Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -ঈ Bengali definition [ই] বাংলা ভাষার সাধু রীতিতে তদ্ধিত প্রত্যয় হিসাবে এটি কয়েকটি অর্থে ব্যবহৃত হতো : (১) বিশেষণীয় ‘ঈ’-তেজী (লোক), নাকী (সুর), রেশমী (কাপড়), সূতী (মোজা), সরকারী (কাজ), দরকারী (কথা), দামী (জিনিস), (লোকটি এ-কাজের কাজী (নয়), রাগী (মানুষ)। (২) স্ত্রী-প্রত্যয় হিসাবে ‘ঈ’-মামী, কাকী, চাচী, বানরী, গাধী। (৩) দেশের অধিবাসী বোঝাতে-কাবুলী, বাঙালী, পাঞ্জাবী, বিহারী, আরবী, ইরানী, তুরানী, আফগানী। (৪) ভাষা বোঝাতে-ইংরেজী, ফরাসী, হিন্দী, আরবী, ফারসী, আসামী, মৈথিলী, সিন্ধী, বেলুচী। (৫) কোনো বিশেষ শ্রেণীর ব্যবসায়ী বা কারিগর বোঝাতে-শাঁখারী, কেরানী, ঢাকী, কাঁশারী। বর্তমানে কিছু স্ত্রী প্রত্যয় ছাড়া অতৎসম শব্দে সর্বত্র ‘ই’ (হ্রস্ব ই) প্রত্যয়ের ব্যবহার চালু হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) ঈপ্(ঙীপ্, ঙীষ্‌), ইন্‌ প্রভৃতি}
  • Bengali Word Bengali definition ঈ বাংলা স্বরবর্ণমালার চতুর্থ বর্ণ। এটি সংস্কৃত দীর্ঘস্বর এবং এর উচ্চারণ-স্থান তালু। এটি ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে ‘ x’ এইরূপ আকার প্রাপ্ত হয়; যথা ক+ঈ=কী; জ+ঈ=জী ইত্যাদি; এর নাম দীর্ঘ ঈ-কার =‘ x’ । {(তৎসম বা সংস্কৃত) ঈ}
  • Bengali Word ঈ-কার Bengali definition [(দীর্ঘ) ইকার] (বিশেষ্য) ১ ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘ঈ’ স্বরধ্বনির প্রতীকরূপে ব্যবহৃত ‘ x’ চিহ্ন। ২ ‘ঈ’ বর্ণ। ঈকারাদি (বিশেষণ) আদিতে ‘ঈ’-বর্ণবিশিষ্ট (ঈকারাদি শব্দ)। ঈকারান্ত (বিশেষণ) অন্তে ‘ঈ’-বর্ণ বিশিষ্ট (ঈকারান্ত শব্দ) {ঈ+কার}
  • Bengali Word ঈঃ Bengali definition [ইঃ] (অব্যয়) যন্ত্রণা ক্রোধ তুচ্ছতা ইত্যাদি সূচক শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঈক্ষণ Bengali definition [ইক্‌খন্] (বিশেষ্য) ১ দর্শন; দৃষ্টি (করুণার অপাঙ্গ ঈক্ষণে ভাগ্যদান দেছ ভাগ্যহীনে-শাহাদাত হোসেন; কোন সকৌতুকে কটাক্ষ ঈক্ষণে-সুফী মোতাহার হোসেন)। ২ নেত্র; নয়ন; চক্ষু। ঈক্ষমাণ (বিশেষণ) দেখছে এমন; নিরীক্ষমাণ। ঈক্ষিত (বিশেষণ) অবলোকিত; দৃষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √ঈক্ষ্+অন(ল্যুট্)}
  • Bengali Word ঈগল Bengali definition [ইগল্‌] (বিশেষ্য) চিল জাতীয় মাংসাশী বৃহৎ পাখি- আধুনিক বাংলায় ‘বাজ’ পাখি, মধ্যবাংলায় ‘সাচান’। ঈগলস্বভাব ((বিশেষণ)) হিংস্র প্রকৃতির (ঈগল স্বভাব তোর পূর্ব পুরুষরা-আল মাহমুত)। {(ইংরেজি) eagle}
  • Bengali Word ঈতি Bengali definition [ইতি] (বিশেষ্য) শস্যোৎপাদনের ছয় প্রকারের বিঘ্ন-যথা: অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মূষিক, পতঙ্গ, পক্ষী এবং নিকটস্থিত বৈরী রাজা। {(তৎসম বা সংস্কৃত) √ঈ+তি(ক্তিন্)}
