Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চৌখুরি, চৌখুরী Bengali definition [চোউখুরি] (বিশেষ্য) চার খুরা বা পায়াযুক্ত কাষ্ঠাসন; চৌকি। {(প্রাচীন বাংলা); চৌ+খুর+ইয়া}
  • Bengali Word চৌগান Bengali definition [চোউগান্‌] (বিশেষ্য)১ পোলো বা অশ্বারোহণে হকি খেলা (চৌগান খেলিতে আজ্ঞা দিল নৃপবর-সৈয়দ আলাওল)। ২ খেলায় ব্যবহৃত কাষ্ঠদণ্ডবিশেষ। {(ফারসি) চউগান}
  • Bengali Word চৌগোঁপ্পা Bengali definition [চোউগোঁপ্‌পা] (বিশেষণ) দাড়ি দুভাগ করে পরিপাটি করে উপরদিকে গোঁফের সাথে তুলে দেওয়া বা যার দাড়ি এরূপভাবে সাজানো (বাবুরাম বাবু চৌগোঁপ্পা, নাকে তিলক-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) চুতঃ+গুম্ফ; চৌ+=গোঁপ+আ}
  • Bengali Word চৌঘরি Bengali definition [চোউঘোরি] (বিশেষ্য) ঘোড়া নিয়ে একরূপ খেলা; পোলো; চৌগান; চারঘোড়ার টানা শকট; গাড়ি (ঘোড়ায় চড়িয়া জামাল চৌঘরি খেলায়-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+ঘোটক; চৌ+ঘোড়া+ই}
  • Bengali Word চৌঘুড়ি, চৌঘুড়ী Bengali definition চৌ
  • Bengali Word চৌঙকি, চঁওকি ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [চোউঙ্‌কি, চঁওকি] (অসমাপিকা ক্রিয়া) চমকে (চোঙকি চলয়ে ক্ষণে ক্ষণে চলু মন্দ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) চমক>}
  • Bengali Word চৌচাপট, চৌচাপড় Bengali definition [চোউচাপট্‌, চোউচাপড়্‌] (বিশেষ্য) ১ চারদিকের স্থান; চতুর্দিকের প্রস্থ বা বিস্তার। ২ সমচতুর্ভুজ। চৌচাপটে, চৌচাপড়ে (ক্রিয়াবিশেষণ) চুটিয়ে, যথাযথভাবে; সর্বতোভাবে; পূর্ণ মাত্রায় (চৌচাপটে কাজ সেরে ফেলা)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ(>চৌ)+(তৎসম বা সংস্কৃত) √চর্প (বিস্তারে)+ট; (তুলনীয়) (হিন্দি) চৌচাপড়}
  • Bengali Word চৌথ Bengali definition [চোউথ] (বিশেষ্য) ১ এক-চতুর্থাংশ; চারভাগের এক ভাগ। ২ আয়ের বা আদায়ী রাজস্বের চারভাগের একভাগ; প্রজার উপস্তত্বের চুতুর্থাংশ। ৩ মারহাট্টারা প্রজা বা পরাজিত রাজাদের নিকট থেকে ফসলের এক চতুর্থাংশ বা তার মূল্য হিসাবে যে কর আদায় করত। {(তৎসম বা সংস্কৃত) চতুর্থ> (হিন্দি) চৌথ}
  • Bengali Word চৌদল, চৌদোল, চৌদোলা Bengali definition চৌ
  • Bengali Word চৌদশী Bengali definition [চোউদোশি] (বিশেষণ) ১ চতুর্দশী। ২ কৃষ্ণা চতুর্দশী (তুনক্ষীণ চৌদশী চাঁদ সমনে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) চতুর্দশী> (হিন্দি) চৌদস}
  • Bengali Word চৌদানি Bengali definition [চোউদানি] (বিশেষ্য) চার দানা মোতিযুক্ত কানের অলঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+(ফারসি) দানাহ+(বাংলা) ই; (হিন্দি) চৌদানী}
  • Bengali Word চৌদিক, চৌদিশ Bengali definition চৌ
  • Bengali Word চৌদুন Bengali definition [চোউদুন্‌] (বিশেষ্য) বাদ্যের দ্রুত তালবিশেষ; চারগুণ (গানে লয় দুই থেকে চৌদুনে চড়ালে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ(চৌ)+(তৎসম বা সংস্কৃত) গুণ (>দুন); (তৎসম বা সংস্কৃত) চতুর্গুণ}
  • Bengali Word চৌদ্দ Bengali definition চৌদ্দ
  • Bengali Word চৌধুরী Bengali definition [চোউধুরি] (বিশেষ্য) ১ উপাধবিশেষ; পদবি। ২ সামন্ত রাজা। ৩ যিনি যুদ্ধের জন্য নৌ, হস্তী, অশ্ব ও পদাতি এই চার শক্তির অধিকারী। ৪ গ্রামের সর্দার; মোড়ল বা প্রধান (গ্রাম মুলুকের হল সে চৌধুরী-কৃষ্ণদাস কবিরাজ)। ৫ নগরের সর্বপ্রধান ব্যবসায়ী; বাজার সর্দার। চৌধুরানী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ(>চৌ)+ধুর+ইন্‌(>ঈ); (হিন্দি) চৌধুরী}
