Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চণ্ডিকা Bengali definition [চোন্‌ডিকা] (বিশেষ্য) ১ হিন্দু দেবীবিশেষ; চণ্ডী দেবী; দুর্গা। ২ অতি কোপনস্বভাবা স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) চণ্ডী+অ(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word চণ্ডিদাস Bengali definition চণ্ডীদাস
  • Bengali Word চণ্ডী Bengali definition [চোন্‌ডি] (বিশেষ্য) ১ অতি কোপনস্বভাবা স্ত্রী। ২ হিন্দু দেবীবিশেষ। চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই পর্যন্ত, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ-উচ্চনীচ নির্বিশেষে সর্বপ্রকার কার্য। চণ্ডী মঙ্গল (বিশেষ্য) চণ্ডীর মাহাত্ম্য কীর্তনের জন্যে রচিত কাব্য। চণ্ডী মণ্ডপ (বিশেষ্য) ১ যে মণ্ডপে চণ্ডীপাঠ ও দেবীর পূজা হয়। ২ ঠাকুর-দালান; পূজামণ্ডপ। ৩ গ্রামাঞ্চলের হিন্দু বাড়ির বৈঠকখানা। রণচণ্ডী (বিশেষ্য) ১ সংগ্রামকারিণী চণ্ডী। ২ (আলঙ্কারিক) অতিশয় কোপনস্বভাবা বা কলহপ্রিয়া নারী। □(বিশেষণ) রণোন্মত্তা; উগ্রা। {(তৎসম বা সংস্কৃত) চণ্ড+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word চণ্ডীদাস, চণ্ডিদাস Bengali definition [চোন্‌ডিদাশ্‌] (বিশেষ্য) পদাবলি-রচয়িতা সুপ্রসিদ্ধ বৈষ্ণব কবি। {(তৎসম বা সংস্কৃত) চণ্ডী+দাস; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চণ্ডু Bengali definition [চোন্‌ডু] (বিশেষ্য) নেশার দ্রব্যবিশেষ; অহিফেন থেকে প্রস্তুত নেশার দ্রব্য। চণ্ডুখানা (বিশেষ্য) চণ্ডু বিক্রয় বা সেবনের জায়গা (এক চণ্ডুখানায় যখন এতক্ষন এক সঙ্গে আফিং খেয়েছি-সৈয়দ মুজতবা আলী)। চণ্ডুখোর (বিশেষণ) চণ্ডু সেবন করে বা চণ্ডুতে আসক্ত এমন। {(তৎসম বা সংস্কৃত) √চণ্ড্‌+উ, (তুলনীয়) (হিন্দি) চণ্ডু}
  • Bengali Word চতুঃ Bengali definition [চোতুহ্‌] (বিশেষ্য), (বিশেষণ) চার; এই অঙ্ক বা পরিমাণ। চতুঃপঞ্চাশৎ (বিশেষ্য), (বিশেষণ) চুয়ান্ন। চতুঃপঞ্চশত্তম (বিশেষণ) ৫৪ সংখ্যক। চতুঃপঞ্চশত্তমী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। চতুঃশাখ (বিশেষণ) চার শাখাবিশিষ্ট। □(বিশেষ্য) বেদ। চতুঃশাল, চতুঃশালা (বিশেষ্য) চকমিলান বাড়ি; চকবন্দি গৃহ ইত্যাদি। চতুঃষষ্টি (বিশেষ্য), (বিশেষণ) চৌষট্টি। চতুঃষষ্টিতম (বিশেষণ) ৬৪ সংখ্যক। চতুঃসপ্ততিতম (বিশেষণ) ৭৪ সংখ্যক। চতুঃসপ্ততিতমী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। চতুঃসীমা (বিশেষ্য) চতুর্দিকস্থ সীমানা; চৌহদ্দি। {(তৎসম বা সংস্কৃত) চতুর্‌}
  • Bengali Word চতুর Bengali definition [চোতুর্‌] (বিশেষণ) ১ ধূর্ত; চালাক। ২ নিপুণ; দক্ষ। ৩ ঠক; শঠ। চতুরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। চতুরতা, চাতুরী, চাতুর্য বি। {(তৎসম বা সংস্কৃত) √চত্‌+উর (উরচ্‌)}
  • Bengali Word চতুরংশ Bengali definition [চোতুরঙ্‌শো] (বিশেষ্য) চার খণ্ড। □(বিশেষণ) চার খণ্ডে বিভক্ত। চতুরংশিত (বিশেষণ) ১ চারটি অংশে বিভক্ত। ২ চারপেজি; চার পত্র বা আট পৃষ্ঠায় করা হয়েছে এমন; quarto। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+অংশ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চতুরঙ্গ Bengali definition [চোতুরঙ্‌গো] (বিশেষণ) ১ হাতি ঘোড়া রথ ও পদাতি-এই চার শাখাবিশিষ্ট (চতুরঙ্গ সেনা)। ২ চার অঙ্গযুক্ত। ৩ সমস্ত অঙ্গযুক্ত। □(বিশেষ্য) ১ হাতি ঘোড়া রথ ও পদাতি-এই অঙ্গযুক্ত সৈন্যদল (দামেস্কে চলিল চতুরঙ্গ দল ধরিয়া-হেয়াত মাহমুদ)। ২ সঙ্গীতের প্রকারভেদ। ৩ সতরঞ্জ বা দাবা খেলা। ৪ দাবা খেলার ন্যায় বাজি; প্রতিযোগিতা বা বুদ্ধির