Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কোটন, কুটন Bengali definition [কোটন্‌, কুটন্‌] (বিশেষ্য) খন্ড খন্ড করা; গুড়া বা চূর্ণ করা (কুটনা কুটন, বাটনা বাটন)।{(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্ট্‌=(বাংলা) √কুট্‌+অন=কুটন, কোটন}
  • Bengali Word কোটনা ১, কোটনা কোটা Bengali definition কুটনা
  • Bengali Word কোটনা ২ Bengali definition [কোট্‌না] (বিশেষ্য) স্ত্রী-পুরুষের অবৈধ মিলনদূত; গুপ্ত প্রণয় ইত্যাদি কার্যের মধ্যস্থ ব্যক্তি। ২ যে কারো বিরুদ্ধে মিথ্যা কথা লাগায়। কোটনাগিরি, কোটনাপনা (বিশেষ্য) কোটনার কাজ। কোটনামি (বিশেষ্য) ১ স্ত্রী পুরুষের অবৈধ মিলন সাধন ব্যবস্হা। ২ কানভাঙানি। কুটনি, কোটনী (স্ত্রীলিঙ্গ) {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুট্টনা>কোটনা}
  • Bengali Word কোটনা-কুটনি Bengali definition [কোট্‌নাকুট্‌নি] (বিশেষ্য) তরকারি যে কোটে (স্বামী হবে এঞ্জিনিয়ার আর স্ত্রী হবে কোটনা-কুটনি- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্‌+অন্‌>}
  • Bengali Word কোটর Bengali definition [কোটর্‌] (বিশেষ্য) ১ গাছের গুড়ির মধ্যস্হ গর্ত বা খোঁড়ল (গাছের কোটরে পাখির বাসা)। ২ গহ্বর (চক্ষু-কোটর)। ৩ কুঠরি; ক্ষুদ্র কক্ষ; ছোটঘড়; খোপ (কোটরবাসী)।কোটরগত (বিশেষণ) কোটরে বা গহ্বরে প্রবিষ্ট (কোটরগত চক্ষু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্‌+অর(অরণ্‌); অথবা (তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ্ঠ>}
  • Bengali Word কোটরা, কটোরা Bengali definition [কোটরা, কটোরা] (বিশেষ্য) কৌটা; পাত্র; ভান্ড (মধুর কোটরা আন মোহর কারণ -দৌলত উজির বাহরাম খান; সুবর্ণের কটোরা রাখিছে জলপুর-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটোর+আ(টাপ্‌)=কটোরা,(বর্ণবিপর্যয়ে)কোটরা}
  • Bengali Word কোটা ২ Bengali definition কোঠা
  • Bengali Word কোটা, কুটা Bengali definition [কোটা, কুটা] (ক্রিয়া) ১ কেটে খন্ড খন্ড করা; ছোট ছোট করে কাটা (মাছ বা তরকারি কোটা)। ২ চূর্ণ করা। ৩ ছেঁচা; ঠোকা; ক্রমাগত আঘাত করা (মসলা কোটা; মাথা কোটা)। ৪ ছেনি দিয়ে ঠুকে খাঁজ কাটা (শিল কোটা)। ¨ (বিশেষণ) খন্ড খন্ড করে কর্তিত; চূর্ণিত; পিষ্ট। ¨ (বিশেষ্য) কর্তন; চূর্ণন; পেষণ। কোটানো, কুটানো (ক্রিয়া) ১ অন্যের দ্বারা কাটানো বা খন্ড খন্ড করানো। ¨ (বিশেষণ) অপরের দ্বারা কর্তিত, খন্ডিত, চূর্ণিত বা পিষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্ট্‌=(বাংলা) √কুট্‌+আ=কুটা, কোটা}
