উপর চটা ছিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। চটাচটি (বিশেষ্য) ১ রাগারাগি; ক্রোধ প্রকাশ। ২ বাদানুবাদ; পরস্পর ক্রোধপূর্ণ বাক্য বিনিময়। চটানো (ক্রিয়া) ১ রাগানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। রগচটা (বিশেষণ) ১ সহজেই রেগে যায় এমন। ২ উগ্র; রাগী; ক্রোধী; কোপন-স্বভাব। চটিতং (বিশেষণ) অত্যন্ত ক্রুদ্ধ; খুব রাগ হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √চণ্ড্‌>(বাংলা) চট+আ}
  • Bengali Word চটা ২ Bengali definition [চটা] (ক্রিয়া) ১ চিড় খাওয়া বা ফাট ধরা। ২ চাকলা ওঠা; উপরের পাতলা অংশ বা ত্বক উঠে যাওয়া। ৩ লোপ পাওয়া; হ্রাস পাওয়া; নষ্ট হওয়া (রং চটা, ভক্তি চটা)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত)√চট্‌>}
  • Bengali Word চটা ৩ Bengali definition [চটা] (বিশেষ্য) ১ বাখারি; চাঁচারি; বাঁশের বা কোনো বস্তুর পাতলা ফালি। ২ চাটাই দরমা। {(তৎসম বা সংস্কৃত) √কট্‌>+(বাংলা) আ}
  • Bengali Word চটাচট Bengali definition [চটাচট্‌] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) ১ একের পর এক; ক্রমাগত (কিল ঘুষি ঘুলো চটাচট পিঠে পড়তে লাগল)। ২ অতি শীঘ্র (কাজগেুলো চটাচট সেরে চলে এস)। {(তৎসম বা সংস্কৃত) ঝটিতি>ঝটচটং>}
  • Bengali Word চটাল, চটালো Bengali definition চাটাল
  • Bengali Word চটাস Bengali definition [চটাশ্‌] (অব্যয়) চপেটাঘাতের শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চটি ১, চটিকা Bengali definition [চোটি, চোটিকা] (বিশেষ্য) চামড়ার তৈরি হালকা জুতাবিশেষ (দ্যাখো চটিকা ছাড়িয়া সেলিমী নাগরা ধরেছি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চর্ম>(বাংলা) চাম+টি>; চটি+(বাংলা) ইকা}
  • Bengali Word চটি ২, চটী Bengali definition [চোটি] (বিশেষণ) ১ পাতলা (চটি বই)। ২ পাতলা বই; ক্ষুদ্র পুস্তিকা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চটি ৩ Bengali definition [চোটি] (বিশেষ্য) পথিকদের বিশ্রাম স্থান; পান্থশালা; সরাই। {(ফারসি) চতর(অর্থ-তাঁবু)}
  • Bengali Word চটি ৪ Bengali definition [চোটি] (বিশেষ্য) বাঁশের চটি; পাতলা বাখারি। {আঞ্চলিক}
  • Bengali Word চটিকা Bengali definition চটি
  • Bengali Word চটু Bengali definition [চোটু] (বিশেষ্য) তোশামোদ; চাটুবাদ; স্তুতিবাক্য। {(তৎসম বা সংস্কৃত) √চট্‌+উ(উন্‌)}
  • Bengali Word চটুল Bengali definition [চোটুল্‌] (বিশেষণ) ১ চঞ্চল (ক্রীড়ারত চটুল সফরী-কাজী নজরুল ইসলাম)। ২ চপল; অস্থির (চটুল স্বভাব)। ৩ মুগ্ধকর; সুন্দর (চটুল চোখে তারার মত চায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ লঘু; হালকা (চটুল রচনা)। চটুলা (বিশেষণ) স্ত্রী। চটুলতা বি। {(তৎসম বা সংস্কৃত) চটু+ল(লচ্‌}
  • Bengali Word চট্টল, চট্টলা Bengali definition [চট্‌টেল, চট্‌টলা] (বিশেষ্য) চট্টগ্রামের প্রাচীন তথা পৌরাণিক নাম। {(তৎসম বা সংস্কৃত) চট্টল+আ}
  • Bengali Word চট্টি Bengali definition [চোট্‌টি] (বিশেষ্য) পান্থশালা; সরাইখানা (হিমালয়ের চট্টিতে মানুষ যে রকম মাছি সম্বন্ধে নির্বিকার-সৈয়দ মুজতবা আলী)। {⇒চটি৩}
  • Bengali Word চট্টোপাধ্যায় Bengali definition [চট্‌টোপাদ্‌ধ্যায়্‌] (বিশেষ্য) বাঙালি ব্রাহ্মণের পদবিবিশেষ; চাটুয্যে; চাটুজ্যে; চ্যাটার্জি। {চট্ট+উপাধ্যায়; (হিন্দি) চট্ট (অর্থ:ছাত্র)+উপাধ্যায় (অর্থ: আচার্য, শিক্ষক)}
  • Bengali Word চট্‌ ২ Bengali definition [চট্‌] (অব্যয়) ঝট; শীঘ্র; জলদি; সত্বর। {(তৎসম বা সংস্কৃত) ঝটিতি>ঝট>চট}
  • Bengali Word চণক Bengali definition [চনোক্‌] (বিশেষ্য) ১ চণা; চানা; ‍বুট; ছোলা। ২ হিন্দু পুরাণোক্ত বাৎস্যায়ন মুনির পিতা। {(তৎসম বা সংস্কৃত) √চণ্‌+অ(অচ্‌)+(বাংলা) আ}
  • Bengali Word চণ্ড Bengali definition [চন্‌ডো] (বিশেষণ) ১ ভয়ানক; প্রচণ্ড (রণে চণ্ড)। ২ অতিশয় কোপন বা ক্রুদ্ধ (চণ্ড স্বভাব)। ৩ উগ্র; তীব্র; তীক্ষ্ণ। □(বিশেষ্য) দানববিশেষ; প্রেতবিশেষ (চণ্ডমুণ্ড বিনাশিনী) চণ্ডা, চণ্ডী বিণ, (স্ত্রীলিঙ্গ) (উগ্রচণ্ড, উগ্রচণ্ডী)। {(তৎসম বা সংস্কৃত) √চণ্ড্‌+অ(অচ্‌)}
  • Bengali Word চণ্ডাল Bengali definition [চন্‌ডাল্‌] (বিশেষ্য) চাঁড়াল; হিন্দু পুরাণে উল্লিখিত নিম্নশ্রেণির হিন্দু সম্প্রদায়। □(বিশেষণ) ১ নিষ্ঠুর প্রকৃতির; হৃদয়হীন। চণ্ডালী, চণ্ডালিনী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (ছুঁয়ো না ছুঁয়ো না ছি/ও যে চণ্ডালিনীর ঝি/নষ্ট হবে যে দই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √চণ্ড্‌+আল্(আলঞ্‌)+অ}
  • Bengali Word চণ্ডাশোক Bengali definition [চন্‌ডাশোক্‌] (বিশেষ্য) অহিংসা মন্ত্রে দীক্ষা গ্রহণের পূর্ববর্তী অত্যাচারী নিষ্ঠুর সম্রাট অশোক। □(বিশেষণ) নিষ্ঠুর; নির্দয় (দেবতা হয় চণ্ডাশোক-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চণ্ড+অশোক; (কর্মধারয় সমাস)}