K পৃষ্ঠা ৪
- English Word kite Bengali definition [কাইট্] (noun) (১) চিল। (২) ঘুড়ি। (৩) লোভী ব্যক্তি। fly a kite জনমতের হাওয়া কোনদিকে তা বোঝার জন্য গুজব ইত্যাদি ছড়িয়ে দেওয়া।
- English Word kith Bengali definition [কিথ্] (কেবল kith and kin-এ ব্যবহৃত) (noun) আত্মীয়স্বজন।
- English Word kitsch Bengali definition [কিচ্] (noun), (adjective) (চিত্রকলা, ডিজাইন) অগভীর, ভানপূর্ণ ও অসার।
- English Word kitten Bengali definition [কিট্ন্] (noun) বিড়ালছানা। (২) লঘুচিত্ত ও চপল তরুণী। kittenish (adjective) বিড়ালছানার মতো; চপল।
- English Word kitty Bengali definition [কিটি] (noun) (১) (তাস) বাজির পরিমাণ। (২) বিড়ালছানার আদুরে নাম।
- English Word kiwi Bengali definition [কীউঈ] (noun) নিউজিল্যান্ডের পাখিবিশেষ; (অপশব্দ) নিউজিল্যান্ডবাসী।
- English Word klaxon Bengali definition [ক্ল্যোক্স্ন্] noun মোটরগাড়ির বিদ্যুৎচালিত হর্ন বা ভেঁপু।
- English Word kleptocracy Bengali definition [ক্লেপ্টোক্রাসি] (noun) (অপিচ 'cleptocracy' বা 'kleptarchy') ‘ক্লিপটোক্রেসি’, চোরের শাসন, লুটপাটতন্ত্র, গণতন্ত্রের নামে চৌর্যশাসন; রাজনৈতিক ও সরকারি দুর্নীতি; (সততার ভান করে) জনশোষণ; Five ruling leaders accused of running a corporate kleptocracy. □ (noun) kleptocrat [ক্লেপ্টোক্রেট্] যে শাসক বা নেতা ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে দেশের সম্পদ লুট করেন: Africa’s problem is one of despots and kleptocracys. □ (adjective) kleptocratic [ক্লেপ্টোক্রেটিক্] এই ধরনের চুরি বা লুট সংক্রান্ত।
- English Word kleptomania Bengali definition [ক্লেপটামেইনিআ] (noun) মানসিক ব্যাধি, যার ফলে চুরি করার প্রবণতা সৃষ্টি হয়; চৌর্যোন্মাদ। kleptomaniac (noun) (মানসিক ব্যাধি) চুরির স্বভাব আছে এমন ব্যক্তি।
- English Word knack Bengali definition [ন্যাক্] (noun) দক্ষতা; কৌশল।
- English Word knacker Bengali definition [ন্যাকা(র্)] (noun) (১) যে কসাই অথর্ব ঘোড়া কিনে কেটে মাংস ও চামড়া বিক্রি করে। (২) যে ব্যক্তি পুরনো বাড়ি, জাহাজ ইত্যাদি কিনে এবং সেগুলো ভেঙে ইট, কাঠ, রড ইত্যাদি বিক্রি করে।
- English Word knackered Bengali definition [ন্যাকাড্] (adjective) (অপশব্দ) (British/Britain) অত্যন্ত ক্লান্ত: How knackered I am!