  • Bengali Word কোটাল ১ Bengali definition কটাল
  • Bengali Word কোটাল ২ Bengali definition [কোটাল্‌] (বিশেষ্য) ১ নগর-রক্ষক; কোতোয়াল (লোহাটা বজ্জর তার সহর-কোটাল-ঘনরাম চক্রবর্তী; মন্ত্রী এবং কোটাল জব্দ হয়েছে-কাআমা)। ২ প্রহরী; পাহারাওয়ালা (ধন নিল চুরি করি কোটাল আনিল ধরি-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ্ঠপাল> কোট্টব্রাল> কোট্টআল>কোটাল। (তুলনীয়)(ফারসি) কুতরাল}
  • Bengali Word কোটালগি Bengali definition [কোটাল্‌গি] (বিশেষ্য) নগর রক্ষার কাজ বা পদ (রাজত্ব কিসে থাকে কোটালগি কে রাখে-দীনবন্ধু মিত্র)। {(ফারসি) কুত্‌বালগি}
  • Bengali Word কোটালি Bengali definition [কোটালি] (বিশেষ্য) কোটালগিরি; কোটালের পদ (মাতালে কোটালি দিয়া পাইনু আপন কিয়া দূরে, গেল সরম ভরম- ভারতচন্দ্র রায় গুণাকর)। { কোটাল+ই=কোটালি}
  • Bengali Word কোটি, কোটী Bengali definition [কোটি] (বিশেষ্য) ১ ক্রোর; শত লক্ষ; ১,০০,০০,০০০ সংখ্যা। ২ ধনু খড়গ্‌ ইত্যাদির অগ্র বা প্রান্তভাগ। ৩ ধার; প্রান্ত। ৪ অগ্র। ৫ উৎকর্ষ; পরাকাষ্ঠা। ৬ তর্কবিতর্কে এক পক্ষ। ৭ শ্রেণি; কোঠা। ¨ (বিশেষণ) ১ শত লক্ষ সংখ্যক, ১,০০,০০,০০০ সংখ্যা পরিমিত। ২ অসংখ্য (কোটিকে গুটিক মিলে)। কোটিকল্প (বিশেষ্য) ১ হিন্দুমতে ব্রহ্মার এক কোটি দিন অর্থ্যাৎ মানুষের ৮৬৪,০০,০০,০০০,০০,০০,০০০ বৎসর। ২ অনন্তকাল; চিরদিন। কোটিপতি, কোটি কোটীশ্বর (বিশেষ্য) ধনকুবের; মহাধনবান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুট্‌+ই(ইন্‌)}
  • Bengali Word কোটেশন Bengali definition [কোটেশন্‌] (বিশেষ্য) ১ উদ্বৃতি (কি সুন্দর তার উঁর্দু আর ফারসি কোটেশন-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ উদ্ধার-চিহ্ন ; “-” এ চিহ্ন। ৩ দর; মূল্য বা পারিশ্রমিক; ব্যবসায়ী যে দরে মাল সরবরাহ করতে পারে সেই দর (কোটেশন ডাকা)। { (ইংরেজি) Quotation}
  • Bengali Word কোট্ট, কোঠ Bengali definition [কোট্‌টো, কোঠ্‌] (বিশেষ্য) দুর্গ; গড়; সুরক্ষিতগৃহ বা প্রাসাদ(পলাইয়া কোঠে গিয়া নবাব রহিল -ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্ট্‌+অ(ঘঞ্‌)>}
  • Bengali Word কোট্টপাল Bengali definition [কোট্‌টোপাল্‌] (বিশেষ্য) ১ দূর্গাধ্যক্ষ; দূর্গরক্ষক। ২ দূর্গাধিপতি; কিল্লাদার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ্ট>কোট্ট; কোষ্ঠপালক> কোট্টপালঅ> কোট্টপাল}
  • Bengali Word কোঠরি Bengali definition কুঠরি
