Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চাটু ৩ Bengali definition [চাটু] (বিশেষ্য) তেলো; চেটো। {(হিন্দি) চট্ট>}
  • Bengali Word চাটুজ্জে, চাটুয্যে, চাটুজ্যে Bengali definition [চাটুজ্‌জে] (বিশেষ্য) বাঙালি ব্রাহ্মণের উপাধিবিশেষ; চট্টোপাধ্যায়। {(তৎসম বা সংস্কৃত) চট্টোপাধ্যায়>}
  • Bengali Word চাটুতি Bengali definition [চাটুতি] (বিশেষ্য) চাটুজ্যে (চাটুতি গ্রাম নিবাসী এই অর্থে); চট্টোপাধ্যায়। {⇒চট্ট}
  • Bengali Word চাটূক্তি Bengali definition [চাটুক্‌তি] (বিশেষ্য) ১ তোষামোদপূর্ণ বাক্য; খোশামুদে কথা। ২ কপট স্তুতি; কৃত্রিম প্রশংসা। {(তৎসম বা সংস্কৃত) চাটু+উক্তি}
  • Bengali Word চাট্টি, চাট্টে Bengali definition [চাট্‌টি, চাট্‌টে] (বিশেষণ) ১ চারটি পরিমাণ; ১ সংখ্যক। ২ অল্প কিছু; সামান্য (চাট্টি ভাত দাও)। চাট্টিখানি, চাট্টিখানিক (বিশেষণ) ১ সামান্য। ২ ছোটখাট বা অল্পস্বল্প। {(তৎসম বা সংস্কৃত) চতুর্‌>(বাংলা) চার+টি>চাট্টি}
  • Bengali Word চাতক Bengali definition [চাতোক্‌] (বিশেষ্য) এক প্রকার পাখি; কবি-কল্পনায় চাতক বৃষ্টির পানি ভিন্ন অন্য পানি পান করে না। চাতকী, চাতকিনী (স্ত্রীলিঙ্গ) (মেঘ হেরি ঝুরে চাতকিনী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √চত্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word চাতর ১ Bengali definition [চাতোর্‌] (বিশেষ্য) ১ চত্বর; ময়দান (চতুঃপার্শ্বে গোলাগঞ্জ শহার বাজার নগর চাতর ও বাগ বাগিচা-রামরাম বসু)। ২ হাট; বাজার (গাহন্ত মঙ্গল সবে চাতরে চাতর-কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত)চত্বর>}
  • Bengali Word চাতর ২ Bengali definition [চাতোর্‌] (বিশেষ্য) চক্র; চাতুরী জাল; ফাঁদ (কোটালের পড়িলে চাতরে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) চতুর+অ(অণ্‌); (হিন্দি) চাতর}
  • Bengali Word চাতাল Bengali definition [চাতাল] (বিশেষ্য) ১ চত্বর; চবুতর (বিস্তীর্ণ চাতাল ভাঙা-মনিরুজ্জামান)। ২ শান বাঁধানো বসবার জায়গা; বাঁধানো ও অনাচ্ছাদিত বেদি। ৩ রোয়াক; বাঁধানো বারান্দা বা উঠান। {(তৎসম বা সংস্কৃত) চত্বর>(প্রাকৃত) চত্তর>চাতার>চাতাল}
  • Bengali Word চাতুর ১ Bengali definition [চাতুর্‌] (বিশেষ্য) চার চাকাবিশিষ্ট গাড়ি। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ}
  • Bengali Word চাতুর ২ Bengali definition [চাতুর্‌] (বিশেষণ) চতুর; নিপুন {(তৎসম বা সংস্কৃত) চাতর্য>}
  • Bengali Word চাতুরী, চাতুর্য Bengali definition [চাতুরি, চাতুরজো] (বিশেষ্য) ১ চতুরতা। ২ নৈপুণ্য; দক্ষতা; কুশলতা (শিল্প চাতুর্য)। ৩ কৌশল; কায়দা; চালাকি (স্বার্থ সাধনের একটা চাতুরী বলিয়াই জানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ শঠতা; ধূর্ততা। {(তৎসম বা সংস্কৃত) চতুর+অ(অণ্‌) চাতুর+বা ঈ; চতুর+য(ষ্যঞ্‌)=চাতুর্য}
