Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চকোর Bengali definition [চকোর্‌] (বিশেষ্য) ১ কবিপ্রসিদ্ধিযুক্ত পাখিবিশেষ। ২ চাঁদের কিরণ পানে তৃপ্তি লাভ করে বলে কথিত পাখিবিশেষ। □(বিশেষণ) (আলঙ্কারিক) সুধাপায়ী বা সুধা অভিলাষী (চিত চকোর)। চকোরী, চকোরিনী (বিশেষ্য) স্ত্রীজাতীয় চকোর (চাঁদের হেরিয়া কাঁদে চকোরিনী-কাজী নজরুল ইসলাম)। চিত্তচকোর (বিশেষ্য) চকোরের ন্যায় প্রতীক্ষারত হৃদয়। নয়নচকোর (বিশেষ্য) রূপমুগ্ধ চোখ। {(তৎসম বা সংস্কৃত)√চক্‌+ওর(ওরন্)}
  • Bengali Word চকোয়া (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [চকোয়া] (বিশেষ্য) চক্রবাক; চকা (চকোয়া বিচ্ছেদে যেনো তাপিত চকিনী-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) চক্রবাক}
  • Bengali Word চক্কর, চক্কোর Bengali definition [চক্‌কোর্‌] (বিশেষ্য) চাকা (কালের যেমন চক্কর-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ২ আবর্ত; ঘূর্ণি। ৩ চক্রাকৃতি বস্তু স্থান বা পথ। ৪ চক্রাকার চিহ্ন। ৫ পাক; ঘুরিয়া ঘুরিয়া পরিক্রমণ (দুনিয়ার চক্করের পর আমরা এক আজিব যায়গায় ঠেকে গিয়েছিলাম-শওকত ওসমানকত ওসমান)। ৬ ঘূর্ণন (মাথা চক্কর দিয়ে ওঠা)। ৭ ফণা। ৮ চাকলা; অঞ্চল; বিশেষ অধিকারের সীমা। ৯ ধাঁধা বা ভ্রম। চক্কর মারা (ক্রিয়া) পাক দেওয়া বা এক পাক ঘোরা; ঘুরে যাওয়া (কাইরোর কাফেতে চক্কর মেরে যায়-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) চক্র>}
  • Bengali Word চক্র Bengali definition [চক্‌ক্রো] (বিশেষ্য) ১ চাকা। ২ চাকার আকৃতিযুক্ত স্থান, বস্তু বা পথ (দৌড়ের চক্র)। ৩ নিয়ত আবর্তনশীল বিষয় বা বস্তু (কালচক্র)। ৪ কুমারের চাক। ৫ ভ্রমণ বা ঘুরপাক। ৬ প্রাচীণ অস্ত্রবিশেষ; discus। ৭ হিন্দু পুরাণে উল্লিখিত ব্যূহ স্থাপন প্রণালিবিশেষ (চক্রব্যূহ)। ৮ চাকার সদৃশ আকার বা বিস্তারযুক্ত রশ্মিচ্ছটা; জ্যোতির্মণ্ডল; গ্রহমণ্ডল। ৯ হাতের তালু, আঙ্গুল এবং পদতলের মণ্ডলাকার রেখা। ১০ গ্রামসমূহের সমষ্টি; চাকলা বা বিশেষ অধিকারের সীমাভুক্ত অঞ্চল। ১১ বহু বিস্তৃত রাজ্য বা দেশসমূহ। ১২ সাপের ফণা। ১৩ চক্রান্ত; কূট অভিসন্ধি (দশাচক্রে ভগবান ভূত)। ১৪ গুচ্ছ; সমষ্টি; বর্গ; cycle। ১৫ পতাকা চক্র ইত্যাদির চিত্র; জ্যোতিষিক যন্ত্র। ১৬ হিন্দুদের তান্ত্রিক সাধনার মণ্ডলাকার উপবেশন পদ্ধতি বা আসন বিশেষ। ১৭ হিন্দুদের যোগশাস্ত্রমতে দেহমধ্যস্থ নানা বিভাগ (ষট্‌চক্র) ১৮ (জ্যোতির্বিজ্ঞান) রাশি বা গ্রহমণ্ডলের অবস্থান সূচনাকারী ছক। চক্রগতি (বিশেষ্য) চক্রের ন্যায় আবর্তন বা ঘূর্ণন। চক্রধর (বিশেষ্য) ১ রাজা; নৃপতি। ২ সাপ। ৩ হিন্দুদেবতা বিষ্ণু। চক্রনাভি (বিশেষ্য) চক্রের কেন্দ্রবিন্দু বা কেন্দ্রীয় অংশ। চক্রনেমি (বিশেষ্য) চাকার বেড় বা বেষ্টনি (ধাম রথ ঘুরয়ে ঘর্ঘরে চক্রনেমি-মাইকেল মধুসূদন দত্ত)। চক্রপাণি (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু। চক্রবর্তী (বিশেষ্য) ১ বিস্তৃত রাজ্যের অধিপতি; সম্রাট; সার্বভৌম নৃপতি। ২ ব্রাহ্মণদের উপাধিবিশেষ। চক্রবাক (বিশেষ্য) চকা; হাঁসজাতীয় পাখি। চক্রবাকী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। চক্রবাল, চক্রবাড় (বিরল) (বিশেষ্য) দিঙ্‌মণ্ডল; দিগন্তবৃত্ত; আকাশ ও পৃথিবীর মিলনরেখা বলে মনে হয় যে স্থান; horizon। চক্রব্যূহ (বিশেষ্য) প্রাচীন গ্রন্থে উক্ত সৈন্য সমাবেশ প্রণালিবিশেষ। চক্রবৃদ্ধি (বিশেষ্য) সুদের সুদ। দশচক্রে ভগবান ভূত-(আলঙ্কারিক) বহুলোকের ষড়যন্ত্রে মিথ্যাকে সত্য বা সত্যকে মিথ্যা রূপে প্রতিপন্ন করা সম্ভব-এমন অর্থে প্রযুক্ত। পাকচক্রে, পাকেচক্রে ক্রি, (বিশেষণ) কর্মবিপাকে; ঘটনার ফেরে; ফন্দি ফিকিরের ফলে। {(তৎসম বা সংস্কৃত) √কৃ+অ(ঘঞর্থে ক)}
  • Bengali Word চক্রাকার Bengali definition [চক্‌ক্রাকার্‌] (বিশেষণ) চাকার ন্যায় আকারযুক্ত; গোলাকার। {(তৎসম বা সংস্কৃত) চক্র+আকার; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চক্রান্ত Bengali definition [চক্‌ক্রান্‌তো] (বিশেষ্য) ষড়যন্ত্র; কূটমন্ত্রণা; কারো অনিষ্ট বিধানের জন্য গুপ্ত পরামর্শ। চক্রান্তকারী (বিশেষণ) ষড়যন্ত্রকারী; গোপন মন্ত্রণাকারী। {(তৎসম বা সংস্কৃত) চক্র+অন্ত; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চক্রান্তিক Bengali definition [চক্‌ক্রান্‌তিক্‌] (বিশেষণ) বৃত্তাকার (আর নয়-চক্রান্তিক গতি: এবারে জীবন শুরু হোক; সূর্য হতে সূর্যান্তরে এবার চলুক অভিযান-আবদুল গনি হাজারী)। {(তৎসম বা সংস্কৃত) চক্র+অন্তিক; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চক্রাবর্ত Bengali definition [চ্‌ক্রাবর্‌তো] (বিশেষ্য) ১ চক্রের ন্যায় ভ্রমণ বা মণ্ডলাকারে ঘূর্ণন। ২ ঘূর্ণি। {(তৎসম বা সংস্কৃত) চক্র+আবর্ত; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চক্রিকা Bengali definition [চোক্‌ক্রিকা] (বিশেষ্য) ১ হাঁটুর অস্থিময় চাকতি; মালাইচাকি। ২ হাঁটু। {(তৎসম বা সংস্কৃত) চক্র+ইক(ঠন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word চক্রী (-ক্রিন্‌) Bengali definition [চোক্‌ক্রি] (বিশেষণ) ১ চক্রান্তকারী; কুটিল; খল (চক্রী মানুষ চক্র ধরে ছিন্ন করে আমার দেহ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ চক্রধারী। □(বিশেষ্য) ১ বিষ্ণু। ২ সাপ। {(তৎসম বা সংস্কৃত) চক্র+ইন্‌(ইনি)}
  • Bengali Word চক্ষ Bengali definition [চোক্‌খো] (বিশেষ্য) চক্ষু; চোখ (চক্ষে আমার তৃষ্ণা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চক্ষুঃ>}
  • Bengali Word চক্ষু, চক্ষুঃ Bengali definition [চোক্‌খু, চোক্‌খুহ্‌] (বিশেষ্য) ১ চোখ; নয়ন; লোচন;অক্ষি; আঁখি; দর্শনেন্দ্রিয়। ২ দৃষ্টি; নয়ন। ৩ অন্তর্দৃষ্টি (জ্ঞানচক্ষু)। ৪ বিবেচনা। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করা (ক্রিয়া) স্বচক্ষে দর্শন করে শ্রুত বিষয়ের সকল সন্দেহ নিরসন করা। চক্ষুক্ষত (বিশেষ্য) চোখের ঘা; eyesore। চক্ষু খাওয়া (ক্রিয়া) চক্ষু থাকতেও তার যথাযথ ব্যবহার না করা (হেন বর কেমনে আনিলে চক্ষু খেয়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। চক্ষু খাদিকা (বিশেষ্য) চোখখাগি; গালিবিশেষ (চক্ষু খাদিকা ভর্তার পরমায়ু ইন্দ্রী অষ্টকুষ্ঠির পুত্রী-রবীন্দ্রনাথ ঠাকুর)। চক্ষু খুলিয়া যাওয়া (ক্রিয়া) অজ্ঞানতা দূর হওয়া; নানা বিষয়ে বোধোদয় হওয়া; সজাগ হওয়া; ঘুম ভাঙা। চক্ষু গোচর, চক্ষুর্গোচর (বিরল) (বিশেষণ) দেখা যায় এমন; দৃষ্টির বিষয়ীভূত; দৃষ্টিসীমার অন্তর্ভুক্ত। চক্ষু চড়ক গাছ হওয়া-বিস্ময়াভিভূত হওয়া; বিস্ময়ে বা আতঙ্কে হতবুদ্ধি হয়ে চেয়ে থাকা। চক্ষু ছানাবড়া হওয়া-অত্যন্ত বিস্ময়াপন্ন হওয়া; বিস্ময়ের আধিক্যে দৃষ্টি বিস্ফারিত হওয়া। চক্ষু দান, চক্ষুর্দান (বিরল) (বিশেষ্য) ১ দৃষ্টি শক্তি দান বা ফিরে আনা। ২ মৃত্যুর পর অপরের উপকারের জন্যে চক্ষু দেওয়ার ওসিয়ত বা উইল। ৩ জ্ঞানহীনকে জ্ঞান দান বা অবোধের বোধসম্পাদন। ৪ সতর্কীকরণ। ৫ (ব্যঙ্গার্থ) চুরি; অপহরণ। চক্ষু রঞ্জন (বিশেষণ) নয়ন তৃপ্তিকারী; নয়নাভিরাম (বীরবেশ বীর পুরুষেই চক্ষুরঞ্জন-মীর মশাররফ হোসেন)। চক্ষু রুন্মীলন (বিশেষ্য) চোখ খোলা বা চাওয়া। ২ জগরণ। ৩ অন্তর্দৃষ্টির উন্মেষ (হ’লে গুরু চক্ষুরুন্মীলনে-সত্যেন্দ্রনাথ দত্ত)। চক্ষুরোগ, চক্ষূরোগ (বিশেষ্য) চোখের পীড়া। চক্ষুলজ্জা, চক্ষুর্লজ্জা (বিরল) (বিশেষ্য) চোখে