Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ও . কে . Bengali definition [ওকে] (বিশেষ্য) সব ঠিক আছে। {(ইংরেজি) O.K=all correct}
  • Bengali Word ও ১ Bengali definition উচ্চারণ স্থান ওষ্ঠ ও কন্ঠ। বাংলা বর্ণমালার দশক স্বরবর্ণ। ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হলে এটি ‘†-v’ রূপ ধারণ করে।
  • Bengali Word ও ২ Bengali definition [ও] (অব্যয়) ১ সংযোজক অব্যয় (চাঁদ ও চকোরে অধরে অধরে পিয়ে সুধা-ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ)। ২ পর্যন্ত (এখনও গেল না আঁধার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ মাত্র (পাঠশালায় যাইবার নামও করিত না-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৪ মাত্রাধিক্য বোঝাতে (আরও আঘাত সইবে আমার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ সম্ভাবনা বোঝাতে (দিলেও দিতে পারে)। ৬ অধিকন্তু বোঝাতে (আমরা ত যাবই, তোমাকেও যেতে হবে)। {(ফারসি) ,আধুনিক (ফারসি) উ পহ্লবি এবং (আরবি)}
  • Bengali Word ও ৩ Bengali definition [ও] (সর্বনাম) ১ নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয় (ও কে? ও কোগো?-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ ( বিশেষণ) ১ অপর; অন্য (এপার হইতে ওপারে তাহার কথা বলাবলি নাহি চলে আর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ঐ; ওই (ওকথা; ও লোক)। {(তৎসম বা সংস্কৃত) অসৌ>(প্রাকৃত) ও}
  • Bengali Word ও ৪ Bengali definition [ও] (অব্যয়) ১ বিস্ময় প্রকাশে (বলিস্ কিরে! ও কি কথা-ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ)। ২ সম্বোধনে (আরে ও রঙিলা নায়ের মাঝি -জসীমউদ্‌দীন)। ৩ স্মরণ বা অনুধাবন (ও তাই বলো)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ও ৫ Bengali definition [ও] (অব্যয়) বাংলা পদান্তিক ‘অ’-স্বরের অর্ধস্ফুট উচ্চারণ জাত ‘ও’; যথা ‘ভালো’, ‘মতো’, ‘করানো’, ‘মন-মাতানো’ ইত্যাদি। {অ>ও}
  • Bengali Word ওঁ , ওম , ওঙ্কার Bengali definition [ওঁ, ওম্, ওঙ্‌কার্] (অব্যয়) ১ ওঁ=ওম্-এটি ‘অ’ (=বিষ্ণু)+‘উ’(=শিব)+ম্(=ব্রহ্মা) এই তিন সাঙ্কেতিক অক্ষরের সমাহার, এটি সকল মন্ত্রের আদি বীজ বা ‘প্রবণ’। এর অপর নাম ‘ওঙ্কার’ (হেথা ওঙ্কার কোরানের গাথা মন্দ্রিত রাগে-ছন্দে বাজে-শাহাদাত হোসেন)। ২ আঁজি বা আদ্যক্ষর, সর্বপ্রকার অক্ষরের বা ধ্বনির আদ্য বীজ। এটি হিন্দু-সমাজের বিশ্বাসের একটা তাৎপর্যপূর্ণ অঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) অ+উ+ম}
  • Bengali Word ওঁচলা Bengali definition [ওঁচ্‌লা] (বিশেষ্য) আবর্জনা; জঞ্জাল; তরকারি ইত্যাদির খোসা (সম্মার্জনী হস্তে রাশি রাশি জঞ্জাল ওঁচলা...দলিত করিতেছিলো-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। □ (বিশেষণ) আবর্জনাময়; জঞ্জালপূর্ণ সোনা দানা দুদের বাটি। দুত্ত মেগের ওঁচলা মাটী-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) উঞ্ছ(তুচ্ছ, অকিঞ্চিৎকর অর্থে)> উঁচু>ওঁচ্ + বাংলা লা=ওঁচলা}
  • Bengali Word ওঁচলানো Bengali definition উঁচলানো
  • Bengali Word ওঁচা, ওঁছা Bengali definition [ওঁচা, ওঁছা] (বিশেষণ) ১ বাজে; নিকৃষ্ট; খেলো (উপমাটা নেহাৎ ওঁচা হয়ে পড়লো-কাজী নজরুল ইসলাম)। ২ পরিত্যক্ত। ৩ ঘৃণ্য; হেয়; নীচ। {(তৎসম বা সংস্কৃত) উঞ্ছ (‘তুচ্ছ’ অর্থে)>উঁছ+আ=ওঁচা, ওঁছা}
  • Bengali Word ওঁচান, ওঁচানো Bengali definition উঁচা
  • Bengali Word ওঁছা Bengali definition ওঁচা
  • Bengali Word ওঁত, ওঁৎ, ওঁতপাতা Bengali definition ওত
  • Bengali Word ওঁয়াওঁয়া Bengali definition [ওঁয়াওঁয়া] (অব্যয়) নবজাত শিশুর ক্রন্দন ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ওঃ Bengali definition [ওহ্] (অব্যয়) মনস্তাপ দুঃখে ক্রোধ বিরক্তি বিস্ময় স্মরণ অবজ্ঞা ইত্যাদি সূচক। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ওআকিনবিশ Bengali definition [ওয়াকিনবিশ্] (বিশেষ্য) ঘটনার বর্ণনা লিপিবদ্ধকারী ব্যাক্তি; ঐতিহাসিক {(আরবি) রাকিয়াহ +(ফারসি) নবীস }
  • Bengali Word ওআদা Bengali definition ওয়াদা
  • Bengali Word ওই Bengali definition [ওই] (অব্যয়) ১ নির্দেশে (ওই যে পাখীটি সখি দেখিছ পিঞ্জরে রে, সতত চঞ্চল-মাইকেল মধুসূদন দত্ত)। ২ ভয় বা আতঙ্কসূচক (ওই ধরলে রে!)। □ (বিশেষণ) সেই; একই (অবিকল ওই কথা)। {(তৎসম বা সংস্কৃত) অদস্>}
  • Bengali Word ওকার Bengali definition [ওকার্] (বিশেষ্য) ১ ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘ও’ স্বরধ্বনির প্রতীকরূপে ব্যবহৃত ‘†v’ চিহ্ন। ২ ‘ও’ বর্ণ। ওকারাদি (বিশেষণ) আদিতে ‘ও’ ধ্বনি বিশিষ্ট (ওকারাদি শব্দ)। ওকারান্ত (বিশেষণ) অন্তে ‘ও’ ধ্বনি বিশিষ্ট (ওকারান্ত শব্দ)। {ও+কার}
  • Bengali Word ওকালত , উকালত Bengali definition [ওকালত্, উকালত্] (বিশেষণ) ১ উকিলের কাজ বা চাকরি। ২ ভারার্পণ; মনোনয়ন। ওকালতনামা, উকিলনামা (বিশেষ্য) উকিলের প্রতি ক্ষমতা অর্পনের পত্র; আমমোক্তারনামা; power of attorney। ওকালতি, ওকালতী (বিশেষ্য) ১ উকিলের কর্ম বা পেশা (সে আদালতে ওকালতি করে)। ২ (ব্যঙ্গার্থ) বিশেষ পক্ষ সমর্থন (তোমার আর ওর জন্যে ওকালতি করতে হবে না, যাও)। □ (বিশেষণ) ‍উকিল সম্বন্ধীয়। {(আরবি) ব্‌কারত}
  • Bengali Word ওকি Bengali definition [ওকি] (অব্যয়) প্রশ্ন বিস্ময় বা ভয়সূচক (ওকি আজ দিল ধরা-রবীন্দ্রনাথ ঠাকুর; ওকি কথা রে- ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ)। {ও+কি<(তৎসম বা সংস্কৃত) কিম্}
  • Bengali Word ওকুফ , ওয়াকুফ Bengali definition [ওকুফ্, ওয়াকুফ্] (বিশেষ্য) ১ জ্ঞান; বুদ্ধি (আক্কেল ওকুফ গেল হইল অজ্ঞান-ফকির গরীবুল্লাহ)। ২ বিবেচনা। বে-ওকুফ, বেকুব (বিশেষণ) বুদ্ধিবিবেচনাহীন ব্যক্তি (তোমার মত বে-ওকুফ খুব কমই দেখা যায়; তোমার মত বেকুব আর নাই)। {(আরবি) র্‌কুফ }
  • Bengali Word ওক্ত , ওক্ ‌ ত , অক্ত , ওয়াক্ত Bengali definition [ওক্‌তো, ওক্‌ত, অক্‌তো, ওয়াক্‌ত্] (বিশেষ্য) ১ সময়কাল (এই তরে ভাই ওক্ত খুশীর-কাজী নজরুল ইসলাম)। ২ সুযোগ; উপযুক্ত সময় (কমবক্‌তি ওক্‌ত গেল তক্ত যাবে ফাঁক-হেব)। ৩ নির্দিষ্ট সময়-বিশেষত নামাজের সময় (পঞ্চ ওক্ত তুমি সবে নমাজ গুজারি-সৈয়দ সুলতান)। ওক্তিয়া, ওয়াক্তি, ওয়াক্তিয়া (বিশেষণ) নির্ধারিত; সময়ের নির্দিষ্ট ওক্তের (ওক্তিয়া নমাজ মোরা যে পাঁচ ওয়াক্তি নমাজ করি- বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) র্‌ক্‌ত}
  • Bengali Word ওকড়া Bengali definition [ওক্‌ড়া] (বিশেষ্য) ক্ষুদ্রাকার গুল্ম বিশেষ বা এর কন্টকময় ফল (ওকড়ার ফল দেয় কেশের ভিতরে-বৃদা)। {(তৎসম বা সংস্কৃত) উৎখনন> উৎখোড়ন>}
  • Bengali Word ওখদ Bengali definition ঔষধ
  • Bengali Word ওখান Bengali definition [ওখান্] (বিশেষ্য) ঐস্থান; নির্দিষ্ট স্থান। □ (ক্রিয়াবিশেষণ) ওখানে। ওখানকার ঐ স্থানের। {ও+খান(<(তৎসম বা সংস্কৃত) স্থান)}
  • Bengali Word ওখড়ানো Bengali definition [ওখ্‌ড়ানো] (বিশেষ্য) উৎপাটন; উম্মূলন। {(তৎসম বা সংস্কৃত) উৎখনন> উৎখোড়ন>উক্‌খোড়ন>উখড়ন+পিচ্ = উখড়ান}
  • Bengali Word ওগএরহ , ওগয়রহ Bengali definition ওগায়রা
  • Bengali Word ওগর Bengali definition [ওগর্] (বিশেষ্য) চাল ডাল একত্র সিদ্ধ করা খিচুড়ি। {(তৎসম বা সংস্কৃত ) উদ্গিরণ>}
  • Bengali Word ওগরন , ওগরনো , ওগরান , ওগরানো , ওগলান , ওগলানো Bengali definition উগলানো