Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চড়ক Bengali definition [চড়োক্‌] (বিশেষ্য) চৈত্র সংক্রান্তির হিন্দু পর্ববিশেষ; গাজন উৎসব। চড়ক গাছ (বিশেষ্য) চড়ক উৎসবে গাজনের সন্ন্যাসীদের ঘুরপাক খাওয়ার খুঁটিবিশেষ। চড়ক সংক্রান্তি (বিশেষ্য) চৈত্রমাসের সংক্রান্তি বা শেষ দিন। চড়কে কাঠি পড়া (ক্রিয়া) কলহের সূত্রপাত হওয়া। চড়কের পিঠ-যে সবই সহ্য করতে পারে। চড়কের বাদ্যি (বিশেষ্য) ১ বাদ্যযন্ত্রের বিরামহীন জোরালো শব্দ। ২ প্রচারের চেষ্টায় শোরগোল তোলা। চড়ুকে (বিশেষণ) চড়ক সংক্রান্ত। চড়ুকে হাসি (বিশেষ্য) ১ ভিতরের যন্ত্রণা চাপা দিয়ে লোক দেখানো হাসি; কৃত্রিম বা কাষ্ঠ হাসি (কুড় রামের পেটের ভাত চাল হইয়া গেল......একুট চড়ুকে হাসি হাসিয়া বলিলেন-দীনবন্ধু মিত্র)। ২ উচ্চহাস্য; অট্টহাস্য। {(তৎসম বা সংস্কৃত) চক্র>(স্বরাগমে)চকর>(বর্ণ বিপর্যয়ে) চরক}
  • Bengali Word চড়চড়, চচ্চড় Bengali definition [চড়্‌চড়্‌, চচ্‌চড়্‌] (অব্যয়) শব্দবিশেষ; অনুকার শব্দ (চড়চড় শব্দে কাঠ পোড়ে)। চড়চড় করা (ক্রিয়া) শুষ্ক হওয়া; খড়ি ওঠা (শীতকালে গা চচ্চর করে)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চড়চড়ি Bengali definition চচ্চড়ি
  • Bengali Word চড়তি Bengali definition [চোড়্‌তি] (বিশেষ্য) ১ আরোহণ; উঠতি। ২ বৃদ্ধি; বাড়তি। □(বিশেষণ) বৃদ্ধিশীল; মূল্য বর্ধনশীল (চড়তি দর)। পড়তি বিপ.। {(তৎসম বা সংস্কৃত) চট্‌>(প্রাকৃত) চড়>(বাংলা) √চড়্‌+তি}
  • Bengali Word চড়ন ১ Bengali definition [চড়োন্‌] (বিশেষ্য) ১ আরোহণ বা সওয়ার হওয়া। ২ বৃদ্ধি। চড়নদার, চড়ন্দার (বিশেষণ) সওয়ারি; আরোহী; শকটারোহণের যাত্রী (খানিক পরে চড়ন্দার এসে জুটবে-মনোজ বসু)। {(বাংলা) চড়্‌+অন=চড়ন+(ফারসি) দার}
  • Bengali Word চড়ন ২ Bengali definition [চড়োন্‌] (বিশেষ্য) ১ গহনায় রং ধরানো। ২ খচিতকরণ বা অলঙ্করণ; mounting। {(তৎসম বা সংস্কৃত) √চট্‌>(প্রাকৃত) √চড়্‌>(বাংলা) √চড়্‌+অন}
  • Bengali Word চড়বড় Bengali definition [চড়্‌চড়্‌] (অব্যয়) ১ খই বা মুড়ি ভাজার শব্দ। ২ খই ফোটার শব্দের ন্যায় দ্রুত কথা বলার শব্দ। ৩ বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ার শব্দ। চড়বড়ে১ বিণ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চড়বড়ে Bengali definition [চড়্‌বোড়ে্‌] (বিশেষ্য) চামড়ার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চড়া ১ Bengali definition [চড়া] (বিশেষ্য) ১ চর; নদীবক্ষে উৎপন্ন পলি গঠিত ভূভাগ; নদীমধ্যে দ্বীপের মতো ভূমি। ২ (আলঙ্কারিক) শুষ্ক বা তৃষিত অবস্থা (জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয়ে আমার চড়া-বিষ্ণু দে)। চড়া পড়া (ক্রিয়া) ১ নদীতে চর সৃষ্টি হওয়া। ২ (আলঙ্কারিক) বৈচিত্র্যহীনতার দরুণ অরুচি হওয়া (পেটে চড়া পড়া)। চড়ায় ঠেকা (ক্রিয়া) ১ নদীপথে নবজাগ্রত চরে নৌকাদি আটকে যাওয়া। ২ সাংসারিক টানাটানিতে পড়া বা প্রতিকূল অবস্থায় পড়ে অচলাবস্থা হওয়া; সংসার যাত্রায় কোনো বাধার সম্মুখীন হওয়া। {(বাংলা) √চড়্‌(<(তৎসম বা সংস্কৃত) √চড়্‌)+ আ}
  • Bengali Word চড়া ২ Bengali definition [চড়া] (ক্রিয়া) কোনো কিছুর উপরে ওঠা; আরোহণ করা; (গাড়িতে চড়া, গাছে চড়া)। ২ বৃদ্ধি পাওয়া; বাড়া (দাম চড়া)। ৩ উপরে পড়া; আক্রমণ করা; চড়াও হওয়া; বিরুদ্ধভাবে আপতিত হওয়া। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √চট্‌>(বাংলা) √চড়্‌+আ}
