Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চাঁদা ৩, চান্দা Bengali definition [চাঁদা, চান্‌দা] (বিশেষ্য) ১ কোনো বিশেষ কাজ সম্পাদনের জন্য অনেক লোকের নিকট থেকে সংগৃহীত অর্থ; কিছু অর্থ সাহায্য (বন্যার্তদের সাহায্যার্থ চাঁদা)। ২ নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেয় মূল্য বা অর্থসাহায্য (সমিতির চাঁদা)। {(ফারসি) চান্দাহ্‌}
  • Bengali Word চাঁদি ১ Bengali definition [চাদি] (বিশেষ্য) ১ রুপা (সফেদ চাঁদির তাজ-ফররুখ আহমদ)। ২ চাঁদসমৃদ্ধ উজ্জ্বল খাঁটি রুপা; খাদশূন্য রুপা। {(বাংলা) চাঁদ+ই}
  • Bengali Word চাঁদি ২, চাঁদা Bengali definition [চাঁদি, চাঁদা] (বিশেষ্য) ব্রহ্মতালু; মাথার উপর মাঝামাঝি জায়গা; মাথার উপরিভাগ (মুসলমান ফকীরদের মাথার চাঁদি কামানো-আনিসুজ্জামান)। চাঁদিফাটা (বিশেষণ) ব্রহ্মতালু ফেটে যায় এমন; অত্যন্ত প্রখর; তীব্র (খর চাঁদি-ফাটা রোদ্দুরের তাপে-কাজী নজরুল ইসলাম)। {(বাংলা) চাঁদ+ই}
  • Bengali Word চাঁদিনী, চাঁদনি Bengali definition [চাঁদিনি, চাঁদ্‌নি] (বিশেষণ) জ্যোৎস্নাময়ী; চন্দ্রালোকিত (চাঁদিনী রাত)। □(বিশেষ্য) ১ জ্যোৎস্না; চন্দ্রালোক (রূপের অমর স্বপ্ন বিলম্বিত উজল চাঁদিনী-সুমো)। ২ জ্যোৎস্নাময়ী রাত। চাঁদিমা (বিশেষ্য) চন্দ্রকিরণ; জ্যোৎস্না। চাঁদোয়া (বিশেষ্য) ১ চন্দ্রাতপ; ছাউনি; আচ্ছাদন; শামিয়ানা (পাট বস্ত্রের চাঁদোয়া-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ পাল। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্রিমা, চন্দ্রিকা>(প্রাকৃত) চংদিআ> চাঁদি+নী}
  • Bengali Word চাঁপা Bengali definition [চাঁপা] (বিশেষ্য) ১ চাঁপা ফুল ও তার গাছ; চম্পা; চম্পক। ২ কদলীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) কম্পক>}
  • Bengali Word চাঁড়া Bengali definition [চাঁড়া] (বিশেষ্য) খোলা; ভাঙা টুকরা; খণ্ড; খোলামকুচি; খোলার টুকরা। {আঞ্চলিক}
  • Bengali Word চাঁড়াল Bengali definition [চাঁড়াল্‌] (বিশেষ্য) পুরাণোক্ত হিন্দু জাতি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চণ্ডাল>(প্রাকৃত) চংডাল>}
  • Bengali Word চাং, চাঙ, চাঙ্গ Bengali definition [চাঙ্‌, চাঙ্‌, চাঙ্‌গ্‌] (বিশেষ্য) মাচান; কাঁড়; বাঁশের তৈরি তাকবিশেষ (লম্ফে রূপা আনলে পেরে চাং হতে তার সড়কিখানা-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>টঙ্গ>টাঙ্গ>চাঙ্গ>}
  • Bengali Word চাংগা, চাঙ্গা, চাঙা Bengali definition [চাঙ্‌গা, চাঙ্‌গা, চাঙা] (বিশেষণ) ১ সরল; সতেজ; সজীব। ২ রোগমুক্ত; সুস্থ। ৩ উদ্যমপূর্ণ; উৎসাহপূর্ণ; স্ফূর্তিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>চাঙ্গ+আ}
  • Bengali Word চাংগাড়ি, চাঙ্গাড়ি, চাংগারি, চাঙারি Bengali definition [চাঙ্‌গাড়ি, চাঙ্‌গাড়ি, চাঙ্‌গারি, চাঙারি] (বিশেষ্য) চওড়ামুখ ঝুড়িবিশেষ; বাঁশ বা বেতেরে তৈরি ছোট ধামা বা ঝুড়ি বিশেষ (খাবারের চাঙ্গারিটা রেকে গিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। {(পালি)চঙ্গোটক>}
