Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word equipoise Bengali definition [এক্ওয়িপইজ] [noun] [Uncountable noun] ভারসাম্য; ভারসাম্যস্থাপনকারী বস্তু; মানসিক বা আবেগের ভারসাম্য
  • English Word equitable Bengali definition [একওয়িটাব্‌ল়্] (adjective) ন্যায়সঙ্গতequitably [একওয়িটাবলি] (adverb) ন্যায়সঙ্গত পন্থায়।
  • English Word equity Bengali definition [এক্ওয়াটি] (১) [noun] [Uncountable noun] ন্যায়পরায়ণতা; ব্রিটিশ আইনের ভুল-সংশোধনের নীতিমালাবিশেষ(২) (প্রায়ই (Plural) (equities) স্থায়ী সুদ নেই এমন স্টকশেয়ার
  • English Word equivalent Bengali definition [ইকোয়িভালান্ট্‌] (adjective) equivalent (to) সমমূল্যের; সমার্থক। □(noun) সমার্থক বস্তু: equivalent word. equivalance [ইকোয়িভালান্‌স্‌] [noun] [Uncountable noun] সমার্থকতা; সমমূল্যতা; সমতুল্যতা।
  • English Word equivocal Bengali definition [ইকোয়িভাক্‌ল্‌] (adjective) (১) দ্ব্যর্থবোধক(২) সন্দেহজনকequivocation [ইকোয়িভাকেইশ্‌ন্‌] (noun) কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী।
  • English Word era Bengali definition [ইআরা] [noun] [Countable noun] যুগ: the Mughal era.
  • English Word eradicate Bengali definition [ইর‌্যাডিকেইট্] (verb transitive) সমূলে উৎপাটন করা; সমাপ্তি টানা; মুক্তিলাভ করাeradcation [ইর‍্যাডিকেইশ্‌ন্‌] (noun) মূলোৎপাটন; রোগনিবারণ।
  • English Word erase Bengali definition [ইরেইজ America(n) ইরেইস্] (verb transitive) মুছে ফেলা; নিশ্চিহ্ন করে দেওয়াeraser [ইরেইজা(র্) America(n) ইরেইসার] (noun) ইরেজার। erasure [ইরেইজা(র্‌)] [noun] [Uncountable noun] যেখান থেকে কিছু ঘষে তোলা হয়েছে।
  • English Word erbium Bengali definition [আবিআম্] [noun] [Uncountable noun] কোনো-কোনো খাদে ব্যবহৃত নরম ধাতব উপাদান
  • English Word ere Bengali definition [এআ(র্‌)] (adverb) (preposition(al)) (প্রাচীন প্রয়োগ অথবা কবিতায়) আগে (before)।
  • English Word erect 1 Bengali definition [ইরেক্ট] (adjective) খাড়া; সিধাerectly (adverb) খাড়াভাবে। erectness (noun) খাড়াভাব; ঋজুতা।
  • English Word erect 2 Bengali definition [ইরেক্ট] (verb transitive) (১) নির্মাণ করা; স্থাপন করা; প্রতিষ্ঠা করা: erect a building. (২) খাড়াভাবে স্থাপন করাerectile [ইরেকটাইল, America(n) ইরেকট্‌ল্‌] (adjective) (শারীরবিদ্যা) শিরার প্রসারণ রোধ করে অনমনীয় হতে সক্ষম। erection ১ [noun] [Uncountable noun] উত্তোলন; (শারীরবিদ্যা) শিশ্ন অথবা ভগাঙ্কুর দৃঢ় ও প্রসারিতকরণ বা উত্তোলন(২) নির্মাণ
  • English Word erg Bengali definition [আগ] (noun) মেট্রিক পদ্ধতিতে শক্তির একক
  • English Word ergo Bengali definition [আগোউ] (adverb) (লাতিন) অতএব
