Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চতুর্যুগ Bengali definition [চোতুর্‌জুগ্‌] (বিশেষ্য) হিন্দুমতে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি-এই চার যুগ। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+যুগ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চতুশ্চত্বারিংশ, চতুশ্বত্বারিংশৎ Bengali definition [চোতুশ্‌চত্‌তারিঙ্‌শ, চোতুশ্‌চত্‌তারিঙ্‌শত্‌] (বিশেষ্য) চুয়াল্লিশ সংখ্যক। চতুশ্চত্বারিংশত্তম (বিশেষণ) ৪৪ সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+চত্বারিংশ, চতুশ্চত্বারিংশৎ; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word চতুষ্ক Bengali definition [চোতুশ্‌কো] (বিশেষ্য) ১ চৌকোনা প্রাঙ্গণ বা ক্ষেত্র। ২ চত্বর। ৩ চার কোণে চার স্তম্ভযুক্ত মণ্ডপ। ৪ চৌকোনা পুকুর। ৫ চারটির সমষ্টি। ৬ চার অবয়বযুক্ত। চতুষ্ক ভবন, চতুষ্ক প্রাসাদ (বিশেষ্য) চকমিলান বাড়ি; চত্বর ঘিরে যে দালানের [চোতুশ্‌কো] (বিশেষ্য) ১ চৌকোনা প্রাঙ্গণ বা ক্ষেত্র। ২ চত্বর। ৩ চার কোণে চার স্তম্ভযুক্ত মণ্ডপ। ৪ চৌকোনা পুকুর। ৫ চারটির সমষ্টি। ৬ চার অবয়বযুক্ত। চতুষ্ক ভবন, চতুষ্ক প্রাসাদ (বিশেষ্য) চকমিলান বাড়ি; চত্বর ঘিরে যে দালানের সারি। চতুষ্কী (-কিন্‌) (বিশেষ্য) ১ মশারি। ২ পুকুর। ৩ চৌকি। {(তৎসম বা সংস্কৃত) চতুঃক}
  • Bengali Word চতুষ্কন্ধ Bengali definition [চোতুশ্‌কন্‌ধো] (বিশেষ্য) চতুরঙ্গ সৈন্য। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+কন্ধ; চতু.}
  • Bengali Word চতুষ্কোণ Bengali definition [চোতুশ্‌কোন্‌] (বিশেষণ) চার কোণযুক্ত; চৌকা; quadrangular। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+কোণ; দ্বিগু}
  • Bengali Word চতুষ্টয় Bengali definition [চোতুশ্‌টয়্‌] (বিশেষণ) চার অবয়ব এমন; চার অবয়বযুক্ত। □(বিশেষ্য) ১ চতুর্বিধ; চার প্রকার। ২ চার সংখ্যার সমষ্টি। ৩ চার সংখ্যা। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+তয়}
  • Bengali Word চতুষ্পথ Bengali definition [চোতুশ্‌পথ্‌] (বিশেষ্য) চৌরাস্তা; যেখানে চার রাস্তা মিলিত হয়েছে; চৌমাথা। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+পথ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চতুষ্পদ Bengali definition [চোতুশ্‌পদ্‌] ১ চারিপদবিশিষ্ট প্রাণী (উক্ত নিষিদ্ধ চতুষ্পদ তাহার প্রিয় খাদ্য শ্রেণীর মধ্যে ভুক্ত হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ জন্তু; পশু। □(বিশেষণ) ১ চারপদযুক্ত; চারপেয়ে। ২ (আলঙ্কারিক) পশুর ন্যায় নির্বোধ। চতুষ্পদী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ চারচরণবিশিষ্টা। ২ চৌপদী কবিতা। {(তৎসম বা সংস্কৃত) চতুঃপদ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চতুষ্পাঠী Bengali definition [চোতুশ্‌পাঠি] (বিশেষ্য) যেখানে সংস্কৃত শাস্ত্রাদি পড়ানো