  • Bengali Word চাতুর্বর্ণ্য Bengali definition [চাতুর্‌বর্‌নো] (বিশেষ্য) ১ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র-হিন্দু শাস্ত্রানুসারে এই চার বর্ণ। ২ চতুর্বর্ণের পালনীয় ধর্মকর্মাদি। □(বিশেষণ) চতুর্বর্ণ সম্বন্ধীয়। চাতুর্মাস্যা (বিশেষ্য) চাতুর্মাস্য ব্রত। {(তৎসম বা সংস্কৃত) চতুর্বর্ণ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word চাতুর্মাস্য Bengali definition [চাতুর্‌মাশ্‌শো] (বিশেষ্য) চারি মাসে নিষ্পন্ন করার বা চার মাসব্যাপী পালনীয় এক প্রকার ব্রত। চাতুর্মাস্যা (বিশেষ্য) চাতুর্মাস্য ব্রত। {চাতুর্মাস+অ(অণ্‌)+য}
  • Bengali Word চাদর Bengali definition [চাদোর] (বিশেষ্য) ১ দেহের ঊর্ধ্বংশে ব্যবহার্য এক প্রকার বস্ত্র; উড়ানি; উত্তরীয় (গলার বা গায়ের চাদর)। ২ আবরণ; আস্তরণ (বিছানার চাদর)। ৩ ধাতু ইত্যাদির পাত (একটা পিতলের চাদরের ঘটী-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {(ফারসি) চাদর্‌}
  • Bengali Word চান ১ Bengali definition [চান্‌] (বিশেষ্য) স্নান; অবগাহন (চানের জল তুলে আনছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স্নান>}
  • Bengali Word চান ২ Bengali definition [চান্‌] (বিশেষ্য) চাঁদ। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র>}
  • Bengali Word চানক Bengali definition [চানোক্‌] ((প্রাচীন বাংলা)) (বিশেষ্য) চন্দ্রক; চন্দ্রাতপ; চাঁদোয়া (চানক দিল মানিক ভাণ্ডার পুকুর আড়ার উপর-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্রক}
  • Bengali Word চানকা Bengali definition [চান্‌কা] (বিশেষ্য) ১ দ্বারসংলগ্ন ছাদবিশিষ্ট অল্পায়তন চত্বর; গাড়ি বারান্দা। ২ উদ্যান বা গৃহ প্রাঙ্গণের ক্ষুদ্র ক্ষুদ্র মণ্ডলাকৃতি চত্বর বা ভূখণ্ড (খানিকটা জমিতে নানা আকারের চানকায় সূর্যমুখী রজনীগন্ধা, গাঁদা দোপাটি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বাঁশের চাঁচ বা চেঁচাড়ি-নির্মিত খিলান-আকৃতি মঞ্চ-যা অবলম্বন করে লতাবল্লরি উপরে ওঠে। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্রক>}
  • Bengali Word চানকানো Bengali definition [চান্‌কানো] (ক্রিয়া) ১ জড়তা বা আলস্যের ভাব দূর করা; সতেজ বা ঝরঝরে করে তোলা (চালকে তোলে মন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ উজ্জ্বল করা বা চমকানো। ৩ প্রস্ফুট করা। ৪ অল্প গরম করা বা সামান্য ভাজা। ৫ ভাজার সময়ে খোলা হতে মুড়ি উঠানো। □(বিশেষণ) উক্ত সকল অর্থে। {(হিন্দি) চানকানা}
  • Bengali Word চানা Bengali definition [চানা] (বিশেষ্য) ছোলা; বুট। চানাচুর (বিশেষ্য) বুটের ডাল বাদাম ইত্যাদি ভেজে প্রস্তুত খাদ্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত)চণক>}
  • Bengali Word চান্দ, চান্দা ১ Bengali definition [চান্‌দ্‌, চান্‌দা] ((ব্রজবুলি)) (বিশেষ্য) চাঁদ। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র>}
