Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -শাল ৪ Bengali definition [শাল্‌] (বিশেষ্য) ১ গৃহ; আলয় (হাতিশাল)। ২ কারখানা (কামারশাল)। {(তৎসম বা সংস্কৃত) শালা>}
  • Bengali Word -শালী (-লিন্‌) Bengali definition [শালি] (বিশেষণ) যুক্ত; বিশিষ্ট; সম্পন্ন (তিনি একজন অর্থশালী লোক)। -শালিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শাল্‌+ইন্‌(ণিনি)}
  • Bengali Word -শায়ী(-য়িন্‌) Bengali definition [শায়ি] (বিশেষণ) শয়নকারী; শায়িত; শয়ান (শয্যাশায়ী, ভূমিশায়ী)। -শায়িনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শী+ইন্‌(ণিনি)}
  • Bengali Word শ ১ Bengali definition [শ] (বিশেষ্য) বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণবিশেষ। এটি অঘোষ স্বল্পপ্রাণ; পশ্চাৎদন্তমূলীয় উষ্ম বা শিস ধ্বনি (voice-less, unaspirated, post dental, fricative, sibilant বা spirant sound)।
  • Bengali Word শংসন, শংসা Bengali definition [শঙ্‌শোন্‌, শঙ্‌শা] (বিশেষ্য) ১ প্রশংসা; স্তুতি। ২ উক্তি; কথন; উল্লেখ। ৩ অভিলাষ; ইচ্ছা। শংসাপত্র (বিশেষ্য) ১ প্রশংসাপত্র; testimonial। ২ প্রমাণপত্র; certificate। শংসিত (বিশেষণ) ১ প্রশংসিত। ২ উক্ত। ৩ ঈপ্সিত। শংস্য (বিশেষণ) ১ প্রশংসনীয়। ২ কথনযোগ্য। ৩ কাম্য। {(তৎসম বা সংস্কৃত) √শন্‌স্‌+অন(ল্যুট্‌), অ+আ(টাপ্‌)}
  • Bengali Word শউর (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শোউর্‌] (বিশেষ্য) শ্বশুর। শউরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শাশুড়ি। {(তৎসম বা সংস্কৃত) শ্বশুর, শ্বশ্রূ>}
  • Bengali Word শওক, শওখ Bengali definition ⇒ শখ
  • Bengali Word শওকত, শওকৎ (বিরল) Bengali definition [শওকত্‌] (বিশেষ্য) ক্ষমতা; শক্তি; জাঁকজমক (তার শান-শওকত ওসমানকত বেশি)। {(আরবি) শৱকত্‌}
  • Bengali Word শওকীন Bengali definition ⇒ শৌখিন
  • Bengali Word শওহর Bengali definition [শওহর্‌] (বিশেষ্য) স্বামী। {(আরবি) শৱহর}
  • Bengali Word শওয়াল Bengali definition [শওয়াল্‌] হিজরি বছরের দশম মাস (শওয়ালের চাঁদ জেগেছে আকাশে)। {(আরবি) শাৱাল}
