Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চাপটি, চাপটী, চাপটালি Bengali definition [চাপ্‌টি, চাপ্‌টি, চাপ্‌টালি] (বিশেষ্য) উবু হয়ে পা মুড়ে আসনে উপবেশন (চাপটি খেয়ে বসে ঘাসের উপর গাছের ছায়া দেখে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {চাপ২+টি}
  • Bengali Word চাপদার Bengali definition [চাপ্‌দার] (বিশেষ্য) ধনুর্ধর; তীরন্দাজ (আসাবরদার ও চাপদার-শিপাহিরা সমস্ত ডাণ্ডাইল-রামরাম বসু)। {(তৎসম বা সংস্কৃত) চাপ+(ফারসি) দার}
  • Bengali Word চাপদাড়ি Bengali definition চাপ২
  • Bengali Word চাপন Bengali definition [চাপোন্‌] (বিশেষ্য) ১ পীড়ন; চাপ প্রদান; ভারার্পণ (নানা মতের চাপনে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ টিপন। ৩ আরোহন। ৪ আক্রমণ (গজবর চাপনে পড়িলে মশানে, পদাতিক লাখে লাখ-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। { চাপ২+অন; (ফারসি) চাপীদন্‌}
  • Bengali Word চাপরাস, চাপরাশ Bengali definition [চাপ্‌রাশ্‌] (বিশেষ্য) ১ পদজ্ঞাপক চিহ্ন; তকমা। ২ ভৃত্যদের দ্বারা ধারণীয় পরিচয় অঙ্কিত ধাতুফলক; badge (একটা, ভাল বয় রাখিবেন তার চাপরাস চাই-মাহবুব-উল-আলম)। চাপরাসি, চাপরাশি (বিশেষ্য) পেয়াদা; আরদালি; পিয়ন; বেয়ারার {তৎক্ষণাৎ চাপরাশিকে আদেশ করিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) চপরাস }
  • Bengali Word চাপল্য, চাপল Bengali definition [চাপোল্‌লো, চাপোল্‌] (বিশেষ্য) ১ চাঞ্চল্য; চপলতা। ২ প্রগল্‌ভতা; বাকচাতুরী। ৩ অস্থিরতা; ছটফটানি। ৪ ঔদ্ধত্য; ধৃষ্টতা। ৫ অবিমৃষ্যকারিতা; হঠকারিতা। {(তৎসম বা সংস্কৃত) চপল+য(ষ্যঞ্‌)=চাপল্য; (তৎসম বা সংস্কৃত) চপল+অ(অণ্‌)}
  • Bengali Word চাপা Bengali definition [চাপা] (ক্রিয়া) ১ চাপ দেওয়া; ভার রাখা; ভর দেওয়া (কাঁধে চাপা)। ২ ঠাসা; গাদা (চেপে ভরা)। ৩ টেপা বা পেষা (পায়ে চেপে মারা)। ৪ ঢাকা; লুকানো; গোপন করা (দুঃখ চাপা)। ৫ জোড়া; ব্যাপ্ত করা; বিস্তৃত হওয়া বা ছাওয়া (পঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা-কৃত্তিবাস ওঝা)। ৬ আরোহন করা (গাড়িতে চাপা)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ অনতিস্ফুট; অনুচ্চ ও অর্থময়; গোপন ব্যঞ্জনাপূর্ণ (আমায় দেখে চাপা হাসি হাসলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অব্যক্ত; অস্পষ্ট (চাপা কান্না)। ৩ অবরুদ্ধ; বদ্ধ (চাপা গলা)। ৪ আচ্ছাদিত; আবৃত (ধামা চাপা)। ৫ সংকীর্ণ (চাপা গলা)। ৬ গুপ্তভাবে প্রবাহিত; অলক্ষ্যে সঞ্চরমান (চাপা অসন্তোষ, চাপা আক্রোশ)। ৭ চ্যাপটা; বসা; টোল খাওয়া (পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিৎ চাপা)। ৮ অব্যক্ত; রুদ্ধ; অপ্রকাশিত (চাপা বেদনা)। ৯ আপন অনুভূতি বা সংবাদ প্রকাশ করে না এমন (চাপা লোক)। চাপাচাপি (বিশেষ্য) ১ পীড়াপীড়ি; বারংবার অনুরোধ। ২ ঢাকাঢাকি; গোপনতা; লুকোচুরি। ৩ ঠাসাঠাসি; ঘেঁষাঘেষি। চাপাচুপি (বিশেষ্য) ১ ঢাকাঢুকি; আবরণ; গোন করবার বিবিধ চেষ্টা (চাপাচুপি দিয়ে রাখা)। ২ পুরু আস্তরণে আচ্ছাদন বা উত্তমরূপে আবৃতকরণ। চাপা দেওয়া (ক্রিয়া) ১ আচ্ছাদিত করা; আবৃত করা। ২ গোপন করা; লুকানো। চাপা পড়া (ক্রিয়া) ১ ঢেকে যাওয়া; আবৃত হওয়া; দৃষ্টির আড়ালে পড়ে যাওয়া (নানান কাগজপত্রে চাপা পড়া)। ২ বিস্মৃত হওয়া; স্মরণাতীত হওয়া; অনুল্লেখ্য হওয়া (কথা চাপা পড়া)। ৩ পিষ্ট বা প্রোথিত হওয়া (গাড়ি চাপা পড়া, মাটি চাপা পড়া)। ৪ নিবৃত্ত হওয়া; ক্ষান্ত বা স্থগিত হওয়া (কৌতুহল চাপা পাড়)। চাপাবাজি (বিশেষ্য) মিথ্যা উক্তি দ্বারা প্রবঞ্চনা। চেপে/চাপিয়া বসা (ক্রিয়া) ১ ঠেসে বসা। ২ বহুক্ষণের জন্য বাস। ৩ জুড়ে বা এঁটে বসা; না উঠবার মতলবে বসা। ৪ পুরাদস্তুর অধিকার বা আয়ত্ত করা। চেপে যাওয়া (ক্রিয়া) গোপন করে যাওয়া। ঘাড়ে চাপা (ক্রিয়া) গলগ্রহ হওয়া। {√চাপ্‌+(বাংলা)আ}
  • Bengali Word চাপাটি, চাপাতি Bengali definition [চাপাটি, চাপাতি] (বিশেষ্য) ১ হাতে চাপড়িয়ে তৈরি রুটি (কাঠের কয়লায় চুলা জ্বালাইয়া শাশুড়ি বউ রোজ চা ও চাপাতি তৈরি করিতে বসিয়া যায়-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। ২ এক প্রকার বড় দাও; কাটারি। {(তৎসম বা সংস্কৃত) চপটী>; (ফারসি) চপাতী}
  • Bengali Word চাপান ১ Bengali definition [চাপান্‌] (বিশেষ্য) ১ প্রশ্ন সমাধানের ভার অর্পণ; কবিগান তরজা প্রভৃতির লাড়াইয়ে এক পক্ষ অপর পক্ষকে সমাধানের জন্য যে সমস্যা প্রদান করে। ২ যা চাপিয়ে দেওয়া হয়েছে বা হয়। {√চাপা+অন}
  • Bengali Word চাপানো, চাপান ২ Bengali definition [চাপানো] (ক্রিয়া) ১ বোঝাই বা পূর্ণ করা (গাধার পিঠে বা গাড়িতে চাপানো)। ২ স্থাপন করা (মাথায় চাপানো)। ৩ আরোন করা; নিক্ষেপ করা; অর্পণ করা (কলঙ্ক চাপানো)। ৪ এক ধারে সরানো (গাড়ি চাপানো)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√চাপা+আনো}
  • Bengali Word চাপিল Bengali definition [চাপিল্‌] (বিশেষণ) চাপা; সংকীর্ণ পরিসর (ঘরখানা প্রস্থে একেবারে চাপিল)। {চাপ+আল>}
  • Bengali Word চাপড়, চাপট Bengali definition [চাপোড়্‌, চাপোট্‌] (বিশেষ্য) চড়; থাপ্পর; করতল দ্বারা আঘাত (বুকে পৃষ্ঠে মারে দেবী বজ্র চাপড়-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) চর্পট>(প্রাকৃত) চপ্পড়>}
