Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চর ১ Bengali definition [চর্‌] (বিশেষ্য) ১ গুপ্তচর; গোয়েন্দা। ২ রাজা বা রাজপুরুষ কর্তৃক নিযুক্ত বা প্রেরিত গোপনে সংবাদ সংগ্রহকারী। ৩ (জ্যোশা) মঙ্গলগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+অ(অচ্‌)}
  • Bengali Word চর ২ Bengali definition [চর্‌] (বিশেষ্য) চড়া; নদীতে পলি জমে গটিত ভূভাগ (চরে এসে বস্‌লাম রে ভাই ভাসালে সে চর-কাজী নজরুল ইসলাম)। {(তুলনীয়) (হিন্দি) চর}
  • Bengali Word চরক Bengali definition [চরোক্‌] (বিশেষ্য) ১ আয়ূর্বেদ শাস্ত্রকার; প্রাচীন ঋষিবিশেষ। ২ চরক ঋষি প্রণীত আয়ুর্বেদ গ্রন্থ। চরক সংহিতা (বিশেষ্য) চরক মুনি রচিত আয়ুর্বেদ-গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) চরক}
  • Bengali Word চরকা Bengali definition [চর্‌কা] (বিশেষ্য) সুতা কাটার হস্তচালিত যন্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চক্র; (তুলনীয়) (ফারসি) চরখাহ্‌}
  • Bengali Word চরকি, চরখি (বিরল) Bengali definition [চোর্‌কি, চোর্‌খি] (বিশেষ্য) ১ চক্রাকারে ঘুরপাক খেয়ে আমোদ-প্রমোদ করার ক্রীড়া যন্ত্রবিশেষ। ২ চক্রাকারে স্ফুলিঙ্গ ছড়াবার আতসবাজি বিশেষ। ৩ সুতা জড়ানোর যন্ত্র; নাটাই। ৪ মন্থর দণ্ড। চরকি ঘোরা (ক্রিয়া) অবিরাম কাজ করা বা ঘুরে বেড়ানো। চরকি ঘোরানো (ক্রিয়া) কাউকে অনর্থক ঘুরিয়ে হয়রান করা। চরকি বাজি (বিশেষ্য) ১ চক্রাকারে স্ফুলিঙ্গ ছড়াবার আতসবাজি বিশেষ(শহরে চর্কিবাজীর মত ঘুরতে হয়েছে-সৈয়দ মুজতবা আলী)। ২ ক্রমাগত ঘুরপাক; অত্যন্ত বেশি ঘোরাঘুরি। {(তৎসম বা সংস্কৃত) চক্র>}
  • Bengali Word চরণ Bengali definition [চরোন্‌] (বিশেষ্য) ১ পা; পদ। ২ কবিতার পদ বা পঙ্‌ক্তি; শ্লোকের এক-চতুর্থাংশ। ৩ বিচরণ; ভ্রমণ; চলন। ৪ আচরণ; অনুষ্ঠান বা ক্রিয়াকর্ম। চরণকমল, চরণপদ্ম (বিশেষ্য) ১ পাদপদ্ম; পদ্মের মতো শোভাময় যে চরণ। ২ সম্মানিত জনের পদ। চরণচারণ (বিশেষ্য) ১ পাদচারণ; পায়চারি। ২ চরণ চারণ করেন যিনি; চরণ সেবাপরায়ণ (পদ্মাবতী-চরণ-চারণ-জয়)। চরণচারী (বিশেষণ) পদব্রজে ভ্রমণকারী; পায়ে হাঁটা পথিক; পান্থ। চরণদাসী (বিশেষ্য) ১ পতি সেবাপরায়ণা স্ত্রী। ২ (ব্যঙ্গার্থ) সেবাদাসী। ৩ চরণদাসের অনুবর্তী বৈষ্ণব সম্প্রদায়। চরণ-ধুলা/ ধুলি, চরণ-রেণু (বিশেষ্য) পদধূলি। চরণ বাবুর জুড়ি-পদব্রজে গমন বা হেঁটে যাওয়ার ব্যবস্থা। চরণ সেবা (বিশেষ্য) ১ ভক্তিপূর্ণ পরিচর্যা। ২ পা টেপা। ৩ (ব্যঙ্গার্থ) তোষামোদ। চরণামৃত, চন্নামেত্ত (বিশেষ্য) হিন্দু সমাজে প্রচলিত পাদোদক-কোনো দেবমূর্তি বা সম্মানিত ব্যক্তির পা ধোয়া বা পদাঙ্গুলি ধোয়া জল। চরণাম্বুজ, চরণারবিন্দ (বিশেষ্য) পাদপদ্ম; চরণরূপ পদ্ম; পদ্মের মতো মনোহর (তাঁর চরণারবিন্দে কোটি কোটি নমস্কার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word চরন্তী Bengali definition [চরোন্‌তি] (বিশেষণ) চরে বেড়াচ্ছে বা বিচরণ করছে এমন (চরন্তী শোয়ারগুলো … পালিয়ে গেল-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+অৎ(শতৃ)+ঈ}
