Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঐ ১ Bengali definition [উচ্চারণস্থান কন্ঠ ও তালু; বাংলা উচ্চারণ ‘অই’, ‘ওই’] বাংলা বর্ণমালার নবম স্বরবর্ণ। ব্যঞ্জনবর্ণের সঙ্গে যু্ক্ত হলে এর আকার ‘ˆ’ হয়। ধ্বনিবিজ্ঞানে এক ‘দ্বিস্বর বা Diphthong বলা হয়। {অ+ই, ও+ই=ঐ}
  • Bengali Word ঐ ২ , ওই , অই Bengali definition [ওই, ওই, ওই](অব্যয়) ১ অদূরে বা সম্মুখবর্তী কোনো কিছু নির্দেশে (ঐ আসে ঐ অতি ভৈরব হরষে-রবীন্দ্রনাথ ঠাকুর; পাখী ডাকে ওঠে ওই গো ওই-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ স্মরণ সম্বোধন ও আক্ষেপাদি সূচক। □ (বিশেষণ) নির্দিষ্ট; উল্লিখিত; সেই। {(তৎসম বা সংস্কৃত) অদস্‌>অমী>অঈ>ঐ}
  • Bengali Word ঐক Bengali definition [ওইকো] (বিশেষণ) ১ একার্থ-প্রতিপাদক; একার্থবোধক। ২ এ সম্বন্ধীয়; এক বিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) এক+অ}
  • Bengali Word ঐকতান Bengali definition [ওইকোতান্‌] (বিশেষ্য) সম্মিলিত সুর; বহু সুন্দরের সমন্বয়ে এক সুর ঝঙ্কার; একাধিক কন্ঠ বা বাদ্য থেকে উত্থিত গীতধ্বনির পরস্পর সংঘাতজনিত সুর তরঙ্গ; concert। {(তৎসম বা সংস্কৃত) একতান+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ঐকপত্য Bengali definition [ওইকোপোত্‌তো] (বিশেষ্য) সার্বভৌমত্ব; একাধিপত্য; একনায়কত্ব; একাধিকারিত্ব; অপ্রতিহত ক্ষমতা। {(তৎসম বা সংস্কৃত) একপতি+ য(যৎ)}
  • Bengali Word ঐকপদিক Bengali definition [ওইকোপোদিক্‌] (বিশেষণ) ১ (ব্যঙ্গার্থ) এক বিভক্ত্যন্ত পদ থেকে জাত। ২ একপদ থেকে উদ্ভুত (ঐকপদিক অসম্পূর্ণতা, সেখানে জাতীয় আত্মগ্লানিতে উন্নীত হয়েছে-সুধূন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) একপদ+ইক}
  • Bengali Word ঐকবাক্য , ঐক্যবাক্য Bengali definition [ওইকোবাক্‌কো, ওইক্‌কোবাক্‌কো] (বিশেষ্য) একাভিপ্রায়; একবাক্যতা; বাক্যের অভিন্নতা (মহারাজার দিকের সকলের ঐক্যবাক্য হইয়াছে-রাজীবলোচন মুখোপাধ্যায়)। ঐকবাক্যে, ঐক্যবাক্যে (ক্রিয়াবিশেষণ) একবাক্যে; একমত হয়ে। {( তৎসম বা সংস্কৃত) একবাক্য+ অ(ঘঞ্‌)}
  • Bengali Word ঐকবাদন Bengali definition [ওইকোবাদোন্‌] (বিশেষ্য) একাধিক বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য। {(তৎসম বা সংস্কৃত) একবাদন+অ(ঘ্ঞ্‌)}