  • Bengali Word চাপড়া ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [চাপ্‌ড়া] (বিশেষ্য) ছাপরা ঘর; খোলায় ছাওয়া ঘর (চাপরা এড়িয়ে পাইলা এ খাট বিছান-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) খর্পর}
  • Bengali Word চাপড়া, চাবড়া Bengali definition [চাপ্‌ড়া, চাপ্‌ড়া] (বিশেষ্য) চাপ বাঁধা খণ্ড বা দলা বা চাঙড় (মাটির চাপড়া)। {চাপ২+ড়া}
  • Bengali Word চাপড়ানো Bengali definition [চাপ্‌ড়ানো] (ক্রিয়া) থাপ্পর বা চাপড় মারা বা মারতে থাকা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। কপাল চাপড়ানো (ক্রিয়া) দুর্ভাগ্যের জন্য কপালে করাঘাত করা; মন্দভাগ্যের বা ক্ষতির জন্য আফসোস করা। বুক চাপড়ানো (ক্রিয়া) শোক হেতু বুকে চাপড় মারা। {(তৎসম বা সংস্কৃত) চপট>(বাংলা) চাপড়+আনো}
  • Bengali Word চাপড়ি Bengali definition [চাপ্‌ড়ি] (বিশেষ্য) চাপটা (আটার চাপড়ি-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {চাপ২+ড়ি}
  • Bengali Word চাবকান Bengali definition চাবুক
  • Bengali Word চাবি, চাবিকাঠি Bengali definition [চাবি, চাবিকাঠি] (বিশেষ্য) ১ তালা বন্ধ করবার ও খুলবার যন্ত্রবিশেষ; কুঞ্চি; কুঞ্চিকা। ২ যন্ত্রাদি নিয়ন্ত্রণ বা চালু করবার কলবিশেষ (ঘড়ির চাবি)। চাবি তালা (বিশেষ্য) কুলুপ আঁটা স্থান; প্রকৃষ্টরূপে বন্ধ কোটর (ভারতবর্ষে সচরাচর জ্ঞান চাবি তালার ভিতর বন্ধ থাকে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(পর্তুগিজ)Chave}
  • Bengali Word চাবুক Bengali definition [চাবুক] (বিশেষ্য) ১ কশা, বেত, চামড়া প্রভৃতি দিয়ে তৈরি প্রহরণ; ঘোড়া চালাবার প্রহরণ; whip (দড় বড়ি চড়ি ঘোড়া অমনি চাবুক-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বেত্রাঘাত (চাবুক খাওয়া)। ৩ মর্মস্পর্শী তিরস্কার বা আঘাত (কথার চাবুক)। চাবকানো, চাবকান (ক্রিয়া) চাবুক দিয়ে প্রহার করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। চাবকানি (বিশেষ্য) চাবুক দিয়ে প্রহার। চাবুক সোয়ার (বিশেষ্য) দক্ষ আরোহী; expert horseman or horse-breaker, jockey (সমুখে ফিরায়ে ঘোড়া চাবুক সোয়ার-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) চাবুক+সারার্‌}
  • Bengali Word চাম Bengali definition [চাম্‌] (বিশেষ্য) চর্ম; ত্বক (কাঁকনের ঘায়ে ছিঁড়িয়া বুকের চাম-জসীমউদ্‌দীন)। চামদড়ি (বিশেষ্য) ১ চামের দড়ি; তাঁতের দড়ি। ২ তাঁতের দড়ির মতো পাকানো ও চিকন; চামের দড়ির মতো কৃশ চেহারা (রোদে ঘুরে ঘুরে একেবারে চামদড়ি হয়ে গেছ যে)। চামসা, চিমসা (বিশেষণ) ১ শুকনা চামড়ার মতো (চেমসে গন্ধ)। ২ রোগা; শুকনা (চিমসে চেহারা)। {(তৎসম বা সংস্কৃত) চর্ম>; (ফারসি) চর্‌ম}
