Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কোঁদা ১ Bengali definition কেঁদো
  • Bengali Word কোঁদা ২, কুঁদা ১ Bengali definition [কোঁদা, কুঁদা] (ক্রিয়া) ১ খরাদ করা; কুঁদ নামক যন্ত্রে ঘুরিয়ে কাটা। ২ কেটে প্রয়োজনীয় রূপ দেওয়া (ইন্দ্রের তুমি বজ্র গড়েছ দধীচির দৃঢ় হাড় কোঁদে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ খোদাই করা। ¨ ( বিশেষণ) কুঁদে গঠন করা হয়েছে এমন (পুঁথির লেখা মাপজোখে ঠিকঠাক করে কোঁদা ঠাকুরে -অবনীন্দ্রনাথ ঠাকুর)। কুঁদন, কোঁদন বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষুদ্‌= ( বাংলা) √খুদ্‌, কুঁদ্‌+আ; (তৎসম বা সংস্কৃত শব্দ) √খিন্‌>খোঁদা>}
  • Bengali Word কোঁদা ৩, কুঁদা ২, কোদা, কুদা Bengali definition [কোঁদা, কুঁদা, কোদা, কুদা] (ক্রিয়া) ১ আস্ফালন করা; কুর্দন করা; মরার জন্য রুখে যাওয়া। ২ লাফানো। ¨ (বিশেষ্য) ১ আস্ফালন; কুর্দন। ২ লম্ফন। কুঁদন, কুদন, কোঁদন, কোদন (বিশেষ্য) ১ আস্ফালন; কুর্দন। ২ লম্ফন। কুঁদাকুঁদি, কুদাকুদি (বিশেষ্য) লাফালাফি (পেটে ক্ষিধের চোঁচা দৌড় বেশ কুদোকুদি শুরু করেছে-শওকত ওসমান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুর্দ্‌ (বাংলা) =(বাংলা) √কুর্দ্‌+আ = কুদা>}
  • Bengali Word কোঁড়, কোঁড়া, কুরুল Bengali definition [কোঁড়, কোঁড়া, কুরুল] (বিশেষ্য) ১ বাঁশ ইত্যাদির অঙ্কুর (গলাটি যেন সে তালের কোঁড়া-মোহিতলাল মজুমদার)। ২ কুঁড়ি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোরক>কোর>}
  • Bengali Word কোঁড়ল, কোড়ল ১ Bengali definition [কোঁড়ল্‌, কোড়ল্‌] (বিশেষ্য) ১ কুড়ল পাখি; পাখিবিশেষ (উহার শাখায় কোড়ল পাখিরা বৈশাখে বাঁধে বাসা-বন্দে আলী মিয়া)। ২ বাঁশ বেত ইত্যাদির নতুন অঙ্কুর; কোড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুরর>; (তৎসম বা সংস্কৃত শব্দ) কোরক অথবা করীর। সম্ভবত মুন্ডুারি ভাষার ‘কারিল’ অথবা কোঙ্কণ দেশীয় ‘কোংড়া’ (অর্থঃ ছোট বাঁশ) শব্দ থেকে উৎপন্ন}
  • Bengali Word কোঁড়া ১ Bengali definition কোঁড়
  • Bengali Word কোঁড়া ২ Bengali definition [কোড়া] (ক্রিয়া) খনন করা; গর্ত করা; খোঁড়া (কালকেতু বড় বাড় নিত্য কোড়ে ডোবা গাড়; পড়িলে উঠিতে না পারি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষুদ্‌= (বাংলা) √খুড়=√কু্‌ড়্‌+আ=কোড়া>কোঁড়া; (তৎসম বা সংস্কৃত শব্দ) √খিন্‌>√খোঁড়া>}
  • Bengali Word কোঁয়র Bengali definition কোঙর
  • Bengali Word কোঁয়াজ্বর, কোয়াজ্বর Bengali definition [কোঁয়াজর্‌, কোয়াজর্‌] (বিশেষ্য) বাতশিরা জ্বর; অন্ডকোষস্ফীতিজনিত জ্বর (কোয়াজ্বরের ঔষধ সদাই পাব কতি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ>কোয়া+জ্বর}