  • Bengali Word ঐকমত্য . ঐক্যমত্য Bengali definition [ওইকোমোত্‌তো, ওইক্‌কোমোত্‌তো] (বিশেষ্য) একমত; মতের অভিন্নতা; মতের মিল বা ঐক্য; unanimity (এক্ষণে তোমার ঐক্যমত্য অবলম্বন পূর্বক অনুমতি কর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) একমতি+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ঐকরাজ্য Bengali definition [ওইকোরাজ্‌জো] (বিশেষ্য) একাধিপত্য; সার্বভৌমত্ব; সর্বময় ক্ষমতা। {(তৎসম বা সংস্কৃত) একরাজ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ঐকল্য Bengali definition [ওইকোল্‌লো] (বিশেষ্য) ১ এককত্ব। ২ একাকিত্ব। {(তৎসম বা সংস্কৃত) একল+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ঐকাত্ম্য Bengali definition [ওইকাত্‌তোঁ] (বিশেষ্য) ১ একাত্মতা; আত্মার ঐক্য। ২ ঐক্য; অভেদ। {(তৎসম বা সংস্কৃত) একাত্ম+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ঐকান্তিক Bengali definition [ওইকান্‌তিক্‌] (বিশেষণ) নিবিড়; প্রগাঢ়; আত্যন্তিক; একনিষ্ঠ; দৃঢ় (ঐকান্তিক বাসনা)। □ (বিশেষণ) একাগ্রভাবে; অনন্যমনে; একনিষ্ঠার সাথে; অভিনিবিষ্ট হয়ে। (গুরুপদ-ছবি, ঐকান্তিক ভাবি-ঘনরাম চক্রবর্তী)। ঐকান্তিকতা বি। {(তৎসম বা সংস্কৃত) একান্ত+ ইক(ঠঞ্‌)}
  • Bengali Word ঐকার Bengali definition [ওইকার্‌] (বিশেষ্য) ১ ব্যঞ্জনবর্ণের সঙ্গে ঐ স্বরধ্বনির প্রতীকরূপে ব্যবহৃত ‘ˆ’ চিহ্ন। ২ ঐ বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) ঐ+(তৎসম বা সংস্কৃত) কার}
  • Bengali Word ঐকার্থ , ঐকার্থ্য Bengali definition [ওইকার্‌থো] (বিশেষ্য) ১ প্রয়োজনের ঐক্য; একার্থীভাব। {(তৎসম বা সংস্কৃত ) একার্থ+অ(ঘঞ্‌), য(ষ্যঞ্)}
  • Bengali Word ঐকাহিক Bengali definition [ওইকাহিক্‌] (বিশেষণ) ১ একদিন আয়ুবিশিষ্ট; একদিন ব্যাপী। ২ একদিন অন্তর একদিন ঘটে এরূপ। ঐকাহিকজ্বর (বিশেষ্য) যে জ্বর একদিন স্থায়ী হয় বা একদিন অন্তর হয়। {(তৎসম বা সংস্কৃত) একাহ+ইক}
  • Bengali Word ঐক্পদ্য Bengali definition [ওইকোপোদ্‌দো] (বিশেষ্য) একপদতা; একাধিক পদের এক অর্থ প্রকাশ ক্ষমতা (সূর্য, রবি, আদিত্য, মার্তণ্ড, দিবাকর ইত্যাদি পদগুলির ঐকপদ্য আছে। {(তৎসম বা সংস্কৃত) একপদ+য}
  • Bengali Word ঐক্য Bengali definition [ওইক্‌কো] (বিশেষ্য) ১ একত্ব; একতা। ২ সাদৃশ্য; সাযুজ্য; সাধর্ম্য; সমতা; মিল। ৩ অভেদ। {(তৎসম বা সংস্কৃত) এক+য}
  • Bengali Word ঐক্যগ্র্য Bengali definition [ওইকাগ্‌গ্রো] (বিশেষ্য) একাগ্রতা; এক বিষয়ে আসক্তি; একনিষ্ঠা; একান্ত মনঃসংযোগ; concentration।
  • Bengali Word ঐক্যবাক্যে Bengali definition ঐকবাক্যে
  • Bengali Word ঐক্যমত্য Bengali definition ঐকমত্য