  • Bengali Word চান্দশ Bengali definition [চান্‌দোশ্‌] (বিশেষ্য) ঘরের প্রস্থের দিকের সীমা (ঘরের আলাদা দরজা ছিল না; একদিকে চান্দশ সবটাই খোলা ছিল-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র>}
  • Bengali Word চান্দোয়া Bengali definition [চান্‌দোয়া] ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) চাঁদোয়া; শামিয়ানা; চন্দ্রাতপ (চারি ঘাট পরে চারি চান্দোয়া অদ্ভুত-দৌলত উজির বাহরাম খানখা)। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্রাতপ>}
  • Bengali Word চান্দ্র Bengali definition [চান্দ্‌দ্রো] (বিশেষণ) চন্দ্র সম্পর্কিত। □(বিশেষ্য) চন্দ্রের গতি দ্বারা নিরূপিত (চান্দ্র মাস)। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র+অ(অণ্‌)}
  • Bengali Word চান্দ্রবৎসর Bengali definition [চান্‌দ্রোবত্‌শোর্‌] (বিশেষ্য) চাঁদের হিসাবে গণনা করা হয় এমন বৎসর; যেমন হিজরি চান্দ্রবৎসর। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউসসানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, ‍জুলকাদ ও জুলহাজ্জ- এই দ্বাদশ চান্দ্র মাসে (সাধারণত ৩৫৫ দিনে) এক হিজরি চান্দ্রবৎসর হয়। প্রতি বছর চন্দ্রবৎসর গণনায় গণনার সঙ্গে সৌরবৎসর গণনার এগারো দিনের পার্থক্য ঘটে। {(তৎসম বা সংস্কৃত) চান্দ্র+বৎসর; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চান্দ্রমাস Bengali definition [চান্‌দ্রোমাশ্‌] (বিশেষ্য) ১ হিন্দুদের এক প্রকার ব্রত বা প্রায়শ্চিত্ত (তোর মুখ দেখিলে চান্দ্রায়ণ করিতে হয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ চান্দ্রমাস ব্যাপী চন্দ্রের হ্রাস-বৃদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত ব্রতবিশেষ। চান্দ্রায়ণিক (বিশেষণ) চান্দ্রায়ণব্রতে দীক্ষিত বা উক্ত ব্রতধারী। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র+আয়ন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চাপ ১ Bengali definition [চাপ্‌] (বিশেষ্য) ১ ধনুক; ধনু। ২ (জ্যামিতি) বৃত্তের পরিধির যে কোনো অংশ; arc । {(তৎসম বা সংস্কৃত)√চপ্‌+অ(অণ্‌)}
  • Bengali Word চাপ ২ Bengali definition [চাপ্‌] (বিশেষ্য) ১ বার; বোঝা। ২ পেষণ; পীড়ন (পদ চাপ)। ৩ প্রেসার; pressure; প্রেষ (রক্ত চাপ)। ৪ পীড়াপীড়ি; নির্বন্ধতিশয্য; পরোক্ষ পীড়ন (চাপ দিয়ে রাজি করানো)। ৫ জমাট বস্তু; চাঙ্গড় (রক্তের চাপ, মাটির চাপ)। □(বিশেষণ) ঘন; জমাট (চাপ দাড়ি, চাপ বুনট)। চাপদাড়ি, চাঁপদাড়ি (বিশেষ্য) সমস্ত চিবুক ও চোয়াল জোড়া দাড়ি; ঘন শ্মশ্রু (চাঁপদাড়িতে সুসজ্জিত-বিদ্যাপতি)। {(ফারসি) চাপীদন}
  • Bengali Word চাপকান Bengali definition [চাপ্‌কান্‌] (বিশেষ্য) কাঁধ থেকে হাঁটু পর্যন্ত লম্বা জামাবিশেষ (চোগা চাপকান টুপীর আশ্রয় লন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) চপ্‌ক্‌ন}