Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কোষাগার Bengali definition [কোশাগার্‌] (বিশেষ্য) ধনভান্ডার; ধনাগার; treasury । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ+আগার}
  • Bengali Word কোষাধ্যক্ষ Bengali definition [কোশাদ্‌ধোক্‌খো] (বিশেষ্য) ১ ধনভান্ডারের রক্ষক; treasurer; ধনগারের কর্তা। ২ খাজাঞ্চি; cashier। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ+অধ্যক্ষ}
  • Bengali Word কোষী (-ষিন্‌), কোশী(-শিন্‌) Bengali definition [কোশি] (বিশেষ্য) কুশি; ছোট কোষা; যা দিয়ে কোষা থেকে পানি তোলা যায়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ+ইন্‌>কোষিন্‌>কোষী}
  • Bengali Word কোষ্টা, কোষ্টা পাট Bengali definition [কোশ্‌টা, কোশ্‌টা পাট্‌] (বিশেষ্য) পাটখড়ি বিহীন শুস্কপাট; বিক্রির জন্য তৈরি পাট; পাটের গুচ্ছ; (কালকে যাইব দুরের সফরে কোষ্টাপাটের লাগি-(জসীমউদ্‌দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ্ঠ? (তৎসম বা সংস্কৃত শব্দ ) কোষ>; (তুলনীয়) কষটা (কষায় বা তিক্ত স্বাদযুক্ত)}
  • Bengali Word কোষ্ঠ Bengali definition [কোশ্‌ঠো] (বিশেষ্য) ১ কক্ষ; ঘর; গৃহ। ২ গোলা; শস্যভান্ডার। ৩ জলাশয়; উদরের মধ্যস্থিত মলভান্ড। ৪ মল। কোষ্ঠ-কাঠিন্য, কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠবন্ধতা-মলাশয়ের মল সহজে নির্গম না হওয়া; পেটের মল পরিস্কার না হওয়ার রোগ; constipation । কোষ্ঠশুদ্ধি (বিশেষ্য) উত্তমরূপে মল নির্গম; পেটের মল পরিস্কার হওয়া; মলশুদ্ধি। কোষ্ঠপরিস্কার হওয়া, কোষ্ঠসাফ হওয়া (ক্রিয়া) উত্তমরূপে নিয়মিত মল নিঃসরণ হওয়া । {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুষ্‌+থ(থন্‌)}
  • Bengali Word কোষ্ঠী, কুষ্ঠি Bengali definition [কোশ্‌ঠি, কুশ্‌ঠি] (বিশেষ্য) জন্মপত্রিকা, যার ভিতর জীবনের শুভাশুভ লিখিত খাকে। কোষ্ঠীকাটা (ক্রিয়া) ((আলঙ্কারিক)) নিন্দা করা; গালি দেওয়া (আমার এমন কোনো বিদ্যে নেই, যার জোরে আমি পরের কুষ্ঠি কাটতে পারি-প্রথম চৌধুরী)। কোষ্ঠীবিচার (বিশেষ্য) কোষ্ঠীর ফলাফল নির্ণয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ্ঠ+ঈ}
  • Bengali Word কোষ্ণ Bengali definition [কোশ্‌নো] (বিশেষণ) ঈষদুষ্ণ; অল্প গরম; কবোষ্ণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+উষ্ণ; (কর্মধারয় সমাস) }
  • Bengali Word কোসল Bengali definition কোশল
  • Bengali Word কোস্তাকুস্তি Bengali definition [কোস্‌তাকুস্‌তি] (বিশেষ্য) ধ্বস্তাধ্বস্তি (তোর মত ভূতো মারহাট্টা ছেলেদেরই এসব কোস্তাকুস্তি সাজে-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) কুশতম-কুশতা; ব্যতিহার ( বহুব্রীহি সমাস)}
  • Bengali Word কোহতুর Bengali definition কোহিতুর
  • Bengali Word কোহল Bengali definition [কোহোল্‌] (বিশেষ্য) ১ এক প্রকার প্রাচীন মদ। ২ সুরাসার; alcohol । ৩ বাদ্যযন্ত্রবিশেষ। {(আরবি) কুহল}
  • Bengali Word কোহিতুর, কোহতুর, কুহতুর Bengali definition [কোহিতুর্‌, কোহোতুর্‌, কুহোতুর্‌] (বিশেষ্য) তুর বা সিনাই পর্বত (আবার শুনিতে চায় কোহিতুর, সাফার আহ্বান-ফররুখ আহমদ; বিরচিল জবল-আরফা গিরি পূর। (সর্বনাম) পুণ্যস্থল লিখিলেক কোহতুর -সৈঅ)। {( ফারসি) কোহেতুর}
  • Bengali Word কোহিনুর,কোহিনূর Bengali definition [কোহিনুর] (বিশেষ্য) ১ ঐ নামের সুপ্রসিদ্ধ হীরক; মহামূল্য মণি। ২ ((আলঙ্কারিক)) সর্বপেক্ষা মূল্যবান পদার্থ (তোর কোহিনুর কাড়বে কে বল? -সত্যেন্দ্রনাথ দত্ত)। আলোর পাহাড়। ৪ গৌরবজনক ব্যক্তি। {( ফারসি)কোহেনূর}
  • Bengali Word কোড়ল ২ Bengali definition [কোঁড়েল্‌] কোষবৃদ্ধি রোগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কুরন্ড> কুরল্ল> কুরল>কোড়ল, কোঁড়ল}
  • Bengali Word কোড়া ১ Bengali definition [কোড়া] (বিশেষ্য) কশা; চাবুক; এক ধরনের বেত (সাত ডাকাত ঘোড়ায় কোড়া মারিয়া বাড়ীতে আসে- দীনবন্ধু মিত্র)। {(হিন্দী) কোড়া}