  • Bengali Word কোং Bengali definition কোম্পানি
  • Bengali Word কোক ১ Bengali definition [কোক্‌] (বিশেষ্য) ১ চখা; চক্রবাক। ২ নেকড়ে বাঘ (দূর কর নিজ শোক, শার্দূল ভল্লুক কোক-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। কোকী (স্ত্রীলিঙ্গ)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) (চক্র) বাক>; √কুক্‌+অ(অচ্‌)}
  • Bengali Word কোক ২ Bengali definition [কোক্‌] (বিশেষ্য) সামান্য পোড়ানো পাথুরে কয়লা; রান্নার উপযোগী পোড়ানো খনিজ কয়লা (বর্ণচ্ছটায় কোক্‌কে হারায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) Coke }
  • Bengali Word কোকনদ Bengali definition [কোকনদ্‌] (বিশেষ্য) ১ রক্তপদ্ম (ধরার পঙ্কে ফুটিল গো আজ কোটি -দল কোকনদ-নাই)। ২ লাল শালুক; রাঙা সুঁদি। ৩ ((আলঙ্কারিক)) রত্ন (অমৃত সাগরে অবগাহি তুলে আনি সেই কোকনদ-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোক১ +√নদ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word কোকাফ, কোহ্-ই-কাফ, কোহ্‌কাফ Bengali definition [কোকাফ্‌, কোহ্‌ইকাফ্‌, কোহ্‌কাফ] (বিশেষ্য) কবি-প্রবাদমতে পৃথিবী বেষ্টনকারী পাহাড়বিশেষ; যা জিন পরীর আবাস; ককেসাস পর্বত (কিশোর চোখে ভেসে উঠে কোকাফ মুলুক পরীর পুর -(কাজী নজরুল ইসলাম); কোকাফ মুলুক পেরিয়ে হবে যেতে-ফররুখ আহমদ)। {(ফারসি) কোহেকাফ}
  • Bengali Word কোকিল Bengali definition [কোকিল্‌] (বিশেষ্য) এক প্রকার কৃষ্ণবর্ণ সুকন্ঠ পাখি; পিক; পরভৃত। কোকিলা (বিশেষণ) কোকিলের ন্যায় সুমধুর স্বরবিশিষ্ট। কোকিল কন্ঠী (স্ত্রীলিঙ্গ)। কোকিলাসন (বিশেষ্য) এক প্রকার তান্ত্রিক যোগাসন। কোকিলেক্ষু (বিশেষ্য) কাজলা ইক্ষু বা আখ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুক্‌+ইল(ইলচ্‌)}
  • Bengali Word কোকেন Bengali definition [কোকেন্‌] (বিশেষ্য) আমেরিকার কোকাগাছের পাতা থেকে প্রস্তুত একপ্রকার মাদকদ্রব্য ও ঔষধ বিশেষ (গিরিশ বলেচে আমি নাকি কোকেন খাবো -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) Cocaine }
  • Bengali Word কোঙর, কোঁয়র Bengali definition [কোঙোর, কোঁয়র] (বিশেষ্য) ১ পুত্র; সন্তান; তনয় (কে আছে মারিবে আর আলীর কোঙর-হেয়াত মাহমুদ)। ২ কুমার; রাজপুত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুমার>কোঙর, কোঁয়র}
  • Bengali Word কোঙা, কোঙ্গা Bengali definition [কোঙা, কোঙ্‌গা] (বিশেষণ) কুঁজো; বক্রপৃষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুব্জ>; তুল (হিন্দী) কোঙা}
