K পৃষ্ঠা ৫
- English Word knoll Bengali definition [নোউল] (noun) ছোট পাহাড়; ঢিবি।
- English Word knot Bengali definition [নট্] (noun) (১) দড়ি, সুতা বা ফিতার গিঁট বা গ্রন্থি: tie a knot; (লাক্ষণিক) বন্ধন: marriage-knot, বিবাহবন্ধন। (২) অলংকার হিসেবে পরিহিত ফিতার গ্রন্থি। (৩) শক্ত সমস্যা; বাধা। (৪) গাছ বা কাঠের গিঁট। (৫) জটলা: The workers were standing in knots in front of the factory gate. (৬) জাহাজের গতির একক: This ship travels 20 knots per hour. □ (verb transitive), (verb intransitive) গিঁট দেওয়া; জট পাকানো: The two ends of the rope were knotted together. knotty (adjective) গ্রন্থিপূর্ণ, গিঁটযুক্ত; ঝামেলাযুক্ত; সমস্যাবহুল। knotty problem জটিল সমস্যা।
- English Word know Bengali definition [নোউ] (verb transitive), (verb intransitive) (past tense knew, past participle known) (১) জানা; অবগত হওয়া: He knows me. Do you know the time of the train for Chittagong? know one’s business বাস্তব অভিজ্ঞতা থাকা। (২) make oneself known to somebody নিজের পরিচয় দান করা; কারো সঙ্গে পরিচিত হওয়া। know somebody from somebody দুজনের মধ্যে পার্থক্য করা: The brothers are so alike that it’s impossible to know one from the other. not know somebody from Adam/from a bar of soap (কথ্য) কারো সম্পর্কে বিন্দুমাত্র জানা না-থাকা। (৩) ব্যক্তিগত অভিজ্ঞতা থাকা: I knew poverty in my early life. (৪) know about/of কোনো কিছু সম্পর্কে সচেতন/জ্ঞাত থাকা: know about his illness. (৫) (যৌগশব্দে) know-all (noun) সবজান্তা ব্যক্তি। know-how (noun) বাস্তবজ্ঞান। □ (noun) in the know (কথ্য) (ব্যক্তি সম্বন্ধে) দুর্লভ তথ্য জ্ঞাত আছে এমন: Mr Ali is in the know of all the secrets of the office.
- English Word knowing Bengali definition [নোউইঙ্] (adjective) চতুর; জানে-শোনে এমন; know fellow.knowingly (adverb) (১) ইচ্ছাকৃতভাবে: He did it knowingly. (২) যেন কিছু জানে এমনভাবে: She looked knowingly at me.
- English Word knowledge Bengali definition [নলিজ্] (noun) (১) জ্ঞান; অবগতি: He has little knowledge of English. (২) অভিজ্ঞতা: I have no knowledge of mountaineering. (৩) জ্ঞানের পরিধি: To the best of my knowledge, he is a reliable person. The girl took up acting without the knowledge of her parents. knowledgeable (adjective) জানাশোনা; অভিজ্ঞ; জ্ঞানসম্পন্ন।
- English Word knuckle Bengali definition [নাক্ল্] (noun) (১) আঙুলের গাঁট। (২) (প্রাণীর) হাঁটুর হাড় অথবা হাঁটু থেকে পা পর্যন্ত অংশের মাংস (খাদ্য হিসেবে ব্যবহৃত)। □ (verb intransitive) knuckle down to আদাজল খেয়ে কোনো কাজে লাগা। knuckle under আত্মসমর্পণ করা; নতি স্বীকার করা।
- English Word koala Bengali definition [কোউআ:লা] (noun) লেজবিহীন; ছোট ভালুকের মতো দেখতে ও গাছে উঠতে সক্ষম অস্ট্রেলীয় প্রাণিবিশেষ।
- English Word kobo Bengali definition [কোবোউ] (noun) নাইজেরিয়ার মুদ্রা নায়রা (naira)-এর এক শতাংশ।
- English Word kohl Bengali definition [কোউল্] (noun) প্রাচ্যদেশে ব্যবহৃত চোখের প্রসাধন; সুরমা।
- English Word kohlrabi Bengali definition [কোউল্রা:বি] (noun) ওলকপি।
- English Word kola Bengali definition [কোউলা] (noun) পশ্চিম আফ্রিকার বৃক্ষবিশেষ। kola-nut এই গাছের ফল যা রান্নায় অথবা চিবিয়ে খাওয়া হয়।
- English Word kopeck Bengali definition (noun) = copeck.
