Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ক্বাথ, কথ্থ, কাথ Bengali definition [কাথ্‌, কত্‌থো, কাথ্‌] (বিশেষ্য) ১ গাছগাছড়া পানিতে সিদ্ধ করে তৈরি নির্যাস। ২ মাঢ়ি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্বথ্‌+অ(ঘঞ্‌)>}
  • Bengali Word ক্যাঁক Bengali definition [ক্যাঁক্‌] (অব্যয়) (অনুকার শব্দ) হঠাৎ আঘাত ইত্যাদির ফলে বেদনাব্যঞ্জক ধ্বনি (লাঠির আঘাতে ক্যাঁক করা)। ক্যাঁকক্যাঁক করা (ক্রিয়া) ক্যাঁক ধ্বনি উচ্চারন করে বিরক্তি বা ক্রোধ প্রকাশ করা; ক্রোধে জ্বলে যাওয়ার ভাব প্রকাশ করা। ক্যাঁককরে অক্রি আকস্মিকভাবে (ক্যাঁক করে গাল টিপে ধরলো)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ক্যাঁচ Bengali definition [ক্যাঁচ্‌] (বিশেষ্য) এক আঘাতে কাটার ধ্বনি (ক্যাঁচ করে কলাগাছটি কেটে ফেলেছে)। ক্যাঁচ ক্যাঁচ, ক্যাঁচর-ক্যাঁচর ( অব্যয়) (বিশেষ্য) ক্রমাগত কর্তন বা ঘর্ষণের বা দংশনের শব্দ। ক্যঁচর ম্যাচর (অব্যয়) বিরক্তিকর কলরব (চাকার ক্যাঁচর ম্যাচর শব্দ তুলে এগিয়ে যাচ্ছে-রশীদ খাঁন)। ক্যাঁচক্যাঁচানি (বিশেষ্য) ক্রমাগত ক্যাঁচ ক্যাঁচ শব্দ (শিশুদের ক্যাঁচ-ক্যাঁচানি আর সয় না)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ক্যাঁচা Bengali definition কোঁচ১
  • Bengali Word ক্যাঁট-ক্যাঁট, ক্যাট-ক্যাট Bengali definition [ক্যাঁট্‌ক্যাঁট্‌, ক্যাট্‌ক্যাট্‌] (অব্যয়) পুনঃপুন বিঁধবার ধ্বনি। ¨ (বিশেষ্য ) কটু ও বিরক্তিকর কথা (বেশি ক্যাট ক্যাট করো না)। ক্যাঁটক্যাঁটে (বিশেষণ) ১ কর্কশ ও তীব্র (ক্যাঁটক্যাঁটে কথা)। ২ মর্ম বিদারক। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ক্যাঁত Bengali definition [ক্যাঁত্‌] (অব্যয়) পদপ্রহারের ধ্বনি; লাথি মারার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ক্যাংগারু Bengali definition ক্যাঙ্গারু
  • Bengali Word ক্যাঙ্গারু, কেঙ্গারু, ক্যাংগারু Bengali definition [ক্যাঙ্‌গারু] (বিশেষ্য) অস্ট্রেলিয়ার উদ্ভিদভোজী প্রাণীবিশেষ-যার সন্মুখের দুই পা পশ্চাতের দুই পায়ের তুলনায় অতিশয় ছোট এবং যার পেটে বাচ্চা রাখার থলি থাকে। {(ইংরেজি) Kangaroo}
  • Bengali Word ক্যাটালগ Bengali definition [ক্যাটালগ্‌] (বিশেষ্য) বিবরণপত্রিকা; ক্রমানুযায়ী বা বর্ণনাক্রমিক নির্ঘন্ট বা তালিকা (তার তত্ব ও তথ্যপূর্ণ ক্যাটালগ বা ফিরিস্তি ও আছে-মুহম্মদ এনামুল হক)। {(ইংরেজি) Catalogue}
  • Bengali Word ক্যাডেট Bengali definition [ক্যাডেট্‌] (বিশেষ্য) শিক্ষানবিস সৈনিক (ক্যাডেটের ইউনিফর্ম-পরা তার একটা ফটোও আছে-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) Cadet}
  • Bengali Word ক্যাদ্দানি Bengali definition [ক্যাদ্‌দানি] ⇒ কারদানি
  • Bengali Word ক্যানভাস Bengali definition [ক্যান্‌ভাস্‌] (বিশেষ্য) ভোট প্রার্থনা; নির্বাচনে জয়লাভ করার জন্য ভোটারদের সমর্থনলাভের চেষ্টা। ¨ (ক্রিয়া) ক্যানভাস করা; প্রচারণা চালানো (সরকার সাহেবের পক্ষে বাড়ি-বাড়ি ক্যানভাস করিতেও গিয়াছিল-আবুল মনসুর আহমদ)। {(ইংরেজি)canvass}
  • Bengali Word ক্যানসার, ক্যান্সার Bengali definition [ক্যান্‌সার্] (বিশেষ্য) দুরারোগ্য ক্ষতরোগবিশেষ; কর্কটরোগ (এই এশিয়ার ক্যানসার ইউরোপের দেহ হতে সমূলে উৎপাটিত করতে হলে-প্রথম চৌধুরী)। {(ইংরেজি) Cancer}
  • Bengali Word ক্যানেস্তারা Bengali definition কানেস্তারা
