Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সৌভিক Bengali definition [শৌউভিক্‌] (বিশেষ্য) জাদুকর। {(তৎসম বা সংস্কৃত) সৌভ+ইক(ঠক্‌)}
  • Bengali Word সৌভ্রাত্র Bengali definition [শোউভ্রাত্‌ত্রো] (বিশেষ্য) পরস্পর সম্প্রীতিযুক্ত বোধ; ভাইদের মধ্যে পরস্পর সদ্ভাব। {(তৎসম বা সংস্কৃত) সুভ্রাতৃ+অ(অণ্‌)}
  • Bengali Word সৌমনস্য Bengali definition [শোউমনোশ্‌শো] (বিশেষ্য) ১ ভালোবাসা; প্রীতি; সম্প্রীতি। ২ সদ্ভাব। {(তৎসম বা সংস্কৃত) সুমনস্‌+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌম্য Bengali definition [শোউম্‌মো] (বিশেষণ) ১ প্রশান্ত; ধীর; স্থির (সৌম্য শান্ত প্রাকৃতিক পরিবেশ)। ২ মনোরম; মনোহর; চারুদর্শন (সৌম্য দর্শন)। ৩ প্রসন্ন (সৌম্য মূর্তি)। ৪ সোমরস পানকারী। □ (বিশেষণ) চন্দ্রপুত্র; বধু নামক গ্রহ। সৌম্যতা (বিশেষ্য) প্রশান্তি। সৌম্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ শান্ত ধীর স্থির নারী। ২ প্রসন্না। ৩ সোমরস পানকারিণী বা পরিবেশনকারিণী। {(তৎসম বা সংস্কৃত) সোম+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌর Bengali definition [শোউরো] (বিশেষণ) ১ সূর্যবিষয়ক (সৌরকর)। ২ সূর্যের উপাসক (সৌর সম্প্রদায়)। সৌরকর (বিশেষ্য) সূর্যরশ্মি সূর্যকিরণ। সৌরজগৎ (বিশেষ্য) সূর্য ও তার গ্রহ-উপগ্রহ মিলে যে জগৎ (সৌরজগৎ সংক্রান্ত বহু তথ্য নির্ণীত হয়-আকবর আলী)। সৌরবৎসর (বিশেষ্য) ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮.৭৬৮ মিনিটে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে; এ সময়কে সৌরবৎসর বলা হয়; solar year। {(তৎসম বা সংস্কৃত) সুর+অ(অণ্‌)}
  • Bengali Word সৌরভ Bengali definition [শোউরভ্‌] (বিশেষ্য) সুগন্ধ; সুন্দর গন্ধ (পুষ্পসৌরভ উদ্যানটিকে আমোদিত করেছে। {(তৎসম বা সংস্কৃত) সুরভি+অ(অণ্‌)}
  • Bengali Word সৌরাজ্য Bengali definition [শোউরাজ্‌জো] (বিশেষ্য) সুশাষিত রাজ্য (সৌরাজ্য দেশের উন্নতি সাধন করে)। {(তৎসম বা সংস্কৃত) সুরাজ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌরাষ্ট্র Bengali definition [শৌউরাশ্‌ট্রো] (বিশেষ্য) ১ পশ্চিম ভারতের কাথিয়া-ওয়াড়ের অন্তর্গত রাজ্য বা প্রদেশবিশেষ; সুরাট দেশ। ২ সুরাট দেশবাসী। {(তৎসম বা সংস্কৃত) সুরাষ্ট্র+অ(অণ্‌)}
  • Bengali Word সৌরি Bengali definition [শোউরি] (বিশেষ্য) ১ সূর্যপুত্র; শনি; যম; কর্ণ; কৃষ্ণ; বিষ্ণু। □ (বিশেষণ) সূর্য সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) সুর+ই(ইঞ্‌)}