  • Bengali Word চরব Bengali definition [চরোব্‌] (বিশেষ্য) চর্বি। চরবদার (বিশেষণ) চর্বিদার; চর্বিযুক্ত। {(ফারসি) চর্ব}
  • Bengali Word চরম Bengali definition [চরোম্‌] (বিশেষ্য) ১ সর্বোচ্চ বা সর্বশেষ অবস্থা; সংকটময় অবস্থা; শেষ সীমা (দুঃখ তখন চরমে পৌঁছিল)। ২ শেষ; অন্ত; সমাপ্তি; পর্যন্ত (এ বিষয়ের চরম দেখে ছাড়বো)। □(বিশেষণ) ১ চুড়ান্ত (চরম সিদ্ধান্ত)। ২ অন্তিম; শেষ (চরম সময়)। ৩ মুত্যুকালীন (চরম দশা)। ৪ সর্বশেষ (চরম নির্দেশ)। ৫ পরম; অতীব; যারপরনাই (চরম দুঃখ)। ৬ তীব্র; প্রবল; প্রচণ্ড (চরম অসন্তোষ)। ৭ উগ্র; চণ্ড। চরমপত্র (বিশেষ্য) ১ মরণের পূর্বসময়ে লিখিত উপদেশাদি; সম্পত্তির ব্যবস্থাপক পত্র; ইচ্ছাপত্র; উইল। ২ শেষবারের মতো সতর্ক করে দেওয়ার জন্য প্রেরিত পত্র। চরমপন্থি (বিশেষণ) উগ্রপন্থি (ইয়ং বেঙ্গলের মধ্যে যে চরম পন্থী মতামত স্থান লাভ করেছিল-আনিসুজ্জামান)। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+অম (অমচ্‌)}
  • Bengali Word চরমোৎকর্ষ Bengali definition [চরোমোত্‌কর্‌শো] (বিশেষ্য) পরম উন্নতি; শ্রীবৃদ্ধি বা উন্নতির পরাকাষ্ঠা; সর্বৈব বিকাশ। {(তৎসম বা সংস্কৃত) চরম+উৎকর্ষ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চরস Bengali definition [চরোশ্‌] (বিশেষ্য) গাঁজা থেকে তৈরি এক প্রকার মাদকদ্রব্য; hashish । {(তৎসম বা সংস্কৃত) চ্যুতরস; (তুলনীয়) (হিন্দি) চরস্‌}
  • Bengali Word চরা Bengali definition [চরোশ্‌] (ক্রিয়া) ১ বেড়ানো; বিচরণ করা। ২ ঘাস পাতা খেয়ে বেড়ানো বা বিচরণপূর্বক ঘাস পাতা আহার করা। ৩ যথেচ্ছ ঘুরে বেড়ানো (সারাদিন কোথায় কোথায় চরে বেড়াচ্ছ)। ৪ চার বা টোপ খাওয়া। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। চরানো (ক্রিয়া) ১ পশুদের মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়ানো; পশু চারণ করা। ২ পরিচালনা করা; নেতৃত্ব দান করা; বহু কষ্টে পড়ানো; মূর্খ ও নির্বোধকে পড়ানো (ছেলে চরানো)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+অ (অচ্‌)+(বাংলা) আ}
  • Bengali Word চরাচর Bengali definition [চরাচর্‌] (বিশেষ্য), (বিশেষণ) চল ও অচল। □(বিশেষ্য) ১ স্থাবর ও জঙ্গম। ২ সমস্ত পৃথিবী; সারা বিশ্ব সংসার বা সমগ্র সৃষ্টি। {(তৎসম বা সংস্কৃত) চর+অচর; (দ্বন্দ্ব সমাস)}
  • Bengali Word চরাট, চেরয়াট Bengali definition [চরাট্‌, চের্‌আট্‌] (বিশেষ্য) ১ কোণাকার সংকীর্ণ স্থান। ২ নৌকার সম্মুখ বা পশ্চাতে গলুইয়ের নিকটে বাঁশ বা কাঠের তৈরি পাটাতন (বাখারি দিয়া তৈরি একসারি চরাট সালু নৌকার উপরে উঠাইয়া-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) চর+(বাংলা) কাঠ>}