  • Bengali Word চৌপট Bengali definition [চোউপট্‌] (বিশেষণ) সমান; সমতল; অবন্ধুর। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+(তৎসম বা সংস্কৃত)পট>(হিন্দি) চৌপট্‌}
  • Bengali Word চৌপথ Bengali definition [চোউপথ্‌] (বিশেষ্য) চারি পথের সঙ্গমস্থল; চৌমাথা। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ(>চৌ)+পথ}
  • Bengali Word চৌপদ Bengali definition [চোউপদ] (বিশেষ্য) চতুষ্পদ; চার পা যুক্ত প্রাণী; পশু (দ্বিপদ চৌপদ হয় কর্ম অনুসারে-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) চতুষ্পদ>}
  • Bengali Word চৌপদী Bengali definition [চোউপোদি] (বিশেষ্য) চারচরণযুক্ত ছন্দ। □(বিশেষণ) চারপদবিশিষ্ট; চুতষ্পদ। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ (>চৌ)+(তৎসম বা সংস্কৃত) পদ+ঈ(ইন্‌); (তৎসম বা সংস্কৃত) চুতষ্পদী>(প্রাকৃত) চউপ্পঈ, চউপ্পদী>(বাংলা) চৌপদী; (তুলনীয়) (হিন্দি) চৌপাঈ}
  • Bengali Word চৌপাটি, চৌপাঠি Bengali definition [চোউপাটি, চোউপাঠি] (বিশেষ্য) পাঠশালা; টোল (গাছের তলায় চৌপাটি খুলে ছাত্র পড়ায়)। {(তৎসম বা সংস্কৃত) চতুষ্পাঠী>}
  • Bengali Word চৌপাশ Bengali definition [চোউপাশ্‌] (বিশেষ্য) চারধার; চারদিক। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+পার্শ্ব>}
  • Bengali Word চৌপাড়, চৌপাড়ি, চৌপাড়ী, চৌবাড়ি Bengali definition [চোউপাড়্‌, চোউপাড়ি, চোউপাড়ি, চোউবাড়ি] (বিশেষ্য) পাঠশালা; টোল; চতুষ্পঠী (চৌপাড়ী ঘর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) চতুষ্পাঠী>}
  • Bengali Word চৌবাচ্চা Bengali definition [চোউবাচ্চা] (বিশেষ্য) পানি রাখার চারকোণা আধার; হৌজ; হাউজ। {(ফারসি) চাহ+বচ্চাহ্‌}
  • Bengali Word চৌবে Bengali definition [চোউবে] (বিশেষ্য) চৌবেদী; ব্রাহ্মণের পদবি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চতুর্বেদী>}
  • Bengali Word চৌম্বক Bengali definition [চোউম্‌বক্‌] (বিশেষণ) ১ চুম্বকসম্পর্কিত। ২ আকর্ষক; আকর্ষণ শক্তি বিশিষ্ট (চৌম্বক শক্তি)। চৌম্বকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √চুম্বক+অ(অন্‌)}
  • Bengali Word চৌযুগ Bengali definition [চোউজুগ্‌] (বিশেষ্য) ১ হিন্দু পুরানে উল্লিখিত চার যুগ-সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। ২ চিরকাল; সর্বকাল। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ(>চৌ)+(তৎসম বা সংস্কৃত) যুগ}
  • Bengali Word চৌর Bengali definition [চোউর্‌] (বিশেষ্য) চোর; তস্কর। {(তৎসম বা সংস্কৃত) চোর+অ(অণ্‌)}
  • Bengali Word চৌরঙ্গীবাত Bengali definition [চোউরোঙ্‌গিবাত্‌] (বিশেষ্য) এক প্রকার বাত রোগ (জাতিটাকে যখন চৌরঙ্গীবাত ধরলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চতুরঙ্গ (চতুঃ+অঙ্গ)>+(তৎসম বা সংস্কৃত) বাত(রোগ)}
  • Bengali Word চৌরস, চৌরশ Bengali definition [চোউরশ্‌] (বিশেষণ) ১ চওড়া; প্রশস্ত (চৌরস কপাল)। ২ সমান; মসৃণ (কিষান জমি চৌরস করে)। ৩ চারকোনা। {(তৎসম বা সংস্কৃত) চতুরস্র> (প্রাকৃত) চউরংস>}
  • Bengali Word চৌরাস্তা Bengali definition চৌ