K পৃষ্ঠা ২
- English Word keeping Bengali definition [কীপিঙ্] (noun) (১) যত্ন। in safe keeping সযত্নে রক্ষিত: The ornaments are in safe keeping. (২) যত্নে পালন: The keeping of bees. in keeping with সঙ্গতিপূর্ণ: His dress is not in keeping with the occasion.
- English Word keepsake Bengali definition [কীপসেইক্] (noun) স্মৃতিস্বরূপ রক্ষিত কোনো কিছু: Please have this ring for a keepsake.
- English Word keg Bengali definition [কেগ্] (noun) ছোট পিপা (সাধারণত ১০ গ্যালনের কম ধারণক্ষমতাসম্পন্ন)।
- English Word kelp Bengali definition [কেল্প্] (noun) বৃহদাকৃতির সামুদ্রিক গুল্মাদি।
- English Word kelt Bengali definition [কেল্ট্] (noun) = celt.
- English Word kelvin Bengali definition [কেল্ভিন্] (noun), (adjective) আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাপ-পরিমাপকবিশেষ, যার ০°= -২৭৩.১৫ সেন্টিগ্রেড।
- English Word ken 1 Bengali definition [কেন্] (noun) [uncountable noun] beyond/outside my ken (কথ্য) জ্ঞানের পরিসীমার বাইরে; অজানা। ken 2 [কেন্] (verb transitive) (স্কটল্যান্ডীয়) জানা।
- English Word kennel Bengali definition [কেন্ল্] (noun) (১) কুকুর রাখার ঘর। (২) যে স্থানে কুকুরের যত্ন নেওয়া হয়। □ (verb transitive), (verb intransitive) কুকুর রাখার ঘরে রাখা; কুকুরের ঘরে বাস করা।
- English Word kerchief Bengali definition [কাচিফ্] (noun) [countable noun] (প্রাচীন প্রয়োগ) মহিলাদের মস্তকাবরণ হিসেবে ব্যবহৃত চৌকোনা কাপড়।
- English Word kernel Bengali definition [কান্ল্] (noun) [countable noun] ফলের ভিতরকার শাঁস; (লাক্ষণিক) কোনো বিষয়ের কেন্দ্রবস্তু; মর্মস্থল।
- English Word kerosene Bengali definition [কেরাসিন্] (noun) [uncountable noun] পেট্রল বা কয়লা থেকে উৎপন্ন তেল; কেরোসিন। kerosene lamp কেরোসিন বাতি।
- English Word kestrel Bengali definition [কেস্ট্রাল্] (noun) একপ্রকার ছোট বাজপাখি।
- English Word ketchup Bengali definition [কেচাপ্] (noun) [uncountable noun] টমেটোরস, ভিনেগার ইত্যাদি থেকে আচার; চাটনি।
- English Word kettle Bengali definition [কেট্ল্] (noun) তরল দ্রব্য গরম করতে মুখ ও হাতলবিশিষ্ট ধাতুনির্মিত পাত্র; কেটলি।
- English Word kettledrum Bengali definition [কেট্ল্ড্রাম্] (noun) বাদ্যযন্ত্রবিশেষ; নাকাড়া।
- English Word key 1 Bengali definition [কী] (noun) (১) চাবি। master key (noun) একাধিক তালা খোলা যায় এমন চাবি। keyhole (noun) তালার ছিদ্রপথ। keyring (noun) চাবির রিং। (২) ঘড়িতে দম দেওয়ার জন্য ব্যবহৃত চাবি। (৩) key (to) (লাক্ষণিক) যা কোনো সমস্যা বা রহস্যের জট খুলতে সাহায্য কর। (৪) সহায়কগ্রন্থ। (৫) অত্যাবশ্যক; গুরুত্বপূর্ণ: He holds a key position in the company. key-man (noun) গুরুত্বপূর্ণ ব্যক্তি; অপরিহার্য কর্মী। keystone (noun) (স্থাপত্য) খিলানের শীর্ষে স্থাপিত পাথর যা অন্যান্য পাথরকে যথাস্থানেরাখতে সাহায্য করে; (লাক্ষণিক) কেন্দ্রীয় নীতি যার উপর সবকিছু নির্ভর করে। (৬) টাইপরাইটার, পিয়ানো, অরগ্যান, বাঁশি ইত্যাদির ঘাট বা চাবি। keyboard (noun) উক্ত যন্ত্রাদির চাবির ফলক। (৭) (সংগীত.) সুরের স্কেল; স্বরগ্রাম: in a high key/low key, উচ্চগ্রামে/নিম্নগ্রামে। keynote (noun) যে তালের উপর ভিত্তি করে সুরের স্কেল গড়ে ওঠে; (লাক্ষণিক) প্রধান বিষয়বস্তু বা সুর: The key note of the Minister’s speech was the need for high productivity. □ (adjective): essential; of vital importance (the key element in the project).
