Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ক্ষেস্‌সাপাত Bengali definition ক্ষীরশাপাত
  • Bengali Word ক্ষৈরেয় Bengali definition [খইরেয়ো] বিশেষণ ১ দুগ্ধজাত্ ২ দুগ্ধপক্ব। ৩ দুগ্ধ সমন্বন্ধীয়; ক্ষীর সংক্রান্ত। {সংস্কৃত ক্ষীর+এয় (ঢক্‌)}
  • Bengali Word ক্ষোণি, ক্ষোণী Bengali definition ক্ষৌণী
  • Bengali Word ক্ষোদ Bengali definition [খোদ্‌] ক্রিয়া খোদা; উৎকীর্ণ করা; চূর্ণ করা। {√ক্ষুদ্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word ক্ষোদন Bengali definition [খোদন/-দো-] বিশেষ্য ১ খোদইকরণ; উৎকীর্ণ করণ; প্রস্তরাদিতে অক্ষর বা চিত্র অঙ্কন; engraving । ২ চূর্নন; গুঁড়া করণ। ক্ষোদিত বিশেষণ ১ উৎকীর্ণ খোদাইকৃত। ২ চূর্ণিত; পিষ্ট। {সংস্কৃত √ক্ষুদ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ক্ষোভ Bengali definition [খোভ্‌] বিশেষ্য ১ মানসিক বেদনা বা চাঞ্চল্য; মনস্তাপ; উদ্বেগ। ২ আন্দোলন; বিক্ষোভ। {সংস্কৃত √ক্ষুভ্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word ক্ষোভিত Bengali definition [খোভিতো] বিশেষ্য ক্ষুব্ধ; দুঃখপ্রাপ্ত। □ বিশেষণ ১ আন্দোলিত; আলোড়িত। ২ চঞ্চলীকৃত; উদ্বিগ্ন। {সংস্কৃত √ক্ষুভ্‌+ণিচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ক্ষৌণী, ক্ষৌণি Bengali definition [খোউনি] বিশেষ্য পৃথিবী; ধরণী (ক্ষৌণীর হরিলে ভাব দৈত্য কৈলে ক্ষীণ-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {সংস্কৃত √ক্ষু+নি+ঈ, ই>}
  • Bengali Word ক্ষৌণীশ Bengali definition [খোউনিশ্‌] বিশেষ্য রাজা; পৃথিবীপতি। {সংস্কৃত ক্ষৌণী+ঈশ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word ক্ষৌদ্র Bengali definition [খোউদ্‌দ্রো] বিশেষণ ১ মধু মক্ষিকাজাত। ২ ক্ষুদ্র সম্বন্ধীয়। □ বিশেষ্য মধু। ক্ষৌদজ বিশেষ্য মোহিতলাল মজুমদার। {সংস্কৃত ক্ষুদ্র+অ(অঞ্); +√জন্‌+অ(ড)}
  • Bengali Word ক্ষৌম Bengali definition [খোউমো] বিশেষ্য ১ মসিনার তেল। ২ রেশমের কাপড়; পট্টবস্ত্র; শণ থেকে প্রস্তুত কাপড়। ৩ চিলাকোঠা। □ বিশেষণ রেশমি; শণনির্মিত। {সংস্কৃত ক্ষুমা+অ(অণ্‌)}
  • Bengali Word ক্ষৌর Bengali definition [খোউরো] বিশেষ্য খেউরি; চুলদাড়ি প্রভৃতি মুণ্ডন; কামানো; ক্ষুরকর্ম। □ বিশেষণ ক্ষুর সম্বন্ধীয়। ক্ষৌরমসৃণ বিশেষণ দাড়ি কামানোর পর মুখের যে সুশ্রী অবস্থা হয় (ক্ষৌরমসৃণ মুখের-রবীন্দ্রনাথ ঠাকুর)। ক্ষৌরিক বিশেষ্য নাপিত; ক্ষুরকার। {সংস্কৃত ক্ষুর+অ(অণ্)}
  • Bengali Word ক্ষৌরী Bengali definition [খোউরি] বিশেষ্য ক্ষুর; ক্ষুরকর্ম; চুলদাড়ি কামানো। {সংস্কৃত ক্ষুর+অ(অণ্‌)+ঈ}