প্যাঁচ (জিৎলে চতুরঙ্গ খেলায় নৌকা গজে জোরে ধরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। চতুরঙ্গিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) হস্তী অশ্ব রথ ও পদাতি এই চারিশাখাবিশিষ্ট (এক প্রবল প্রতিপক্ষ রাজা চতুরঙ্গিণী সেনা লইয়া-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+অঙ্গ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চতুরশীতি Bengali definition [চোতুরশিতি] (বিশেষ্য), (বিশেষণ) ৮৪ সংখ্যা বা সংখ্যক; ৮৪; চুরাশি। চতুরশীতিতমী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+অশীতি; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word চতুরশ্ব Bengali definition [চোতুরশ্‌শো] (বিশেষ্য) চার ঘোড়া। □(বিশেষণ) চার ঘোড়াযুক্ত; চার ঘোড়াওয়ালা; চার ঘোড়ায় টানা। {চতুঃ+অশ্ব; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চতুরস্র Bengali definition [চোতুরস্‌স্রো] (বিশেষণ) ১ চারি কোণবিশিষ্ট; চতুষ্কোণ। ২ চৌরস; সমতল; উঁচু নয় এমন (চতুরস্র ভূমি)। ৩ নিখুঁত; নির্দোষ (চতুরস্র সিদ্ধান্ত)। ৪ সর্ববিষয়ে পটু; চৌকস; all-round। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+অস্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চতুরানন Bengali definition [চোতুরানন্‌] (বিশেষ্য) চারমুখবিশিষ্ট হিন্দু দেবতা-বিশেষ; চতুর্মুখ; ব্রহ্মা (কত চতুরানন-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+আনন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চতুরালি, চতুরালী Bengali definition [চোতুরালি] (বিশেষ্য) ১ ছল; চাতুরী। ২ চালাকি; ধূর্তামি। ৩ ছলচাতুরী; রঙ্গকৌতুক; মস্করা (শ্যালীর সাথে হাস্য মুখে করিয়ো চতুরালি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+(বাংলা) আলি, আলী}
  • Bengali Word চতুরাশ্রম Bengali definition [চোতুরাস্‌স্রম] (বিশেষ্য) চতুর্বিধ আশ্রম-জীবন; চার প্রকার অবস্থা বা আশ্রম, হিন্দুমতে মানব জীবনের চার অবস্থা বা আশ্রম; ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+আশ্রম}
  • Bengali Word চতুর্গুণ Bengali definition [চোতুর্‌গুন্‌] (বিশেষণ) ১ চারগুণ (চতুর্গুণ বৈরাগ্য জন্মিয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বহুগুণ। ৩ অত্যধিক; অত্যন্ত বেশি। চতুর্গুণিত (বিশেষণ) ১ চার গুণ করা হয়েছে এমন। ২ বাড়িয়ে তোলা। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+গুণ}
  • Bengali Word চতুর্থ Bengali definition [চোতুর্‌থো] (বিশেষণ) চার সংখ্যক; ৪ সংখ্যার পূরক। চতুর্থী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ চতুর্থ অর্থে। ২ একটি তিথির নাম। □(বিশেষ্য) ১ বিভক্তিবিশেষ। ২ হিন্দু বিয়ের চতুর্থ দিনে করণীয় হোম। ৩ হিন্দুমতে মাতা বা পিতার মৃত্যুর পর চতুর্থ দিবসে বিবাহিতা কন্যা কর্তৃক অনুষ্ঠেয় শ্রাদ্ধ। চতুর্থী বিভক্তি (বিশেষ্য) সম্প্রদান বা নিমিত্ত কারক বিভক্তি। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+থ(থুক্‌)}