  • Bengali Word কোঠা, কোটা Bengali definition [কোঠা, কোটা] (বিশেষ্য) ১ পকোষ্ঠ; কামরা। ২ পাকা ঘর; অট্টালিকা। ৩ স্তর; শ্রেণি; অবস্থা (বয়স তিরিশের কোঠায়, জীবনের শেষ কোঠা-খগেন্দ্রনাথ মিত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কোষ্ঠ>(প্রাকৃত) কোট্‌ঠা>কোঠ, কোট+আ}
  • Bengali Word কোঠি Bengali definition কুঠি
  • Bengali Word কোড Bengali definition [কোড্‌] (বিশেষ্য) ১ আইনের সারগ্রস্থ। ২ নিয়মাবলি; প্রচলিত রীতি (হামবড়াই-এর সংহিতা কোড্‌ বেবাক কাটো বেবাক কাটো- সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ সংকেত-পদ্ধতি। {(ইংরেজি) Code}
  • Bengali Word কোডিসিল Bengali definition [কোডিসিল্‌] (বিশেষ্য) ক্রোড়পত্র; উইলের পরিশিষ্ট(বর্ণ্মা-প্রবাসীর জাতি যাইবার আইনটা বোধ করি কোন গতিকে শাস্ত্রকারের কোডিসিলটা এড়াইয়া গেছে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ইংরেজি) Codicil}
  • Bengali Word কোণ Bengali definition [কোন্‌] (বিশেষ্য) ১ (জ্যামিতি) পরষ্পর মিলিত দুই সরল রেখার মধ্যবর্তী স্থান (ত্রিভুজের কোণ)। ২ দুই পার্শ্বের মিলনস্থান (ঘরের কোণ)। ৩ সুক্ষ্ণ প্রান্ত (আখিঁকোণ)। ৪ অস্ত্রাদির অগ্রভাগ (ছুরির কোণ)।৫ খুঁট (কাপড়ের কোণ)। ৬ গৃহাভ্যন্তর; অন্তঃপুর (বাবুটি সন্ধ্যা না হতেই কোণে ঢোকেন-অমৃব)। ৭ চালের কণা; চাল থেকে বিক্ষিপ্ত কোণাংশ (ভিক্ষা মাগি খুদকোণ যে পান ঠাকুর-ভারতচন্দ্র রায় গুণাকর)। কোণঘেঁষা (বিশেষণ) অমিশুক; লাজুক; নির্জনবাসী। কোণঠাসা (বিশেষণ) ১ সঙ্কীর্ণ গন্ডীর মধ্যে আবদ্ধ; অপর সকলের চাপে জড়সড়; একঘরে (খেলোয়ারদের একজন দেখলুম ক্রমেই কোনঠাসা হয়ে আসছেন-সৈয়দ মুজতবা আলী)। ২ উপেক্ষিত ;অবজ্ঞাত। সন্নিহিত কোণ (বিশেষ্য) (জ্যামিতি) এক সরল রেখার উপর অপর সরলরেখা স্থাপিত হলে পাশাপাশি যে দুইটি কোনের সৃষ্টি হয় তাদের যে কোনো একটি; adjacent angle । সমকোণ (বিশেষ্য) (জ্যামিতি) এক সরল রেখার উপর অপর সরল রেখা স্থাপিত হলে পরস্পর সমান যে দুইটি সন্নিহিত কোণের সৃষ্টি হয় তাদের প্রত্যেকটি ; right angle; ৯০০। সূক্ষ্ণ কোণ (বিশেষ্য) (জ্যামিতি) সমকোণ অর্থ্যাৎ ৯০০ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ; acute angle । স্থূল কোণ (বিশেষ্য) (জ্যামিতি) সমকোণ অর্থ্যাৎ ৯০০ অপেক্ষা বৃহত্তর কোণ; obtuse angle ।{ (তৎসম বা সংস্কৃত শব্দ) √কুণ্‌+অ(ঘঞ্‌)>কোণ}
  • Bengali Word কোতকা Bengali definition কোঁতকা
  • Bengali Word কোতরা Bengali definition [কোত্‌রা] (বিশেষ্য) ঝোলাগুড়; মাতগুড়; আল কাতরার মতো কালো পাতলা গুড়। {(আরবি) আল্‌কাতরাহ্‌; (তুলনীয়) (পর্তুগিজ) Alcatrao; (তুলনীয়) (ওড়িয়া) কোতরা}
