Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word Bengali definition [উয়োঁ, উঁয়] পঞ্চম ব্যঞ্জনবর্ণ এবং ক-বর্গের পঞ্চম বর্ণ। ‘উয়ঁ’, ‘উঁয়ো’ বা ‘উমা’ রূপে উচ্চারিত হয়। এর উচ্চারণ স্থান নাসিকা। এটি ঘোষ (voiced) পশ্চাত্তালুজাত (velar) নাসিক্য (nasal) ব্যঞ্জন ধ্বনি (consonant sound)। এর উচ্চারণ হুবহু ‍অনুস্বারের (s) মতো। অনুস্বারের সঙ্গে আ-কার (v), ই-কার (w ), উ-কার ( y), এ-কার (†) ইত্যাদি যুক্ত হলে ঙ বর্ণের আগমন ঘটে, যেমন- সাতরং+আ=সাতরঙা, ঢং + এর = ঢঙের, ইত্যাদি। এই যুক্তিতে হলন্তযুক্ত ঙ এবং অনুস্বারকে অভিন্ন মনে করা যেতে পারে। ত এবং খণ্ড ত-এর (ৎ) মধ্যে অনুরূপ সম্পর্ক লক্ষ করা যায়।
  • Bengali Word ঙাপ্পি , নাপ্পি Bengali definition [নাপ্‌পি] (বিশেষ্য) বাংলাদেশের পাহাড়িদের এবং নিময়ানমারের অধিবাসীদের ব্যবহার্য তব্যি গন্ধযুক্ত চাটনি জাতীয় খাদ্যবিশেষ-খোসা ছাড়ানো চিংড়ি মাছের সাথে নানা রকম মশলা মিশিয়ে এটি তৈরি করা হয় (ব্যাঙ খায় ফরাসিরা সেও নয় মন্দ/বার্মার ঙাপ্পিতে বাপরে কি গন্ধ!-সুকুমার রায়)। {(অজ্ঞাতমূল)}