  • Bengali Word সৌরিক Bengali definition [শোউরিক্‌] (বিশেষণ) ১ মদ্য বা সুরা সম্পর্কিত। ২ মদ্য ব্যবসায়ী। ৩ স্বর্গীয়। □ (বিশেষ্য) স্বর্গ। {(তৎসম বা সংস্কৃত) সুর/সুরা+ইক(ঠক্‌)}
  • Bengali Word সৌষ্ঠক Bengali definition [শৌউশ্‌ঠব্‌] (বিশেষ্য) ১ সৌন্দর্য; উৎকর্ষ (সুষমার সঙ্গে আনতে হবে একটু সৌষ্ঠব-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ সুগঠন (অঙ্গসৌষ্ঠব)। ৩ সুষ্ঠুতা (কাজের সৌষ্ঠব)। {(তৎসম বা সংস্কৃত) সুষ্ঠু+অ(অণ্‌)}
  • Bengali Word সৌসাদৃশ্য Bengali definition [শোশাদৃশ্‌শো] (বিশেষ্য) সম্পূর্ণ সাদৃশ্য; অত্যন্ত মিল। {(তৎসম বা সংস্কৃত) সুসদৃশ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌহার্দ, সৌহার্দ্য, সৌহৃদ, সৌহৃদ্য Bengali definition [শৌউহারদো, শৌউহারদো, শৌউহৃদ্‌দো, শৌউহৃদ্‌দো] (বিশেষ্য) ১ বন্ধুত্ব; সখ্য; দোস্তি (তোমাদিগের সৌহৃদ্য অতি রমণীয় হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ মহব্বত; প্রেম; ভালোবাসা; সম্প্রীতি (চিরঞ্জীবের সহিত এই স্ত্রীলোকের বিলক্ষণ সৌহৃদ্য ছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ সুজনতা বোধ; সৌজন্য। {(তৎসম বা সংস্কৃত) সুহৃদ্‌+অ(অণ্‌), য(ষ্যঞ্‌)}
  • Bengali Word স্কন্দ Bengali definition [স্‌কন্‌দো] (বিশেষ্য) হিন্দুপুরোণোক্ত দেবসেনাপতি; কার্তিকেয় (কূর্ম, কল্কি; স্কন্দ এখন করো তো বন্ধ-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) জ্ঞানী; বিদ্বান। {(তৎসম বা সংস্কৃত) √স্কন্দ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word স্কন্ধ Bengali definition [স্‌কন্‌ধো] (বিশেষ্য) ১ কাঁধ; গর্দান। ২ ষাঁড়ের পৃষ্ঠের স্থূল মাংসখণ্ড; ঝুঁটি। ৩ গ্রন্থের পরিচ্ছেদ; অধ্যায়; সর্গ। ৪ সেনা সন্নিবেশের ব্যূহবিশেষ। ৫ বৃক্ষের কাণ্ডে যেখানে ডাল বের হয়। ৬ বৌদ্ধদর্শনের পাঁচ বিভাগের অন্যতম। স্কন্ধাবার (বিশেষ্য) ১ সৈন্যদল। ২ সৈন্যদের তাঁবু; ছাউনি; শিবির। ৩ রাজধানী। স্বন্ধী(-ন্ধন্‌) (বিশেষণ) ১ স্কন্ধওয়ালা; স্কন্ধধারী। ২ স্কন্ধসম্পর্কীয়। ৩ বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) ক+√ধা+অ(ক)}
  • Bengali Word স্কলারশিপ Bengali definition [স্‌কলারশিপ্‌] (বিশেষ্য) ছাত্রবৃত্তি (দুজন ছাত্র জুনিয়ার স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ হন-আনিসুজ্জামান)। {(ইংরেজি) scholarship}
  • Bengali Word স্কুটার Bengali definition [ইস্‌কুটার্‌] (বিশেষ্য) যন্ত্রচালিত ত্রিচক্রযান বিশেষ। {(ইংরেজি) scuter}
