Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word চন্দ্রাবলী Bengali definition [চন্‌দ্রাবোলি] (বিশেষ্য) ১ বৈষ্ণব সাহিত্যে উল্লিখিত গোপীবিশেষ; রাধিকার সখী এবং প্রতিনায়িকাবিশেষ। ২ রাধা (বিনয় করিআঁ বোলে চন্দ্রাবলী রাহী-বড়ু চণ্ডীদাস)। ৩ জ্যোৎস্না। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র+আবল; ৬ (তৎপুরুষ সমাস)}
 • Bengali Word চন্দ্রালোক Bengali definition [চন্‌দ্রোলোক্‌] (বিশেষ্য) জ্যোৎস্না; চন্দ্রকিরণ; চাঁদের আলো। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র+আলোক; ৬ (তৎপুরুষ সমাস)}
 • Bengali Word চন্দ্রিকা Bengali definition [চোন্‌দ্রিকা] (বিশেষ্য) ১ জ্যোৎস্না; চন্দ্রকিরণ (চন্দ্রিকাশালিনী নিশি-কায়কোবাদ)। ২ চোখের মণি। ৩ চাঁদা মাছ। ৪ একটি সংস্কৃত ছন্দের নাম। ৫ ওষুধের গাছবিশেষ। ৬ কাব্যের বা তত্ত্বের টীকা-ভাষ্য-ব্যাখ্যা-বিশ্লেষণ গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র+ইক (ঠন্‌)+আ(টাপ্‌)}
 • Bengali Word চন্দ্রিমা Bengali definition [চোন্‌দ্রিমা] (বিশেষ্য) ১ চন্দ্র (চন্দ্রিমা বেড়িয়া যেন তারকামণ্ডল-সৈয়দ আলাওল)। ২ জ্যোৎস্না। মধুচন্দ্রিমা (বিশেষ্য) বিবাহের পর নবদম্পতির আনন্দ-বিহার ও অবকাশ যাপন, ইংরেজি honeymoon শব্দের অনূদিত পরিভাষা {(তৎসম বা সংস্কৃত) চন্দ্রমা ও চন্দ্রিমার মিশ্রণজাত}
 • Bengali Word চন্দ্রোদয় Bengali definition [চন্‌দ্রোদয়্‌] (বিশেষ্য) চাঁদের উদয়; চন্দ্রের আবির্ভাব। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র+উদয়; ৬ (তৎপুরুষ সমাস)}
 • Bengali Word চন্নন Bengali definition [চন্‌নন্‌] (বিশেষ্য) চন্দন (শিয়রে চন্ননের বাটী-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) চন্দন}
 • Bengali Word চন্নামেত্ত Bengali definition চরণ
 • Bengali Word চপ Bengali definition [চপ্‌] (বিশেষ্য) ১ মাংস ইত্যাদির পুর দেওয়া পিঠাবিশেষ। ২ ইউরোপীয় প্রণালিতে তৈরি মাছ, মাংস, সবজি ইত্যাদির বড়া। {(ইংরেজি) chop}
 • Bengali Word চপচপ, চবচব Bengali definition [চপ্‌চপ্‌, চব্‌চব্‌] (অব্যয়) ১ ভেজা ও লেগে থাকার লক্ষণ প্রকাশক। ২ খাওয়ার শব্দ। চপচপে, চবচবে (বিশেষণ) ১ অত্যন্ত ভেজা; জবজবে। ২ তেলজাতীয় পদার্থ দ্বারা লিপ্ত। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word চপল Bengali definition [চপোল্‌] (বিশেষণ) ১ চঞ্চল। ২ অস্থির। ৩ তরল; লঘু (চপল দৃষ্টির বিনিময়-মোহিতলাল মজুমদার)। ৪ প্রগল্‌ভ। ৫ ক্ষণস্থায়ী; অচিরস্থায়ী। □(ক্রিয়াবিশেষণ) ত্বরিত; দ্রুত। চপলতা, চাপল্য বি। চপলা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ বিদ্যুৎ। ২ লক্ষ্মী। ৩ ছন্দবিশেষ। ৪ বেশ্যা। □(বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ চঞ্চলা (চপলা লক্ষ্মী মোরে অচপল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ লঘুস্বভাবা তরল প্রকৃতি। ৩ দৃষ্টা; প্রগল্‌ভা। {(তৎসম বা সংস্কৃত) √চপ্‌+অল(কলচ্‌)}
