Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চিঙ্গট, চিঙ্গড় Bengali definition [চিঙ্‌গট, চিঙ্‌গড়] (বিশেষ্য) চিংড়ি। চিঙ্গটি (বিশেষ্য) ছোট চিংড়ি। {(তৎসম বা সংস্কৃত) চিঙ্গট}
  • Bengali Word চিচিং ফাঁক, চিচিং-ফাঁক Bengali definition [চিচিঙ্‌ফাঁক্‌] (বিশেষ্য) ১ প্রসিদ্ধ আলিবাবা নাটকে উল্লিখিত দরজা খোলার গুপ্তমন্ত্র। ২ (গুপ্ত বিষয়) প্রকাশিত বা উন্মেচিত (আমার সবকিছু যেন চিচিং-ফাঁক না হয়ে যায়-কাজী নজরুল ইসলাম)। {আরব্যোপন্যাসের শব্দ (ইংরেজি) Open sesame শব্দের ভাবানুবাদ বলে ধারণা করা হয়}
  • Bengali Word চিচিংগা, চিচিঙ্গা, চিচিংগে, চিচিঙ্গে Bengali definition [চিচিঙ্‌গা, চিচিঙ্‌গা, চিচিঙ্‌গে, চিচিঙ্‌গে] (বিশেষ্য) লম্বাকৃতি সবজিবিশেষ (চিচিঙ্গের মতন বেণী দুলছিল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চিচিণ্ড>}
  • Bengali Word চিচিঙ্গা, চিচিঙ্গে Bengali definition চিচিংগা
  • Bengali Word চিচ্ছক্তি Bengali definition [চিচ্‌ছোক্‌তি] (বিশেষ্য) চৈতন্যশক্তি; চিৎরূপা শক্তি। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+ শক্তি; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চিজ ১, চীজ ১ Bengali definition [চিজ্‌] (বিশেষ্য) ১ সামগ্রী; দ্রব্য; পদার্থ; উপকরণ (হায়রে পূজিব কিসে কোন চীজ নাই-ভারতচন্দ্র রায়গুণাকর; ভূঁইচাঁপা কি চিজ চিনি না-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ মূল্যবান বস্তু বা সামগ্রী। ৩ (আলঙ্কারিক) মন্দ বা অদ্ভুত লোক; ধূর্ত বা শঠ ব্যক্তি (বুঝলে একটি চিজ বটে-সহজ নয-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) চীজ্‌}
  • Bengali Word চিজ ২, চীজ ২ Bengali definition [চিজ্‌] (বিশেষ্য) পনির। {(ইংরেজি) Cheese}
  • Bengali Word চিট ১ Bengali definition [চিট্‌] (বিশেষ্য) ১ কাগজের ক্ষুদ্র টুকরা; চিরকুট। ২ ক্ষুদ্র পত্র। {(হিন্দি) চিট্‌; (ইংরেজি) Chit}
  • Bengali Word চিট ২, চিটচিট Bengali definition [চিট্‌, চিট্‌চিট্‌] (বিশেষ্য) আঠালো বা আঠা আঠা ভাব; চটচটে। চিটচিটে (বিশেষণ) আঠালো; আঠার ভাব; সামান্য চটচটে। {জট>চট>; ধ্বন্যাত্মক}
  • Bengali Word চিটা ১, চিটে ১ Bengali definition [চিটা, চিটে] (বিশেষণ) ১ ঈষৎ চটচটে; আঠালো। ২ মলিন। □(বিশেষ্য) ১ চিটাগুড়; তামাকে ব্যবহৃত গুড়বিশেষ; মাতগুড়; কাইট; ক্বাথ। চিটাগুড় (বিশেষ্য) তামাক পাতায় ব্যবহৃত ঘন কৃষ্ণবর্ণ ঝোলা গুড়বিশেষ। {(বাংলা) চিট২+আ}
