Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কোনা ১ Bengali definition [কোনা] (বিশেষ্য) ১ কোণ। ২ প্রান্ত; ধার (নয়ন কোণায় করিছে বিশ্রাম-নবীনচন্দ্র সেন)। ¨ (বিশেষণ) কোণযুক্ত ; কোণবিশিষ্ট (তিন-কোণা ঘর)। কোনা-কুনি, কোণাকুণি (অশুদ্ধ) (ক্রিয়াবিশেষণ) এক কোণ থেকে বিপরীত কোণ অবধি। ¨ (বিশেষণ) এক কোণ থেকে তার বিপরীত কোণ পর্যন্ত বিস্তৃত। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কুণ্‌+অ(ঘঞ্‌)>কোণ+আ=কোনা}
  • Bengali Word কোনা ২ Bengali definition [কোনা] (বিশেষ্য) ১ পানের হিসাব; ৩০০ পানে এক কোনা। ২ পোয়া; এক কুনিকা (আঁচলে বান্ধিয়া দিল চালু আদ কোণা -(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৩ ধানের কণা (পুরাণ খুদের জাউ তাহে আছে কোণা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোণ>}
  • Bengali Word কোনাচ Bengali definition [কোনাচ্‌] (বিশেষ্য) কোণের দিকের অংশ বা স্থান। কোনাচে (বিশেষণ) ১ কোনাকুনি (কোনাচে রাস্তা)। ২ কোণাভিমুখী। ৩ টেড়া; তেড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোণ+ (বাংলা) আচ=কোনাচ}
  • Bengali Word কোনো Bengali definition [কোনো] (সর্বনাম) (বিশেষণ) ১ অনির্দিষ্ট বা অনির্ধারিত একজন লোক বা একটি বস্তু; কে বা কী (কোনো জন, কোনো বিষয়)। ২ বহুর মধ্যে একটি বা একজন (কোনো লোকই সাড়া দেয়নি)। কোনোএকটা, কোনোএকটি (সর্বনাম) অনির্ধারিত বা অনিার্দষ্ট বস্তু (কোনো একটা কাজ)। কোনো-কোনোসর্ব, (বিশেষণ) ১ অনিার্দষ্ট বা অনির্ধারিত একাধিক (কোনো কোনো লোক)। ২ মধ্যে মধ্যে এক-এক (কোনো-কোনো দিন)। কোনো না কোনো (সর্বনাম) অনির্দিষ্ট কোনো (কাজটা কোনো না কোনোভাবে করা সম্ভব)। কোনোমতে (ক্রিয়াবিশেষণ) কোনো প্রকারে; কষ্টেসৃষ্টে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌>( প্রাকৃত) কর্ণ>কোনও, কোনো; (তৎসম বা সংস্কৃত শব্দ) কঃ+অপি=কোহপি>}
  • Bengali Word কোন্দল, কোঁদল Bengali definition [কোন্‌দোল্‌, কোঁদোল] (বিশেষ্য) ঝগড়া (সতীনে সতীনে বিষম কোন্দল বেধে যায়-শেখ ফজলল করিম; একটা কোঁদল ফুলফোর্সে আরম্ভ হয়ে গেছে-(কাজী নজরুল ইসলাম))।কুন্দলে, কুঁদুলে, কোন্দলিয়া (বিশেষণ) ঝগড়াটে; কুদুলে; কলহপ্রিয় (মনে ভাবি সেই বামুন বড় কুন্দলিয়া-ভাবা; কথায় কুন্দল বড় ডাল ভাঙ্গি পড়ে-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কন্দল> কোন্দল>কোঁদল+ইয়া=কোন্দলিয়া>}
  • Bengali Word কোপ ১ Bengali definition [কোপ্‌] (বিশেষ্য) ১ ক্রোধ; রাগ। ২ বিরক্তি; অসন্তোষ; বিরাগ। কোপকটাক্ষ (বিশেষ্য) ক্রুব্ধ দৃষ্টি; রোষকষায়িত দৃষ্টি। কোপন (বিশেষণ) ১ ক্রোধী; রাগী; সহজে ক্রুব্ধ হয় এমন। ২ ক্রুব্ধ; রাগান্বিত। কোপনা ( স্ত্রীলিঙ্গ)। কোপ-প্রকৃতি , কোপস্বভাব (বিশেষণ) সামান্য কারণেই ক্রুব্ধ হয় এমন স্বভাববিশিষ্ট; সহজেই রেগে যায় এমন (তখন অতি কোপনস্বভাব খল্লাট ঋষি -রাজশেখর বসু (পরশু))। কোপানল (বিশেষ্য ) ক্রোধাগ্নি; ক্রোধরূপ বহিৃ (কোপানলে দহে মনঃ-মাইকেল মধুসূদন দত্ত)। কোপান্বিত, কোপাবিষ্ট বিন ক্রুব্ধ; রুষ্ট; ক্রোধে অভিভূত (তখন চিরঞ্জীব কোপান্বিত না হইয়া বরিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কোপী (-পিন্‌) ( বিশেষণ) রাগ করে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুপ্‌+অ(ঘঞ্‌)>কোপ+ইন্‌(ণিনি)=কোপী}