 • Bengali Word চপশা Bengali definition [চপ্‌শা] (ক্রিয়া) ১ এঁটে যাওয়া; লেগে যাওয়া। ২ ছড়িয়ে যাওয়া। {(ফারসি) চপ্‌সীদন্‌}
 • Bengali Word চপেট, চপেটা, চপেটী, চপেটিকা Bengali definition [চপেট্‌, চপেটা, চপেটি, চপেটিকা] (বিশেষ্য) চড়; থাপ্পড়; চাপড়; করতলের আঘাত। চপেটাঘাত (বিশেষ্য) চড়; করতল দ্বারা আঘাত; করতল প্রহার। {(তৎসম বা সংস্কৃত) চপেটা, চপেটিকা}
 • Bengali Word চপেটী Bengali definition [চপেটি] (বিশেষ্য) ভাদ্রমাসের শুক্লা ষষ্ঠী; চাপড়া ষষ্ঠী। {(তৎসম বা সংস্কৃত) চপেটী}
 • Bengali Word চপ্পল Bengali definition [চপ্‌পোল্‌] (বিশেষ্য) এক প্রকার চটি জুতা; কাবুলি স্যান্ডেল। {(হিন্দি) চপ্পল}
 • Bengali Word চবুতর, চবুতরা, চবুতারা Bengali definition [চোবুতর্‌, চবুতরা, চবুতারা] (বিশেষ্য) ১ চাতাল; চত্বর। ২ দাওয়া; প্রাঙ্গণ; উঠান। ৩ খানা বা আস্তানা (চকের মাঝে কোতোয়ালী চবুতরা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) চত্বর; (ফারসি) চবতরহ্‌}
 • Bengali Word চব্বিশ Bengali definition [চোব্‌বিশ] (বিশেষ্য), (বিশেষণ) ২৪ সংখ্যা বা সংখ্যক। চব্বিশ ঘণ্টা (বিশেষ্য) দিবাভাগ ও রাত্রিকাল মিলে যে সময়; এক দিনের পরিমাণ সময়। □(ক্রিয়াবিশেষণ) দিনরাত; সর্বক্ষণ; সমস্ত সময়; অবিরাম; অনবরত (চব্বিশ ঘণ্টা নালিশ শোনা)। চব্বিশে (বিশেষ্য), (বিশেষণ) চব্বিশ তারিখে বা তারিখ। {(তৎসম বা সংস্কৃত) চতুর্বিংশতি}
 • Bengali Word চমক Bengali definition [চমোক্‌] (বিশেষ্য) ১ প্রবা; ঝলকানি; দীপ্তি (বিদ্যুতের চমক)। ২ আকস্মিক আতঙ্ক; ভয়। ৩ চমৎকার; বিস্ময় (চমক লাগা)। ৪ চৈতন্য; জ্ঞান (চমক হওয়া)। ৫ আচ্ছন্নতা; মগ্নতা। ৬ তন্দ্রা; নিদ্রা। চমকই, চমকয়ে (ক্রিয়া) চমকিত হয় (শুনইতে চমকই গৃহিপতিরাব-গোবিন্দদাস)। চমক খাওয়া (বিশেষ্য) মুহুর্তের জন্য স্তম্ভিত হওয়া। চমকদার (বিশেষণ) ১ উজ্জ্বল। ২ চমৎকারী; বিস্ময়কর। ৩ ছটাপূর্ণ; প্রভাময়। চমক ভাঙা (বিশেষ্য) অন্যমনস্ক ভাব সহসা দূর হওয়া। □(ক্রিয়া) হঠাৎ হুঁশ হওয়া। চমকানো (ক্রিয়া) ১ ঝিলিক দেওয়া; ঝলকে ওঠা। ২ চমকিত করা; হঠাৎ ভীত বা বিস্মিত করা। ৩ হঠাৎ ভয়ে বা বিস্ময়ে আঁতকে ওঠা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। চমকানি (বিশেষ্য) ঝিলিক; হঠাৎ ঝলকানি। চমকিত (বিশেষণ) চমকপ্রাপ্ত; আতঙ্কগ্রস্ত; চৈতন্যপ্রাপ্ত। চমকিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চমৎকার>(প্রাকৃত) চমক্ক>(বাংলা) চমক}
 • Bengali Word চমকা Bengali definition [চম্‌কা] (বিশেষ্য) চটকা; তন্দ্রা; ঘোর। চমকা ভাঙা (বিশেষ্য) ১ চটকা ভাঙা; ঘোর কাটা। ২ হঠাৎ আচ্ছন্নতা কেটে চৈতন্যোদয় হওয়া; হুঁশ হওয়া (ইণ্ডিগো-কমিশন বসলো, ভারতবর্ষীয় খুড়ীর চমকা ভেঙ্গে গেল-কালীপ্রসন্ন সিংহ)। ৩ অন্যমনস্ক ভাব সহসা দূর হওয়া। {(তৎসম বা সংস্কৃত) চমৎকার>(প্রাকৃত) চম্‌ক>(বাংলা) চমক+আ}