  • Bengali Word ঈদ Bengali definition [ইদ] (বিশেষ্য) ১ মুসলমানদের বিখ্যাত পর্বদ্বয়-ঈদুজ্‌জোহা ও ঈদুল্‌ ফিৎর (রোজার উপোস ভেঙ্গে দিল যেন ‘ঈদ-রাতে’-মোহিতলাল মজুমদার)। ২ খুশি; উৎসব। ঈদগা, ঈদগাহ (বিশেষ্য) যে স্থানে একত্র হয়ে ঈদের নামাজ পড়া হয়; ঈদের নামাজ পড়ার জায়গা (আজ পড়বি রে মন ঈদের নমাজ সেই সে ঈদগাহে-কাজী নজরুল ইসলাম)। ঈদুল আজহা, ঈদুজ্জোহা (বিশেষ্য) জুলহজ্জ চান্দ্রমাসের ১০ তারিখে কোরবান উৎসব। ঈদুলফিতর, ইদুলফিতর (বিশেষ্য) শওয়াল চাঁদের প্রথম তারিখে রমজানের রোজা ভঙ্গের উৎসব। {(আরবি) ‘ঈদ’ }
  • Bengali Word ঈদৃশ, ঈদৃক্ Bengali definition [ইদ্‌দৃশো, ইদ্‌দৃক্] (বিশেষণ)এর মতো; এরূপ; এতাদৃশ (ঈদৃশ স্থানে মাদৃশ জনের এতদনুযায়ী ফললাভের সম্ভাবনা কোথায়?-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ঈদৃশী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) এমন; এতাদৃশী; এরূপ (পুত্রের ঈদৃশী অবস্থা দেখিয়া মাবিয়া যারপরনাই দুঃখিত ও চিন্তিত হইলেন-মীর মশাররফ হোসেন)। ঈদৃশীতাদৃশী (বিশেষণ) এমন তেমন; সামান্য; তুচ্ছ (ঈদৃশী-তাদৃশী নই ঈশান ঈহিনী-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ইদম্+ √দৃশ্+অ(ক্বিন্)}
  • Bengali Word ঈপ্সা Bengali definition [ইপ্‌সা] (বিশেষ্য) ১ পাওয়ার ইচ্ছা; বাঞ্ছা; আকাঙ্ক্ষা। ২ লোভ; লিপ্সা। ঈপ্সিত (বিশেষণ) বাঞ্ছিত; অভিলষিত; আকাঙ্ক্ষিত। ঈপ্সু (বিশেষণ) ইচ্ছুক; পেতে ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত)√আপ্+সন্+অ+আ(টাপ্)}
  • Bengali Word ঈমান Bengali definition ইমান
  • Bengali Word ঈরিত Bengali definition [ইরিতো] (বিশেষণ) ১ প্রেরিত। ২ চালিত। ৩ কথিত। ৪ কম্পিত। {(তৎসম বা সংস্কৃত) √ঈর্+ত(ক্ত)}
  • Bengali Word ঈর্ষা, ঈর্ষ্যা Bengali definition [ইর্‌শা, ইর্‌শ্যা] (বিশেষ্য) ১ পরশ্রীকাতরতা; হিংসা (ইহার সৌভাগ্য দেখিয়া দুঃখ ও ঈর্ষ্যা করিয়াছিলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ দ্বেষ। ৩ প্রেমিক-প্রেমিকার পরস্পর ভালোবাসায় সন্দেহজনিত মনোভাব। ঈর্ষাতুর (বিশেষণ) ঈর্ষাপরবশ; পরশ্রীকাতর। □ (বিশেষ্য) অন্যের মঙ্গল যে সহ্য করতে পারে না (ঈর্ষ্যাতুরের কুমন্ত্রণায় কোথায় যাবে, হে মোর ভীরু-কাজী নজরুল ইসলাম)। ঈর্ষানল (বিশেষ্য) দ্বেষরূপ অগ্নি। ঈর্ষান্বিত (বিশেষণ) ১ হিংসাযুক্ত। ২ পরশ্রীকাতর। ঈর্ষান্বিতা (স্ত্রীলিঙ্গ)। ঈর্ষাপরায়ণ, ঈর্ষাপরবশ, ঈর্ষালু, ঈর্ষী (-র্ষিন্) (বিশেষণ) ১ হিংসুটে; পরশ্রীকাতর; হিংসার বশীভূত। ২ বিদ্বেষপরায়ণ। ঈর্ষামূলক (বিশেষণ) ঈর্ষাজনিত; ‍মূলে হিংসা আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ঈর্ষ্য্+অ+আ(টাপ্)}