  • Bengali Word চাংড়া, চাঙড় Bengali definition [চাঙ্‌ড়া, চাঙোড়্‌] (বিশেষ্য) মৃত্তিকাদির বড় ঢেলা বা তাল; চাপ (দেয়াল থেকে খসে পড়া এক চাংড়া বালি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) চাঙ্গ}
  • Bengali Word চাইতে Bengali definition [চাইতে] (অব্যয়) অপেক্ষা; হতে; চেয়ে, তুলনায় (কিন্তু সবার চাইতে ভাল পাঁউরুটি আর ঝোলাগুড়-সুকুমার রায়)। {(তৎসম বা সংস্কৃত) √বাঞ্ছ>চাহ্‌+ইত>চাহিত>}
  • Bengali Word চাইল Bengali definition চাল
  • Bengali Word চাউনি Bengali definition চাহনি
  • Bengali Word চাওয়া ১ Bengali definition [চাওয়া] (ক্রিয়া) ১ কামনা করা; ইচ্ছা করা; অভিলাষ করা। ২ প্রার্থনা, যাচ্ঞা বা ভিক্ষা করা; চাহিদা জানানো। ৩ রাজি হওয়া। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। চাওয়ানো১ (ক্রিয়া) ১ কামনা প্রার্থনা বা যাচ্ঞা করানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √বাঞ্ছ, যাচ্‌>(প্রাকৃত) চাই>(বাংলা) √চা+ওয়া}
  • Bengali Word চাওয়া ২ Bengali definition [চাওয়া] (ক্রিয়া) ১ দৃষ্টিপাত করা; তাকানো। ২ চক্ষু উন্মীলন করা; চোখ চাওয়া। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। চাওয়া-চাওয়ি (বিশেষ্য) পরস্পরের প্রতি অর্থবোধক দৃষ্টিপাত (সকলে বিস্ময়ে মুখ চাওয়া-চাওয়ি করিতে লাগিল-আবুল মনসুর আহমদ)। চাওয়ানো২ (ক্রিয়া) ১ চোখ খোলানো বা মেলানো। ২ দৃষ্টিপাত করানো। □(বিশেষ্য) উক্ত অর্থে। মুখ তুলে চাওয়া (ক্রিয়া) দৃষ্টিপাত করা। ২ অনুগ্রহ করা। {(তৎসম বা সংস্কৃত)√চক্ষ্‌>(বাংলা) √চা> চাওয়া}
  • Bengali Word চাকচিক্য, চাকচক্য Bengali definition [চাক্‌চিক্‌কো, চাক্‌চোক্‌কো] (বিশেষ্য) ঔজ্জ্বল্য; দীপ্তি; পালিশ। ২ বাইরের ছটা। {(তৎসম বা সংস্কৃত) চাকচক্য>}
  • Bengali Word চাকতি, চাক্তি Bengali definition [চাক্‌তি] (বিশেষ্য) ১ ক্ষুদ্র চাকা। ২ চক্রাকৃতি বস্তু; চাকার মতো গোলাকার ও চ্যাপটা বস্তু; টাকা (হায়রে রৌপ্য চাক্তি-নজিবর রহমান)। ৩ যাতে রুটি বেলা হয়। □(বিশেষণ) গোলাকার বা গোল গোল করে খণ্ডিত (চাক্তি চাক্তি মাংস খেতে দিল-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) চক্র>(বাংলা) চাক+তি}
  • Bengali Word চাকন-চিকন, চিকন-চাকন Bengali definition [চাকোন্‌চিকোন্‌, চিকোন্‌চাকোন্‌] (বিশেষণ) সুচিক্কণ; মসৃণ; উজ্জ্বল। {(তৎসম বা সংস্কৃত) চিক্কণ; (ফারসি) চিক্কন্‌, (অনুকারক শব্দ, শব্দদ্বৈত)চাকন}
  • Bengali Word চাকনাচুর, চাখনাচুর Bengali definition [চাক্‌নাচুর্‌, চাখ্‌নাচুর্‌] (বিশেষণ) চুর্ণবিচূর্ণ; সম্পূর্ণরূপে বিধ্বস্ত; চুরমার (যশোখ্যাতির ঠুনকো এ কাচ করব ভেঙে চাখনাচুর-নেই)। {(হিন্দি) চখ্‌না (স্বাদগ্রহণ)?+চুর (চূর্ণ)}
  • Bengali Word চাকভাউরি, চাকভাঁউরি, চাকভাউর ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [চাক্‌ভাউরি, চাক্‌ভাঁউরি, চাক্‌ভাউর্‌] (বিশেষ্য) ঘুরপাক; চক্কর; চক্রভ্রমি (‍চুলে ধরি সীতারে দিল চাকভাউরী-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) চক্র>(প্রাকৃত) চক্ক>(বাংলা) চাক+(তৎসম বা সংস্কৃত) ভ্রমি>ভাউরি}
