Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ক্যালেন্ডার, কেলেন্ডার Bengali definition [ক্যালেন্‌ডার্‌] (বিশেষ্য) দেয়ালপঞ্জি। {(ইংরেজি) Calendar}
  • Bengali Word ক্যাশ Bengali definition [ক্যাশ্‌] (বিশেষ্য) নগদ; নগদ টাকা। {(ইংরেজি) Cash}
  • Bengali Word ক্যাশবাক্স Bengali definition [ক্যাশ্‌বাক্‌শো] যে বাক্সে টাকা পয়সা রাখা হয়; ছোট সিন্দুক (দোকানের ক্যাশবাক্স সীল করে রেখেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) Cash-box}
  • Bengali Word ক্যাষ্টর অয়েল Bengali definition [ক্যাস্‌ট্‌র অয়েল] (বিশেষ্য) ১ রেড়ির তেল। ২ জোলাপ; বিরেচক ঔষধরূপে ব্যবহৃত রেড়ির তেল। {(ইংরেজি ) Castoroil}
  • Bengali Word ক্রকচ Bengali definition [ক্রোক্‌চ্‌] (বিশেষ্য) করাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্র+√কচ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ক্রন্দন Bengali definition [ক্রোন্‌দন্‌] (বিশেষ্য) কান্না। ক্রন্দনরোল, ক্রন্দনধ্বনি (বিশেষ্য) কান্নার আওয়াজ; রোদন-রব (যবে উৎপীড়িতের ক্রদনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না-(কাজী নজরুল ইসলাম))। ক্রন্দিত (বিশেষণ) ১ রোদন করছে এমন; ক্রন্দনরত। ২ গর্জনকারী (চির ক্রন্দিত ঊর্মিনিনাদ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ¨ (বিশেষ্য) ১ ক্রন্দন; রোদন। ২ আহবান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রন্দ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ক্রন্দসী Bengali definition [ক্রোন্‌দোশি] (বিশেষ্য) ১ পৃথিবী ও আকাশ; স্বর্গ ও মর্ত্য (ওই শোন দিশে দিশে তোমা লাগি কাঁদিছে ক্রন্দসী- রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আকাশ। ¨ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রোরুদ্যমানা; কাঁদছে এমন (কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফোরাতে-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রন্দস্‌+প্রথমা দ্বিবচন}
  • Bengali Word ক্রব্য Bengali definition [ক্রোব্‌বো] (বিশেষ্য) মাংশ বা গোশ্‌ত। ক্রব্যাদ (বিশেষ্য) সিংহ ব্যাঘ্র প্রভৃতি মাংসাশী প্রাণী। ২ রাক্ষস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রপ্‌+য(ণ্যৎ)}
  • Bengali Word ক্রম Bengali definition [ক্রোম্‌] (বিশেষ্য) ১ অনুক্রম; পরম্পরা; পর্যায়; grade (ক্রমে ক্রমে)। ২ পদ্ধতি (নির্মাণক্রমে)। ৩ অনুসরণ; অনুযায়ী (আদেশক্রমে)। ৪ অতিক্রম (কালক্রমে)। ৫ পদক্ষেপ। ৬ বিধান; নিয়ম; নির্দেশ। ৭ শক্তি; বিক্রম; বল(ক্রমেতে ক্রমের হ্রাস; পশ্চিমেতে গতি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ক্রমণ (বিশেষ্য) ১ পাদচারণ; পায়চারি। ২ গমন। ক্রমনিম্ন বিন ক্রমশ নিচু; ঢালু; গড়ানে। ক্রমবর্ধমান (বিশেষণ) ক্রমশ বৃদ্ধিশীল ; যা একটু একটু করে বাড়ছে। ক্রমবিকাশ (বিশেষণ) ক্রমশ বিকাশ; ক্রমোন্নতি; একটু একটু করে উন্নতি। ¨ (বিশেষ্য) অভিব্যক্তি; বিবর্তন; evolution। ক্রমভঙ্গ (বিশেষ্য) ১ পর্যায়ের ব্যতিক্রম; প্রচলিত পদ্ধতির লঙ্ঘন; পরম্পরায় বিচ্ছেদ। ২ বিশৃঙ্খলা। ক্রমমাণ (বিশেষ্য) ইতস্তত