Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -নবিস ২, নবিশ ২, -নবীস ২, নবীশ ২ Bengali definition [নোবিশ্‌] (বিশেষ্য) লেখক; লিপিকুশল; বাংলায় এর স্বতন্ত্র প্রয়োগ নেই; অন্য শব্দের সঙ্গের যুক্ত হয়ে ব্যবহৃত হয় (খোসনবিস, নকলনবিস)। নবিস-নবিসি, নবিস-নবিসী (বিশেষ্য) লেখকগিরি; লিখন কাজ নামক বৃত্তি। জমা-নবিস, হিসাব-নবিস (বিশেষ্য) হিসাব রক্ষা করে যে কর্মচারী; হিসাবরক্ষক; accountant। নকল-নবিস (বিশেষ্য) অনুলিপি লেখে যে; কপি করে যে; copy-writer। {(ফারসি) নবীস}
  • Bengali Word -নলা ১ Bengali definition [নলা] (বিশেষণ) নলবিশিষ্ট; চোঙযুক্ত (দোনলা বন্দুক)। {(তৎসম বা সংস্কৃত) নল+ (বাংলা) আ}
  • Bengali Word -নামা ৩ Bengali definition [নামা] (বিশেষ্য) ১ পত্র; চিঠি; লেখ (সোলেনামা ওকালতনামা)। ২ বিবরণ; ইতিহাস; আখ্যান; ইতিবৃত্ত (শাহনামা, চিত্তনামা)। ৩ দলিল (রাজিনামা, চুক্তিনামা)। {(ফারসি) নামাহ্‌}
  • Bengali Word ন ১ Bengali definition বাংলা ব্যঞ্জনবর্নমালার বিংশ এবং ত-বর্গের পঞ্চম বর্ণ। এটি দন্তমূলীয় (alveolar), নাসিক্য (nasal) ব্যঞ্জনধ্বনি।
  • Bengali Word ন ২ Bengali definition [ন] (বিশেষণ) ১ নতুন (ন বৌ, নছেলে)। ২ জন্মের ক্রম অনুসারে চতুর্থ; সেজোর পরবর্তী (ন দিদি, ন কাকা, ন বউ)। {(তৎসম বা সংস্কৃত) নব>}
  • Bengali Word ন ৩ Bengali definition [ন] (বিশেষ্য) ১ নয় সংখ্যা; ৯। □ (বিশেষণ) নয় সংখ্যক; নয় (ন জন, ন গা মাগিলেও যা ছ গা মাগিলেও তা-প্রবাদ)। {(তৎসম বা সংস্কৃত) নবন্‌>}
  • Bengali Word ন ৪ Bengali definition [ন] (অব্যয়) নিষেধ অভাব ইত্যাদিসূচক উপসর্গ (ন+উচিত=অনুচিত; ন+ধর্ম=অধর্ম; ন+অতিদীর্ঘ=নাতিদীর্ঘ; ন+গণ্য=নগণ্য)। {(তৎসম বা সংস্কৃত) নঞ্‌ নামক উপসর্গ}
  • Bengali Word নঅই, নউই Bengali definition [নওই, নউই] (বিশেষ্য), (বিশেষণ) মাসের নবম দিন (নঅই পৌষ)। {(তৎসম বা সংস্কৃত) নবম>}
  • Bengali Word নই ১ Bengali definition [নোই] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) নদী (কালিনী নই কুলে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) নদী>}
  • Bengali Word নই ২ Bengali definition [নোই] (বিশেষণ) ১ বকনা; মাদি। ২ পশুর স্ত্রী জাতি (নই বাছুর)। ৩ নতুন। {(তৎসম বা সংস্কৃত) নবী>}
  • Bengali Word নই ৩ Bengali definition [নোই] (ক্রিয়া) নব্বই; ৯০। {(তৎসম বা সংস্কৃত) নবতি>}
  • Bengali Word নই ৪ Bengali definition [নোই] (ক্রিয়া) নহি; না হই (আমি নই পলানে খাতক)। {(বাংলা) না হই>}
  • Bengali Word নইচা, নইচে Bengali definition ⇒ নলিচা
  • Bengali Word নইলে Bengali definition ⇒ নহিল
  • Bengali Word নঈ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নোই] (বিশেষ্য) নদী। {(তৎসম বা সংস্কৃত) নদী}
  • Bengali Word নউই Bengali definition ⇒ নঅই
  • Bengali Word নউমি Bengali definition [নোউমি] (বিশেষ্য) নবমী তিথি। {(তৎসম বা সংস্কৃত) নবমী}
  • Bengali Word নও ১ Bengali definition ⇒ নহ
  • Bengali Word নও ২ Bengali definition [নও] (বিশেষণ) নয়া; নতুন। নও আবাদ, নও আবাদি (বিশেষ্য) নতুন বসতি। {(ফারসি) নর}