  • Bengali Word চরিত Bengali definition [চোরিত] (বিশেষ্য) ১ চরিত্র; স্বভাব। ২ আচরণ; ব্যবহার; চালচলন। ৩ কার্যকলাপ; কর্মসমূহ। ৪ জীবন-বৃত্তান্ত; জীবনী; জীবন-কাহিনী। □(বিশেষণ) ১ আচরিত; অনুষ্ঠিত। ২ সম্পন্ন; নিষ্পন্ন। চরিত ইতিহাস (বিশেষ্য) জীবনেতিহাস (মীজানুল এঁতেদাল প্রভৃতি বিরাট চরিত ইতিহাসগুলি-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। চরিতকার (বিশেষ্য) জীবনী রচয়িতা; জীবন বৃত্তান্তের লেখক। চরিতাখ্যান (বিশেষ্য) জীবন-কাহিনী; biography । চরিতাবলি, চরিতাবলী (বিশেষ্য) ১ জীবন-বৃত্তান্তসমূহ; জীবন বিবরণীর সমষ্টি। ২ বিভিন্ন ব্যক্তির জীবন-কাহিনী সংকলিত গ্রন্থ; জীবনীমূলক রচনা সংকলন। চরিতাভিধান (বিশেষ্য) বিভিন্ন খ্যাতনামা ব্যক্তির জীবনী সংবলিত অভিধান জাতীয় গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+ত(ক্ত)}
  • Bengali Word চরিতার্থ Bengali definition [চোরিতার্‌থো] (বিশেষণ) ১ সফল; সিদ্ধকাম; কৃতকার্য। ২ পরিতুষ্ট; সফলতার জন্য তুষ্ট। ৩ ধন্য; কৃতার্থ। চারিতার্থতা (বিশেষ্য) কৃতার্থতা (আপনার সন্দর্শন ও সম্ভাষণানুগ্রহ দ্বারা চরিতার্থতা প্রাপ্ত হইলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) চরিত+অর্থ+তা; চরিত (সম্পন্ন)+অর্থ; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word চরিত্র Bengali definition [চোরিত্‌ত্রো] (বিশেষ্য) ১ প্রকৃতি; স্বভাব। ২ আচরণ; চালচলন। ৩ রীতিনীতি; ব্যবহারবিধি; কায়দা-কানুন। ৪ সদ্‌গুণ; উন্নত আদর্শ; সুনীতি; সদাচার (চরিত্রবান)। ৫ প্রকৃতি বা আদর্শের জোর; দৃঢ়তা; বলিষ্ঠতা (তার চরিত্র নেই)। ৬ কাব্যনাট্য উপন্যাসাদির পাত্রপাত্রী। ৭ উপায় (চেষ্টাচরিত্র করিয়া)। চরিত্র খোয়ানো, চরিত্র হারানো (ক্রিয়া) নষ্ট-চরিত্র বা অসচ্চরিত্র হওয়া; চরিত্র নাশ করা; লম্পট হওয়া। চরিত্র দোষ (বিশেষ্য) ১ অসচ্চরিত্রতা; চরিত্রের ত্রুটি। ২ লাম্পট্য; ব্যভিচার। চরিত্রবান (বিশেষণ) সচ্চরিত্র; সদাচারনিষ্ঠ। চরিত্রহীন (বিশেষণ) ভ্রষ্ট; লম্পট; মন্দচরিত্র; ব্যভিচারী; বিপথগামী। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+ইত্র}
  • Bengali Word চরিষ্ণু Bengali definition [চোরিশ্‌নু] (বিশেষণ) গতিশীল; বিচরণশীল; চলনশীল; জঙ্গম। {(তৎসম বা সংস্কৃত) √চর+ইষ্ণু (ইষ্ণুচ্‌)}
  • Bengali Word চরু Bengali definition [চোরু] (বিশেষ্য) যজ্ঞের পায়েস। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+উ(উণ্‌)}
  • Bengali Word চরৈবেতি Bengali definition [চরোইবেতি] (বিশেষ্য) ১ ঐতরেয় ব্রাহ্মণের বিখ্যাত শ্লোকাংশ। ২ অনবরত চলা। {(তৎসম বা সংস্কৃত) চর+এব+এতি}