  • Bengali Word চড়া ৩ Bengali definition [চড়া] (বিশেষণ) ১ উদ্ধত; উগ্র (চড়া মেজাজ)। ২ প্রখর; তীব্র; তীক্ষ্ণ; তেজালো; কড়া (চড়া আঁচ)। ৩ বর্ধিত; অত্যাধিক; অতিমাত্রার (চড়া সুদ)। ৪ কর্কশ; রুক্ষ; কঠোর; রূঢ়; পরুষ (চড়া কথা)। ৫ উচ্চ; জোরালো (চড়া গলা)। {(তৎসম বা সংস্কৃত) চণ্ড>}
  • Bengali Word চড়া ৪ Bengali definition [চড়া] (বিশেষ্য) চড়াই পাখি (খঞ্জনা হইয়া কেন বন্ধু চড়ার নাচন-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) চটক+(বাংলা) আ>}
  • Bengali Word চড়াই Bengali definition [চড়াই] (বিশেষ্য) ১ পাহাড়ি অঞ্চলে ক্রমোর্ধ্ব বা ক্রমশ উন্নত পথ। ২ আরোহণ; ঊর্ধ্বগমন। ৩ ঊর্ধ্বগতি। ৪ উচ্চতা; উন্নতি। {(বাংলা) √চড়্‌+আই; (তুলনীয়) (হিন্দি) চঢ়াই}
  • Bengali Word চড়াই ২, চড়ুই Bengali definition [চড়াই, চড়ুই] (বিশেষ্য) ক্ষুদ্র পাখিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চটক}
  • Bengali Word চড়াই ৩ Bengali definition চড়াও
  • Bengali Word চড়াইভাতি, চড়ুইভাতি, চড়িভাতি Bengali definition [চড়াইভাতি, চড়ুইভাতি, চোড়িভাতি] (বিশেষ্য) বনভোজন; picnic। {(তৎসম বা সংস্কৃত) চটকবৃত্তি}
  • Bengali Word চড়াও, চড়াউ, চড়াই ৩ Bengali definition [চড়াও, চড়াউ, চড়াই] (বিশেষ্য) আক্রমণ; হামলা। □(বিশেষণ) ১ আক্রমণকারী; হামলাকারী। ২ আক্রমণের উদ্দেশ্যে পড়া। {(বাংলা) √বড়্‌+আও, চড়াউ, চড়াই}
  • Bengali Word চড়ানো ১ Bengali definition [চড়ানো] (ক্রিয়া) ১ আরোহণ করানো; কোনো কিছুর উপরে উঠানো (হাতিতে চড়ানো)। ২ বাড়ানো; উচ্চতর বা তীব্রতর করা (সুর চড়ানো)। ৩ পরানো; সংযোজন করা (ধনুকে ছিলে চড়ানো, গায়ে চাদর চড়ানো)। ৪ চাপানো বা স্থাপন করা (উনুনে রান্না চড়ানো)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(বাংলা) √চড়্‌+আনো}
  • Bengali Word চড়ানো ২ Bengali definition [চড়ানো] (ক্রিয়া) চড় মারা; চপেটাঘাত করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) চপেট>}
  • Bengali Word চড়াৎ Bengali definition [চড়াত্‌] (অব্যয়) ১ কোনো কিছু ফেটে যাওয়ার ধ্বন্যাত্মক শব্দ। ২ হঠাৎ তীব্র বেদনাবোধ হেতু উৎপন্ন ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চড়িভাতি Bengali definition চড়াইভাতি
  • Bengali Word চড়ুই Bengali definition চড়াই২
  • Bengali Word চড়ুইভাতি Bengali definition চড়াইভাতি
  • Bengali Word চড়ুকে Bengali definition চড়ক
  • Bengali Word চয় Bengali definition [চয়্‌] (বিশেষ্য) ১ নিচয়; সমূহ; বর্গ; কুল; রাশি; পুঞ্জ (শত্রুচয়)। ২ চয়ন; আহরণ; সঞ্চয়; সংগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) √চি+অ(অচ্‌)}
  • Bengali Word চয়ন Bengali definition [চয়োন্‌] (বিশেষ্য) ১ সংকলন; সংগ্রহ (সঙ্গীত চয়ন)। ২ আহরণ; তোলা (পুষ্প চয়ন)। ৩ নির্বাচন। চয়নিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ ক্ষুদ্র সংগ্রহ। ২ সংকলিত কবিতাবলি। ৩ রবীন্দ্রনাথের কাব্য ও কবিতা সংগ্রহ-গ্রন্থের নাম। চয়নীয়, চেয় (বিশেষণ) ১ চয়নের যোগ্য বা চয়ন করা উচিত এমন; চয়নযোগ্য। ২ চয়ন করা হবে এমন। চয়িত (অপপ্রয়োগ), চিত (বিশেষণ) আহরণ বা সংগ্রহ করা হয়েছে এমন; আহৃত; সংগৃহীত; সংকলিত। চয়িনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) চয়নকারিণী; আহরণকারিণী (হে পুষ্পচয়িনী ছেড়ে আসিয়াছ তুমি করে উজ্জয়িনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √চি+অন(ল্যুট্‌)}
  • Bengali Word চয়েন, চৈন, চায়েন Bengali definition [চয়েন্‌, চোইন্‌, চায়েন্‌] (বিশেষ্য) স্বস্তি; আরাম, বিশ্রাম। {(ফারসি) চাইন; তুর. (তৎসম বা সংস্কৃত) শয়ন}