  • Bengali Word চিটা ২, চিটে ২ Bengali definition [চিটা, চিটে] (বিশেষণ) শুষ্ক; অসার বা খোসা সার। □(বিশেষ্য) শস্যশূন্য ধান; আগড়া; চালশূন্য ধান; যে ধানে চাল নেই। □(ক্রিয়া) ধানের রোগবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চিপিট>}
  • Bengali Word চিঠা Bengali definition [চিঠা] (বিশেষ্য) ১ হিসাব বই বা লেনদেনের হিসাব রক্ষার খাতা। ২ ক্ষুদ্র চিঠি। ৩ প্রমাণপত্র বা আদেশপত্র। ৪ ফর্দ; তালিকা; ফিরিস্তি। ৫ জমি জরিপের বিবরণপত্র; গাঁয়ের মানচিত্র। হাতচিঠা, হাতচিঠি (বিশেষ্য) টাকা লেনদেনের জন্য ব্যবহৃত লেখা ক্ষুদ্র পত্র। {(হিন্দি) চিট্‌ঠা}
  • Bengali Word চিঠি Bengali definition [চিঠি] (বিশেষ্য) পত্র; লিপি। চিঠি চাপাটি, চিঠি চৌপটি (বিশেষ্য) চিঠি ও তজ্জাতীয় লেখা; চিঠি পত্রাদি (এখন আর চিঠি চৌপাটির দরকার নাই-মীর মশাররফ হোসেন)। উকিলের চিঠি (বিশেষ্য) নালিশের ভয় দেখিয়ে উকিল দ্বারা প্রেরিত পত্র। উড়োচিঠি (বিশেষ্য) বেনামি চিঠি; খোলাচিঠি (বাঁশবন তারে উড়োচিঠি দেয়-জসীমউদ্‌দীন)। {হিন্দি, চিট্‌ঠী}
  • Bengali Word চিত ১, চিৎ ২ Bengali definition [চিত্‌] (বিশেষণ) ১ ঊর্ধ্বমুখী হয়ে মাটিতে পিঠ রেখে শয়ন। ২ চিত অবস্থায় শায়িত (তন্দ্রাবশে তক্তাপোসে প্রচণ্ড পণ্ডিত চিৎ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ পরাজিত, পর্যুদস্ত; কাত (তোমার শত্রুরা এবার রণক্ষেত্রে চিৎ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। চিতিয়ে পড়া (ক্রিয়া) আকাশের দিকে মুখ করে পড়া (শিলাতলে চিতিয়ে পড়ে ডানা ঝটপট্‌ করছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। চিতপাত, চিতপটাং (বিশেষণ) ১ ঊর্ধ্বমুখ হয়ে পতিত বা পাতিত (মোল্লা দোপেয়াজা এবার চিৎপটাং হবেন-ওহিদুল আলম)। ২ জব্দ বা পর্যুদস্ত (উৎপাত করলে চিৎপাত হতে হবে-মীর মশাররফ হোসেন)। উৎপাতের কাড়ি চিৎপাতে যায়-অন্যায় পতে অর্জিত অর্থ বাজে কাজে নষ্ট হয়ে যায়। {(হিন্দি) ও মৈথিলী. চিত}
  • Bengali Word চিত ২ Bengali definition [চিতো] (বিশেষ্য) ‘চিত্ত’ শব্দের কোমল রূপ (এই চিতগামী হবে যার স্বামী, দাসী হয়ে আমি সেবিব তারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। চিতসঞ্চিত (বিশেষণ) হৃদয়ের ধনস্বরূপ পরম প্রিয় বস্তু বা রতন (আমার চিতসঞ্চিত এসো-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চিত্ত}