গমনশীল; চলমান। ক্রমশ, ক্রমে ক্রমে (ক্রিয়াবিশেষণ) ১ পরপর; পর্যায়ক্রমে; ক্রমাগত। ২ ধীরে ধীরে; অল্প অল্প করে; শনৈঃ শনৈঃ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রম্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ক্রমাগত Bengali definition [ক্রোমাগতো] (বিশেষণ) ১ ধারাবাহিক; অবাধ; অবিরাম (ক্রমাগত কাজ)। ২ পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা)। ¨ (ক্রিয়াবিশেষণ) অনবরত; নিরন্তর; কেবলই (ক্রমাগত বলছে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রম+আগত}
  • Bengali Word ক্রমানুসারে Bengali definition [ক্রোমানুশারে] (ক্রিয়াবিশেষণ) পর্যায়ক্রমে; ঠিক পরপর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রম+অনুসারে; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word ক্রমান্বয় Bengali definition [ক্রোমান্‌নয়্‌] (বিশেষ্য) ১ ধারাবাহিকতা। ২ ক্রমের অনুসরণ; যার পর যা এই নিয়মে সংঘটন। ক্রমান্বয়ে (ক্রিয়াবিশেষণ) পর পর; পর্যায়ক্রমে; একের পর এক এইভাবে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রম+অন্বয়; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word ক্রমায়াত Bengali definition [ক্রোমায়াতো] (বিশেষণ) ক্রমানুসারে আগত; পরপর এসেছে এমন; successive। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রম+আয়াত}
  • Bengali Word ক্রমিক Bengali definition [ক্রোমিক্‌] (বিশেষণ) ১ ধারাবাহিক; ক্রমশ আগত; পর পর আগত। ২ ক্রমশ ঘটিত। ক্রমিকসংখ্যা (বিশেষণ) পর্যায়ক্রমে বা পরপর আগত সংখ্যা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রম+ইক(ঠন্‌)}
  • Bengali Word ক্রমে ক্রমে Bengali definition ক্রম
  • Bengali Word ক্রমেল, ক্রমেলক Bengali definition [ক্রোমেল্‌, ক্রোমেলক্‌] (বিশেষ্য) উট; উষ্ট্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রম্‌+এল,+ক(কন্‌)}
  • Bengali Word ক্রমোন্নত Bengali definition [ক্রোমোন্‌নতো] (বিশেষণ) ১ ক্রমশ উচ্চ। ২ ক্রমে ক্রমে উচ্চ হওয়ার ভাব। ¨ (বিশেষ্য) ১ একটু একটু করে উন্নতি; ক্রমোৎকর্ষ। ২ চড়াই; ঊর্ধ্বপথে আরোহণ। ক্রমোন্নতি (বিশেষ্য) ক্রমোৎকর্ষ; ক্রমবিকাশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রম+উন্নত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ক্রমোৎকর্ষ Bengali definition [ক্রোমোত্‌করশো] (বিশেষ্য) ১ ক্রমোন্নতি। ২ ক্রমশ বিকাশ; বিবর্তন; evolution। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রম+উৎকর্ষ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word ক্রান্ত Bengali definition [ক্রান্‌তো] (বিশেষ্য) ব্যাপ্ত। ¨ (বিশেষণ) আক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রম্‌+ত(ক্ত)}