  • Bengali Word চাকভাঙা, চাকভাঙ্গা Bengali definition [চাক্‌ভাঙা, চাক্‌ভাঙ্‌গা] (বিশেষণ) খাঁটি ও টাটকা; সদ্য আহৃত ও নির্মল বা নির্ভেজাল (চাকভাঙা মধু)। {(তৎসম বা সংস্কৃত) চক্র+(তৎসম বা সংস্কৃত) ভগ্ন}
  • Bengali Word চাকর Bengali definition [চাকোর্‌] (বিশেষ্য) ১ ভৃত্য; পরিচর্যাকারী; সেবক; পরিচারক। ২ কর্মচারী; নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য নিযুক্ত বেতনভোগী ব্যক্তি। ৩ আজ্ঞাবহ; তাঁবেদার (আমি কি তোমার হুকুমের চাকর?)। চাকরানী (স্ত্রীলিঙ্গ)। চাকর-বাকর, চাকর-নফর, চাকর-চাকরানি (বিশেষ্য) ১ ভৃত্যগণ; দাস-দাসী সকল। ২ ভৃত্য; গৃহকর্মের বেতনভোগী সহায়ক; কাজের লোক। চাকরে, চাকুরে, চাকুরিয়া (বিশেষণ) অফিসে চাকরি করেন এমন ভদ্রলোক; চাকরিজীবী বা চাকরিধারী ভদ্রলোক। {(ফারসি) চাকর}
  • Bengali Word চাকরান Bengali definition [চাক্‌রান] (বিশেষ্য) ভৃত্যের ভরণ-পোষণের জন্য প্রদত্ত নিষ্কর ভূমি; বেতনের পরিবর্তে ভৃত্য যে নিষ্কর জমি ভোগ করে। চাকরান জমি (বিশেষ্য) চাকর অথবা কর্মচারীকে প্রদত্ত নিষ্কর জমি। {(ফারসি) চাক্‌রান্‌ জমীন্‌}
  • Bengali Word চাকরি, চাকরী, চাকুরী Bengali definition [চাক্‌রি, চাক্‌রি, চাকুরি] (বিশেষ্য) ১ নির্দিষ্ট বেতনের বিনিময়ে অপরের কাজ করা বা কারো অধীনে ক্রিয়া সম্পাদন। ২ দাসত্ব। ৩ অপরের সেবা বা পরিচর্যা (যত অবলা কুমারী অনুক্ষণ এ সকলে করএ চাকরি-সৈয়দ সুলতান)। চাকরি-বাকরি (বিশেষ্য) চাকরি বা ঐ ধরনের জীবিকা; কাজকর্ম; জীবিকার সংস্থান। {(ফারসি) চাকরী}
  • Bengali Word চাকলা ১ Bengali definition [চাক্‌লা] (বিশেষ্য) কয়েকটি পরগনার একত্রীকরণ; জেলা। চাকলাদার (বিশেষ্য) ১ চাকলার শাসক বা অধিকারী বা প্রধান সহকারী কর্মচারী। ২ উপাধিবিশেষ। {(ফারসি) চক্‌লাহ্‌}
  • Bengali Word চাকলা ২ Bengali definition [চাক্‌লা] (বিশেষ্য) খণ্ড; টুকরা (আমের চাকলাগুলি খাইতে লাগিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) চক্র>(বাংলা) চাক+লা}
  • Bengali Word চাকা Bengali definition [চাকা] (বিশেষ্য) ১ গোলাকার বস্তু; চক্র (গাড়ির চাকা)। ২ চাকার আকারবিশিষ্ট খণ্ড (মাছের চাকা)। □(বিশেষণ) গোলাকার (চাকা মুখ)। চাকা চাকা (বিশেষণ) ১ গোলাকার খণ্ডে বিভক্ত (চাকা চাকা মাছ)। ২ গোলাকার (চাকা চাকা দাগ)। {(তৎসম বা সংস্কৃত) চক্র>(বাংলা) চাক+আ}
  • Bengali Word চাকি Bengali definition [চাকি] (বিশেষ্য) ১ চ্যাপটা ও গোলাকার বস্তু; চাকতি। ২ রুটি বেলার পিঁড়ি বা তক্তা। ৩ গোলাকার ধাতব খণ্ড বা মুদ্রা (তামার চাকি সংগ্রহের চেষ্টায়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৪ জাঁতা; শস্যাদি ভাঙাবার বা পিষবার গোলাকার পাথরবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চক্র>(বাংলা) চাক+ই}
  • Bengali Word চাকী Bengali definition [চাকি] (বিশেষ্য) বাঙালি হিন্দু সম্প্রদায়ের পদবি-বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চক্র>}