  • Bengali Word ক্যান্টিন Bengali definition [ক্যান্‌টিন্‌] (বিশেষ্য) ১ স্কুল-কলেজ অফিসাদি সংলগ্ন চা নাস্তা খাদ্য প্রভৃতির দোকান। ২ সেনানিবাসের মধ্যে খাদ্য মদ প্রভৃতির দোকান (চায়ের অসংখ্য ক্যান্টিন-জীবনানন্দ দাশ)। {(ইংরেজি) Canteen}
  • Bengali Word ক্যাবলা Bengali definition কেবলা১
  • Bengali Word ক্যাবিন Bengali definition কেবিন
  • Bengali Word ক্যাবিনেট Bengali definition কেবিনেট
  • Bengali Word ক্যামফার Bengali definition [ক্যাম্‌ফার্‌] (বিশেষ্য) কর্পূর (টাঙ্ক হইতে রুবিনার ক্যামফার বাহির করিয়া-নজিবর রহমান)। {(ইংরেজি) Camphor}
  • Bengali Word ক্যামবিস Bengali definition ক্যাম্বিস
  • Bengali Word ক্যামেরা Bengali definition [ক্যামেরা] (বিশেষ্য) ফটো বা আলোকচিত্র গ্রহণের যন্ত্র (স্থানকাল পাত্রভেদে ক্যামেরার চাহনিও যখন মানুষের দৃষ্টির মতোই বদলাতে থাকে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(ইংরেজি) Camera}
  • Bengali Word ক্যামেলিয়া Bengali definition [ক্যামেলিয়া] (বিশেষ্য) ফুলবিশেষ। {(ইংরেজি) Camellia}
  • Bengali Word ক্যাম্পখাট, ক্যাম্পকট Bengali definition [ক্যাম্‌প্‌খাট্‌, ক্যাম্‌প্‌কট্‌] (বিশেষ্য) ক্যাম্পের উপযোগী হালকা খাট; পায়ার উপর ক্যানভাস কাপড়ের তৈরি খাট; যে খাট এক স্থান থেকে অন্য স্থানে সহজে বহন করে নিয়ে যাওয়া যায় (ক্যাম্প খাট খুলিয়া উঠানেই শুইয়া পড়িলেন-(কাজী নজরুল ইসলাম); করিডরে পর্যন্ত ক্যাম্পকট পেতে শোবার ব্যবস্থা-সৈয়দ মুর্তাজা আলী)। {(ইংরেজি) Camp-cot}
  • Bengali Word ক্যাম্পাস, ক্যামপাস Bengali definition [ক্যাম্‌পাস্‌] (বিশেষ্য) শিক্ষাপ্রতিষ্ঠানের এলাকা (স্কুল ক্যাম্পাসের নকশাখানা-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) Campus}
  • Bengali Word ক্যাম্বিস, কেম্বিস, ক্যামবিস Bengali definition [ক্যাম্‌বিশ্‌] (বিশেষ্য) মোটা ও মজবুত কাপড়বিশেষ; চটজাতীয় কাপড় (জিনিসভর্তি ক্যাম্বিসের থলেটা -আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) Canvas}
  • Bengali Word ক্যারক্যার Bengali definition [ক্যার্‌ক্যার্‌] (বিশেষ্য) ক্যার ক্যার শব্দ; ঘুণ পোকার কাঠ কাটার শব্দ। ক্যারকেরে (বিশেষণ) যা ক্যারক্যার শব্দ করে (ক্যারকেরে পোকা কাটে কাঠ)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ক্যারক্যারি Bengali definition [ক্যারক্যারি] (বিশেষ্য), (বিশেষণ) বিরক্তিকর আওয়াজবিশেষ (তোর কি ঢেঁকির ক্যারক্যারি আজ শেষ হবে না? -সরদার জয়েনউদ্দীন)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ক্যারা, ক্যারা বাঙালি Bengali definition [ক্যারা, -বাঙালি] (বিশেষ্য) ওড়িয়া ভাবাপন্ন বাঙালি (উড়িষ্যার পরগাছা ‘ক্যারা’ অগণন- দীনবন্ধু মিত্র)। {খ্যাড়া(?) অথবা কীড়া(?)>}
  • Bengali Word ক্যারাম, ক্যারোম Bengali definition [ক্যারাম, ক্যারোম] (বিশেষ্য) একপ্রকার খেলা; কাঠের তৈরি চৌকানো বোর্ডে গুটি দিয়ে খেলা (নাম নাকি ক্যারোম খেলা -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) Carom}
  • Bengali Word ক্যারিকেচার Bengali definition [ক্যারিকেচার্‌] (বিশেষ্য) ব্যঙ্গাত্নক বর্ণনা; ব্যঙ্গচিত্র; হাস্য উদ্রেকের জন্য বিদ্রূপাত্নক অনুকরণ বা সাদৃশ্য বর্ণনা (তিনি হিন্দুধর্ম ও হিন্দুদর্শনের যে বর্ণনা করেছেন তা ক্যারিকেচর পর্যন্ত নয়-প্রথম চৌধুরী)। {(ইংরেজি ) Caricature}