  • Bengali Word শক ১ Bengali definition [শক্‌] (বিশেষণ) মধ্য এশিয়ার একটি প্রাচীন জাতি; শকদেশীয় লোক; Seythian (শক হুনদল পাঠান মোগল এক দেহে হলো লীন-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ১ রাজা শকাদিত্য বা শালিবাহন যিনি শকাব্দ প্রবর্তন করেন। ২ শকরাজ কর্তৃক প্রবর্তিত বছর; শকাব্দ। ৩ কৃষ্ণসাগরের উত্তরস্থ একটি দেশের নাম। ৪ শক দেশের অধিবাসী। শকাব্দ (বিশেষ্য) শক নামক রাজা কর্তৃক প্রবর্তিত সাল (বঙ্গাব্দের ৫১৫ বছর আগে থেকে শকাব্দ চালু রয়েছে। খ্রিস্টাব্দ থেকে ৭৮/৭৯ বিয়োগ করলে শকাব্দ পাওয়া যায়)। শকারি (বিশেষ্য) শকদের শত্রু; শকবিজয়ী রাজা বিক্রমাদিত্য। {√শক্‌+অ(অচ্‌)}
  • Bengali Word শক ২ Bengali definition [শক্‌] (বিশেষ্য) বিদ্যুৎ; শোক দুঃখ ইত্যাদির আকস্মিক (মারাত্মক) আঘাত (সাংঘাতিক শক পেয়েছে)। {(ইংরেজি) shock}
  • Bengali Word শকট Bengali definition [শকোট্‌] (বিশেষ্য) ১ গাড়ি (বিজয়-শকট-আকবরউদ্দীন)। ২ কৃষ্ণ কর্তৃক নিহত দৈত্যবিশেষ (শকট ভাঙ্গিয়া রঙ্গি-ভারতচন্দ্র রায়গুণাকর)। শকটচালক (বিশেষ্য) গাড়োয়ান। শকটবাহ্য (বিশেষণ) শকটে করে বাহনযোগ্য; গাড়িতে বহনের মতো। শকটব্যূহ (বিশেষ্য) শকটের মতো অগ্রে সূচ্যাকৃতি ও পশ্চাদ্ভাগে স্থূল প্রাচীন ব্যূহবিশেষ। শকটাক্ষ (বিশেষ্য) গাড়ির ধুরা; গাড়ির অক্ষদণ্ড; axle। শকটারি (বিশেষ্য) হিন্দুপুরাণোক্ত শকট নামক দৈত্য-হন্তা শ্রীকৃষ্ণ। শকটিকা (বিশেষ্য) শিশুর খেলার গাড়ি; ছোটগাড়ি। {(তৎসম বা সংস্কৃত) √শক্‌+অট(অটন্‌)}
  • Bengali Word শকতা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শক্‌তা] (বিশেষণ) সমর্থা; সামর্থ্যযুক্তা (পুনী ষোড়াইতে শকতাঁ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √শক্‌+ত(ক্ত)+আ; (তুলনীয়) (হিন্দি) নহী শকতা}
  • Bengali Word শকতি Bengali definition ⇒ শক্তি
  • Bengali Word শকর, শক্কর Bengali definition [শকর্‌, শক্‌কর্‌] (বিশেষ্য) চিনি। শকরকন্দ (বিশেষ্য) মিষ্টি আলু। {(ফারসি) শক্‌র/শক্কর; (তৎসম বা সংস্কৃত) শর্করা}
  • Bengali Word শকল Bengali definition [শকল্‌] (বিশেষ্য) ১ খণ্ড; অংশ। ২ মাছের আঁশ; শল্ক। শকলী(-লিন্‌) (বিশেষণ) আঁশযুক্ত। □ (বিশেষ্য) মাছ। {(তৎসম বা সংস্কৃত) √শক্‌+অল(কল)}
  • Bengali Word শকাব্দ, শকারি Bengali definition ⇒ শক
  • Bengali Word শকার-বকার Bengali definition [শকার্‌বকার্‌]-শওকত ওসমানব-কারাদ্য শব্দযোগে অশ্লীল গালি। {শ(শালা)+কার+ব(বাঞ্চত)+কার}
