Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কৈবল্য ২ Bengali definition [কোইবোল্‌লো] (বিশেষ্য) ১ (দর্শন.) পরমাত্নভাব; পরমাত্নায় আত্নার বিলীন হয়ে যাওয়া। ২ (দর্শন.) মোক্ষ; সংসার মুক্তি (কবিকঙ্কণে গায় শুনিলে কৈবল্য পায়-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী); একটা মতবাদের কাছে মাথা নত করে কৈবল্য কামনা করাই আমাদের জীবনের লক্ষ্য -মোতাহের হোসেন চৌধুরী)। ৩ (দর্শন.) প্রকৃতির প্রভাব থেকে মুক্তিলাভ। কৈবল্যদায়িনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুমতে মুক্তিদায়িনী আদ্যাশক্তি; পরমাশক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেবল+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word কৈরব Bengali definition [কোইরব্‌] (বিশেষ্য) কুমুদ; শ্বেতপদ্ম (ক্ষণেক কৈরবে বসে ক্ষণে মত্ত মধুরসে বিরহী জনার চিত্তশূল-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কে+রব+অ(অণ্‌)}
  • Bengali Word কৈলাস Bengali definition [কোইলাশ্‌] (বিশেষ্য) হিমালয়ের উত্তরস্থ পর্বত। হিন্দুমতে শিবলোক; শিবের বাসস্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেলি+অ(অণ্‌)=কৈল্‌+আস}
  • Bengali Word কৈলু Bengali definition [কোইলু] (বিশেষ্য) বৃক্ষবিশেষ (কৈলু গাছের রক্তবর্ণ পুস্পমঞ্জরী হইতে ফুল ঝরিয়া পড়িতেছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word কৈশিক Bengali definition [কোইশিক্‌] (বিশেষণ) ১ কেশতূল্য; কেশসদৃশ। ২ কেশ সংক্রান্ত । ৩ (পদার্থ.) সূক্ষ্ণ নলাকার; capillary।
  • Bengali Word কৈশিকা নাড়ি Bengali definition (বিশেষ্য) চুলের মতো সূক্ষ্ণ রক্তবাহী নাড়ি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেশ+ইক (ঠক্‌)}
  • Bengali Word কৈশোর Bengali definition [কোইশোর্‌] (বিশেষ্য) যৌবনের পূর্ব অবস্থা; কিশোর কাল; দশ বৎসর থেকে পনের বৎসর পর্যন্ত কাল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিশোর+অ(অঞ্‌)}
  • Bengali Word কৈসে Bengali definition কৈছে
  • Bengali Word কোঁ, কোঁক, কোঁ, কোঁ Bengali definition [কোঁ, কোঁক্‌, কোঁকোঁ] (অব্যয়) অনুকার শব্দবিশেষ; বেদনাবোধক অস্পষ্ট শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কোঁক, কোঁখ Bengali definition [কোঁক্‌, কোখ্‌] (বিশেষ্য) ১ উদর; পেট। ২ গর্ভ (দশ মাস দশদিন ধরেছিনু কোঁখে)। ৩ উদরের পার্শ্বদেশ; কুক্ষি। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কুক্ষি>কোঁখ>কোঁক}
  • Bengali Word কোঁকানো, কোঁকান Bengali definition [কোঁকানো] (ক্রিয়া) ১ কোঁথানো। ২ অনুচ্চস্বরে কাঁদা। ৩ কোঁ কোঁ করা; যন্ত্রনায় কোঁকানো (আমরা কিন্তু দেখি না কাঁদিলে কোঁকালে-(কাজী নজরুল ইসলাম))। ¨ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রন্দ্‌> √কোঁক+আনো}
  • Bengali Word কোঁকড়া, কঁকড়া Bengali definition [কোঁক্‌ড়া, কক্‌ড়া] (বিশেষণ) কুঞ্চিত; বক্র (চুল কোঁকড়া কোঁকড়া… মুখচোরা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)।{(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কট>( প্রাকৃত) কক্‌কড়>কংকড়>কঁকড়+আ=কঁকড়া, কোঁকড়া}
  • Bengali Word কোঁচ ১, কেঁচা, ক্যাঁচা Bengali definition [কোঁচ্‌, ক্যাঁচা, ক্যাঁচা] (বিশেষ্য) মাছ কচ্ছপ ইত্যাদি মারার তীক্ষ্ণাগ্র বহু লৌহশলাকাযুক্ত বর্শা বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুন্ত>(প্রাকৃত ) কুংত>কুংচ>}