- English Word knap Bengali definition [ন্যাপ্] (verb transitive) (রাস্তা ইত্যাদি তৈরির খোয়া বানাতে) হাতুড়ি দিয়ে ইট ভাঙা।
- English Word knap-sack Bengali definition [ন্যাপ্স্যাক্] (noun) সৈনিক বা পর্যটকদের (খাদ্য, কাপড়চোপড় বহন করতে) মোটা কাপড় বা চামড়ার ব্যাগ যা পিঠে বহন করা যায়।
- English Word knave Bengali definition [নেইভ] (noun) (১) (প্রাচীন) বদমায়েশ; দুর্বৃত্ত; পাজি; জুয়াচোর। (২) (তাস) গোলাম knavery (noun) বদমায়েশি; অসাধুতা; অসাধু কর্ম। knavish (adjective) প্রতারণামূলক; শঠ। knavely (adverb)
- English Word knead Bengali definition [নীড্] (verb transitive) (১) ময়দা ইত্যাদি পিষে ও হাতে ঠেসে তাল বানানো; এভাবে রুটি বানানো। (২) মালিশ করা; শরীর দলাইমলাই করা।
- English Word knee Bengali definition [নী] (noun) (১) হাঁটু। be on/go (down) on one’s knees (প্রার্থনা বা আনুগত্য প্রকাশে) হাঁটু গেড়ে বসা; নতজানু হওয়া। bring somebody to his knees বশ্যতা স্বীকারে কাউকে বাধ্য করা; নতজানু হতে বাধ্য করা। (২) ট্রাউজারের হাঁটুর অংশ।
- English Word kneel Bengali definition [নীল্] (verb intransitive) হাঁটু গেড়ে বসা; নতজানু হওয়া।
- English Word knell Bengali definition [নেল্] (noun) ঘণ্টাধ্বনি; (বিশেষত মৃত্যু বা অন্ত্যেষ্টিকর্মে)।
- English Word knesset Bengali definition [নেসেট্] (noun) ইসরাইলের আইনসভা।
- English Word knew Bengali definition [নিউ] দ্রষ্টব্য know.
- English Word knick-knack Bengali definition [নিক্ ন্যাক্] (noun) টুকিটাকি গহনাপত্র, তুচ্ছ আসবাব, ছোটখাটো পোশাক ইত্যাদি।
- English Word knickerbockers Bengali definition [নিকাবকাজ্] (noun) হাঁটুর নিচ পর্যন্ত পরিধেয় ঢোলা পাজামা।
- English Word knickers Bengali definition [নিকাজ্] (noun), (plural) (America(n))= knickerbockers; (প্রাচীন) মেয়েদের কোমর থেকে ঊরু পর্যন্ত পরিধেয় পোশাকবিশেষ।
- English Word knife Bengali definition [নাইফ্] (plural knives) (noun) ছুরি। table knife খাবার টেবিলে ব্যবহৃত ছুরি। get one’s knife into somebody কারো ক্ষতি করতে ইচ্ছা করা। war to the knife নির্মম লড়াই, অশেষ শত্রুতা। on a knife-edge কোনো ফল বা ঘটনা সম্পর্কে চরম উৎকণ্ঠায় থাকা (ব্যক্তি)। □ (verb transitive) ছুরি দিয়ে কাটা বা আঘাত করা।
- English Word knight Bengali definition [নাইট্] (noun) (১) (মধ্যযুগের) ভদ্রবংশীয় ও সম্মানজনক সামরিক পদে কর্মরত ব্যক্তি; বীরযোদ্ধা। knight-errant অভিযানের সন্ধানে বেরিয়ে পড়া বীরযোদ্ধা। (২) (আধুনিককালে) ব্রিটেনে প্রদত্ত সম্মানজনক উপাধি (রাষ্ট্রসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য)। এই উপাধি ব্যারনেটের ঠিক নিচে এবং এই উপাধিপ্রাপ্ত ব্যক্তিকে Sir সম্বোধন করা হয়। (৩) দাবা খেলার ঘোড়া। □ (verb transitive) কাউকে নাইট উপাধিতে ভূষিত করা। knighthood [নাইটহুড্] (noun) নাইট পদবি বা এর মর্যাদা; The Queen conferred knighthoods on two magicians. knightly (adjective) বীরধর্মোচিত; নাইটসুলভ।