  • Bengali Word কোতেfয়াল, কোতওয়াল Bengali definition [কোতোয়াল্‌, কোত্‌ওয়াল্‌] (বিশেষ্য) নগর-রক্ষক; প্রহরী; থানাদার; কোটাল (কোতয়াল যেন কাল খাঁড়া ঢাল ঝাঁকে- ভারতচন্দ্র রায় গুণাকর)। কোতোয়ালি, কোতোয়ালী (বিশেষ্য) ১ কোতোয়ালের কর্ম বা পদ। ২ কোতোয়ালের স্থান; থানা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোট্টপাল> কোট্টব্রাল> কোতওয়াল; (তুলনীয়)(ফারসি) কুতরাল}
  • Bengali Word কোথা Bengali definition [কোথা] অব্যয়; (সর্বনাম) কোনো স্থান (কোথা থেকে)। ¨ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) কোনোস্থানে; কোথায় (কোথা যাবে)। কোথাকার (বিশেষণ) ১ কোন স্থানের (কোথাকার লোক) ২ কুস্থানের; অস্থানের (কোথাকার কোন পাজি)। ৩ তিরস্কারে ; কোনো বিরক্তিকর বা অপ্রীতিকর ঘটনার বা বিষয়ের (দুষ্ট কোথাকার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুত্র> কুথ্থ> কুথ+আ=কোথা}
  • Bengali Word কোদন, কোদা Bengali definition কোঁদা৩
  • Bengali Word কোদন্ড Bengali definition [কোদন্‌ডো] (বিশেষ্য) ১ ধনু; শরাসন; চাপ। ২ ভ্রূলতা; ভ্রূভঙ্গি (কামের কোদন্ড ভুরু অলঙ্ঘ সন্ধান-সৈয়দ আলাওল)। কোদন্ড-টঙ্কার (বিশেষ্য) ধনুকের ছিলা আন্দোলনের শব্দ (কোদন্ড-টঙ্কার সহ অসির ঝনঝনি-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুণ্‌+অন্ড; (তৎসম বা সংস্কৃত শব্দ) √কু+দন্ড; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word কোদাল, কোদালি, কুদাল Bengali definition [কোদাল্‌, কোদালি, কুদাল্‌] (বিশেষ্য) মাটি কাটার একপ্রকার অস্ত্র বা যন্ত্র (দৃঢ় হাতে চালাও কোদালি-আতাউর রহমান)। কোদলানো, কোদালপাড়া (ক্রিয়া) কোপানো; কোদাল দিয়ে মাটি কাটা। কোদালে, কোদালিয়া (বিশেষণ) ১ যে কোদাল দিয়ে মাটি কোপায় বা কাটে। ২ কোদাল দিয়ে কোপানো মাটির মতো আকৃতিবিশিষ্ট (আকাশের কোদালে মেঘ-প্রেমেন্দ্র মিত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুদ্দাল>কোদাল, (তুলনীয়) (হিন্দী) কুদাল}
  • Bengali Word কোন Bengali definition [কোন্‌] (সর্বনাম) ১ কী; কে (কোনটি চাই, কোনজন এ কাজ করেছে?)। ২ অনির্ধারিত বা অনির্দিষ্ট কোনোটি (কোন দিন হয়তো বলবে)। ¨ (ক্রিয়াবিশেষণ) ১ কী প্রকারে; কিভাবে; কিসে (তুমিই বা কোন ভালোটা করো?)। ২ কেন; কী হেতু; কী কারণে (সবাই বলে, আমিই কোন না বলি)। ৩ কেননা; কই; কোথায় (তুমি কোন আমায় বললে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌>;(তৎসম বা সংস্কৃত শব্দ) কোস্ম> (প্রাকৃত) কোন; (প্রাকৃত) কউণ>কোন, (তুলনীয়) (হিন্দী) কেনি}