  • Bengali Word ক্ষয় Bengali definition [খয়্‌] (বিশেষ্য) ১ হ্রাস; ক্রমে ক্রমে ক্ষীণ হওয়া; ক্রমে ক্রমে কমে যাওয়া (ক্ষয় হৈল বিরহিণী ক্ষমিতে না পাই পুনি- দৌলত উজির বাহরাম খান)। ২ অতিরিক্ত ব্যবহার, ঘর্ষণ ইত্যাদির জন্য জীর্ণ হওয়া (পাথরের ক্ষয়)। ৩ ধ্বংস; বিনাশ (শত্রূক্ষয়)। ৪ ক্ষতি; অপচয়(অর্থক্ষয়)। ৫ পরাজয় (ধর্মের জয় অধর্মের ক্ষয়-প্রবাদ)। ৬ অবসান; অন্ত(ক্ষয় করা, ক্ষয় পাওয়া)। ৭ যক্ষ্ণা; ক্ষয়কাশ রোগ। ৮ (ভূবি) প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠস্থ শিলার ক্রমধ্বংস। ক্ষয়করা (ক্রিয়া) ১ নষ্ট করা; ধ্বংস করা। ২ হ্রাস করা; কমানো। ৩ হারিয়ে ফেলা। ক্ষয়কাশ, ক্ষয়রোগ (বিশেষ্য) যক্ষ্ণারোগ; টি.বি। ক্ষয়ঙ্কর (বিশেষণ) ক্ষয় করে দেয় এমন; corroding। ক্ষয়পাওয়া (ক্রিয়া) ক্রমে ক্রমে ক্ষীণ হয়ে লোপ পাওয়া; কমে যাওয়া। ক্ষয়শীল, ক্ষয়িষ্ণু (বিশেষণ) ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এমন। ক্ষয়শীলতা, ক্ষয়িষ্ণুতা বি। ক্ষয়িত (বিশেষণ) ক্ষীণ হয়েছে এমন; ক্ষয়প্রাপ্ত। ক্ষয়ী(-য়িন্‌) (বিশেষণ) ১ ক্ষয়শীল। ২ নশ্বর; ভঙ্গুর; ক্ষণস্থায়ী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষি+অ(অচ্‌)}
  • Bengali Word ক্ষয়া, ক্ষয়ান, ক্ষয়ানো Bengali definition খয়া
  • Bengali Word ক্ষয়া-ক্ষয়া, খয়া-খয়া Bengali definition [খয়াখয়া] (বিশেষণ) রোগা; পাতলা; ক্রমশ ক্ষীণ হচ্ছে এমন (ক্ষয়া-ক্ষয়া চেহারা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষয়+(বাংলা) আ}
  • Bengali Word কড় ১ Bengali definition [কড়্] (বিশেষ্য) ১ লৌহনির্মিত বলয়ভূষণ বিশেষ; এয়োতির চিহ্নস্বরূপ ব্যবহৃত হিন্দু স্ত্রীর ভূষণ (হাতে কেবল গাছ কয়েক কড় ও কাঁচের চুড়ি ছাড়া অন্য কোন গহনা নাই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ মাছ ধরার বড়শি বাঁধা সুতা; মৎস ধরার ফাঁদ বিশেষ। (ঝপ করি ঝাঁপ দিয়া অজয়ে পাতে কড়-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটক>প্রাকৃত কডঅ>বাংলা কড়া, কড়; (হিন্দী) কড়া}
  • Bengali Word কড় ২ , কড়া ১ Bengali definition [কড়্, কড়া] (বিশেষ্য) ১ নবোদ্‌গত ফল বা পাতা। ২ ফলের গুড়ি বা প্রথম অবস্থা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুট্মল, কুড়্মল> কড্ড> কড়+আ; অথবা (তৎসম বা সংস্কৃত শব্দ) কলি>কড়ি>কড়; (আঞ্চলিক) কড়ালি}
  • Bengali Word কড়ই , কড়য়ি Bengali definition [কড়োই] (বিশেষ্য) বৃক্ষ বিশেষ; শ্বেত শিরীষ গাছ; কড়ই গাছ। {কড় (<(সংস্কৃত) কোর)+ই}