  • Bengali Word শকুন Bengali definition [শোকুন] (বিশেষ্য) ১ ‍উড়ে বহু দূর যেতে পারে এমন বড় ধরনের পাখি, যা প্রধানত মৃতদেহ খেয়ে বেঁচে থাকে; গৃধ্র। ২ শুভাশুভসূচক চিহ্ন বা লক্ষণ। শকুনজ্ঞ (বিশেষণ) লাক্ষণিক; হিন্দুবিশ্বাসে লক্ষণাদৃষ্টে শুভাশুভ নির্ণয়ে দক্ষ। শকুনতত্ত্ব (বিশেষ্য) পক্ষীর গতিবিধি ও ধ্বনি দ্বারা শুভাশুভ নির্ণয়বিদ্যা (বাবা কোকিলের সম্বন্ধে শখুনতত্ত্ব থেকে কিছুই বললেন না, কেবল একটু কবিত্বের ভান করলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √লম্‌+উন(উনন্‌)}
  • Bengali Word শকুনি Bengali definition [শোকুনি] (বিশেষ্য) ১ শকুন নামক বৃহদাকার পাখি; গৃধ্র। ২ মহাভারতোক্ত দুর্যোধনের কূটবুদ্ধি মাতুলের নাম। শকুনিমামা (বিশেষ্য) (আলঙ্কারিক) দুর্যোধনের মাতুলের ন্যায় যে ব্যক্তি কূটবুদ্ধি দিয়ে গৃহবিবাদ বাধায়। {(তৎসম বা সংস্কৃত) √শক্‌+উনি}
  • Bengali Word শকুন্ত Bengali definition [শোকুন্‌তো] (বিশেষ্য) ১ ভাস পক্ষী। ২ শকুনি। শকুন্তলা (বিশেষ্য) ১ মেনকা ও বিশ্বামিত্রের কন্যা এবং দুষ্মন্ত রাজার পত্নী। ২ কালিদাসের সুপ্রসিদ্ধ ‘অভিজ্ঞানশকুন্তলম্‌’ নাটকের নায়িকা। ৩ উক্ত নাটক। {(তৎসম বা সংস্কৃত) √শক্‌+উন্ত}
  • Bengali Word শকুল, সকুল Bengali definition [শোকুল্‌] (বিশেষ্য) শোল মাছ; শাল মাছ (কবিরা কণ্টকহীন আম্রে শকুল মীন খরলোণ দিয়া ঘন কাটি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। শকুল-বদরী (বিশেষ্য) শোল মাছ দিয়ে কুলের অম্বল (যদি পাই মিঠা ঘোল সকুল বদরী ঝোল তবে খাই গ্রাসে দুই চারি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √শক্‌+উর(উরচ্‌)}
  • Bengali Word শক্ত ১ Bengali definition [শক্‌তো] (বিশেষণ) ১ সমর্থ; কর্মক্ষম (বৃদ্ধ বয়সেও তিনি বেশ শক্ত)। ২ পটু; দক্ষ; বিচক্ষণ। ৩ বলবান; শক্তিশালী (শক্ত দেহ)। {(ফারসি) সখ্‌ত}
  • Bengali Word শক্ত ২ Bengali definition [শক্‌তো] (বিশেষণ) ১ ভাঙা কঠিন এমন; সহজে ভাঙে না এমন; অনমনীয় (শক্ত লাঠি)। ২ টেকসই (শক্ত কাপড়)। ৩ কঠোর; নির্মম (এই ব্যাপার তোমায় শক্ত হতে হবে)। ৪ দৃঢ়; অনড়; অবিচলিত; স্থির (শক্ত মন)। ৫ সহজে নড়ে না এমন (শক্ত খুঁটি)। ৬ কৃপণ; ব্যয়কুণ্ঠ (খরচের বেলায় খুব শক্ত)। ৭ রূঢ়; কর্কশ; অপ্রিয়; কড়া (দুচারটি শক্ত কথা শুনিয়ে দিল)। ৮ যা সহ্য করা যায় না; অসহ্য; অসহনীয় (শক্ত বেদনা)। ৯ জটিল; কঠিন; দুর্বোধ্য (আধুনিক কবিতা ভারী শক্ত)। ১০ দুরুত্তর; দুরূহ (শক্ত প্রশ্ন)। ১১ কষ্টসাধ্য; কষ্টকর (চাকরি পাওয়া বেশ শক্ত)। ১২ সমাধান সহজ নয় এমন (শক্ত মামলা)। ১৩ মজবুত; দৃঢ় (ওদের বাঁধন যতই শক্ত হবে মোদের বাঁধন টুটবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) দুরারোগ্য (শক্ত রোগ)। শক্তঘানি (বিশেষ্য) (আলঙ্কারিক) কটোর প্রকৃতির; জবরদস্ত ব্যক্তি; যে নির্মমভাবে কাজ আদায় করে। শক্তের ভক্ত নরমের যম-প্রবলের নিকট বিনীত এবং দুর্বলের নিকট বিক্রম প্রকাশ করে এমন ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) √শক্‌+ত(ক্ত)}