  • Bengali Word কোঁচ ২ Bengali definition [কোঁচ্‌] (বিশেষ্য) কুঞ্চনের ভাব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চন>কুঁচন>কোঁচ}
  • Bengali Word কোঁচ ৩ Bengali definition [কোঁচ্‌] (বিশেষ্য) একধরনের জলচর পাখি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রৌঞ্চ>(প্রাকৃত) কোংচ>কোঁচ}
  • Bengali Word কোঁচকা Bengali definition [কোঁচকা] (বিশেষণ) ১ কুঞ্চিত; কোঁকড়া। ২ বলি রেখান্বিত (কোঁচকা চামড়া)। ¨ (ক্রিয়া) কুঞ্চিত করা। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চ>(বাংলা) কোঁচ+কা}
  • Bengali Word কোঁচকানো কোঁচকান Bengali definition কুচকানো
  • Bengali Word কোঁচা, কোঞ্চা Bengali definition [কোঁচা, কোন্‌চা] (বিশেষ্য) পরিধেয় বস্ত্রের কুঞ্চিত অগ্রভাগ; ধুতি শাড়ি বা লুঙ্গির সম্মুখের কোঁচানো ঝোলা অংশ (আর তার শাড়ীর সুমুখে ঝুলছিল কোঁচা-প্রথম চৌধুরী; সুবিচিত্র পাটাম্বর কোঞ্চা পরিধান-কাজী দৌলত )। কোঁচাদুলিয়ে (ঝুলিয়ে) বেড়ানো (ক্রিয়া) দায়িত্বশূন্যভাবে আলস্যে ঘুরে বেড়ানো; বাবুগিরি করা। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন- অভাবহেতু ঘরে দারুণ দুরবস্থা কিন্তু বাইরে বড়মানুষি দেখানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুঞ্চ=(বাংলা) √কোঁচ+আ=কোঁচা; কোঞ্চা}
  • Bengali Word কোঁচানো, কোঁচান Bengali definition কুঁচন
  • Bengali Word কোঁচড় Bengali definition [কোঁচড়্‌] (বিশেষ্য) ১ কোচড় বা ক্রোড়ের বস্ত্রাংশের আধার বা থলিবিশেষ (কোঁচড় ভরিয়া আনিয়াছি তাই নয়া ফসলের বীজ - জাহানারা আরজু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চ> (বাংলা) √কোঁচ্‌+অড়= কোঁচড়; অথবা (তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রোড়াঞ্চল>}
  • Bengali Word কোঁত, কোঁথ Bengali definition [কোত্‌, কোথ্‌] (বিশেষ্য) ১ মল ইত্যাদি ত্যাগের বেগ; মল প্রভৃতি ত্যাগের উদ্দেশ্যে দম বন্ধ করে জোর বা চাপ দেওয়া। ২ কাতরতা প্রকাশক ধ্বনি; কাতরানি। ৩ খাদ্য গলাধঃকরণের ধ্বনি। কোঁত করা (ক্রিয়া) কোঁত করে গেলা। কোঁতদেওয়া, কোঁতপাড়া ক্রি। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কুস্থ্‌>কোঁথ>কোঁত}
  • Bengali Word কোঁতকা, কোতকা Bengali definition [কোঁত্‌কা, কোত্‌কা] (বিশেষ্য) ১ মোটা লাঠি; লগুড়; মুষল (একটা কোৎকা ছাড়া হাইকিঙে বেরোতে নেই-সৈয়দ মুজতবা আলী)। ২ লাঠির আঘাত (নড়বিনে এখান থেকে। খাবি কোৎকা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। { (তুলনীয়) কোৎকা, কুতকা=তুর্কী; (ফারসি) কূতাহ্‌, (ফারসি) কুতক}
  • Bengali Word কোঁতা Bengali definition কুঁতা
  • Bengali Word কোঁতান, কোতানো Bengali definition কুতাঁনো
  • Bengali Word কোঁথ Bengali definition কোঁত
  • Bengali Word কোঁথলি Bengali definition [কোথ্‌লি] (বিশেষ্য) ছোট পাতলা কাঁথা (আর সব বস্তু ভরে বস্ত্রের কোঁথলী-কৃদা)।{(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্থা>কঁথা>কোঁথ+লী}
  • Bengali Word কোঁথা Bengali definition কুঁতা
  • Bengali Word কোঁথান, কোঁথানো Bengali definition কুঁতানো
  • Bengali Word কোঁদন Bengali definition কোঁদা৩
  • Bengali Word কোঁদল Bengali definition কোন্দল