  • Bengali Word ঐক্ষব Bengali definition [ওইক্‌খবো] (বিশেষণ) ১ ইক্ষুজাত। ২ ইক্ষুসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত ) ইক্ষু+অ(অণ্‌)}
  • Bengali Word ঐচ্ছিক Bengali definition [ওইচ্‌ছিক্‌] (বিশেষণ) ১ ইচ্ছাধীন; ইচ্ছা সাপেক্ষ; optional । ২ ইচ্ছানুরূপ; ইচ্ছানুযায়ী (বাংলা বাধ্যতামূলক ও ইংরেজি ঐচ্ছিক বিষয়)। {(তৎসম বা সংস্কৃত) ইচ্ছা+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word ঐছন , ঐসন , অইছন ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [ওইছন্‌, ওইসন্‌, ওইছন্‌] (বিশেষণ) ঐরূপ (শুনইতে ঐছন রাইক বাণী-বিদ্যাপতি)। ঐছনে (ক্রিয়াবিশেষণ) (ঐছনে সোপলু তৈছে নিজ দেহ-গোবিন্দদাস)। {(ব্রজবুলি) (তৎসম বা সংস্কৃত) ক্ষণ>(প্রাকৃত) ছণ>বাংলা (হিন্দি) ছন; ঐ+ছন}
  • Bengali Word ঐছে , ঐসে , অইছে ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [ওইছে, ওইসে, ওইছে] (ক্রিয়াবিশেষণ) ঐরূপে। {(তৎসম বা সংস্কৃত) ঈদৃশ>(প্রাকৃত) অইস>ঐস>(হিন্দি) ঈসে, বাংলা ঐছে, ঐসে}
  • Bengali Word ঐটি , ঐটী , ঐটা , ঐটে Bengali definition [ওইটি, ওইটি, ওইটা, ওইটে] (সর্বনাম) নিকটস্থ বা আলোচ্য বহু বিষয় বা পদার্থের মধ্যে উদ্দিষ্ট একটি-সম্ভ্রমার্থে টি টী, তুচ্ছার্থে টা টে। {(তৎসম বা সংস্কৃত) অদস্‌> অসৌ>অঈ>ঐ+টি, টী, টা, টে}
  • Bengali Word ঐতরেয় Bengali definition [ওইতরোয়ো] (বিশেষ্য) (ইতর নামক ঋষি বা ইতরা নামক ঋষি পত্নীর পুত্র) ঐতরেয় মুনি প্রণীত ঋগ্বেদের অংশ বিশেষ (ঐতরেয় ব্রাহ্মণ)। { (তৎসম বা সংস্কৃত) ইতর/ইতরা+এয়(ঢক্)}
  • Bengali Word ঐতিহাসিক Bengali definition [ওইতিহাসিক্] (বিশেষ্য), (বিশেষণ) ১ ইতিহাসজ্ঞ; ইতিহাসবেত্তা। ২ ইতিহাসকার; ইতিহাস লেখক। ৩ ইতিহাস সম্বন্ধীয়; ইতিহাস ভিত্তিক (ঐতিহাসিক উপন্যাস)। ইতিহাসে স্থান লাভের যোগ্য; ইতিহাসরূপে গণ্য হওয়ার উপযু্ক্ত (ঐতিহাসিক ঘটনা)। ঐতিহাসিকতা বি। {(তৎসম বা সংস্কৃত) ইতিহাস+ইক(ঠক্)}
  • Bengali Word ঐতিহ্য Bengali definition [ওইতিজ্‌ঝো] (বিশেষ্য) ১ পরস্পরাগত কথা; পুরুষানুক্রমিক ধারা (শতাব্দীর প্রাণরাঙা ঐতিহ্য অব্যয়-আতাউর রহমান)। ২ ঐতিহাসিক কথা। ৩ কিংবদন্তী; বিশ্রুতি; লোক প্রসিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) ইতিহ+য(ষ্যঞ্)}
  • Bengali Word ঐন্দ্র Bengali definition [ওইন্‌দ্রো] (বিশেষণ) ইন্দ্র সম্বন্ধীয়। □ (বিশেষ্য) ইন্দ্রপুত্র। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+অ(অণ্)}