  • Bengali Word চতুর্দশ ১ Bengali definition [চোতুর্‌দশ্‌] (বিশেষ্য), (বিশেষণ) চৌদ্দ; ১৪ সংখ্যা বা সংখ্যক। চতুর্দশ পুরুষ (বিশেষ্য) পিতৃপিতামহাদি; ঊর্ধ্বতন চোদ্দ পুরুষ বা বহু পুরুষ। চতুর্দশ বিদ্যা (বিশেষ্য) হিন্দুমতে চারবেদ, ছয় বেদাঙ্গ, মীমাংসা, ন্যায়, ইতিহাস, ও পুরাণ-এই চৌদ্দ শাস্ত্র। চতুর্দশ ভুবন (বিশেষ্য) হিন্দুমতে সপ্তস্বর্গ ও সপ্ত পাতাল। চতুর্দশাক্ষর (বিশেষণ) চোদ্দ অক্ষরযুক্ত (চতুর্দশাক্ষর পয়ার-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+দশ; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word চতুর্দশ ২ Bengali definition [চোতুর্‌দশ্‌] (বিশেষণ) ১৪ সংখ্যার পূরক। চতুর্দশী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ একটি তিথি। ২ চোদ্দ বৎসর বয়স্কা বালিকা। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+দশ; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word চতুর্দিক Bengali definition [চোতুর্‌দিক্‌] (বিশেষ্য) ১ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম-এই চারটি দিক। ২ সর্বদিক; সকল দিক। ৩ সকল ব্যাপার; সব বিষয় ও সব কিছু্ {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+দিক্‌; (দ্বিগু সমাস)}
  • Bengali Word চতুর্দোল, চতুর্দোলা Bengali definition [চোতুর্‌দোল্‌, চতুর্দোলা] (বিশেষ্য) চারজনের স্কন্ধে বাহিত শিবিকা বা পালকি; চৌদোলা (গজেন্দ্র তুরঙ্গ চতুর্দোলে আরোহণে-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+দোল, দোলা}
  • Bengali Word চতুর্ধা Bengali definition [চোতুরধা্‌] (ক্রিয়াবিশেষণ), (অব্যয়) ১ চার প্রকারে; চার রকমে। ২ চারি ভিতে; চারিদিকে। ৩ চার খণ্ডে। □(বিশেষণ) চারখণ্ড অথবা চতুর্বিধ। {(তৎসম বা সংস্কৃত) চতুঃধা (ধাচ্‌)}
  • Bengali Word চতুর্নবতি Bengali definition [চোতুর্‌নবোতি] (বিশেষ্য), (বিশেষণ) ৯৪ সংখ্যা বা সংখ্যক। চতুর্নবতিতম (বিশেষণ) চুরানব্বইয়ের পূরক। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+নবতি; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word চতুর্বর্গ Bengali definition [চোতুর্‌বর্‌গো] (বিশেষ্য) ধর্ম, অর্থ, কাম, মোক্ষ-এই চার পুরুষার্থ; জীবনের চার লক্ষ্য। {(তৎসম বা সংস্কৃত) চতুঃবর্গ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চতুর্বর্ণ Bengali definition [চোতুর্‌বর্‌নো] (বিশেষ্য) ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র-হিন্দু সম্প্রদায়ের এই চার শ্রেণি। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+বর্ণ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চতুর্বিংশ Bengali definition [চোতুর্‌বিঙ্‌শো] (বিশেষণ) চব্বিশ সংখ্যক; চব্বিশের পূরক। চতুর্বিংশতি (বিশেষ্য), (বিশেষণ) চব্বিশ। চতুর্বিংশতিতম (বিশেষণ) চতুর্বিংশ; চব্বিশ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+বিংশ}
  • Bengali Word চতুর্বিধ Bengali definition [চোতুর্‌বিধো] (বিশেষণ) চার প্রকার; চার রকম। চতুর্বিধা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+বিধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চতুর্বেদ Bengali definition [চোতুর্‌বেদ্‌] (বিশেষ্য) ঋক, সাম, যজুঃ, অথর্ব-এই চার বেদ। চতুর্বেদী(-দিন্‌) (বিশেষণ) চার বেদে পণ্ডিত বা অভিজ্ঞ। □(বিশেষ্য) ব্রাহ্মণদের উপাধিবিশেষ; চৌবে; চোবে।
  • Bengali Word চতুর্ভুজ Bengali definition [চোতুর্‌ভুজ্‌] (বিশেষণ) ১ চারহাত যুক্ত। ২ চৌকস; সর্বতোমুখী; সর্বগুণে গুণান্বিত; all-round। □(বিশেষ্য) ১ চার বাহু বা সরলরেখা বেষ্টিত ভূমি বা ক্ষেত্র। ২ হিন্দু দেবতা বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+ভুজ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চতুর্মুখ Bengali definition [চোতুর্‌মুখ্‌] (বিশেষণ) চার মুখবিশিষ্ট হিন্দু দেবতা ব্রহ্মা। □(বিশেষ্য), (বিশেষণ) অনর্গল বক্তা; বাচাল ব্যক্তি (চতুর্মুখের মুখ ব্যথা হয় ঢেঁকির সঙ্গে তর্কে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+মুখ; (বহুব্রীহি সমাস)}