লজ্জাজনক ঠেকে এমন কিছু করতে বা বলতে সংকোচ বা কুণ্ঠা। চক্ষুশূল, চক্ষুঃশূল (বিরল) বিণ, (বিশেষ্য) দেখলে বিরক্তি জন্মে বা দেখতে ইচ্ছা হয় না এমন কিছু। চক্ষুষ্মান (বিশেষণ) ১ চক্ষু আছে এরূপ; দর্শনেন্দ্রয়বিশিষ্ট। ২ দৃষ্টিশক্তিবিশিষ্ট। ৩ (আলঙ্কারিক) সত্য উপলব্ধিক্ষম; সত্যদ্রষ্টা। চক্ষুষ্মতী বিণ, (স্ত্রীলিঙ্গ)। চক্ষু সত্তা (বিশেষ্য) ১ দর্শনশক্তি বা প্রখর দৃষ্টিশক্তি। ২ অন্তর্দৃষ্টি বা সূক্ষ্ম দৃষ্টি। চক্ষু স্থির (বিশেষ্য) অত্যধিক বিস্ময়জনিত হতবুদ্ধিতা। চক্ষের পুতলি (বিশেষ্য) ১ চোখের তারা। ২ (আলঙ্কারিক) অত্যন্ত আদরের বা স্নেহের পাত্র। {(তৎসম বা সংস্কৃত) √চক্ষ্‌+উস্‌}
  • Bengali Word চখা, চকা Bengali definition [চখা, চকা] (বিশেষ্য) চক্রবাক; নদীতীরবাসী হংসজাতীয় পাখি (চখা হরিণীর মতো ভীত-কাজী নজরুল ইসলাম)। চখী, খখি, চকী, চকি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চক্রবাক}
  • Bengali Word চখা-চখি, চকা-চকি Bengali definition [চখাচোখি, চকাচোকি] (বিশেষ্য) চক্রবাক ও চক্রবাকী (নিভৃত জলের ধারে চখা চখি কাকলি কল্লোলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চক্রবাক+চক্রবাকী>; (দ্বন্দ্ব সমাস)}
  • Bengali Word চঙ্ক্রমণ, চংক্রমণ Bengali definition [চঙ্‌ক্রোমোন্‌] (বিশেষ্য) পুনঃপুন বা ফিরে ফিরে ভ্রমণ; ঘুরপাক। {(তৎসম বা সংস্কৃত) √ক্রম্‌+য(যঙ্‌)>√চঙ্ক্রম+অন(ল্যুট্‌)}
  • Bengali Word চঙ্গল, চঙ্গল, চংগাল Bengali definition [চঙ্‌‌গোল, চঙ্‌গোল, চঙ্‌গাল্‌] (বিশেষ্য) নখর; থাবা। {(ফারসি) চঙ্গাল}
  • Bengali Word চচ্চর Bengali definition [চচ্‌চর্‌] (ক্রিয়াবিশেষণ) তর তর (তারপর চচ্চর একপাতা ইংরেজি লিখে সে কৈফিয়ত দাবি করেছিল-শওকত ওসমান) {তরতর>}
  • Bengali Word চচ্চড় Bengali definition চড়চড়
  • Bengali Word চচ্চড়ি, চড়চড়ি Bengali definition [চচ্‌চোড়ি, চড়চড়্‌] (বিশেষ্য) অতিশয় শুষ্ক ব্যঞ্জনবিশেষ। {ধ্বন্যা; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) √চট্‌(ভেদ করা)}
  • Bengali Word চঞ্চর Bengali definition [চন্‌চর্‌] (বিশেষ্য) ভ্রমর (তুলিয়াছে চঞ্চরের মধু গুঞ্জরণ-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) √চঞ্চর্‌+অ}
  • Bengali Word চঞ্চরিকা Bengali definition চঞ্চরী
  • Bengali Word চঞ্চরী, চঞ্চরিকা Bengali definition [চন্‌চোরি, চন্‌চোরিকা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ভ্রমরী (হোলি খেলে আসি পাশে পাশে ফিরে চঞ্চরী-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) √চঞ্চর্‌+ঈ, ইক+আ}
  • Bengali Word চঞ্চরীক Bengali definition [চন্‌চোরিক্‌] (বিশেষ্য) ভ্রমর। চঞ্চরীকা। (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √চঞ্চর্‌+ঈক}
  • Bengali Word চঞ্চল Bengali definition [চন্‌চল্‌] (বিশেষণ) ১ অস্থির; চলনশীল; চলমান। ২ ছটফটে, চপল; অশান্ত। ৩ চ্যাকুল; উৎকণ্ঠিত; ব্যগ্র। ৪ নড়ছে এমন; কম্পমান। ৫ বিচলিত। চঞ্চলতা বি। চঞ্চলা বিণ, স্ত্রী চঞ্চল অর্থে। □(বিশেষ্য) বিদ্যুৎ; চপলা (মনের গতি আকাশের চঞ্চলা হতে বেশি চঞ্চল-মীর মশাররফ হোসেন) ৩ হিন্দু দেবতা লক্ষ্মী (চঞ্চলা তোমার কৃপা চঞ্চলা সমান-ভারতচন্দ্র রায়গুণাকর)। চঞ্চলিত (বিশেষণ) ১ চাপল্যযুক্ত; চাঞ্চল্যবিশিষ্ট। ২ বিচলিত; আন্দোলিত; আলোড়িত (নিদ্রা পারাবার যেন স্বপ্ন চঞ্চলিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। চঞ্চলিয়া (বিশেষণ) চঞ্চলতাবিশিষ্ট। □(বিশেষ্য) চঞ্চল প্রাণী বা বস্তু। □(অসমাপিকা ক্রিয়া) ১ চঞ্চল হয়ে। ২ চঞ্চল করে। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+য(যঙ্‌)> √চঞ্চল্‌+অ(অন্‌) অথবা, √চঞ্চ্‌+অল(অলচ্‌)}
  • Bengali Word চঞ্চু, চঞ্চু (বিরল) Bengali definition [চোন্‌চু] (বিশেষ্য) পাখির ঠোঁট। চঞ্চুপুট (বিশেষ্য) পাখির দুই ঠোটের মধ্যবর্তী স্থান বা দুই ঠোটের সমন্বয়ে গঠিত আধার (দেখি, সে চঞ্চুপুটে ভূমি খনন করিল-গিরিশচন্দ্র ঘোষ)। {(তৎসম বা সংস্কৃত) √চঞ্চ্‌+উ, ঊ(ঊঙ্‌)}
  • Bengali Word চঞ্চুরী Bengali definition [চন্‌চুরি] (বিশেষ্য) চড়ুই পাখি। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+যঙ্‌>√চঞ্চর্‌+ঈ}
  • Bengali Word চট ১ Bengali definition [চট্‌] (অব্যয়) হঠাৎ ফেটে যাওয়া বা চপেটাঘাতের শব্দ। চট-চট (অব্যয়) ক্রমাগত চট ধ্বনি (চট চট করে বেত মারা)। {(তৎসম বা সংস্কৃত) চট্‌>; ধ্বন্যাত্মক}
  • Bengali Word চট ৩ Bengali definition [চট্‌] (বিশেষ্য) পাটের সুতায় প্রস্তুত মোটা বস্ত্র যা থেকে থলি বস্তা ইত্যাদি তৈরি হয়। চটকল (বিশেষ্য) চট বোনার কারখানা। {(তৎসম বা সংস্কৃত) কট>}
  • Bengali Word চট-চট ১ Bengali definition চট১
  • Bengali Word চট-চট ২ Bengali definition [চট্‌চট্‌] (অব্যয়) আঠালো ভাব প্রকাশক। চটচটে (বিশেষণ) আঠালো। {ধ্বন্যাত্মক}