  • Bengali Word চর্কি, চর্কিবাজী Bengali definition চরকি
  • Bengali Word চর্চরিকা, চর্চরীকা Bengali definition [চর্‌চোরিকা] (বিশেষ্য) ১ একপ্রকার প্রাচীন সঙ্গীত। ২ করতালি। ৩ উৎসব ক্রীড়া। ৪ চড়বড় ধ্বনি (বর্ষণে ধ্বনিয়া উঠে চর্চরিকা গাথা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √চর্চ্‌+অর(অরন্‌)+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word চর্চরী Bengali definition [চর্‌চোরি] (বিশেষ্য) ১ বাদ্যযন্ত্রবিশেষ; চামড়ায় ছাওয়া যন্ত্রবিশেষ। ২ এক প্রকার প্রাচীন সঙ্গীত। ৩ উৎসববিশেষ; চাঁচর উৎসব। ৪ প্রাকৃত ছন্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √চর্চ্‌+অর(অরন্‌)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word চর্চা Bengali definition [চর্‌চা] (বিশেষ্য) ১ অভ্যাস; অনুশীলন; শিক্ষা সাধনা (ব্যায়ামচর্চা)। ২ আলোচনা; আলাপ (কাব্যচর্চা)। ৩ দোষ বা নিন্দা আলোচনা; ব্যাখ্যান (পরচর্চা)। ৪ বিচার; যাচাই; পরীক্ষা। ৫ পরিশীলন; পরিমার্জন বা পরিচর্চা (রূপচর্চা)। ৬ অনুধ্যান; চিন্তা; জপ। ৭ গুণালোচনা; স্তবন; appreciation ।৮ লেপন (তিলক চর্চা)। চর্চিত (বিশেষণ) ১ চর্চা করা হয়েছে এমন; প্রলিপ্ত (চন্দনে চর্চিত ভাল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অনুশীলিত। ৩ আলোচিত। ৪ চিন্তিত; অনুধ্যাত। ৫ পরিশীলিত। {(তৎসম বা সংস্কৃত) √চর্চ্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word চর্পট Bengali definition [চর্‌পট্‌] (বিশেষ্য) চাপড়; চপেট; চড়। {(তৎসম বা সংস্কৃত) √চৃপ্‌+অট(আটন্‌); (ফারসি) চপ্পাত}
  • Bengali Word চর্পটী Bengali definition [চর্‌পোটি] (বিশেষ্য) চাপাটি; চাপাতি; পাতলা রুটি; হাতে চাপড়িয়ে তৈরি করা রুটি। {(ফারসি) চপাতী}
  • Bengali Word চর্বণ Bengali definition [চর্‌বোন্‌] (বিশেষ্য) দন্ত দ্বারা চূর্ণ করা বা পেষণ; চিবানো। চর্বণীয়, চর্ব্য (বিশেষণ) চিবিয়ে খেতে হয় এমন; চর্বণ করা চলে এমন; চর্বণযোগ্য। চর্বিত (বিশেষণ) ১ চিবানো হয়েছে এমন; চিবিয়ে রস শোষণ করা হয়েছে এমন। ২ ভক্ষিত। চর্বিত চর্বণ, গিরিত চর্বণ (বিশেষ্য) ১ ভক্ষণ করা বস্তু উগরে দিয়ে পুনরায় চর্বণ; রোমন্থন; জাবর কাটা। ২ একই বিষয়ের পুনঃপুন আলোচনা; পূর্বে আলোচিত বিষয়ের পুনরালোচনা; প্রতিভা ও মৌলিকতার অভাবহেতু অপরের রচনা পুনরুদ্‌গিরণ বা অনুকরণ। {(তৎসম বা সংস্কৃত) √চর্ব্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word চর্বি, চর্বী Bengali definition [চোর্‌বি] (বিশেষ্য) প্রাণীদেহস্থ জমাট স্নেহ পদার্থ; মেদ; fat । চর্বিদার (বিশেষণ) মেদবহুল (অধিকাংশ অবসরভোগী চর্বিদার শ্রেণীর মধ্যেই …-শওকত ওসমান)। {(ফারসি) চর্বী }
  • Bengali Word চর্বিত Bengali definition চর্বণ
  • Bengali Word চর্ব্য Bengali definition চর্বণ