- English Word knit Bengali definition [নিট্] (verb intransitive), (verb transitive) (১) বোনা; বয়ন করা। (২) দৃঢ়ভাবে যুক্ত করা: The broken bones are closely knit. (৩) পরস্পর কাছে টানা, কোঁচকানো। to knit one’s brows ভ্রু কুঁচকে তাকানো (বিরক্তির সঙ্গে) knitter (noun) বয়নকারী kniting (noun) (১) বয়নকার্য। (২) যা বোনা হচ্ছে: She takes her knitting along wherever she goes. knitwear (noun) বুনানো পোশাক যেমন সোয়েটার।
- English Word knob Bengali definition [নব্] (noun) (১) দরজার গোলাকার হাতল; রেডিও বা টেলিভিশন সেটের নিয়ন্ত্রক চাবি। (২) কোনো কিছুর উপরিতলে শক্ত গাঁট বা স্ফীতি; গাছের কাণ্ডে উঁচু হয়ে থাকা গাঁট। (৩) (কয়লা ইত্যাদির) ছোট পিণ্ড।
- English Word knock 1 Bengali definition [নক্] (noun) (১) আঘাত; টোকা; টোকার তীক্ষ্ণ আওয়াজ: There was a knock at the door. (২) পেট্রলচালিত ইনজিনের ভিতর খটখট আওয়াজ (ইনজিনের ত্রুটির কারণে)। (৩) (ক্রিকেটে) ইনিংস বা একদফা ব্যাটিং। (৪) (অশিষ্ট) সমালোচনা; অপমান; আর্থিক ক্ষতি: He has taken quite a few hard knocks lately. knocker (noun) দরজার কড়া।
- English Word knock 2 Bengali definition [নক্] (verb transitive), (verb intransitive) (১) আঘাত করা; টোকা দেওয়া; দরজার কড়া নেড়ে শব্দ করা; ধাক্কা দেওয়া: The visitor knocked at the door before entering the room. knock one’s head against a brick wall (লাক্ষণিক) অনেক চেষ্টার পরও কোনো ফল লাভে ব্যর্থ হওয়া। knock the bottom out of an argument, দ্রষ্টব্য bottom. (২) (অশিষ্ট) বিস্মিত করা; What knocks me is his arrogance. (৩) পেট্রল ইনজিনের ত্রুটির কারণে খটখট আওয়াজ হওয়া। (৪) knock-about (adjective) (কৌতুক নাট্যাভিনয়) স্থূল ও হৈচৈ ভরা। knock-down (adjective) (নিলামের দর) সর্বনিম্ন। (লাক্ষণিক) বিস্ময়কর। (৫) knock-out (adjective), (noun) (মুষ্টিযুদ্ধে) যে আঘাতে প্রতিপক্ষ পরাজিত হয়; (কথ্য) আকর্ষণীয় (ব্যক্তি বা বস্তু); (অশিষ্ট) (ওষুধ সম্পর্কে) নিদ্রা আনয়নকারী। (৫) adverbial particle এবং prep-সহযোগে ব্যবহার: knock about যত্রতত্র ঘুরে বেড়ানো; বাউণ্ডুলে জীবনযাপন: He is knocking about all over America. knock about with somebody (অশিষ্ট) কারো সঙ্গে সাময়িক যৌনসম্পর্ক স্থাপন: In her youth, she knocked about with a number of men. knock something back (অশিষ্ট) মদ্যপান করা। knock somebody down কাউকে ভূপাতিত করা। knock something down ভেঙে ফেলা; ধূলিসাৎ করা। knock something in আঘাত করে কোনো কিছু ঢোকানো: He knocked in a nail on the wall. knock off (work) কাজ বন্ধ করা। knock somebody out মুষ্টিযুদ্ধে এমন আঘাত যাতে প্রতিদ্বন্দ্বী নির্দিষ্ট সময়ের মধ্যে উঠে দাঁড়াতে না পারে এবং ফলে পরাজিত হয়।