হয়; টোল; চার বেদ বা ব্যাকরণ, কাব্য, স্মৃতি ও দর্শন-এই চার শাস্ত্র বা নানা শাস্ত্র পড়ানো হয় যে বিদ্যালয়ে (প্রথম পাঠ দেওয়া হত চতুষ্পাঠীতে-আনিসুজ্জামান)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃপাঠী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চতুষ্পাদ Bengali definition [চোতুশ্‌পাদ্‌] (বিশেষণ) ১ চার চরণযুক্ত (চতুষ্পাদ শ্লোক)। ২ পূর্ণাঙ্গ; চারপেয়ে; পূর্ণাবয়ব। ৩ চারপেয়ে জন্তু। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+পাদ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চতুষ্পার্শ্ব Bengali definition [চোতুশ্‌পার্‌শো] (বিশেষ্য) চারদিক; চারপাশ; চারধার। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+পার্শ্ব; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চতুষ্পায়া Bengali definition [চোতুশ্‌পায়া] (বিশেষ্য) চারিপদ যুক্ত বসার চৌকি; চৌপায়া; চারপেয়ে (দুই তিনটি চতুষ্পায়া জুড়িয়া বসিয়া-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+পায়া; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চতুস্তল Bengali definition [চোতুস্‌তল্‌] (বিশেষণ) চারতলাযুক্ত; চৌতলা; চারতলা। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+তল; (দ্বিগু সমাস)}
  • Bengali Word চতুস্ত্রিংশ Bengali definition [চোতউস্‌ত্রিঙ্‌শো] (বিশেষণ) চৌত্রিশের পূরক; চৌত্রিশ সংখ্যক। চতুস্ত্রিংশৎ (বিশেষ্য), (বিশেষণ) চৌত্রিশ সংখ্যা বা সংখ্যক। চতুস্ত্রিংশত্তম (বিশেষণ) চৌত্রিশের পূরক। চতুস্ত্রিংশত্তমী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+ত্রিশ; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word চত্বর, চত্বাল Bengali definition [চত্‌তর্‌, চত্‌তাল্‌] (বিশেষ্য) ১ চাতাল; চবুতর। ২ প্রাঙ্গণ; উঠান; আঙিনা। ৩ রঙ্গভূমি। ৪ যজ্ঞভূমি। {(তৎসম বা সংস্কৃত) √চত্‌+বর, আল}
  • Bengali Word চত্বারিংশ Bengali definition [চত্‌তারিঙ্‌শো] (বিশেষণ) চল্লিশ; চল্লিশের পূরক। চত্বারিংশৎ (বিশেষ্য), (বিশেষণ) চল্লিশ; চল্লিশ সংখ্যক। চত্বারিংশত্তম (বিশেষণ) চল্লিশের পূরক; চল্লিশ। চত্বারিংশত্তমী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+দশ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চনচন Bengali definition [চন্‌চন্‌] (অব্যয়) বেদনা প্রবাহের বেগ, প্রখরতা বা পরিপূর্ণতাবোধক অনুকার ধ্বনি। চনচনে (বিশেষণ) চনচন করে এমন। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চনমন Bengali definition [চন্‌মন্‌] (অব্যয়) চঞ্চলতা বা স্ফুর্তির ভাব প্রকাশক শব্দ। চনমনে (বিশেষণ) ১ চঞ্চল ও ছটফটে। ২ স্ফূর্তিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) চঞ্চল>}
  • Bengali Word চন্দ, চন্দা Bengali definition [চন্‌দো, চন্‌দা] (বিশেষ্য) ১ চাঁদ; চন্দ্র (শরদচন্দ; পেখনু পিয়া মুখচন্দা-বিদ্যাপতি)। ২ উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র> চন্দর>চন্দ, +আ}