  • Bengali Word কোপ ২ Bengali definition [কোপ্‌] (বিশেষ্য) ১ তীক্ষ্ণ ও ভারী অস্ত্র দ্বারা আঘাত (এক কোপে সাবাড় কর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ ((আলঙ্কারিক)) কথা বা ব্যবহারের আঘাত; ব্যথা; চোট (তুমি কোপ দিলে গরীবের সন্মানে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) কূব্‌}
  • Bengali Word কোপানো Bengali definition [কোপানো] (ক্রিয়া) ১ তীক্ষ্ণধার অস্ত্র দ্বারা পুনঃপুন আঘাত করা (দা দিয়ে কোপানো)। ২ তীক্ষ্ণ অস্ত্রের কোপ দেওয়া। ৩ কোদল ইত্যাদি দ্বারা কাটা; কোপ মেরে কাটা (মাটি কোপানো)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {( ফারসি) কোব + (বাংলা) আনে=কোবানো>}
  • Bengali Word কোপি Bengali definition কপি২
  • Bengali Word কোপিত Bengali definition [কোপিতো] (বিশেষণ) যাকে রাগানো বা চটানো হয়েছে; ক্রোধিত; রোষিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুপ্‌+ণিচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word কোপ্তা, কোফতা Bengali definition [কোপ্‌তা, কোফ্‌তা] (বিশেষ্য) মসলা সহযোগে প্রস্তুত মাছ বা মাংসের ভাজা বড়া বিশেষ (নানা প্রকারের মিঠাইমন্ডা…..কাবাব, কাফ্‌তা লাড্‌ডু দোকানে বসিয়া বিনামূল্যে খাইতে পারিবে-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি ) কুফতাহ}
  • Bengali Word কোফর Bengali definition কুফর
  • Bengali Word কোফরান Bengali definition [কোফ্‌রান্‌] (বিশেষ্য) অকৃতজ্ঞতা; বিশ্বাসহীনতা। {(আরবি) কুফ্‌রান}
  • Bengali Word কোবিদ Bengali definition [কোবিদ্‌] (বিশেষণ) ১ জ্ঞানী; পন্ডিত; পারদর্শী (কপালদোষে আমি কবি বা কোবিদ নই-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ দক্ষ; নিপুণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কো+√বিদ্‌+আ(অচ্‌)}
  • Bengali Word কোবিদার Bengali definition [কোবিদার্‌] (বিশেষ্য) মন্দার ও পারিজাত বৃক্ষ; রক্তকাঞ্চন গাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+বি+√দৃ+অ(অণ্‌)}
  • Bengali Word কোমর Bengali definition [কোমোর্‌] (বিশেষ্য) কটিদেশ; মাজা। কোমরপাটা (বিশেষ্য) মেখলা; নারী ও শিশুদের কটিভূষণবিশেষ। কোমরবন্দ(-ন্ধ)বি কটিবন্ধ; পেটি; belt। কোমরবাঁধা, কোমরকষা, কোমরকসা (ক্রিয়া) ১ দৃঢ়সংকল্প হওয়া। ২ কোনো কার্যসাধনে উঠে পড়ে লাগা (কি কাজে কোথাকে কও কসেছ কোমর-ঘনরাম চক্রবর্তী)।{(ফারসি) কমর=; (ফারসি) কমর+বন্দ্‌}
  • Bengali Word কোমল Bengali definition [কোমোল্‌] (বিশেষণ) ১ নরম; কাঠিন্যশূন্য (কোমল শয্যা, কোমল হৃদয়)। ২ ললিত; মধুর; সুকুমার (কোমল কন্ঠ; কোমল গন্ধ)। ৩ মৃদু (কোমল আলো)। ¨ (বিশেষ্য) নরম সুর (কড়ি ও কোমল)। কোমলতা, কোমলত্ব বি। কোমলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ )।
  • Bengali Word কোমলায়ন Bengali definition (বিশেষ্য) ((রসায়ন)) প্রথমে তাপ প্রয়োগ দ্বারা উত্তপ্ত করে পরে ধীরে ধীরে ঠান্ডা করে শক্ত করার প্রণালি; তাপ এবং শৈত্য দ্বারা কাচ বা ধাতুর মিশ্রণ প্রক্রিয়া; annealing । {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্‌+অল(অলচ্‌)}
