Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -হাতি, -হাতী Bengali definition [হাতি] (বিশেষণ) হস্ত পরিমিত (দশহাতি কাপড়)। {হাত+ই}
  • Bengali Word -হানী Bengali definition [হানি] (বিশেষ্য) ঘাতক; হন্তা (পুত্রহানী শত্রু সে দুর্ন্মতি-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √হন>}
  • Bengali Word -হারী (-রিন্‌) Bengali definition [হারি] (বিশেষণ) ১ হরণকারী (চিন্তাহারী)। ২ বাহক (জলহারী)। ৩ অপনোদন কারক (শোকহারী)। -হারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ইন্‌(ণিনি)}
  • Bengali Word Bengali definition [হ]- বাংলা ভাষার তেত্রিশ সংখ্যক ব্যঞ্জনবর্ণ। এটি অন্তঃস্বরযন্ত্রজাত ঘোষ মহাপ্রাণ উষ্ম বা শিসধ্বনি (voiced aspirated glottal fricative sound) অথবা স্পর্শহীন অন্তঃস্বরযন্ত্রজাত ঘোষ মহাপ্রাণ ধ্বনি (voiced glottal aspirated sound without stop)।
  • Bengali Word হ-য-ব-র-ল Bengali definition [হজবরল] (বিশেষ্য) ১ বিশৃঙ্খলা; অব্যবস্থা; গোঁজামিল। ২ স্তব্ধ; হতবুদ্ধি; কিংকর্তব্যবিমূঢ় (পূজারী ব্রাহ্মণ...ক্ষণকাল হ-য-ব-র-ল হইয়া-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। □ (বিশেষণ) বিপর্যস্ত; বিশ্রঙ্খল; এলোমেলো (রবিনের ঘরের সব কিছু হ-য-ব-র-ল হয়ে আছে)। {হ+য+র+ল+ব; স্বাভাবিক বর্ণানুক্রম থেকে বিচ্যুতি}
  • Bengali Word হঁকা, হুঁকো Bengali definition [হুঁকা, হুকো] (বিশেষ্য) কাঁসা পিতল দস্তা বা মাটি দ্বারা অথবা নারকেল খোলে প্রস্তুত নলিচাযুক্ত এক প্রকার যন্ত্র যা তামাক খেতে বা ধুমপান করতে ব্যবহৃত হয় (বাঁধানো হুঁকা যতনে মেজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। হুকা বরদার (বিশেষণ) ১ হুঁকো নিয়ে প্রভুর সঙ্গে সঙ্গে ফেরে এরূপ ভৃত্য। ২ (আলঙ্কারিক) মোসাহেব; তোশামোদকারী (হুজুরের জী-হাঁ হুকোঁবরদার-শামসুর রাহমান)।{(আরবি) হুক্কাহ}
  • Bengali Word হংকার (প্রাচীন বাংলা) Bengali definition [হঙ্‌কার্‌] (বিশেষ্য) অহংকার। (হংকার-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) অহংকার>}
  • Bengali Word হংস Bengali definition [হঙ্‌শো] (বিশেষ্য) ১ হাঁস; জলচর লিপ্ত পাখি। ২ অহম (সংস্কৃতে) তথা অদ্বৈতব্রহ্মবাদী সন্ন্যাসী; নির্লোভ বা সম্পূর্ণ সংসারত্যাগী; যোগী অর্থেও ব্যবহৃত (যথা পরমহংসদেব)। ৩ সূর্য। ৪ শিব। ৫ পরমাত্মা। ৬ বিষ্ণু। ৭ ব্রহ্মা। ৮ মহিষ। ৯ অশ্ব। ১০ মাৎসর্য। ১১ মেরুর উত্তরস্থ পর্বতবিশেষ। ১২ গুরু। ১৩ নরপতি। ১৪ সিত বর্ণ। ১৫ পিঙ্গল চক্ষু। ১৬ তাম্র বর্ণ শৃঙ্গ এবং বৃহৎ-মুখ গাভী। ১৭ প্রাণবায়ু; শরীরস্থ বায়ুবিশেষ। ১৮ উৎকৃষ্ট; শ্রেষ্ঠ; প্রধান। হংসী (স্ত্রীলিঙ্গ)। হংসগমন (বিশেষ্য) হংসের মতো লীলায়িত ভঙ্গিতে গমন। □ (বিশেষণ) হংসের মতো মাথা নত করে ও নিতম্ব দুলিয়ে গমণশীল। হংসগমনা, হংসহামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হংসদেব (বিশেষ্য) ‘মৃগপক্ষীশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা। ত্রয়োদশ শতকের জৈন পণ্ডিত। হংসনাদিনী (বিশেষ্য) (বিশেষণ) হংসের ন্যায় মধুর কন্ঠ; তন্বী। হংসনাদ (বিশেষ্য) হাঁসের রব। হংসপাঁতি (বিশেষ্য) হংসশ্রেণি। হংসবাহন, হংসরথ, হংসারূঢ়া (বিশেষ্য) হিন্দু পুরোণোক্ত ব্রহ্মা। হংসবাহনা, হংসবাহিনী, হংসারূঢ়া (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)হিন্দু পুরাণের সরস্বতী। হংস মধ্যে বকো যথা-হাঁসের মধ্যে বক যেমন বিসদৃশ ও বেখাপ্পা তেমনি পণ্ডিতদের দলে মূর্খ। হংসমালা (বিশেষ্য) হংসশ্রেণি; হাঁসের দল। হংসমিথুন (বিশেষ্য) হাঁসের জোড়; হংস ও হংসী (আঁচলখানির প্রান্তটিতে হংসমিথুন আঁকা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √হন্‌+অ(অচ্‌)}
  • Bengali Word হংসাণ্ড Bengali definition [হঙ্‌শান্‌ডো] (বিশেষ্য) হাঁসের ডিম। {(তৎসম বা সংস্কৃত) হংস+অণ্ড; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word হংসোদক Bengali definition [হঙ্‌শোদক্‌] (বিশেষ্য) সূর্যকিরণে উত্তপ্ত ও চন্দ্রকিরণে স্থাপিত সুবাসিত নদীজল বিশেষ; স্বচ্ছ বারি; নির্মল জল। {(তৎসম বা সংস্কৃত) হংস+উদক; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word হআ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হয়া] (ক্রিয়া) হওয়া। {(বাংলা) √হ}
  • Bengali Word হই Bengali definition [হোই] (ক্রিয়া) হওয়া (উত্তম পুরুষ বর্তমান কালে)। (আমরা দুঃখিত হই)। {(বাংলা) √হ>}
  • Bengali Word হই হই Bengali definition ⇒ হৈচৈ
  • Bengali Word হই, হইএ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হোই, হোইয়ে] (ক্রিয়া) হই (আহ্মে হইএ মাহাদানী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) হ>}
  • Bengali Word হই-আবদুল মওদুদলা Bengali definition [হাইআম্‌লা] (বিশেষ্য) যে আমলকী ও অন্যান্য বস্তুর মিশ্রিত পিণ্ড দ্বারা বরকে কন্যার বশে রাখার জন্য চেষ্টা করা হয়। {(তৎসম বা সংস্কৃত) হস্তলেপ আমলকী>}
  • Bengali Word হইতে Bengali definition ⇒ হতে
  • Bengali Word হইলে Bengali definition ⇒ হলে
  • Bengali Word হইয়া Bengali definition ⇒ হয়ে
