Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কোরাইশ Bengali definition কোরেশ
  • Bengali Word কোরান, কুরআন, কোরআন Bengali definition [কোরান্‌, কুর্‌আন্‌, কোর্‌আন্‌] (বিশেষ্য) হজরত মুহাম্মদ (সা.) কর্তৃক আল্লাহর নিকট থেকে প্রাপ্ত ওহিসমষ্টি, ইসলাম ধর্মের মূল গ্রন্থ (বসিয়া বিচার করে অনুদিন কোরাণ- কমু; তার বিচারক এক সে আল্লা-লিখিল আল-কোরানে-(কাজী নজরুল ইসলাম))। কুরআনমজিদ (বিশেষ্য) মহান কোরান। (খোদাতায়ালা কুরআন মজীদে ফরমায়েছেন-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। কুরআনহাকিম (বিশেষ্য ) জ্ঞানময় কোরান। {(আরবি) কুরআন্‌}
  • Bengali Word কোরানো Bengali definition [কোরানো্‌] (ক্রিয়া) ১ কোরানি দ্বারা চাঁছা; আঁচড় দিয়ে বের করা (নারকেল কোরানো)। ২ ক্রমে ক্রমে ক্ষয় করা বা কাটা (উইয়ে ঘরের থাম কুরিয়ে খেয়েছে)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√কুর্‌+আনো}
  • Bengali Word কোরার Bengali definition [কোরাল্‌] (বিশেষ্য) ভেটকি মাছ (নদীর উজ্জল জল কোরালের মতো কলরবে ভেসে নারকোল বনে কেড়ে নেয় কোরানীর ভ্রূণ-জীবনানন্দ দাশ)। কোরালী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করাল>? অথবা, √কুর্‌+(বাংলা) আল=কুরাল}
  • Bengali Word কোরেশ, কোরাইশ, কুরাইশ Bengali definition [কোরেশ্‌, কোরাইশ্‌, কুরাইশ্‌] (বিশেষ্য) মক্কার বিখ্যাত কুরাইশ বংশ; যে বংশে হজরত মুহাম্মদ(সা.)জন্মগ্রহণ করেন। কোরেশী (বিশেষ্য), (বিশেষণ) কুরাইশ বংশীয়। {(আরবি) কুরাইশ}
  • Bengali Word কোর্ট Bengali definition [কোরট্‌] (বিশেষ্য) আদালত; ধর্মাধিকরণ। {(ইংরেজি) Court}
  • Bengali Word কোর্টশিপ Bengali definition [কোর্‌ট্‌শিপ্] (বিশেষ্য) ইউরোপীয় প্রথায় বিবাহের পূর্বে পাত্রপাত্রীদের মধ্যে ভাবের আদান-প্রদান বা মন দেওয়া -নেওয়া; পূর্বরাগ্ {(ইংরেজি) Courtship}
  • Bengali Word কোর্তা Bengali definition কুর্তা
  • Bengali Word কোর্ফা, কোর্ফাপত্তন, কোর্ফাপ্রজা Bengali definition কোরফা
  • Bengali Word কোর্মা, কোরমা Bengali definition [কোর্‌মা] (বিশেষ্য) তুর্কি পদ্ধতিতে প্রস্তুত ঝালহীন রান্না করা গোশ্‌ত। {(তুর্কি) কুরমাহ}
  • Bengali Word কোল পাওয়া, কোলপাতলা, কোলপুঁছা, কোলপোছা, কোলবালিশ, কোলমোছা Bengali definition কোল৩
  • Bengali Word কোল ১ Bengali definition [কোল্‌] (বিশেষ্য) ১ ভারতের আদিম অনার্য জাতিবিশেষ। ২ উক্ত জাতীয় লোক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুল+অ(অচ্‌)}
  • Bengali Word কোল ২ Bengali definition [কোল্‌] (বিশেষ্য) নদীর চড়া পড়ে স্রোত বন্ধ হলে যে খাল বা ডোবার সৃষ্টি হয়; নদীর চর ও তীরের মধ্যবর্তী অপরিসর ও অগভীর ডোবা। {(ফারসি) কোল; (তৎসম বা সংস্কৃত শব্দ ) কূল}