  • Bengali Word ক্রান্তদর্শী (-র্শিন্‌) Bengali definition [ক্রান্‌তোদোর্‌শি] (বিশেষণ) সমস্ত দর্শন করে এমন; সর্বদর্শী; সর্বজ্ঞ; সর্বদ্রষ্টা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রান্ত+দর্শিন্‌, (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ক্রান্তি Bengali definition [ক্রান্‌তি] (বিশেষ্য) ১ সংক্রমণ; সঞ্চরণ। ২ আক্রমণ। ৩ গতি;গমন। ৪ দশান্তর প্রাপ্তি; অবস্থার পরিবর্তন। ৫ (জ্যোবি) অয়নবৃত্ত; অয়ন মন্ডল; বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি ও দক্ষিণে মকরক্রান্তি পর্যন্ত গ্রহের ভ্রমণকক্ষ। ৬ এক কড়ার এক তৃতীয়াংশ। ক্রান্তিকাল ( বিশেষ্য) অবস্থা পরিবর্তনের সময়। ক্রান্তিপাত (বিশেষ্য) বিষুববৃত্ত ও ক্রান্তিবৃত্ত যে বিন্দুতে ছেদ করেছে; equinoctial point । ক্রান্তিবৃত্ত (বিশেষ্য) পৃথিবীর বার্ষিক ভ্রমণকক্ষ; সূর্যের আপাত গতিপথ; ecliptic; উপবৃত্ত ভ্রমণকক্ষ। কড়া-ক্রান্তি হিসাব (বিশেষ্য) অত্যন্ত সূক্ষ্ণ হিসাব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রম্‌+তি(ক্তি)}
  • Bengali Word ক্রিকেট Bengali definition [ক্রিকেট] (বিশেষ্য) ইংরেজি ধরনের বিখ্যাত খেলা; ব্যাটবল খেলা। {(ইংরেজি) cricket}
  • Bengali Word ক্রিটিক Bengali definition [ক্রিটিক্‌] (বিশেষ্য) সমালোচক (দেঁতো ক্রিটিকের মতো ছোবলে তোকে আমি জখম করে দিচ্ছি-(কাজী নজরুল ইসলাম))। {(ইংরেজি) critic}
  • Bengali Word ক্রিমি Bengali definition কৃমি
  • Bengali Word ক্রিয়মাণ Bengali definition [ক্রিয়োমান্‌] (বিশেষণ) করা হচ্ছে এমন; সম্পাদ্যমান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+আন(শানচ্‌)}
  • Bengali Word ক্রিয়া Bengali definition [ক্রিয়া] (বিশেষণ) কাজ; কর্ম (ভোজন ক্রিয়া)। ¨ (বিশেষ্য) ১ হিন্দু শাস্ত্রীয় অনুষ্ঠান; সংস্কার (অন্ত্যেক্রিষ্টিয়া)। ২ আচার। ৩(ব্যাকরণ) ধাতুর অর্থপ্রকাশক পদ; করা হওয়া যাওয়া ইত্যাদি সূচকপদ। ক্রিয়াকর্ম (বিশেষ্য) শস্ত্রিীয় বা সামাজিক কার্যের অনুষ্ঠান (এ দিকে তাঁহার ক্রিয়াকর্ম দানধ্যান যথেষ্ট ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ক্রিয়াকলাপ, ক্রিয়াকান্ড (বিশেষ্য) ১ অনুষ্ঠানসমূহ; শাস্ত্রীয় ও সামাজিক অনুষ্ঠানাদি। ২ কার্যাবলি। ক্রিয়া-বিশেষণ বি। (ব্যাকরণ) ক্রিয়াপদের বিশেষণ। ক্রিয়াশীল (বিশেষণ) ১ কর্মপরায়ণ। ২ কর্মরত। ক্রিয়াসক্ত (বিশেষণ) ১ কর্মে অনুরক্ত; কর্মপ্রিয়। ২ শাস্ত্রীয় অনুষ্ঠান প্রভৃতিতে রত। ক্রিয়াসিদ্ধ (বিশেষণ) কাজে নিপুণ; কাজ করতে করতে দক্ষতা অর্জন করেছে এমন। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(শ)+আ(টাপ্‌)}
  • Bengali Word ক্রিয়েটিভিটি Bengali definition [ক্রিয়েটিভিটি] (বিশেষ্য) সৃষ্টিশীলতা (ক্রিয়েটিভিটির হাতে কেবল আত্নপ্রকাশের ক্ষমতা-মোতাহের হোসেন চৌধুরী)। {(ইংরেজি)creativity}
  • Bengali Word ক্রীত Bengali definition [ক্রিতো] (বিশেষণ) ক্রয় করা হয়েছে এমন; কেনা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রী+ত(ক্ত)}
  • Bengali Word ক্রীতক Bengali definition [ক্রিতক্‌] (বিশেষ্য) ক্রীত পুত্র; মূল্য দিয়ে পিতামাতার নিকট থেকে গৃহীত সন্তান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রীত+ক(কন্‌)}
  • Bengali Word ক্রীতদাস Bengali definition [ক্রিতোদাশ্‌] (বিশেষণ) কেনা গোলাম; মূল্য দিয়ে যে ভৃত্যকে যাবজ্জীবনের জন্য কেনা হযেছে। ক্রীতদাসী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রীত+দাস; (কর্মধারয় সমাস) }