- English Word Koran Bengali definition [কোরান] (noun) মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ; কোরআন।
- English Word kosher Bengali definition [কোউশা(র্)] (noun), (adjective) ইহুদিদের শাস্ত্রীয় বিধানসম্মত খাদ্য; খাদ্যের দোকান।
- English Word kothi Bengali definition [কোথি] (noun) (১) বিশেষভাবে নির্মিত বাসগৃহ; কুঠিবাড়ি; কুঠি। (২) পতিতালয়।
- English Word kotwal Bengali definition [কোত্ওআল] (noun) নগর রক্ষীবাহিনীর প্রধান; শহরের পুলিশপ্রধান; কোতোয়াল।
- English Word kowtow Bengali definition [কাউটাউ] (noun) (অতীতে চীনদেশীয় রীতি) মাটিতে মাথা ছুঁইয়ে প্রণাম।
- English Word kraal Bengali definition [ক্রা:ল্] (noun) (দক্ষিণ আফ্রিকায়) ঘেরাও দেওয়া বসতি; গৃহপালিত জন্তুর খোঁয়াড়।
- English Word kremlin Bengali definition [ক্রেমলিন্] (noun) রুশ দেশের (বিশেষত মস্কোর) নগরদুর্গ। the Kremlin সাবেক সোভিয়েত ইউনিয়নের সরকার।
- English Word Krishna Bengali definition [ক্রিশ্নো] (noun) মহাভারতের উল্লেখ অনুসারে যদুবংশে জন্মগ্রহণকারী মানব দেহধারী বিষ্ণু; শ্রীকৃষ্ণ।
- English Word krona Bengali definition [ক্রোউনা] (noun) সুইডেনের মুদ্রা।
- English Word krone Bengali definition [ক্রোউন] (noun) ডেনমার্ক ও নরওয়ের মুদ্রা।
- English Word krypton Bengali definition [ক্রিপ্ট্ন্] (noun) গন্ধ-বর্ণহীন গ্যাস (প্রতীক Kr)।
- English Word kudos Bengali definition [কিঊডস্] (noun) (কথ্য) সম্মান ও গৌরব।
- English Word kumis, koumiss Bengali definition [কূমিস্] (noun) মধ্য এশিয়ার ঘোটকীর দুধ থেকে চোলাই করা মদ।
- English Word kungfu Bengali definition [কুঙ্ফু] (noun) চীনদেশীয় আত্মরক্ষার কৌশল।
- English Word kutcha Bengali definition [কাচ্চা] (অপিচ cutcha [কাচ্চা]) (adjective) (১) (সাধারণতফল, ফসল প্রভৃতির ক্ষেত্রে) অপক্ব; কাঁচা। (২) অস্থায়ী। (৩) অযথার্থ; ত্রুটিপূর্ণ। kutcha appointment (noun) কোনো চাকরিতে কারো অস্থায়ী নিয়োগ। kutcha colour (noun) [uncountable noun] এমন রং যা সহজে নষ্ট হয়, উবে যায় বা ফিকে হয়। kutcha hut (noun) মাটির তৈরি কুঁড়েঘর। kutcha receipt (noun) টাকা প্রদানের সময় প্রদত্ত অস্থায়ী রসিদ, যা পরে আনুষ্ঠানিক পত্রের সঙ্গে পরিবর্তনযোগ্য।
- English Word kwashiorkor Bengali definition [কুউএশিওকো(র্)] (noun) একটি গ্রীষ্মমণ্ডলীর শিশুরোগ (খাদ্যে আমিষের অভাব থেকে সৃষ্ট)।
- English Word kwela Bengali definition [কুউএইলা] (noun) দক্ষিণ আফ্রিকার জাজ সংগীতবিশেষ।