  • Bengali Word কোড়া ২ Bengali definition [কোড়া] (বিশেষ্য) এক প্রকার গ্রাম্য পাখি (কোড়াপাখি ধরা সাজনের সখ-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুরর}
  • Bengali Word কোড়য়, কড়ই Bengali definition [কোড়য়্‌, কড়ই] (বিশেষ্য) একপ্রকারের গাছ; যাকে গ্রামে সাধারণত ‘কড়ৈ’, ‘করৈ’ গাছ বলে (রাখালের সাথে বসি কোড়যের তলে কহিয়াছি কথা-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটাহ>??}
  • Bengali Word কোয়া, কোআ Bengali definition [কোয়া] (বিশেষ্য) কাঁঠাল ইত্যাদি ফলের কোষ (গোটাকতক লেবুর কোয়া-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। কোয়াওলা (বিশেষণ) কোষবিশিষ্ট (বিধবা পিসীর জন্য একটি খাজা কোয়াওলা কাঁঠাল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ> কোহ+আ=কোহা> কোআ >কোয়া}
  • Bengali Word কোয়াক Bengali definition [কোয়াক্‌] (বিশেষ্য) পাখিবিশেষের ডাক (সাবদানে চলে হেথায় হোথায় কোয়াক ডাকে-বন্দে আলী মিয়া)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কোয়ার্টার গার্ড Bengali definition [কোয়ার্‌টার্‌ গার্‌ড্‌] (বিশেষ্য) সৈন্য শিবিরস্থ হাজত (আমায় ঠেলে ঢোকানো হল কোয়ার্টার গার্ডে বা সামরিক হাজতে -(কাজী নজরুল ইসলাম))। {(ইংরেজি) Quarter guard}
  • Bengali Word কোয়েল, কোয়েলা (পদ্য.) Bengali definition [কোয়েল্‌, কোয়েলা] (বিশেষ্য) ১ কোকিল; পিক; পরভৃৎ (কোয়েল তোষে সঙ্গীতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। কোয়েলা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোকিল> (প্রাকৃত) কোইল+আ; (ইংরেজি) Cuckoo}
  • Bengali Word কৌ Bengali definition [কোউ] (বিশেষ্য) কাউগাছ; বৃক্ষবিশেষ (ফাল্গুন মাসের কৌ-গাছের মৌ লুট করে মৌমাছিটা গুন গুন করে কেবলই বাজে বকে যাচ্ছিল- অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ‘মৌ’ শব্দের সাদৃশ্যে গঠিত}
  • Bengali Word কৌঁসুলি, কৌসুলি Bengali definition [কোঁউশুলি, কৌউশুলি] (বিশেষ্য) আদালতের উকিল বা ব্যরিষ্টার। {(ইংরেজি) Counsellor}
  • Bengali Word কৌচ Bengali definition [কৌউচ্‌] (বিশেষ্য) গদি-আঁটা বড়ো আরাম কেদারা বা বসবার আসনবিশেষ (যেন স্প্রীংওয়ালা কৌচ-কালীপসন্ন সিংহ)। {(ইংরেজি) Couch}
  • Bengali Word কৌটা, কৌটৌ Bengali definition [কোউটা, কোউটো] (বিশেষ্য) ঢাকনিযুক্ত ছোট পাত্র বা আধারবিশেষ; পুট (কৌটা খুলি রক্ষোবধূ যত্নে দিলা ফোঁটা ললাটে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ্ঠ> (প্রাকৃত) কোট্‌ঠ>}
  • Bengali Word কৌটিল্য Bengali definition [কোউটিল্‌লো] (বিশেষ্য) কুটিলতা। ২ ক্রূরতা; নিষ্ঠুরতা; নির্দয়তা। ৩ বক্রতা। ৪ চাণক্য; মৌর্যবংশীয় সম্রাট চন্দ্রগুপ্তের কূটনীতিবিশারদ ও অর্থশাস্ত্র রচয়িতা মন্ত্রীর নাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুটিল+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word কৌটৌ Bengali definition কৌটা
  • Bengali Word কৌণিক Bengali definition [কোউনিক্‌] (বিশেষ্য) কোণ সংক্রান্ত (কৌণিক বিন্দু)। ¨ (বিশেষণ) কোনাচে; কোনাকুনি। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কুণ্‌+অ(ঘঞ্‌); কোণ+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word কৌণী Bengali definition [কোউনি] (বিশেষ্য) এক বর্গ হস্ত পরিমান; জরিপে ব্যবহৃত জমির পরিমাণবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোণ+ঈ}
  • Bengali Word কৌতুক Bengali definition [কোউতুক্‌] (বিশেষ্য) ১ আমোদ; আনন্দ; মজা (এ বড় কৌতুক-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ পরিহাস; ঠাট্টা; তামাশা; রহস্য। ৩ কৌতূহল; ঔৎসুক্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুতুক+অ(অণ্‌)}