 • Bengali Word চমচম Bengali definition [চমচম] (বিশেষ্য) ছানার মিষ্টান্নবিশেষ। {চমক>}
 • Bengali Word চমর Bengali definition [চমোর্‌] (বিশেষ্য) ১ এক প্রকার তিব্বতীয় গরু। ২ মৃগবিশেষ। ৩ উক্ত গরু ও মৃগের পুচ্ছলোমে তৈরি এক প্রকার চামর বা ব্যজন। চমরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √চম্‌+অর(অরচ্‌)}
 • Bengali Word চমস Bengali definition [চমোশ্‌] (বিশেষ্য) হাতা বা চামচ। {(তৎসম বা সংস্কৃত) √চম্‌+অস(অসচ্‌)}
 • Bengali Word চমূ Bengali definition [চোমু] (বিশেষ্য) বিরাট সেনাদল; বল (রাঘবয়ি চমূ বেড়িছে তাহারে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √চম্‌+ঊ}
 • Bengali Word চম্পক Bengali definition [চম্‌পক্‌] (বিশেষ্য) ১ চাঁপা নামক ফুল ও তার গাছ। ২ চাঁপা কলা; ছোট ও অতি মিষ্ট কদলীবিশেষ। চম্পকদাম (বিশেষ্য) চাঁপাফুলের হার বা মালা। চম্পকমালা (বিশেষ্য) ১ চাঁপাফুলের মালা। ২ ছন্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √চম্প্‌+অক(ণ্বুল্‌)}
 • Bengali Word চম্পট Bengali definition [চম্‌পট্‌] (বিশেষ্য) প্রস্থান; পলায়ন; পিঠটান; পৃষ্ঠপ্রদর্শন (বিপ্লবীরা এই সুযোগে তাহার রিভলবারটি খুলিয়া লইয়া চম্পট দেয়-মোঃ ওয়ালিউল্লাহ)। চম্পটি (বিশেষণ) পলায়ন করার স্বভাব সম্পন্ন; পলায়নপর; পলায়নপটু। {(তৎসম বা সংস্কৃত) √চম্প্‌; (তুলনীয়) (হিন্দি) চংপৎ}
 • Bengali Word চম্পা ১ Bengali definition [চম্‌পা] (বিশেষ্য) চাঁপা ফুল ও তার গাছ। {(তৎসম বা সংস্কৃত) চম্পক>}
 • Bengali Word চম্পা ২ Bengali definition [চম্‌পা] (বিশেষ্য) ১ প্রাচীন অঙ্গ রাজ্যের রাজধানী (বর্তমান ভগলপুর বা উহার নিকটস্থ স্থান)। ২ মহাভারতোক্ত কর্ণের পত্নী। {(তৎসম বা সংস্কৃত) চম্পক}
 • Bengali Word চম্পূ Bengali definition [চোম্‌পু] (বিশেষ্য) গদ্যপদ্যময় কাব্য। {(তৎসম বা সংস্কৃত)√চম্প্‌+ঊ(কু)}
 • Bengali Word চমৎকরণ Bengali definition [চমোত্‌করোন্‌] (বিশেষ্য) তাজ্জবকরণ; বিস্মিতকরণ; চমকিতকরণ। {(তৎসম বা সংস্কৃত) চমৎ+√কৃ+অন (ল্যুট্‌)}
 • Bengali Word চমৎকার Bengali definition [চমোত্‌কার্‌] (বিশেষণ) বিস্ময়জনক সুন্দর বা ভালো; চমকপ্রদ; তাক লাগায় এমন। □(ক্রিয়াবিশেষণ) সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে (তিনি চমৎকার পড়ান)। □(বিশেষ্য) বিস্ময়; আশ্চর্য; অবাক। চমৎকারক, চমৎকারী (বিশেষণ) বিস্ময়কর; তাক লাগানো; আশ্চর্যজনক; মনোহর; চমকপ্রদ। চমৎকারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)।
 • Bengali Word চমৎকারিতা, চমৎকারিত্ব Bengali definition [চমোত্‌কারিতা, চমোত্‌কারিত্‌তো] (বিশেষ্য) ১ বিস্ময় সৃষ্টির ক্ষমতা বা শক্তি। ২ পরম উৎকর্ষ; শ্রেষ্ঠত্ব। চমৎকৃত (বিশেষণ) ১ বিস্মিত; তাজ্জব; আশ্চর্যান্বিত; অবাব। ২ বিস্ময়; বিমুগ্ধ; বিস্ময়াবিষ্ট; বিস্ময়বিমূঢ়। {(তৎসম বা সংস্কৃত) চমৎ+√কৃ+অ(অণ্‌)+ইন্‌(ণিনি)+তা, ত্ব}