  • Bengali Word চিত ৩ Bengali definition [চিতো] (বিশেষণ) ১ চয়ন করা হয়েছে এমন; চয়িত; সংকলিত। ২ সঞ্চিত। ৩ রচিত। {(তৎসম বা সংস্কৃত) √চি+ত(ক্ত)}
  • Bengali Word চিত ৪ Bengali definition চিৎ২
  • Bengali Word চিতই Bengali definition [চিতোই] (বিশেষ্য) পিঠাবিশেষ (পাকানো পিঠা চিতই ইত্যাদি তৈয়ার করিতে লাগিয়া গেল-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) চিত্রিত}
  • Bengali Word চিতল, চিথল Bengali definition [চিতল্‌, চিথল্‌] (বিশেষ্য) সুস্বাদু মাছবিশেষ; ফলই আকৃতির বৃহৎ মাছ। {(তৎসম বা সংস্কৃত) চিত্রফল>}
  • Bengali Word চিতা ১ Bengali definition [চিতা] (বিশেষ্য) শবদাহের অগ্নিকুণ্ড; মৃতদেহ দগ্ধ করার জন্য নির্মিত চুল্লি। চিতাভস্ম (বিশেষ্য) মৃতদেহ চিতায় ভস্মীভূত করার পর সংগৃহীত ছাই। চিতারোহণ (ক্রিয়া) ১ চিতায় আরোহণ। ২ চিতায় প্রাণ বিসর্জন। রাবণের চিতা (বিশেষ্য) ১ হিন্দু বিশ্বাস অনুযায়ী চিরজ্বলন্ত রাবণের চিতা। ২ (আলঙ্কারিক) চিরস্থায়ী মর্মযাতনা; অনন্ত যন্ত্রণা; যে মানসিক কষ্ট বা যন্ত্রণা কখনো দূর হয় না (লোকটির বুকের ভিতর যে রাবণের চিতা জ্বলছে তা আমি জানি-আবু ইসহাক)। {(তৎসম বা সংস্কৃত) √চ+ত(ক্ত)+ আ(টাপ্‌)}
  • Bengali Word চিতা ২, চিতে Bengali definition [চিতা, চিতে] (বিশেষ্য) ১ এক প্রকার গুল্ম (রাং-চিতা)। ২ কাপড় ভেজা থাকার ফলে যে তিলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র কালচে দাগ পড়ে; গাছে বা তার পাতায় ছাতা ধরা দাগ। ৩ মুখমণ্ডলে মেচেতার দাগ। {(তৎসম বা সংস্কৃত) চিত্রক> (প্রাকৃত) চিত্তঅ>}
  • Bengali Word চিতা ৩ Bengali definition [চিতা] (বিশেষ্য) সর্বাঙ্গে গোল কালো ছাপযুক্ত এক প্রকার ক্ষিপ্রগতির সম্পন্ন বাঘ (চিতাবাঘ)। {(তৎসম বা সংস্কৃত) চিত্রক>(প্রাকৃত) চিত্তঅ>}
  • Bengali Word চিতান, চিতেন Bengali definition [চিতান, চিতেন] (বিশেষ্য) গানে মহড়ার পর যে অংশ গলা ছেড়ে গাইতে হয়; কবিগানে উচ্চকন্ঠে গীত সূচনা অংশ। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+(বাংলা) আন}
  • Bengali Word চিতানো Bengali definition [চিতানো] (ক্রিয়া) ১ চিত হওয়া বা করা। ২ স্ফীত করা; ফুলানো (বুক চিতানো)। ৩ তাস প্রভৃতি ফেলে দেখানো। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। {√চিতা+আনো}
  • Bengali Word চিতি Bengali definition [চিতি] (বিশেষ্য) ১ গায়ে গোল গোল কালো দাগযুক্ত ছাপবিশেষ। ২ এক প্রকার সাপ। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+(বাংলা) আনো}