  • Bengali Word চন্দক Bengali definition [চন্‌দোক্‌] (বিশেষ্য) চাঁদা মাছ। {(তৎসম বা সংস্কৃত) √চন্দ্‌+অ(অচ্‌)+ ক(নক্‌)}
  • Bengali Word চন্দন Bengali definition [চন্‌দোন্‌] (বিশেষ্য) ১ স্বনামখ্যাত সুগন্ধি কাঠবিশেষ ও তার গাছ। ২ বাটা চন্দন। চন্দন চর্চিত (বিশেষণ) বাটা চন্দন দ্বারা লিপ্ত বা সজ্জিত। চন্দনধেনু (বিশেষ্য) হিন্দু সামাজে পতিপুত্রবতী নারীর শ্রাদ্ধোপলক্ষে বৃষোৎসর্গের পরিবর্তে দানের জন্য চন্দনচর্চিত সবৎসা গাভী। চন্দনপঙ্ক (বিশেষ্য) চন্দন বাটা। চন্দনপিঁড়ি (বিশেষ্য) যে পাথর বা পীঠিকার উপরে চন্দন কাঠ ঘষা হয়। চন্দনপুষ্প (বিশেষ্য) লবঙ্গ। কুচন্দন (বিশেষ্য) যে চন্দনের গন্ধ নেই; রক্তচন্দন। হবিচন্দন (বিশেষ্য) সুগন্ধি শ্বেতচন্দন। {(তৎসম বা সংস্কৃত) √চন্দি+অন(ল্যুট্‌)}
  • Bengali Word চন্দনা Bengali definition [চন্‌দোনা] (বিশেষ্য) ১ শুকপাখিবিশেষ; গলায় লাল রেখাবিশিষ্ট টিয়া পাখি। ২ নদীবিশেষ। ৩ মৎস্যবিশেষ। চন্দনি, চন্দনী (বিশেষ্য) ১ চন্দনের নির্যাসবিশেষ; আতর। ২ নদীবিশেষ। ৩ গোরোচনা। {(তৎসম বা সংস্কৃত) চন্দন+আ}
  • Bengali Word চন্দমা Bengali definition [চন্‌দোমা] (বিশেষ্য) চন্দ্র; চন্দ্রমা (চন্দমা যেমনভাবে স্থির নতমুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্রমা}
  • Bengali Word চন্দমুখী Bengali definition [চন্‌দোমুখি] (বিশেষণ) চন্দ্রমুখী (ধনুর পৃষ্ঠেতে জুড়ে চন্দমুখী শর-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্রমুখী>}
  • Bengali Word চন্দ্র Bengali definition [চন্‌দ্রো] (বিশেষ্য) ১ পৃথিবীর উপগ্রহ-যা পৃথিবীকে মাসে একবার প্রদক্ষিণ করে। ২ চাঁদ; চন্দ্রমা; নিশাকর; নিমাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক। ৩ শ্রেষ্ঠ (কুলচন্দ্র)। ৪ বাঙালি হিন্দুর উপাধিবিশেষ। □(বিশেষণ) আনন্দদায়ক; আহ্লাদজনক; চিত্তরঞ্জক। চন্দ্রকর (বিশেষ্য) জ্যোৎস্না; চাঁদের আলো। চন্দ্রকলা (বিশেষ্য) চন্দ্রমণ্ডলের ষোলো ভাগের এক ভাগ। চন্দ্রকান্ত (বিশেষ্য) ১ মূল্যবান পাথর বা মণিবিশেষ। ২ কুমুদ। □(বিশেষণ) চাঁদের মতো সুন্দর। চন্দ্রকান্তা (বিশেষ্য) ১ চন্দ্রপত্নী; তারা; তারকা। ২ রাত্রি। ৩ চন্দ্রকিরণ; জ্যোৎস্না। চন্দ্রকান্তি (বিশেষ্য) ১ চাঁদের দীপ্তি। ২ রুপা। □(বিশেষণ) চন্দ্রের ন্যায় লাবণ্য বা সৌন্দর্যবিশিষ্ট। চন্দ্রগ্রহণ (বিশেষ্য) পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের অন্ধকারাচ্ছন্ন হওয়া; হিন্দু মতে চন্দ্রের রাহুগ্রাস। চন্দ্রচূড় (বিশেষ্য) হিন্দু দেবতা শিব। চন্দ্রপুলি (বিশেষ্য) নারকেলের পুর দিয়ে তৈরি অর্থ-চন্দ্রাকৃতি পিঠা। চন্দ্রপ্রভ (বিশেষণ) ১ চন্দ্রের ন্যায় দীপ্তিময় বা কান্তিযুক্ত। ২ সৌম্য। চন্দ্রপ্রভা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) জ্যোৎস্না; চন্দ্রকর। □(বিশেষণ) চাঁদের ন্যায় কান্তি