  • Bengali Word চামচ, চামচে ১ Bengali definition [চামোচ্‌, চাম্‌চে] (বিশেষ্য) ক্ষুদ্র হাতা; চামিচ। {(তৎসম বা সংস্কৃত) চমস>, (ফারসি) চাম্‌চাহ্‌}
  • Bengali Word চামচা, চামচে ২ Bengali definition [চাম্‌চা, চাম্‌চে] (বিশেষ্য) তোষামোদকারী; মোসাহেব; চেলা। {(তৎসম বা সংস্কৃত) চমস>; (ফারসি) চম্‌চহ্‌}
  • Bengali Word চামচিকা, চামচিকে Bengali definition [চম্‌চিকা, চাম্‌চিকে] (বিশেষ্য) বাদুড়জাতীয় ক্ষুদ্র জীব। {(তৎসম বা সংস্কৃত) চর্মচটিকা>}
  • Bengali Word চামচিটে Bengali definition [চাম্‌চিটে] (বিশেষণ) অত্যন্ত চিটচিটে বা আঠালো; ত্বকের সঙ্গে লেগে থাকে এমন। চামচিটেল (বিশেষণ) চামচিটের মতো স্বভাববিশিষ্ট (তুমি যে দেখছি চিটে গুড়ের চেয়েও চামচিটেল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চর্ম>(বাংলা) চাম+চিটা+ইয়া>এ}
  • Bengali Word চামটি Bengali definition [চাম্‌টি] (বিশেষ্য) ক্ষৌরকার্যের সরঞ্জাম রাখার থলি (গিরি নাপিত সুপারীর খোলের তৈরি ক্ষুরের চামটি হইতে নরুন বাহির করিয়া-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) চর্মপটী}
  • Bengali Word চামর Bengali definition [চামোর্‌] (বিশেষ্য) চমরী গরুর পুচ্ছ দিয়ে তৈরি ব্যজনী বা পাখাবিশেষ। চামরিণী (বিশেষ্য), (বিশেষণ) চামর দিয়ে বাতাস করে যে নারী (ডুলাইছে কাঁদি চামরিণী সুচামর-মাইকেল মধুসূদন দত্ত)। চামরী (-রিন্‌) (বিশেষণ) চামরযুক্ত। □(বিশেষ্য) ঘোড়; অশ্ব। {(তৎসম বা সংস্কৃত) চমরী+অ(অণ্‌)}
  • Bengali Word চামাটি, চামাতি Bengali definition (বিশেষ্য) ১ চামড়ার পট্টি; চর্মময় বন্ধনী। ২ ক্ষুর ঘষার ব্যবহৃত চর্মখণ্ড। {(তৎসম বা সংস্কৃত) চর্মপত্র>}
  • Bengali Word চামার Bengali definition [চামার্‌] (বিশেষ্য) মুচি; চর্মকার। □(বিশেষ্য), (বিশেষণ) ১ (আলঙ্কারিক) নিষ্ঠুর; অতিশয় নির্দয়; অত্যন্ত নীচ ব্যক্তি। ২ অতি কৃপণ। চামারনি, চামারনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চর্মার; চর্মকার>}
  • Bengali Word চামুক্ষ Bengali definition [চামুক্‌খো] (বিশেষ্য) চাবুক; চামনির্মিত প্রহরণ (জখমে চামুক্ষ মারি আসিতে লাগীলা-সৈয়দ সুলতান)। {(তৎসম বা সংস্কৃত) চর্ম+√উক্ষ্‌+অ(অচ্‌)=চর্মোক্ষ>}
  • Bengali Word চামুণ্ডা Bengali definition [চামুন্‌ডা] (বিশেষ্য) ১ হিন্দুদেবী দুর্গার রূপবিশেষ। ২ উগ্র রমণী। □(বিশেষণ) উগ্রস্বভাবা (চামুণ্ডা রণরঙ্গিণী ভাবী সাহেবা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চণ্ড+মুণ্ড+আ}