  • Bengali Word হউ (মধ্যযুগীয় বাংলা), হউক Bengali definition [হোউ, হউক্‌] (ক্রিয়া) ১ হোক; হউক (স্থির হউ সকল সংসার-বড়ু চণ্ডীদাস)। ২ হয় (সজ হউ দধির পসার-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
  • Bengali Word হএ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হয়ে] (ক্রিয়া) হয় (মরণ হএ কমন উপাএ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। হএ নহে (মধ্যযুগীয় বাংলা) হয় নয়, সত্য অথবা মিথ্যা (হএ নহে দেখ রাধা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
  • Bengali Word হওঁ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হওঁ] (ক্রিয়া) হই (হওঁ মো গোআল জাতী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
  • Bengali Word হওন Bengali definition [হয়োন্‌] (বিশেষ্য) ১ হওয়া; ঘটা; সংঘটন (ক্রুব্ধ হওন)। ২ জন্মগ্রহণ। ৩ স্থিতিকরণ; অবস্থান। ৪ কোনো অবস্থায় বা আকারে পরিণত হওয়া (কেবল ধার্মিক হওনের বাঞ্ছা করিলেই-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) ভূ/> (বাংলা) √হ>}
  • Bengali Word হওয়া Bengali definition [হওয়া] (ক্রিয়া) ১ বর্তমান বা বিদ্যমান বা উপস্থিত থাকা। ২ ঘটা বা সংঘটিত হওয়া (কলহ বা বিবাদ বা মারামারি হওয়া)। ৩ উৎপন্ন হওয়া; ফলা; প্রসব করা; জন্মগ্রহণ করা (ক্ষেতে ভুট্টা হওয়া, সন্তান হওয়া)। ৪ জমা বা সঞ্চিত হওয়া (অনেক টাকা হয়েছে)। ৫ বৃদ্ধি পাওয়া; বেশি হওয়া (রাত হওয়া)। ৬ কুলানো; সংকুলান হওয়া। ৭ সম্পন্ন বা শেষ হওয়া (খাওয়া শেষ হয়েছে)। ৮ পরিণত বা রূপান্তর হওয়া (কাজ মাটি হওয়া; রক্ত জল হওয়া)। ৯ পদ বা স্থান লাভ করা; অবস্থা প্রাপ্ত হওয়া (মন্ত্রী বা বেকার হওয়া, মুক্ত হওয়া)। ১০ উপস্থিত বা প্রস্তুত হওয়া (খাওয়ার সময় হওয়া, রান্না হওয়া)। ১১ প্রকাশ লাভ করা; জাগরিত বা উদয় হওয়া (সন্ধ্যা হওয়া)। ১২ সঞ্চার বা উদ্রেক হওয়া (ভয় বা ক্রোধ হওয়া)। ১৩ ব্যেপে ঘটা বা চলা (সাত দিন হওয়া)। ১৪ সম্পূর্ণ হওয়া (কাজটা হয়েছে)। ১৫ নিজস্ব হওয়া; দখলে আসা (তুমি কি আমার হবে)। ১৬ পড়া বা পতিত হওয়া। ১৭ জোগাড় হওয়া বা জোটা; লাভ করা (চাকরি হওয়া, আনন্দ হওয়া)। ১৮ পড়া (বৃষ্টি হওয়া)। ১৯ উচিত; উপযুক্ত বা যোগ্য হওয়া (এমন স্থলে এমন কথা বলতে হয় না)। ২০ জীবন শেষ হয়ে আসা (রোগীর হয়ে এসেছে)। ২১ সম্বন্ধযুক্ত হওয়া (তিনি আমার আত্মীয় হন)। □ (বিশেষ্য) ১ জমা বা সঞ্চিত হওয়া। ২ উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) সম্পন্ন- প্রায়; সম্পাদিত (হওয়া কাজ)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