  • Bengali Word কোল ৩ Bengali definition [কোল্‌] (বিশেষ্য) অঙ্ক; ক্রোড় (শিশুকে কোলে নেওয়া)। ২ আলিঙ্গন। ৩ পেট বা মধ্যভাগ; পেটি (ভাজে চিতলের কোল -(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৪ কিনারা; তীর (চোখের কোলের কালিমার মায়া-বিষ্ণু দে)। ৫ মধ্যদেশ; বক্ষ (সাগর কোলে ঢেউ উঠেছে)। ৬ সান্নিধ্য; সন্নিকট (গাছের কোল)। কোলআঁধার ( বিশেষ্য) নিজের ছায়ার জন্য অন্ধকার সন্মুখভাগ। কোলকুঁজা, কোলকুঁজো (বিশেষণ) দেহ কোমরের দিকে বেঁকে সন্মুখের দিকে একটু কুঁজো হয়েছে এমন। কোলজোড়া, কোলজুড়ানো (বিশেষণ) কোলে বসে মায়ের মনে আনন্দ ও শান্তি দেয় এমন; মায়ের অতি আদরের। কোলজোড়া হয়ে থাকা (ক্রিয়া) ১ মায়ের কোল অধিকার করে থাকা। ২ ((আলঙ্কারিক)) বেঁচে থাকা। কোলদেওয়া (ক্রিয়া ) আলিঙ্গন করা (আচন্ডালে ধরি দেয় কোল-বৃন্দাবন দাস)। কোলপাওয়া (ক্রিয়া) মায়ের আদর পাওয়া। কোল-পাতলা (বিশেষণ) পরস্পর খানিক দূরবর্তী; ঘেঁষাঘেষি নয় এমন (কোল পাতলা ডাগর গুছি-খনার বচন)। কোলপোঁচা, কোলপুঁছা, কোলমোছা, কোলঝাড়া (বিশেষণ) সর্বশেষ গর্ভজাত কনিষ্ঠ (আমার কোলপুঁছা ছোট মেয়েটিরও-(কাজী নজরুল ইসলাম); তার সর্বকনিষ্ঠ কোলপোঁছা সন্তান-(কাজী নজরুল ইসলাম))। কোলবালিশ (বিশেষ্য) পাশবালিশ ; যে বালিশ ক্রোড়দেশে রেখে শয়ন করা হয়। কোলে কাঁখে করা ( ক্রিয়া) বিশেষ যত্নের সঙ্গে লালন পালন করা। কোলে পিঠে করে মানুষ করা (ক্রিয়া) শিশুকাল থেকে সযত্নে লালন পালন করা। কোলের ছেলে (বিশেষ্য) ১ দুগ্ধপোষ্য বা মাইখেকো ছেলে। ২ সর্বকনিষ্ঠ ছেলে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রোড়>কোড়>কোর> (প্রাকৃত) কোল}
  • Bengali Word কোলন Bengali definition [কোলোন্‌] (বিশেষ্য) যতিচিহৃ বিশেষ; ১‘:’ এই চিহৃ। {(ইংরেজি) Colon}
  • Bengali Word কোলম্বক Bengali definition [কোলম্‌বক্‌] (বিশেষ্য) তার বাদে বীণার অবশিষ্ট অংশ (কেহ ধরে দ্বিরদ-রদ নির্মিত, মুকুতা খচিত কোলম্বক-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুল্‌+অম্ব(অম্বচ্‌)+ক(কন্‌)}
  • Bengali Word কোলসরা, কোলশরা Bengali definition [কোল্‌শরা] (বিশেষ্য) হিন্দুদের মঙ্গলাচারে ব্যবহৃত লাল সুতা দিয়ে পরস্পর মুখোমুখি করে বাঁধা দুখানা সরা (সর্বস্ব পুটলী ভরা বান্ধি নিল কোলসরা সূতা নিল নাটাই সহিত-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী ))। {কোল+সরা}
  • Bengali Word কোলা Bengali definition [কোলা] (বিশেষণ) মোটা; স্ফীতোদর। ¨ (বিশেষ্য) পেটমোটা বড় জালবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গোলক>পৈশাচী ( প্রাকৃত) কোলঅ>; (তৎসম বা সংস্কৃত শব্দ) গোলা>}
  • Bengali Word কোলা ব্যাঙ, কোলা ব্যাং Bengali definition [কোলাব্যাঙ্‌] (বিশেষ্য) পেটমোটা বড়ো ব্যাং বিশেষ যা অগভীর জলাশয়ে বাস করে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোলক>গোলঅ> কোলা+ব্যাঙ}
  • Bengali Word কোলাকুলি, কোলাকোলি Bengali definition [কোলাকুলি, কোলাকোলি] (বিশেষ্য) পরস্পর আলিঙ্গন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রোড়>কোল+আ+কোল+ই; ব্যতিহার (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word কোলানি, কোলানী Bengali definition [কোলানি] (বিশেষ্য) ১ অভ্যর্থনা। ২ আশ্বাস; প্রশ্রয় (শেষে ফাঁকি আগে দিয়া কথার কোলানী-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রোড়> (বাংলা) কোল+আনি}