  • Bengali Word নওকর, নোকর, নকর Bengali definition [নওকর্‌, নোকোর্‌, নকোর্‌] (বিশেষ্য) চাকর; ভৃত্য (মৃত্যু যেন কেনা নওকর, থরথর পদভরে-হাসান হাফিজুর রহমান)। নওকরি, নোকরি, নকরি (বিশেষ্য) বেতন নিয়ে কাজ; চাকরি; দাসত্ব; ভৃত্যগিরি (যদিও কেউ ছাড়লে নাক ব্যবসা কি নকরি-দ্বিজেন্দ্রলাল রায়; আমার মেজদা উত্তর বাংলার কোথায় যেন কি ডাঙর নোকরি করেন-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) নরকর}
  • Bengali Word নওজোয়ান, নৌজোয়ান Bengali definition [নওজোয়ান্‌, নোউজোয়ান] (বিশেষ্য), (বিশেষণ) ১ নবযুবক; তরুণ বীর; যুবক বীর। ২ তরুণ; যুবক। নওজোয়ানি বি। {(ফারসি) নরজরান}
  • Bengali Word নওবত, নহবত Bengali definition [নওবত্‌, নহোবত্‌] (বিশেষ্য) ১ প্রত্যহ সকালে ও সন্ধ্যায় বা প্রহরে প্রহরে রাজা বা বিশেষ পদস্থ ব্যক্তির দ্বারে বিশেষ বাদ্যধ্বনি করার জন্য গোলাকার বড় ঢোলকবিশেষ (তুর্ক তোরণে নহবৎ বাজে গুলজার গুলশান-শাহাদাত হোসেন; অদূরে নৌবতে বাজে ইমন ভূপালি-কাজী নজরুল ইসলাম; নবোৎসাহে নৌবৎ বাজায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সানাই ইত্যাদির সুমিষ্ট ঐকতান বাদ্য; দুন্দুভি বা বাদ্য। নওবতখানা (বিশেষ্য) যে স্থানে বা মঞ্চে বসে নওবত বসানো এবং বাজানো হয় (নহবৎখানায় তারই বিসর্জনের বাজনা বাজছে-কাজী নজরুল ইসলাম)। জানের উপর নওবত তোলা (ক্রিয়া) অত্যন্ত বিব্রত করা। {(আরবি) নরবত}
  • Bengali Word নওবাহার Bengali definition [নওবাহার্‌] (বিশেষ্য) নববসন্ত (কচি ঘাস আর লতাপাতায় তিনি দেখতে পাচ্ছিলেন জীবনের নওবাহার-শাহেদ)। {(ফারসি) নরবাহার}
  • Bengali Word নওমুসলিম Bengali definition [নওমুস্‌লিম্‌] (বিশেষ্য) নবদীক্ষিত মুসলমান। {(ফারসি) নর+ (আরবি) মুসলিম}
  • Bengali Word নওরতন Bengali definition [নওরতোন্‌] (বিশেষ্য) ১ নবরত্ন (দরবারে নওরতন)। ২ নবরত্ন খচিত বলয়। {(ফারসি) নররতন+ (তৎসম বা সংস্কৃত) রত্ন> (বাংলা) রতন(স্বরাগমে)}
  • Bengali Word নওরাতি Bengali definition [নওরাতি] (বিশেষ্য) উৎসব রাত্রি; ‍সুখের রাত্রি; উৎসবমুখর রজনী (শোওরত দাও নওরাতি আজ-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) নর+ (তৎসম বা সংস্কৃত) রাত্রি> (বাংলা) রাতি}
  • Bengali Word নওরোজ, নওরোজা Bengali definition [নওরাজ্‌, নওরোজা] (বিশেষ্য) ১ নতুন দিন। ২ পারসিক মতে নুতন বৎসরের প্রথম দিন। ৩ উৎসববিশেষ (কহিল সহেলি, আজ যে গানের নওরোজা-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) নররোজ}
  • Bengali Word নওল Bengali definition [নয়োল্‌] (বিশেষণ) নবীন; নতুন; নব; কচি; মনোহারী (কোথায় খুলবে নওল ঊষার রশ্মিধারা সফেদ-অদ্ভুতাচার্য(১৬শ শতক))। নওলকিশোর (বিশেষণ) নব কিশোর (দেখবি কে আয়, আজ আমাদের নওলকিশোর সওদাগর-কাজী নজরুল ইসলাম)। নওলি যৌবন (বিশেষ্য) নব যৌবন। {(তৎসম বা সংস্কৃত) নব>নও+ল}
  • Bengali Word নওলা, নহলা Bengali definition [নওলা, নহলা] (বিশেষ্য) নয় ফোঁটা চিহ্নিত তাস (যারা চিরতনের টেক্কাকে বেমালুম হরতনের নওলা বানিয়ে দিতে পারেন-সৈয়দ মুজতবা আলী; দুরি তিরি হইতে নহলা দহলা পর্যন্ত আরও অনেক ঘর গৃহস্থ আছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {নওল+আ}
  • Bengali Word নওলাখি Bengali definition [নওলাখি] (বিশেষ্য) ১ ধর্মসম্প্রদায়বিশেষ। ২ যার মূল্য নয় লক্ষ মুদ্রা। {(ফারসি) নও+লাখ(< (তৎসম বা সংস্কৃত) লক্ষ)+ই}