  • Bengali Word হক Bengali definition [হক্‌] (বিশেষ্য) ১ ন্যায্য অধিকার; ন্যায্য স্বত্ব; দাবি (তখতের হক থাঁরাই-সৈয়দ মুজতবা আলী)। ২ ন্যায্য কথা (হক কথা নিতান্তই কর্কশ-মীর মশাররফ হোসেন)। □ (বিশেষণ) প্রকৃত সত্য; যথার্থ; সংগত (তুমি তোমার হক পথে থেকে কাজ করে যাও-ছদরুদ্দীন)। হক্কানি, হাক্কানি(বিশেষণ) ১ সত্য; খাঁটি; ন্যায্য (হক্কানি কথা কইছি-বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। ২ ন্যায়পরায়ণ। হকদার (বিশেষণ) ন্যায্য অধিকারী; উচিত দাবিদার (পুরুষের সমান হকদার-মনোজ বসু)। হকিকত (বিশেষ্য) ঠিক বিবরণ; তথ্য; বয়ান। হকিকতনামা (বিশেষ্য) যথার্থ বিবরণ; প্রকৃত তথ্যাবলি সংবলিত বিবরণী (এই হকিকতনামা হইতে তৎকালীন ভাষ্য ও লিখন রীতির উদাহরণ পাওয়া যায়-সৈয়দ মুজতবা আলী)। হকিয়ত, হকিয়ৎ (বিশেষ্য) ১ স্বত্ব সাব্যস্তের বা নির্ণয়ের মামলা। ২ বাস্তবতা; যথার্থতা। হক-নাহক (ক্রিয়াবিশেষণ) সত্যমিথ্যা বা ন্যায়-অন্যায়ভাবে (দিন দিন মকদ্দমার সংখ্যা বেশী হইতেছে, হক- নাহক সামান্য কথায় দরখাস্ত পড়িতেছে-মীর মশাররফ হোসেন)। হক-হকুক (বিশেষ্য) সব রকম স্বত্ব; সকল প্রকার অধিকার (তার হক-হকুক তার দায়িত্বের দ্বারাই সংযত হয়ে থাকে-আবদুল মওদুদ)। {(আরবি) হক}
  • Bengali Word হকচকানো Bengali definition [হক্‌চকানো] (বিশেষ্য) ১ থতমত খাওয়া; হতভম্ব হওয়া; কিংকর্তব্যবিমূঢ় হওয়া। ২ বিষ্ময়ে বিহ্বল অবস্থা (যেখানে যাইতেছি সেখানেই তোলপাড় সবাই হকচকাইতেছে-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) হঠাৎ চকিত>}
  • Bengali Word হকার ১ Bengali definition [হকার্‌] (বিশেষ্য) হ-বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) হ+কার}
  • Bengali Word হকার ২ Bengali definition [হকার্‌] (বিশেষ্য) ১ ফেরিওয়ালা (একদিন একজন হকার দাদাকে কিছু জিনিষ বেচিয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ যারা প্রতিদিন ফেরি করে খবরের কাগজ ও অন্যান্য দ্রব্য বিক্রি করে (সকালে বিকালে হকারের হাতে, মাঠে মসজিদে দোকানে ও পাটে এত কথা ছাপা-আবদুল গনি হাজারী)। {(ইংরেজি) hawker}
  • Bengali Word হকারমার্কেট Bengali definition [হকার্‌মার্‌কোট্‌] (বিশেষ্য) অস্থায়ী বাজার; ছোট ব্যবসায়ীদের গড়ে তোলা অস্থায়ী বাজার। {(ইংরেজি) hawker market}
  • Bengali Word হকি Bengali definition [হোকি] (বিশেষ্য) বক্রমুখ কাঠের যষ্টি দিয়ে বল নিয়ে এক প্রকার খেলা। হকিস্টিক (বিশেষ্য) হকি খেলার বাঁকা-মাথা লাঠি। {(ইংরেজি) hockey}
  • Bengali Word হকিকত Bengali definition [হোকিকত্‌] (বিশেষ্য) সত্য বা আসল ঘটনা। যথার্থ বর্ণনা। {(আরবি) হাকিকত}