  • Bengali Word চিত্ত Bengali definition [চিত্‌তো] (বিশেষ্য) হৃদয়; মন; অন্তঃকরণ; আত্মা; প্রাণ (তবু ভরিল না চিত্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। চিত্ত ক্ষোভ (বিশেষ্য) মনের আক্ষেপ বা দুঃখ; মনস্তাপ। চিত্তগুরু (বিরল) (বিশেষ্য) বিবেক; conscience। চিত্তগ্রাহী (বিশেষণ) মর্মস্পর্শী; হৃদয়গ্রাহী বা চিত্তাকর্ষক। চিত্তচকোর (বিশেষ্য) পিপাসিত হৃদয় বা ব্যাকুল হৃদয় (তোমার বদন সুধাকর সন্দর্শনেই আমার চিবত্তচকোর চরিতার্থ হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। চিত্ত চমৎকারী (বিশেষণ) ১ মনোহর; মনোমুগ্ধকর। ২ চিত্তে বিস্ময় সঞ্চার করে এমন। চিত্ত চাঞ্চল্য (বিশেষ্য) মনের অস্থিরতা বিা বিচলন। চিত্ত চালন (বিশেষ্য) মানসিক বৃত্তির পরিচালনা বা অনুশীলন। চিত্তদমন (বিশেষ্য) ১ হৃদয় সংবরণ; আত্মশাসন; মনঃসংযম। ২ কৃপ্রবৃত্তি নিরোধ; প্রবল বাসনা সংবরণ; ইন্দ্রিয় জয়। চিত্তদাহ (বিশেষ্য) অন্তর্জ্বালা; মনস্তাপ; মর্মপীড়া; মনের জ্বালা বা যন্ত্রণা; মানসিক তীব্র অশান্তি। চিত্তদোষ (বিশেষ্য) মনের কলুষ বা বিকার। চিত্তদ্রাবক (বিশেষণ) হৃদয় দ্রবীভূত বা বিগলিত করে এমন। চিত্ত নিরোধ (বিশেষ্য) মনকে জাগতিক বিষয় থেকে প্রত্যাহার বা বিমুখকরণ। চিত্তপুত্তলি, চিত্তপুত্তলিকা (বিশেষ্য) ১ মনের অত্যধিক আদরের পাত্র; পরম স্নেহের ধন। ২ মনের পুতুল। চিত্তপ্রসাদ (বিশেষ্য) মানসিক প্রসন্নতা বা সন্তোষ; মনস্তুষ্টি। চিত্তবিকার (বিশেষ্য) ১ মানসিক ব্যাধি; মানসিক বিভ্রম; মানসিক বৈগুণ্য; হৃদয়ের চাঞ্চল্য বা অস্থিরতা। চিত্তবিক্ষেপ (বিশেষ্য) ১ মানসিক বিভ্রম। ২ মানসিক বিচলন বা হৃদয়ের অব্যবস্থিত অবস্থা। ৩ কোনো বিষয়ে মানসিক একাগ্রতার অভাব বা মনোযোগের অখণ্ডতার হানি। চিত্তবিনোদন (বিশেষ্য) মনোরঞ্জন; মনস্তুষ্টি সাধন; হৃদয়ের প্রফুল্লতা সম্পাদন। চিত্তবিপ্লব (বিশেষ্য) ১ মানসিক আন্দোলন বা বিক্ষোভ। ২ মানসিক বিকৃতি বা বুদ্ধিভ্রংশ। চিত্তবিভ্রম (বিশেষ্য) মনের বিকার; বুদ্ধিভ্রংশ। চিত্তবিমোহন (বিশেষ্য) ১ মনোমুগ্ধকরণ; মনোহরণ। □(বিশেষণ) মনোহারী; মনোমুগ্ধকারী। চিত্তবৃত্তি (বিশেষ্য) মনের ধর্ম; মনোবৃত্তি; হৃদয়ের প্রবণতা। চিত্তবৈকল্য (বিশেষ্য) চিত্তবিকার; চিত্তবিভ্রম। চিত্তব্যাসঙ্গ (বিশেষ্য) হৃদয়ের অত্যানুরাগ বা অতি আসক্তি; হৃদয়ের অনুরাগ প্রাবল্য (এই সার্বক্ষণিক চিত্ত ব্যাসঙ্গ দ্বারা আমার একবার নিদ্রার উচ্ছেদ হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। চিত্তভ্রংশ (বিশেষ্য) চিত্তবিভ্রম; চিত্তবৈকল্য; হৃদয়বিকার। চিত্তরঙ্গিলা বিণ (স্ত্রীলিঙ্গ) মনে সর্বদা আনন্দ রঙ্গপ্রিয়তা বিরাজমান এমন। চিত্তরঞ্জন (বিশেষ্য) হৃদয়ের আনন্দ বিধান। □(বিশেষণ) চিত্তে আনন্দ সঞ্চার করে বা আনন্দ দান করে এমন। চিত্তরঞ্জিনীবৃত্তি (বিশেষ্য) মানব মনের যে প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও আনন্দরস উপভোগে প্রবৃত্তি দেয়; aesthetics। চিত্তশুদ্ধি (বিশেষ্য) ১ মানসিক পবিত্রতা; মনের নির্মলতা। ২ হৃদয়ের মালিন্য অপনোদন; হৃদয়গত কলুষ শোধন। চিত্ত সংযম (বিশেষ্য) হৃদয়ের কৃপ্রবৃত্তির দমন। চিত্ত স্হৈর্য (বিশেষ্য) ১ হৃদয়ের অবিচলতা বা স্থির ভাব। ২ মানসিক উদ্বেগহীনতা বা প্রশান্তি। চিত্তহারী (বিশেষণ) ১ মনকে হরণ করে এমন; মনোহারী; মনভুলানো। ২ মনোহর। চিত্তহারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (চিত্তহারিণী জাপানী বালিকা-সত্যেন্দ্রনাথ দত্ত)। চিত্তাকর্ষক (বিশেষণ) ১ মনোজ্ঞ; মনোহর। ২ কৌতুকহোদ্দীপক বা আগ্রহোদ্দীপক। চিত্তাকর্ষণ বি। চিত্তোদ্বেগ (বিশেষ্য) দুর্ভাবনা; চিত্তের অস্থিরতা; মানসিক চাঞ্চল্য। চিত্তোন্নতি (বিশেষ্য) মানসিক উন্নতি; চিত্তের উন্নত অবস্থা; হৃদয়ের উন্নতি। {(তৎসম বা সংস্কৃত) √চিত্‌+ত(ক্ত)}
  • Bengali Word চিত্তির Bengali definition [চিত্‌তির] (বিশেষণ) বিচিত্র; আশ্চর্যজনক; বিস্ময়কর। □(বিশেষ্য) বিচিত্র ব্যাপার; আশ্চর্য কাণ্ড (দাশু একটিং করবে? তাহলেই চিত্তির-সুকুমার রায়)। {(তৎসম বা সংস্কৃত) চিত্র>}
  • Bengali Word চিত্র Bengali definition [চিত্‌ত্রো] (বিশেষ্য) ১ ছবি; অঙ্কিত প্রতিকৃতি। ২ নকশা। ৩ তিলক; পত্রলেখা; চন্দনের ছাপ বা সজ্জা। □(বিশেষণ) ১ বিস্ময়কর; আশ্চর্যজনক; চমৎকার। ২ নানা বর্ণে রঞ্জিত; বিচিত্র। চিত্রকম্বল (বিশেষ্য) বিচিত্র বর্ণের গালিচা; কার্পেট। চিত্রকর, চিত্রকার, চিত্রকৃৎ চিত্রী (বিশেষ্য) ছবি অঙ্কনকারী; পটুয়া; অঙ্কনশিল্পী; রং ও তুলির সাহায্যে প্রতিকৃতিকারী। চিত্রকলা (বিশেষ্য) চিত্রাঙ্কনবিদ্যা; ছবি আঁকার বিদ্যা; চিত্রশিল্প। চিত্রকাব্য (বিশেষ্য) ১ ছবির আকারে সজ্জিত পদবিশিষ্ট কবিতা; যে কবিতার পদসমূহ ছবির আকারে বিন্যস্ত হয়। ২ ব্যঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বর প্রধান কবিতা বা কাব্য। চিত্রগত (বিশেষণ) চিত্রর্পিত বা চিত্রপটে অঙ্কিত। চিত্রগন্ধ (বিশেষ্য) ১ হরিতাল। ২ চমৎকার বা মনোহর গন্ধ; সুগন্ধ। চিত্রদীপ (বিশেষ্য) হিন্দুদের পূজায় ব্যবহৃত