Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কৌতুকাবহ Bengali definition [কোউতুকাবহো] (বিশেষণ) আমোদজনক; কৌতূহলজনক; মজার (অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যালাপের- রঠা)। কৌতুকী (-কিন্‌) ( বিশেষণ) ১ কৌতুকপূর্ণ। ২ কৌতুককারী (কি কৌতুক এ তব, কৌতুকি!-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ আমুদে; রহস্যপ্রিয়; পরিহাসপ্রিয়। ৪ কৌতূহলী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৌতুক+আবহ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কৌতূহল Bengali definition [কোউতুহল্‌] (বিশেষ্য) ঔৎসুক্য; নতুন বা অজ্ঞাত বিষয় জানবার আগ্রহ; কুতূহল। কৌতূহল পরবশ (বিশেষণ) কৌতূহলপূর্ণ; নতুন বা অজ্ঞাত বিষয় জানতে আগ্রহী। কৌতূহলী (-লিন্‌) (বিশেষণ) ১ উৎসুক; নতুন কিছু জানার জন্য আগ্রহী বা ইচ্ছুক। ২ কৌতুহল উদ্রেককর (কৌতূহলী পুস্পগন্ধ-রবীন্দ্রনাথ ঠাকুর)। কৌতূহলোদ্দীপক (বিশেষণ) ঔৎসুক্যবর্ধক; কুতূহল উদ্রেককর; যাতে কোনো অজানা বিষয় জানার আগ্রহ বাড়ে। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কুতূহল+অ(অণ্‌); (বহুব্রীহি সমাস) ;৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কৌন্তিক Bengali definition [কোউন্‌তিক্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ কুন্তধারী; কুন্তনামক ক্ষেপনাস্ত্রধারী; বর্শার তুল্য অস্ত্রধারী। ২ যোদ্ধা (দুরন্ত কৌন্তিককুল কুন্তে আষ্ফালিল-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুন্ত+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word কৌন্তেয় Bengali definition [কোউন্‌তেয়ো] (বিশেষ্য) মহাভারতোক্ত কুন্তীর পুত্র যূধিষ্ঠির, ভীম ও অর্জুন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুন্তী+এয়(ঢক্‌)}
  • Bengali Word কৌন্সিল Bengali definition [কোউন্‌সিল] (বিশেষ্য) মন্ত্রণাসভা; পরিষদ; দেশের আইন-পরিষদ (আমাকে বড় চাকরি দাও, রাজা কর, রায় বাহাদুর কর, কৌন্সিলের মেম্বর কর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ইংরেজি) Council}
  • Bengali Word কৌপীন Bengali definition [কৌউপিন্‌] (বিশেষ্য) ল্যাঙ্গট; চীরবসন; কপনি,(পট্টাম্বর ত্যজি রাজা পরিল কৌপীন-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কূপ+ঈন্‌(খঞ্‌)}
  • Bengali Word কৌমার Bengali definition (বিশেষ্য) ১ কুমারকাল বা অবস্থা; অবিবাহিতকাল বা অবস্থা (জিনিয়া লইলে মোর কৌমার অতুল অ-স্বর্গীয়-মোহিতলাল মজুমদার)। ২ বাল্যকাল; পঞ্চম থেকে দশম বর্ষ পর্যন্ত অবস্থা। ৩ অবিবাহিত পুত্র। ¨ (বিশেষণ) কুমার সন্বন্ধীয় (তিনি কৌমার ব্রহ্ম চারী-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কৌমারভৃত্য, কৌমারভৃত্যতন্ত্র (বিশেষ্য) (আয়ু.) শিশুব্যাধি ও প্রসূতিরোগের চিকিৎসাশাস্ত্র।
  • Bengali Word কৌমারী Bengali definition (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ অবিবাহিত মেয়ে। ২ প্রথমা পত্নী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুমার+অ(অণ্‌)}
  • Bengali Word কৌমার্য Bengali definition [কোউমার্‌জো] (বিশেষ্য) অনূঢ় অবস্থা; অবিবাহিত অবস্থা; কৌমার (আমি কৌমার্যের লাষ্ট বেঞ্চিতে বসে- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৌমার+(বাংলা) য}
  • Bengali Word কৌমুদী Bengali definition [কোউমুদি] (বিশেষ্য) ১ জ্যোৎস্না; চাঁদের আলো (খেলিছে কৌমুদী, হাসাইয়া কুমুদেরে-মাইকেল মধুসূদন দত্ত)।২ কার্তিক মাসের পূর্ণিমা। কৌমুদিনী ধন (বিশেষ্য) জ্যোৎস্না; চাঁদের আলো। কৌমুদীপতি (বিশেষ্য) চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুমুদ+অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word কৌরব Bengali definition [কোউরব্‌] (বিশেষ্য) ১ মহাভারতোক্ত কুরুবংশধর। ২ ধৃতরাষ্ট্রের পুত্রগণ; দুর্যোধনাদি শত ভ্রাতা। কৌরব্য, কৌরবেয় (বিশেষণ) কুরুরাজ-বংশীয়; কুরুবংশে যাদের জন্ম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুরু+অ(অণ্‌)}
  • Bengali Word কৌর্ম Bengali definition [কোউর্‌মো] (বিশেষ্য) ১ কূর্ম পুরাণ। ২ কূর্ম সন্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল+অ(অণ্‌)}