  • Bengali Word কোঙ্কণ Bengali definition [কোঙ্‌কোন্‌/কোঙ্‌কন্‌] (বিশেষ্য) ১ মহারাষ্ট্রের একটি প্রদেশ বা জনপদ। ২ এক প্রকার অস্ত্র। কোঙ্কণা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দু পুরাণোক্ত পরশুরামের মাতা রেণুকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোম্‌+√কন্‌+অ(অচ্‌)}
  • Bengali Word কোঙ্গা Bengali definition কোঙা
  • Bengali Word কোচ ১, কোচ ২ Bengali definition [কোচ্‌, কোঁচ্‌] (বিশেষ্য) ১ ভারতের কোচবিহারের আদিম বাসিন্দা। ২ ধীবর সম্প্রদায়বিশেষ (মৎস্য মারে কোচগণ বৈসে নানা রঙ্গে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কুচ্‌+অ(ঘঞ্‌)>}
  • Bengali Word কোচ ২, কোঁচ ২ Bengali definition [কোচ্‌, কোঁচ্‌] (বিশেষ্য) গ্রাম্য মাছ ধরার অস্ত্র বা যন্ত্রবিশেষ। প্রাচীন কোচ জাতির নাম থেকে তাদের মাছ মারার যন্ত্রের নাম। {কোচ১ >}
  • Bengali Word কোচওয়ান Bengali definition কোচম্যান
  • Bengali Word কোচবাক্স Bengali definition [কোচ্‌বাক্‌শো] (বিশেষ্য) গাড়োয়ান যেখানে বসে গাড়ি চালায়; গাড়িতে কোচম্যানের বসার আসন। {(ইংরেজি ) Coach-box}
  • Bengali Word কোচম্যান, কউচম্যান, কেচোয়ান, কোচওয়ান Bengali definition [কোচ্‌ম্যান, কোউম্যান, কেচোয়ান্‌, কোচ্‌ওয়ান্‌] (বিশেষ্য) গাড়োয়ান, ঘোড়ার গাড়ির চালক (এক্কাও তিনি নিজেই চালান কোচম্যান লাগে না-আবুল মনসুর আহমদ; সাজিয়া কউচম্যান উপরে উঠিয়া- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।{(ইংরেজি) Coachman }
  • Bengali Word কোজাগর Bengali definition [কোজাগর্‌] (বিশেষ্য) আশ্বিন মাসের পূর্ণিমা (হেসে উঠে সেই পূর্ণিমা -কোজাগর- মোম)। কোজাগরী (বিশেষণ ) ১ কোজাগরসংক্রান্ত। ২ কোজাগর কালে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঃ (ক)+জাগর (<√জাগৃ+অ)}
  • Bengali Word কোঞ্চা Bengali definition কোঁচা
  • Bengali Word কোট ১ Bengali definition [কোট্‌] (বিশেষ্য) ১ দূর্গ (রাজকোট)। ২ নগর (পাঠানকোট)। ৩ অধিকার; দখল (কৌশল করে অবোধ শক্রকে আপন কোটে নিয়ে এলেন -দীনবন্ধু মিত্র)। ৪ জিদ; গোঁ; পণ (নিজের কোট বজায় রাখবার জন্য -প্রথম চৌধুরী)। ৫ সীমানা; চতুঃসীমা; চৌহদ্দি (ভীমকে আজি পাঠিয়েছি রাক্ষসের কোটে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোট্ট>}
  • Bengali Word কোট ২ Bengali definition [কোট্‌] (বিশেষ্য) অন্যান্য জামার উপরে পরিধান করার ইউরোপে উদ্ভাবিত একপ্রকার মোটা জামা। {( ইংরেজি) Coat}
  • Bengali Word কোট-পকেট Bengali definition [কোট্‌পকেট্‌] (বিশেষ্য) কোটের জেব (কোটপকেট হইতে ঘড়ি বাহির হইয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ইংরেজি) Coatpocket}