  • Bengali Word কড়ক ১ Bengali definition [কড়ক্] (বিশেষ্য) পুষ্প বিশেষ (আট চালার চারি দিকে বাগান রঙ্গবিরঙ্গ ফুলের গাছ…ক্রোটান; গোলসর্ব; বিজলী; কড়কের জীবন্ত ফুটন্ত অনন্ত বাহার-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অক(বুন্)=করক}
  • Bengali Word কড়ক ২ Bengali definition [কড়ক্] (বিশেষ্য) সামুদ্রিক লবণ; করকচ লবণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটক> প্রাকৃতকড়ক>}
  • Bengali Word কড়কচ , করকচ Bengali definition [কড়্‌কচ্‌, কর্‌কচ্‌] (বিশেষ্য) পাথুরে লবণ; সামুদ্রিক লবণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কড়ক>প্রাচীন বাংলা) কড়কচ>বাংলা করকচ; (তুলনীয় ) (হিন্দী) কর্‌কস্‌}
  • Bengali Word কড়কট্যে Bengali definition [কড়্‌কোট্‌টে] (বিশেষ্য) একজাতীয় ভেক; কটকটে ব্যাঙ (ঘটের উপর থেকে জবাফুল বর্ষাকালের কড়কট্যে ব্যাঙের মত থপ্‌সে করে লাফিয়ে উঠ্‌লো -কালীপসন্ন সিংহ)। {বাংলা কট্‌কটিয়া> কড়কইট্যা> কড়কট্যে}
  • Bengali Word কড়কা Bengali definition [কড়্‌কা] (বিশেষ্য) শিলাবৃষ্টি; বজ্রপাত (যখন সঘন গগন গরজে বরিষে কড়কা ধারা-দ্বিজেন্দ্রলাল রায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করক> বাংলা কড়ক+ আ}
  • Bengali Word কড়কানো , কড়খানো Bengali definition [কড়্‌কানো, কড়্‌খানো] (ক্রিয়া) তর্জন; সগর্জনে ভর্ৎসনা; প্রবল ধমক দেওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটাক্ষ>প্রাকৃত √কড়্‌কখ>বাংলা √কড়কা+আনো; (তুলনীয়) (হিন্দী) কড়কানা}
  • Bengali Word কড়কড় Bengali definition [কড়্‌কড়্‌] (বিশেষ্য) মেঘগর্জন ধ্বনি; বজ্রপাতের শব্দ (কড়কড় করে বজ্র পড়িল ভূ-তলে-মাইকেল মধুসূদন দত্ত)। □ (অব্যয়) খড়খড়ে বা কড়া বস্তুর স্পর্শ বোঝাতে (মাঞ্জাটা কিন্তু ভারি অদ্ভুত-কই, তেমন কড়কড় করছে না তো-সুকুমার রায়)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কড়কড় , কড়কড়া Bengali definition [কড়্‌কড়্, কড়্‌কড়া] (বিশেষণ) পর্যুষিত (অন্ন); বাসি(ভাত); শুষ্ক শক্ত ও বাসি(ভাত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কর(=কাঁকর)> কর্‌কর্‌ (র=ড়), কড়কড়+বাংলা আ=কড়কড়া; (হিন্দী) কড়া (বরিশাল ও চট্টগ্রামের উচ্চারণে ‘করকরা ভাত’ অর্থাৎ বাসি হয়ে শুকিয়ে কাঁকরের মতো শক্ত হয়েছে যে ভাত}
  • Bengali Word কড়কড়া ১ , কড়কড়ি , কড়কড়িয়া , কড়কড়ে Bengali definition [কড়্‌কড়া, কড়্‌কোড়ি, কড়্‌কোরিয়া, কড়্‌কোড়ে] (বিশেষণ) ১ যে ভক্ষ্যে চর্বণে কড়কড় শব্দ উৎপন্ন হয়। ২ বাসি শুষ্ক অন্ন (শীতবসন্তের পাত আলূণ আতেল কড়কড়া ভাত-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কড়কড়া ২ Bengali definition কর্করা
  • Bengali Word কড়কড়ে ১ Bengali definition কড়কড়া১