  • English Word ergonoics Bengali definition [আগানমিক্‌স্‌] (noun) (Plural) (১) (singular verb-সহ) শ্রমিকদের কর্মদক্ষতা ও পরিবেশসংক্রান্ত বিদ্যা
  • English Word ermine Bengali definition [আমিন্‌] (noun) প্রাণিবিশেষ, যাদের লোম গ্রীষ্মে বাদামি ও শীতে সাদা হয়ে যায়(২) [Uncountable noun] এ ধরনের প্রাণীর লোম; এ লোম থেকে তৈরি পোশাক
  • English Word erode Bengali definition [ইউরোউড] (verb transitive) ধীরে ধীরে ক্ষয় করা; খেয়ে ফেলাerosion [ইরোউজন] [noun] [Uncountable noun] ক্ষয়সাধন; ক্ষয়: soil erosion. erosive [ইরোউসিভ] (adjective) ক্ষয়শীল; ক্ষয়িষ্ণু।
  • English Word erogenous Bengali definition [ইরজানাস্] (adjective) (কেবল): erogenous zone কামোত্তেজক অঙ্গ
  • English Word erotic Bengali definition [ইরটিক্] (adjective) যৌনকামনা উদ্রেককারীerotica [ইরটিকা] (noun) (plural) যৌনকামনা উদ্রেককারী স্থূলরুচির চিত্র; গ্রন্থ। eroticism [ইরটিসিজাম] [noun] [Uncountable noun] যৌনকামনা।
  • English Word err Bengali definition [আ(র্) , 'America(n) এআর] (verb intransitive) (আনুষ্ঠানিক) ভুল করা: To err is human.
  • English Word errand Bengali definition [এরন্ড্‌] (noun) (১) কোনো কিছু গ্রহণ বা পেতে সংক্ষিপ্ত ভ্রমণ(২) এ জাতীয় ভ্রমণের উদ্দেশ্যfool’s errand উদ্দেশ্যহীন ভ্রমণ; নিরর্থক কাজ।
  • English Word errant Bengali definition [এরান্ট] (adjective) ভ্রান্ত; বিপথগামী: an errant wife.
  • English Word erratic Bengali definition [ইর‌্যাটিক্] (adjective) (১) (ব্যক্তি বা তার আচরণ) স্থূল; কথাবার্তায় অসাবধানী(২) (বস্তুর ক্ষেত্রে) অনিয়মিত (যেমন ঘড়ি); অনিশ্চিত গতিসম্পন্নerratically [ইর‌্যাটিকলি] (adverb)
  • English Word erratum Bengali definition [এরা:টাম] (noun) (Plural errata [এরা:টা] (লাতিন) লেখা অথবা ছাপার ভুল: an errata list.
  • English Word erroneous Bengali definition [ইরোউনিআস্] (adjective) অশুদ্ধ; ভ্রান্তerroneously (adverb)
  • English Word error Bengali definition [এরা(র্‌)] (১) [noun] [Countable noun] ভুল; ভ্রম(২) ভুল ধারণা
  • English Word ersatz Bengali definition [এআজ্যাটস্‌ America(n) এআজা:ট্স্] (adjective) (জার্মান) অনুকরণ; বদলি; নকল (বিশেষত নিম্নমানের)।
  • English Word erudite Bengali definition [এরূডাইট্] (adjective) (আনুষ্ঠানিক) পাণ্ডিত্যপূর্ণeruditely (adverb) erudition [এরূডিশ্‌ন্‌] [noun] [Uncountable noun] বিদ্যা।
  • English Word erupt Bengali definition [ইরাপ্‌ট্‌] (verb intransitive) (আগ্নেয়গিরির ক্ষেত্রে) লাভা নির্গত হওয়াeruption [ইরাপ্‌শ্‌ন্‌] [noun] [Countable noun, Uncountable noun] অগ্ন্যুৎপাত; (লাক্ষণিক) যুদ্ধ মড়ক ইত্যাদির হঠাৎ প্রাদুর্ভাব।
  • English Word erysipelas Bengali definition [এরিসিপিলাস্‌] [noun] [Uncountable noun] বাতবির্সপ রোগ; জ্বর ও প্রদাহ হয় এ রকম চর্মরোগবিশেষ