  • Bengali Word কৌল ১ Bengali definition [কোউলো] (বিশেষণ) ১ কুলীন; সদ্বংশজাত। ২ তান্ত্রিক বামাচার। ৩ বামাচারী তান্ত্রিক। ৪ কৌলিক। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কুল+অ(অণ্‌)}
  • Bengali Word কৌল ২, কউল Bengali definition [কোউল্‌, কউল্‌] (বিশেষ্য) কথা; বাণী। {(আরবি) করল}
  • Bengali Word কৌলাচারী (-রিন্‌) Bengali definition [কোউলাচারি] (বিশেষ্য) তান্ত্রিক সাধক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৌল+আচার+ইন্‌(ইনি)}
  • Bengali Word কৌলিক Bengali definition [কোউলিক্] (বিশেষণ) কুল বা বংশসন্বন্ধীয় (তাহার সমস্ত কৌলিক সংবাদ সন্ধান করিবার জন্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বংশপরম্পরাগত (সেটা তাদের কৌলিক প্রথা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ কুলধর্ম প্রবর্তক। ৪ বামাচারী; তান্ত্রিক; বামাচার মতানুসারে শক্তির উপাসক। ¨ (বিশেষ্য) ১ কুলপ্রথা; কুলধর্ম বা কুরাচার অনুযায়ী। ২ তন্তবায়; তাঁতি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল+ইক(ঠক্‌)}
  • Bengali Word কৌলীন্য Bengali definition [কোউলিন্‌নো] (বিশেষ্য) কুলীনত্ব; বংশমর্যাদা (শুধু যেন কৌলীন্য না ঘোষি-সত্যেন্দ্রনাথ দত্ত)। কৌলীন্যপ্রথা (বিশেষ্য) (বল্লাল সেন কর্তৃক প্রবর্তিত)কতকগুলি বংশকে সৎকুলবলে নির্দেশ করার প্রথা। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কুলীন+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word কৌশল Bengali definition [কোউশল্‌] (বিশেষ্য) ১ কুশলতা; দক্ষতা; নিপুণতা (কর্মকৌশল)। ২ ফন্দি; চাতুর্য; ছল(কৌশলে কার্যসিদ্ধি)। ৩ কারিগরি; সাধনচাতুর্য (শিল্পকৌশল)। কৌশলী (-লিন্‌) (বিশেষণ) ১ কৌশলযুক্ত; নিপুণ; কর্মকুশল। ২ ছলচাতুরীতে ওস্তাদ; ফন্দিবাজ; ধূর্ত। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কুশল+অ(অণ্‌)}
  • Bengali Word কৌশল্যা, কৌসল্যা Bengali definition [কোউশল্‌লা] (বিশেষ্য) রামচন্দ্রের মাতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোশল+য(ষ্যঞ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word কৌশাম্বী Bengali definition [কোউশাম্‌বি] (বিশেষ্য) প্রয়োগের নিকটবর্তী প্রাচীন নগরী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুশাম্ব+অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word কৌশিক ১ Bengali definition [কোউশিক] (বিশেষ্য) বিশ্বামিত্র; কুশিক মুনির পুত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুশিক +অ(অণ্‌)}
  • Bengali Word কৌশিক ২, কৌষিক, কৌশেয়, কৌষেয় Bengali definition [কোউশিক, কোউশিক, কোউশেয়ো, কোউশেয়ো] (বিশেষণ) রেশমি (নৈবেদ্য, কৌষিক বস্ত্র আদি বলি যত-মাইকেল মধুসূদন দত্ত; কৌষেয় বসনে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোশ, কোষ+ইক(ঠক্‌), এয়(ঢক্‌)}
  • Bengali Word কৌসল্যা Bengali definition কৌশল্যা
  • Bengali Word কৌসুম্ভ Bengali definition [কো্‌উশুম্‌ভো] (বিশেষণ) কুসুম্ভ ফুলের বর্ণে রঞ্জিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুসুম্ভ+অ(অণ্‌)}
  • Bengali Word কৌস্তুভ Bengali definition [কৌউস্‌তুভ্‌] (বিশেষ্য) পুরাণোক্ত মণিবিশেষ (কৌস্তুভ আর বনফুল-হার-সত্যেন্দ্রনাথ দত্ত )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুস্তভ+(অণ্‌)}
  • Bengali Word কৌড়ি, কৌড়ী Bengali definition কড়ি১
  • Bengali Word ক্ ‌ দ , আক্ত Bengali definition [আকদ্, আক্‌ত্‌] (বিশেষ্য) ১ বিবাহ; বিবাহ-বন্ধন। ২ গ্রন্থি; চুক্তি। {(আরবি)আক&দ}
  • Bengali Word ক্বচিৎ Bengali definition [কোচিত্‌] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) ১ কোথাও; কুত্রাপি; কোনো স্থানে। ২ কখনো। ৩ অত্যন্ত কম। {( তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ব+চিৎ}
  • Bengali Word ক্বণ Bengali definition [কন্‌] (বিশেষ্য) বীণা ইত্যাদি বাদ্যযন্ত্রের ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্বণ্‌+অ(অপ্‌)}
  • Bengali Word ক্বণন Bengali definition [কনন্‌] (বিশেষ্য) ১ ধ্বনিত বা ঝঙ্কৃত করণ; বীণাদি থেকে সুর তোলা। ২ বীণাদির ধ্বনি। ক্বণিত বিন ধ্বনিত; আওয়াজ করছে এমন; শব্দায়মান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্বণ্‌+অন(ল্যুট্‌)}