  • Bengali Word কোম্পানি, কম্পানি, কোং Bengali definition [কোম্‌পানি, কম্‌পানি, কোঙ্‌] (বিশেষ্য) ১ যৌথ ব্যবসায় বা ব্যবসায় প্রতিষ্ঠান। ২ বণিক সমিতি। ৩ ইস্ট ইন্ডিয়া নামে খ্যাত বনিক সম্প্রদায় যারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন করে। ৪ ইংরেজ সরকার। কোম্পানির আমল (বিশেষ্য) ভারতবর্ষে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল। কোম্পানির কাগজ (বিশেষ্য) সরকার কর্তৃক গৃহীত ঋণের স্বীকারপত্রবিশেষ। {(ইংরেজি ) Company}
  • Bengali Word কোর ১ (ব্রজবুলি) Bengali definition [কোর্‌] (বিশেষ্য) কোল (সে দশা দেখিয়ে ব্যথিত হইয়া তুলিয়া লইল কোরে- চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রোড়> কোড়>কোর}
  • Bengali Word কোর ২ (ব্রজবুলি) Bengali definition [কোর্‌] (বিশেষ্য) বক্রতা; ন্যুব্জতা; বাঁক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রৌর্য>}
  • Bengali Word কোরক Bengali definition [কোরোক্‌] (বিশেষ্য) মুকুল; কলিকা; কুঁড়ি; অফোটা ফুল (কদম কোরক দুলিছে বাদল-বাতাস লেগে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুর্‌+ক (কন্‌);(তৎসম বা সংস্কৃত শব্দ) √কোর+ক(কন্‌); (তৎসম বা সংস্কৃত শব্দ)√কুর্‌+অক(ণক)}
  • Bengali Word কোরতা Bengali definition কুর্তা
  • Bengali Word কোরন্ড Bengali definition কুরন্ড
  • Bengali Word কোরফা, কোর্ফা Bengali definition [কোর্‌ফা] (বিশেষণ) ১ অন্য প্রজার নিকট থেকে জমি নিয়ে চাষ করে এমন; প্রজার অধীন। ¨ (বিশেষ্য ) রায়তের অধীন রায়ত, যার জমিতে স্বত্ব থাকে না। কোরফাপত্তন (বিশেষ্য) জোতদারদের নিকট থেকে জমির যে পত্তন নেওয়া হয় এবং যা জমিদারের নিকট থেকে সাক্ষাৎভাবে নেওয়া হয় না (পাঁচ কাঠা জমি কোর্ফা পত্তনে বার্ষিক মবলেগ দুইটাকা খাযনায় সে ভোগ-দখল করিয়া আসিতেছে-আবুল মনসুর আহমদ)। কোরফাপ্রজা (বিশেষ্য) এক প্রজার অধীন আরেক প্রজা (তাঁহার কোরফা প্রজা দুখির অনেক টাকা খাজনা বাকি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) কুরফাহ}
  • Bengali Word কোরবান, কুরবান Bengali definition [কোর্‌বান্‌, কুর্‌বান্‌] (বিশেষ্য) আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগ; উৎসর্গ; বিশেষ উদ্দেশ্যে জীবন বা আত্নদান (আপনার প্রাণ করি কোরবান-জগলুল হায়দার আফরিক; হেথা কুরবান….তোমারি-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(আরবি) কুরবান}
  • Bengali Word কোরবানি, কুরবানি Bengali definition [কোর্‌বানি, কুর্‌বানি] (বিশেষ্য) আল্লাহর উদ্দেশে জিলহজ মাসের দশ তারিখে ইসলামি শরিয়ত অনুযায়ী পশু জবাই। { (আরবি) কুরবানী}
  • Bengali Word কোরমা Bengali definition কোর্মা
  • Bengali Word কোরা ১ Bengali definition [কোরা্‌] (বিশেষণ) ১ মাড়যুক্ত; আধোয়া; ধোলাই হয়নি এমন (কোরা কাপড়)। ২ সম্পূর্ণ নতুন; আনকোরা; অব্যবহৃত। {( হিন্দী) ‘কোরা’=একেবারে নতুন। (তুলনীয়) ‘আনকোরা’}
  • Bengali Word কোরা ২, কুরা Bengali definition [কোরা, কুরা] (ক্রিয়া) ১ কোরানি দিয়ে চাঁছা; চেঁছে বের করা; কোরানো (নারকেল কোরা)। ¨ (বিশেষণ) চেঁছে বের করা হয়েছে এমন, কুরিয়ে প্রস্তুত (কোরা নারকেল)। {(বাংলা) √কুর্‌+আ; (বাংলা ) খোঁড়া>}