পঞ্চপ্রদীপের অন্যতম দীপ। চিত্রনেত্র (বিশেষ্য) পাখিবিশেষ; শালিক পাখি। □(বিশেষণ) সুন্দর চক্ষুবিশিষ্ট স্ত্রীলোক। চিত্রনৈপূণ্য (বিশেষ্য) অঙ্কনপটুত্ব; অঙ্কনবিদ্যায় পারদর্শিতা। চিত্রপট (বিশেষ্য) ১ যে বস্ত্রের উপর চিত্র অঙ্কন করা হয়; canvas। ২ চিত্রাঙ্কিত বস্ত্র। ৩ দৃশ্যপট; থিয়েটারের সিন। চিত্রপুত্তরিকা (বিশেষ্য) ১ অঙ্কিত পুতুল বা প্রতিমূর্তি। ২ পটে অঙ্কিত মূর্তি। চিত্রফলক (বিশেষ্য) চিত্রপট বা চিত্রাঙ্কিত ধাতু বা কাষ্ঠখণ্ড (রাজা চিত্তবিনোদনার্থে ঐচিত্রফলকে স্বহস্তে শকুন্তলার প্রতিমূর্তি চিত্রিত করিয়াছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। চিত্রবৎ (বিশেষণ) অঙ্কিত চিত্রের মতো অর্থাৎ নিস্পন্দ। চিত্রবিচিত্র (বিশেষণ) নানা রঙের নকশাযুক্ত। চিত্রবিদ/চিত্রবিৎ (বিশেষ্য) চিত্রকলা অঙ্কন শিল্প। চিত্রময় (বিশেষণ) ১ ছবিযুক্ত; ছবিতে সজ্জিত বা পরিপূর্ণ। ২ চিত্রের তূল্য। ৩ চিত্র দ্বারা বর্ণিত বা বিবৃত। চিত্রময়ী (স্ত্রীলিঙ্গ)। চিত্ররথ (বিশেষ্য) ১ সূর্য। ২ গন্ধবিশেষ। চিত্রলিপি (বিশেষ্য) ভাবপ্রকাশক চিহ্ন বা চিত্রপ্রকটন; pictograph (মাঝে মাঝে যে সমস্ত আঁকজোক পড়িত তাহার সঙ্গে প্রাচীন ঈজিপ্টের চিত্রলিপি ছাড়া আর কোনো বর্ণমালার সাদৃশ্য ছিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। চিত্রশালা (বিশেষ্য) ১ চিত্রকর যে স্থানে বসে বসে চিত্রাঙ্কন করেন; হাত আঁকা বহু চিত্রের সংগ্রহ করা হয়েছে যে কক্ষে; studio। ২ চিত্র প্রদর্শন করার কক্ষ বা স্থান। চিত্রশালিকা (বিশেষ্য) যে কক্ষে চিত্র সংগ্রহ করে রাখা হয়; চিত্র সংগ্রহশালা (রাজমহিষীর যে চিত্রশালিকা ছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। চিত্রশিল্পী (বিশেষ্য) চিত্রী; চিত্রকর; ছবি অঙ্কনকারী। আলোকচিত্র (বিশেষ্য) ফটোগ্রাফ। ছায়াচিত্র (বিশেষ্য) সিনেমার ছবি। জলচিত্র (বিশেষ্য) পানিতে গোলা রং দিয়ে আঁকা চিত্র; water colour painting। তৈলচিত্র (বিশেষ্য) তেলে গোলা রং দিয়ে আঁকা চিত্র; oil-painting। রেখাচিত্র (বিশেষ্য) রেখা দ্বারা আঁকা চিত্র; sketch। {(তৎসম বা সংস্কৃত) √চত্রি+অ(অচ্‌)}
  • Bengali Word চিত্রক ১ Bengali definition [চিত্‌ত্রক] (বিশেষ্য) চিতাবাঘ; leopard। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+ক(কন্‌)}
  • Bengali Word চিত্রক ২ Bengali definition [চিত্‌ত্রক] (বিশেষ্য) ফোঁটা; তিলক। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+ক(কন্‌)}