  • Bengali Word কোলাপোষ Bengali definition [কোলাপোশ] (বিশেষণ) কোলাপোষ; ইউরোপীয় টুপি (পাগড়ি নয়) পরে এমন (প্রথম গড়েতে কোলাপোষের নিবাস ইঙ্গরেজ ওলন্দাজ ফিরিঙ্গি ফরাস -ভারতচন্দ্র রায় গুণাকর)। {(ফারসি) কুলাহ+পোশ}
  • Bengali Word কোলাহল Bengali definition [কোলাহল্‌] (বিশেষ্য) অনেক লোকের মিলিত কন্ঠস্বর; গোলমাল; শোরগোল। কোলাহলময়, কোলাহলময়ী (বিশেষণ) মুখর; কোলাহলপূর্ণ (এই কলিকাতা কোলাহলময়ী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোলক> (বাংলা) কোল+আ+ (তৎসম বা সংস্কৃত শব্দ) √হল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word কোশল, কোসল Bengali definition [কোশল্‌] (বিশেষ্য) কাশীর উত্তরস্থ অযোধ্যা প্রদেশ এবং নিকটবর্তী জনপদ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুশ্‌>অল(কল)}
  • Bengali Word কোশা Bengali definition কোষা
  • Bengali Word কোশাদা, কুশাদা Bengali definition [কোশাদা, কুশাদা] (বিশেষণ) ১ প্রশস্ত, বিস্তৃত, চওড়া (দেখে মর্দ কোশাদা ময়দান-সৈয়দ হামজা)। ২ খোলা; অনাবৃত; মুক্ত (দরওয়াজা কোশাদা দেখে -সৈয়দ হামজা)। ৩ সুপ্রশস্ত (খোদা আপনার নসীব কোশাদা করুন-কাজী ইমদাদুল হক)। কোশাদাকরা (ক্রিয়া) প্রশস্ত করা (কলব কুশাদা-করিবার আগেই -আবুল মনসুর আহমদ)। {(ফারসি) কোশাদাহ্‌}
  • Bengali Word কোশী Bengali definition কোষী
  • Bengali Word কোশেশ, কুশিশ, কুশেশ Bengali definition [কোশেশ্‌, কুশিশ, কুশেশ] (বিশেষ্য) বিশেষ চেষ্টা, প্রয়াস; প্রযত্ন (কম কোশেশ করেননি-মুর)। কোশেশকরা (ক্রিয়া) বিশেষ চেষ্টা করা (কাহে পেরেশান রহ, দেলের মতলব কহ, কোশেশ করিব তাহে আমি-সৈয়দ হামজা)। { (ফারসি) কোশিশ}
  • Bengali Word কোষ, কোশ Bengali definition [কোশ্‌] (বিশেষ্য) ভাঁড়ার; ভান্ডার (রাজকোষ)। ২ ধনরাশি; ধনরত্ন; (তাহারা কখনও ‘কোষ’ রাখিতেও চায় না উহার হিসাবেরও দাবী করে না-মাহবুব-উল-আলম)। ৩ আধার; থলি (অন্ডকোষ)। ৪ খাপ (কোষবদ্ধ অসি)। ৫ কোয়া (পীরিতি তুল্য কাঁঠাল কোষ -দীনবন্ধু মিত্র)। ৬ অভিধানগ্রন্থ (শব্দকোষ, সাহিত্যকোষ)। ৭ রেশমের গুটি। ৮ মুকুল; কুঁড়ি (পদ্মকোষ)। ৯ (প্রাণী.) প্রাণীদেহের সূক্ষ্ণ অংশবিশেষ; cell। ১০ জৈবসত্তার বিভিন্নস্তর (অন্নময় কোষ)। ১১ মুস্ক; প্রাণীদেহের অন্ড (কোষবৃদ্ধি)।১২ মঞ্জুষা; পেটিকা। ১৩ কোষা। কোষকাব্য (বিশেষ্য) বিভিন্ন কবিতার সংকলন গ্রন্থ। কোষকার (বিশেষ্য) ১ অভিধান-প্রণেতা। ২ গুটিপোকা। কোষবৃদ্ধি (বিশেষ্য) কুরন্ডরোগ; অন্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। কোষমুক্ত (বিশেষণ) নিষ্কোষিত ; খাপ থেকে বের করা হয়েছে এমন (কোষমুক্ত অসি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word কোষা, কোশা Bengali definition [কোশা] (বিশেষ্য) ১ হিন্দুদের পুজার কাজে ব্যবহৃত নৌকাকৃতি ও তামার তৈরি জলপাত্রবিশেষ। ২ ডোঙ্গা; এক ধরনের ক্ষুদ্র নৌকা বা ডিঙ্গি (শ্রীপুর নদীতে ‘কোষা’ ভাসাইয়া চলেছেন ঈসা খান-গোলাম মোস্তফা; কোশা চড়ি বেড়াবে উজান আর ভাটি-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ+(বাংলা) আ=কোষা, কোশা}