  • Bengali Word ঈশ Bengali definition [ইশ্] (বিশেষ্য) ১ আল্লাহ; ঈশ্বর (পরমেশ, জগদীশ)। ২ প্রভু; স্বামী (একী লাবণ্যে পূর্ণ প্রাণেশ হে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ রাজা; অধিপতি (লঙ্কেশ, সুরেশ, লোকেশ)। ঈশত্ব (বিশেষ্য) ১ প্রভুত্ব। ২ নেতৃত্ব। ঈশপ্রাণতা (বিশেষ্য) আল্লাহর প্রতি ভক্তি (নবীর জীবনে আশ্চর্য ঈশপ্রাণতা বিকশিত হইয়াছে-ওহিদুল আলম)। {(তৎসম বা সংস্কৃত) Öঈশ্+অ(ক)}
  • Bengali Word ঈশক Bengali definition এশক
  • Bengali Word ঈশবগুল Bengali definition ইসবগুল
  • Bengali Word ঈশা ১ Bengali definition ঈষা
  • Bengali Word ঈশা ২ Bengali definition ঈসা
  • Bengali Word ঈশান Bengali definition [ইশান্] (বিশেষ্য) ১ উত্তর-পূর্ব কোণ (ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (আলঙ্কারিক) হিন্দুমতে প্রলয়ের দেবতা; ধ্বংসের রাজা নটরাজ (ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ-কাজী নজরুল ইসলাম)। ৩ শিব; মহাদেব; মহেশ্বর (এমন সময় ঈশান তোমার বিষাণ উঠিল বাজিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঈশানী (স্ত্রীলিঙ্গ)। ঈশানকোণ (বিশেষ্য) পূর্ব ও উত্তর দিকের মধ্যবর্তী কোণ। {(তৎসম বা সংস্কৃত) ঈশ্+আন(চানশ্)}
  • Bengali Word ঈশিতা, ঈশিত্ব Bengali definition [ইশিতা, ইশিত্‌তো] (বিশেষ্য) ১ ঈশ্বরত্ব। ২ সকলের উপর প্রাধান্য বা প্রভুত্ব। ৩ অষ্ট ঐশ্বর্যের অন্যতম। {(তৎসম বা সংস্কৃত) √ঈশিন্ + তা(তল্); (তৎসম বা সংস্কৃত) ঈশ্ +তৃ(তৃচ্), ত্ব}
  • Bengali Word ঈশ্বর Bengali definition [ইশ্‌শর্] (বিশেষ্য) ১ আল্লাহ; খোদা; বিধাতা; God। ২ সৃষ্টিকর্তা; স্রষ্টা। ৩ প্রভু; অধিপতি (দিল্লীশ্বর, গৌড়েশ্বর)। ৪ পতি; স্বামী। ৫ প্রণয়ী; হৃদয়েশ (পাইয়া ঈশ্বর পত্র লাইলী অস্থির-দৌলত উজির বাহরাম খান)। ৬ গুরু (ঈশ্বরের স্ত্রী সনে করে পরিহাস-ডাক)। ৭ হিন্দুদের পবিত্র স্থান বা মৃতের নামের পূর্বে ব্যবহার্য মহিমাজ্ঞাপক u চিহ্ন ( u পুরীধাম;; ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষণ) শ্রেষ্ঠ; প্রধান (সুরেশ্বর)। ঈশ্বরকৃত, ঈশ্বরসৃষ্ট (বিশেষণ) অলৌকিক, অপৌরুষেয়। ঈশ্বরত্ব, ঈশ্বরতা (বিশেষণ) ঈশ্বরের ভাব; ঈশ্বরের গুণ, divinity। ঈশ্বরদত্ত (বিশেষণ) অলৌকিক; খোদাপ্রদত্ত; বিধিদত্ত। ঈশ্বরনিষ্ঠ, ঈশ্বরভক্ত, ঈশ্বরপরায়ণ (বিশেষণ) ১ ধার্মিক; ঈশ্বরের প্রতি নিষ্ঠা বা ভক্তি আছে এমন; আল্লাহওয়ালা। ২ আস্তিক। ঈশ্বরনিষ্ঠা, ঈশ্বরভক্তি, ঈশ্বরপরায়ণতা (বিশেষ্য)। ঈশ্বরপ্রসাদাৎ (ক্রিয়াবিশেষণ) ঈশ্বরের দয়ায় অনুগ্রহে বা কৃপায়; খোদার রহমতে। ঈশ্বরবাদ (বিশেষ্য) ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃতিমূলক মত; আস্তিক্য। ঈশ্বরপরায়ণ ⇒ ঈশ্বরনিষ্ঠ। ঈশ্বরবাদী (বিশেষণ)। ঈশ্বরবাদিনী (স্ত্রীলিঙ্গ)। ঈশ্বরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ স্বামিনী; প্রভুপত্নী; অধিকারিণী (হৃদয়য়েশ্বরী)। ২ ঈশ্বরের পত্নী; দুর্গা; লক্ষ্মী; সরস্বতী (ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ঈশ্বরসৃষ্ট ⇒ ঈশ্বরকৃত। {(তৎসম বা সংস্কৃত) ঈশ্+বর(বরচ্)}
  • Bengali Word ঈষ Bengali definition [ইশ্] (বিশেষ্য) লাঙ্গলের ফলা। {(তৎসম বা সংস্কৃত) ঈষা>}
  • Bengali Word ঈষা, ঈশা Bengali definition [ইশা] (বিশেষ্য) ১ লাঙ্গলের দণ্ড। ২ সীতা। {(তৎসম বা সংস্কৃত) ঈষ্+অ+আ}
  • Bengali Word ঈষিকা, ঈষীকা Bengali definition [ইশিকা] (বিশেষ্য) ১ কাশ তৃণ। ২ তুলি। ৩ হাতির অক্ষিগোলক। ৪ শর ইত্যাদি তৃণের কুশ; খড়কে। {(তৎসম বা সংস্কৃত) ইষ্+ঈক(কীকন্)+আ; ঈষা+ক(কন্)+আ(টাপ্)}
  • Bengali Word ঈষৎ Bengali definition [ইশত্] (বিশেষণ), (অব্যয়) কিঞ্চিৎ; অল্প; কিছু; সামান্য। ঈষদচ্ছ (বিশেষণ) আলো আসতে পারে এমন কিন্তু স্বচ্ছ নয়; translucent (যে জিনিসের ভিতর দিয়ে আলো স্বচ্ছ পদার্থের মতো অনায়াসে চলাচল করে না এবং অস্বচ্ছ পদার্থের মতো সম্পূর্ণরূপে বাধা পায় না তাকে ঈষদচ্ছ পদার্থ বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ঈষদুচ্চ, ঈষদুত্থিত, ঈষদুন্নত (বিশেষণ) অল্প উচু; সামান্য উত্থিত। ঈষদুদ্ভিন্ন (বিশেষণ) ১ অল্প বিকশিত; স্বল্প প্রকটিত বা প্রকাশিত; সামান্য পরিমাণে প্রস্ফুটিত। ২ স্বল্প অঙ্কুরিত। ৩ অল্প ফাঁক (ঈষাদুদ্ভিন্ন ওষ্ঠাধর)। ঈষদুষ্ণ বিশষণ সামান্য গরম; কবোষ্ণ; কুসুম কুসুম গরম। ঈষদূন (বিশেষণ) কিছু কম; সামান্য কম। {(তৎসম বা সংস্কৃত) ঈষ্+অৎ(অতি)}
  • Bengali Word ঈসা Bengali definition [ইহা] (বিশেষ্য) ১ চেষ্টা। ২ ইচ্ছা; স্পৃহা। ঈহিত বিশেষণ। ঈহিতা, ঈহিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। (ঈদৃশী আদৃশী নহ ঈশান-ঈহিনী-ভারতচন্দ্র রায়গুণাকর)। (তুলনীয়) অনীহা (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) √ঈহ্+অ+আ(টাপ্)}
  • Bengali Word ঈসা, ইসা, ঈশা Bengali definition [ইসা, ইশা] (বিশেষ্য) আল্লাহর প্রেরিত একজন নবী; যিশু, খ্রিস্ট ধর্মের প্রবর্তক (চলে গেল ‘ঈসা’, ‘মুসা’ ও ‘দাউদ’-কাজী নজরুল ইসলাম)। ঈসায়ী (বিশেষণ) ১ খ্রিস্টীয় (ঈসায়ী সন)। ২ যিশুর মতাবলম্বী। {(আরবি) ঈসা }
  • Bengali Word ঈসামসিহ, ইসামসি Bengali definition [ইসামসিহ্, ইসামসি্‌] (বিশেষ্য) ১ ঈসা নবী; যিশুখ্রিস্ট। ২ (আলঙ্কারিক) আসল বিষয়; মূল কথা (শেষ ইসামসিতে সমাপ্তি-অর্থাৎ বাবুর বংশরক্ষার দুর্ভাবনা-কেদারনাথ মজুমদার)। {(আরবি) ⇒ ঈসা + সমীহ্‌}
  • Bengali Word ঈসায়ী Bengali definition ইসা