• Bengali Word wicket English definition [উইকিট্] (noun) [countable noun] ১ wicket (-door/ -gate) বিশেষত কোনো বড় দরজার পাশে বা ভিতরে নির্মিত ছোট দরজা।
    (২) (রেল স্টেশনের টিকিটঘরের জানালার) যে ফাঁক দিয়ে টিকিট বিক্রি করা হয়। (৩) (ক্রিকেট) মাথার উপর আড়াআড়ি বসানো দুটি আলগা কাঠের টুকরা বা বেইলের সাহায্যে পরস্পর সংশ্লিষ্ট খাড়াভাবে পোঁতা যে তিনটি দণ্ড বা স্টাম্পের দিকে ক্রিকেটবল ছুড়ে মারা হয়; উইকেট; দুই উইকেটের মধ্যবর্তী ঘাসে-ঢাকা জমির ফালি: take a wicket, একজন ব্যাটসম্যানকে আউট করা; a soft wicket উইকেটদ্বয়ের মধ্যবর্তী মৃত্তিকাস্তরের নরম অবস্থা; নরম উইকেট; Dhaka University won by three wickets, তিন উইকেটে জিতেছে; Biman were six wickets down, বিমানের হয় ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছিল। keep wicket উইকেটরক্ষকের কাজ করা; উইকেট রক্ষা করা। wicket-keeper (noun) উইকেটের পিছনে বল ধরার জন্য দণ্ডায়মান খেলোয়াড়; উইকেটরক্ষক। (৪) (America(n)) মাটিতে পুঁতে রাখা যে ধনুকাকার লোহার আংটার ভিতর দিয়ে ক্রোকে খেলায় বল মারা হয়।