বা দীপ্তিময়ী। চন্দ্রবংশ (বিশেষ্য) পৌরাণিক রাজবংশবিশেষ। চন্দ্র বংশীয় (বিশেষণ) চন্দ্রবংশজাত; চন্দ্রবংশোদ্ভূত। চন্দ্রবদন (বিশেষ্য) চাঁদের ন্যায় সুন্দর বা প্রিয় মুখ; চাঁদবদন। □(বিশেষণ) চন্দ্রের ন্যায় কান্তমুখবিশিষ্ট। চন্দ্রবদনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। চন্দ্রবাণ, চন্দ্রবান (বিশেষ্য) এক প্রকার আতসবাজি; প্রাচীন তীরবিশেষ (গাড়ীতে কামান চলে বাণ চন্দ্রবান-ভারতচন্দ্র রায়গুণাকর)। চন্দ্রবিন্দু (বিশেষ্য) ১ চন্দ্রাকৃতি স্বরধ্বনিবিশেষ; অনুনাসিক বর্ণ। ২ গলাধাক্কা। চন্দ্রবোড়া (বিশেষ্য) ঐ নামের বিষধর সাপ। চন্দ্রভাগা (বিশেষ্য) পাঞ্জাবের একটি নদী; চেনাব। চন্দ্রমল্লিকা (বিশেষ্য) একজাতীয় ফুল ও তার গাছ; ক্রিসানথিমাম। চন্দ্রমা (বিশেষ্য) চন্দ্র; চাঁদ (বাহিরে তখন চন্দ্রমার ঈষৎ হাসি-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। চন্দ্রমুখ (বিশেষ্য), (বিশেষণ) চন্দ্রের ন্যায় সুন্দর মুখ বা মুখবিশিষ্ট; চাঁদমুখ। চন্দ্ররেণু (বিশেষ্য) অপরের রচনা বা ভাবচোর; কাব্যচোর; কুম্ভিলক; plagiarist। চন্দ্রলোক (বিশেষ্য)১ হিন্দুপুরাণোক্ত চন্দ্রাধিষ্ঠিত আনন্দময় দিব্য স্থান। ২ উপগ্রহ চন্দ্র; চন্দ্রের উপরিস্থ ভূমি বা চন্দ্রের অন্তর্গত জগৎ। চন্দ্রশালা, চন্দ্রশালিকা (বিশেষ্য) চিলেকোঠা। চন্দ্রসুধা (বিশেষ্য) চন্দ্রকিরণ; জ্যোৎস্না। চন্দ্রহার (বিশেষ্য) ১ কোমরের অলঙ্কার বা মেখলবিশেষ। ২ গলার এক প্রকার হার। চন্দ্রহাস (বিশেষ্য) ১ এক প্রকার খড়্‌গ বা তরবারি। ২ একজন পৌরাণিক রাজা। {(তৎসম বা সংস্কৃত) √চন্দ্‌+র(রক্‌)}
  • Bengali Word চন্দ্রক Bengali definition [চন্‌দ্রক্‌] (বিশেষ্য) ১ চাঁদ (চৌরস ললাট চন্দ্রক আঁকা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ময়ূরপুচ্ছের চন্দ্রাকার চিহ্ন। ৩ মণ্ডল। ৪ চাঁদামাছ। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র+ক(কন্‌)}
  • Bengali Word চন্দ্রকলাপ Bengali definition [চন্‌দ্রোকলাপ্‌] (বিশেষ্য) অর্ধচন্দ্রাকার চিহ্নযুক্ত আভরণ বা সজ্জা। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র+কলাপ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চন্দ্রকোনা Bengali definition [চন্‌দ্রোকানা] (বিশেষ্য) তাঁত বস্ত্রবিশেষ (তাঁতিরা সাজায় চন্দ্রকোনায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র+কোণ+(বাংলা) আ}
  • Bengali Word চন্দ্রাতপ Bengali definition [চন্‌দ্রাতপ্‌] (বিশেষ্য) ১ চাঁদোয়া; শামিয়ানা। ২ মণ্ডপ। ৩ জ্যোৎস্না্ {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র+আতপ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চন্দ্রানন Bengali definition [চন্‌দ্রানোন্‌] (বিশেষ্য), (বিশেষণ) চাঁদের ন্যায় সুন্দর মুখ বা মুখবিশিষ্ট; চাঁদবদন; চাঁদমুখ। চন্দ্রাননা, চন্দ্রাননী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র+আনন; (বহুব্রীহি সমাস)}