  • Bengali Word শক্তি, শকতি (পদ্যে ব্যবহৃত) Bengali definition [শোক্‌তি, শকোতি] (বিশেষ্য) ১ ক্ষমতা; সামর্থ্য; বল। ২ পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (মিত্রশক্তিবর্গ)। ৩ পৌরাণিক যুদ্ধাস্ত্র (শক্তিশূল)। ৪ স্ত্রী-দেবতা দুর্গা; কালিকা; কমলা। ৫ কর্মদক্ষতাদির মাত্রা; energy; হোমিওপ্যাথি ঔষধের ক্রম (সালফার ৩০ শক্তি)। শক্তি-উপাসক (বিশেষণ) দুর্গা কালিকা প্রভৃতি স্ত্রীদেবতার উপাসক। শক্তি উপাসনা, শক্তিপূজা (বিশেষ্য) দুর্গা কালিকা প্রভৃতি স্ত্রীদেবতার উপাসনা। শক্তিধর (বিশেষণ) বিপুল ক্ষমতার অধিকারী। □ (বিশেষ্য) ‘শক্ত ‘ অস্ত্রধারী কার্তিকের এক নাম। শক্তিমান (-মৎ), শক্তিশালী(-লিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) শক্তি আছে এমন; বলবান। □ (বিশেষ্য) শক্তিমত্তা; শক্তিশালিতা। শক্তিমত্তা, শক্তিশালিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শক্তিমতী, শক্তিশালিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শক্তিশেল (বিশেষ্য) রামায়ণোক্ত রাবণের যে মারাত্মক অস্ত্রে লক্ষ্মণ মৃতপ্রায় হন। শক্তিহীন (বিশেষণ) নিঃশক্তি; দুর্বল। শক্তিহীনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শক্তিহীনতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) শক্‌+তি(ক্তি)}
  • Bengali Word শক্তু Bengali definition [শোক্‌তু] (বিশেষ্য) ছাতু; যবাদি চূর্ণ (শক্ত পাহাড় হচ্ছে গুঁড়া শক্তু সম পলে পলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সক্তু>}
  • Bengali Word শক্য Bengali definition [শোক্‌কো] (বিশেষণ) সাধনযোগ্য; সাধ্য; করতে পারা যায় বা করা সম্ভব এমন (নারিবে অর্জুনেরে কুমারগণ শক্যে-কালীপ্রসন্ন সিংহ)। অশক্য (বিশেষণ) অসাধ্য। {(তৎসম বা সংস্কৃত) √শক্‌+য(যৎ)}
  • Bengali Word শক্র Bengali definition [শক্‌ক্রো] (বিশেষ্য) ১ বৌদ্ধ ও হিন্দু পুরাণোক্ত দেবরাজ ইন্দ্র। ২ কুটজবৃক্ষ; কুড়চি গাছ। ৩ অর্জুন গাছ। ৪ জ্যেষ্ঠা নক্ষত্র। শক্রাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। শক্র জিৎ (বিশেষ্য), (বিশেষণ) ইন্দ্রজিৎ। শক্রবাহ (বিশেষ্য) মেঘ। {(তৎসম বা সংস্কৃত) √শক্‌+র(রক্‌)}