- English Word key 2 Bengali definition [কী] (verb transitive) বাদ্যযন্ত্রের সুর বাঁধা। key something in ঐক্যের ভিতরে আনা; সমন্বিত করা। key somebody up কাউকে অনুপ্রাণিত, উত্তেজিত করা: keyed up by the thought of....
- English Word khadi Bengali definition [কা:দি] (অপিচ khaddar [কদ্দ্র]) (noun) [uncountable noun] হস্তচালিত তাঁতে তৈরি এক ধরনের মোটা দেশি কাপড়; খাদি; খদ্দর।
- English Word khaki Bengali definition [খা:কি] (noun) খাকি রঙের কাপড়; খাকি কাপড়ের তৈরি সামরিক পোশাক। □ (adjective) হলুদাভ বাদামি বা খাকি রঙের।
- English Word khan Bengali definition [কা:ন্] (noun) মধ্য এশিয়া, আফগানিস্তান প্রভৃতি অঞ্চলে শাসক বা রাজপ্রতিনিধি বা গোষ্ঠীসর্দারদের উপাধি।
- English Word khas Bengali definition [কা:স্] (adjective) সরকারের মালিকানাধীন; খাস: khas land, খাসজমি।
- English Word Khasi Bengali definition [কা:সি] (অপিচ Khasiya [কা:সীআ]) (noun) (১) বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি সম্প্রদায়বিশেষ; খাসিয়া। (২) [countable noun] উক্ত সম্প্রদায়ের যেকোনো সদস্য।
- English Word Khilafat Bengali definition [কীলা:ফোত্] (noun) [uncountable noun] খিলাফত আন্দোলন; খলিফার শাসন।
- English Word kibble Bengali definition [কিব্ল্] (noun) (১) গভীর পাতকুয়ার বালতি; They are using a ancient kibble; ২ চূর্ণ করা শস্যের মোটা দানা: She tossed a couple kibbles. kibble chain (noun) গভীর পাতকুয়ার বালতি টেনে তোলার রশি বা দড়ি।
- English Word kick 1 Bengali definition [কিক্] (noun) (১) লাথি; পদাঘাত: He gave the dog a kick. more kicks than halfpence পুরস্কারের চেয়ে তিরস্কার বেশি। kick-back অর্জিত অর্থের জন্য সহায়তাকারীকে প্রদত্ত অংশ। kick-start (noun) মটরসাইকেল স্টার্ট দেওয়ার জন্য ব্যবহৃত পাদানি। (২) (কথ্য) উত্তেজনা; আনন্দ: He gets a good deal of kick by playing cricket.
- English Word kick 2 Bengali definition [কিক্] (verb transitive), (verb intransitive) (১) লাথি দেওয়া; পদাঘাত করা। kick the bucket (অশিষ্ট) মৃত্যুবরণ করা; অক্কা পাওয়া। kick one’s heels অলসভাবে সময় কাটানো। kick somebody upstairs কাউকে পদোন্নতি দিয়ে পথ খোলাসা করা (যাতে তার হাত থেকে রেহাই পাওয়া যায়)। (২) (বন্দুক) ছোড়ার সময়ে পশ্চাদাভিঘাত করা: 30 3 rifles kick badly.
- English Word kid 1 Bengali definition [কিড্] (noun) (১) [countable noun] ছাগলছানা। (২) ছাগলের চামড়া। kid gloves ছাগলের চামড়ার তৈরি দস্তানা। handle somebody with kid gloves কারো প্রতি সদয় বা নরম আচরণ করা। (৩) (অশিষ্ট) শিশু বা তরুণ: You are a mere kid. kiddy (noun) বাচ্চা; খোকা (সম্বোধনে ব্যবহৃত)।
- English Word kid 2 Bengali definition [কিড্] (verb transitive), (verb intransitive) (অশিষ্ট) মিথ্যা বলা, ঠাট্টা করা ইত্যাদি: Are you kidding?
- English Word kidnap Bengali definition [কিড্ন্যাপ্] (verb transitive) (মানুষকে) অপহরণ করা। kidnapper (noun) অপহরণকারী।
- English Word kidney Bengali definition [কিড্নি] (noun) রক্ত থেকে মূত্রকে আলাদা করে যে গ্রন্থি; বৃক্ক; মূত্রগ্রন্থি। kidney-bean (noun) কিডনি আকৃতির শিমবিশেষ। kidney machine কৃত্রিম বৃক্ক যা রোগীদের জন্য ব্যবহৃত হয়।