  • Bengali Word স্কুল, ইস্কুল Bengali definition [ইস্‌কুল্‌] (বিশেষ্য) ১ বিদ্যালয়; শিক্ষাগার; পাঠশালা; প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়। ২ মতবাদ। ৩ গোষ্ঠী; সম্প্রদায়। স্কুলঘর (বিশেষ্য) বিদ্যালয়-গৃহ। স্কুলঘেঁষা (বিশেষণ) বিশেষ কোনো গোষ্ঠীর মতবাদ বা বিশ্বাস সম্বন্ধীয় (আরো অনেক কথা তুললেন যা দস্তুরমতো জটিল এবং ইস্কুলঘেঁষা-বুদ্ধদেব বসু)। স্কুলফাইনাল (বিশেষ্য) স্কুলের সর্বশেষ পরীক্ষা। স্কুলবোর্ড (বিশেষ্য) প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা তত্ত্ববধানের জন্য নির্বাচিত বা মনোনীত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। স্কুলমাস্টার (বিশেষ্য) প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। স্কুলমাস্টারি (বিশেষ্য) প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজ। {(ইংরেজি) school}
  • Bengali Word স্ক্রু Bengali definition ⇒ ইস্ক্রু
  • Bengali Word স্খলন Bengali definition [স্‌খলোন্‌] (বিশেষ্য) ১ পতন। ২ ন্যায়পথ থেকে চ্যুত হওয়া (স্খলন পতন ত্রুটি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পিছলানো (পদস্খলন)। ৪ বিপথগামী হওয়া (ধর্মপথ থেকে পদস্খলন)। ৫ উচ্চারণ (বাক্যন্খলন)। ৬ বিকৃতি। ৭ নিঃসরণ (পানি স্খলন)। স্খলিত (বিশেষণ) ১ বিচ্যুত (বৃন্তস্খলিত আম)। ২ বিপথগামী (ধর্মস্খলিত লোক)। ৩ নিঃসরিত (স্খলিত জলের নালি)। ৪ নিস্তেজ। ৫ স্খলন স্মবন্ধীয়। স্খালন (বিশেষ্য) ১ পরিষ্কারকরণ (পানিতে পদস্খলন)। ২ পরিত্যাগ; বিদূরণ (অসৎ সম্পর্ক স্খালনযোগ্য)। ৩ সংশোধন (অপরাধ বা দোষ স্খালন)। ৪ অপসারণ (আবর্জনা স্খালন)। {(তৎসম বা সংস্কৃত) √স্খল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্টক Bengali definition [স্টক্‌] (বিশেষ্য) মজুদ (মেঘমল্লার রাগিণীর যার যত গান জমা আছে স্টকে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) stock}
  • Bengali Word স্টার Bengali definition [এস্‌টার] (বিশেষ্য) ১ তারা; তারকা। ২ পরীক্ষায় শতকরা ৮০ ভাগ নম্বর পাওয়ার স্মারক। {(ইংরেজি) star}
  • Bengali Word স্টিম Bengali definition [স্টিম্‌] (বিশেষ্য) বাষ্প (স্টিম ইঞ্জিন)। {(ইংরেজি) steam}
  • Bengali Word স্টিমার Bengali definition [স্টিমার্‌] (বিশেষ্য) বাষ্পীয় পোত; জাহাজ। {(ইংরেজি) steamer}
  • Bengali Word স্টিল Bengali definition [স্টিল্‌] (বিশেষ্য) ইস্পাত; পাকা লোহা। {(ইংরেজি) steel}
  • Bengali Word স্টুপিড, ইস্টুপিট Bengali definition [স্‌টুপিড্‌, স্‌টুপিট্‌] (বিশেষণ) নির্বোধ; বোকা (স্টুপিড ডেঁপো ছোকরা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) stupid}
  • Bengali Word স্টুয়ার্ড Bengali definition [ইস্‌টুয়ার্‌ড্‌] (বিশেষণ) ১ খাদিম; খিদমতগার। ২ খেলাধুলার শৃঙ্খলারক্ষক। {(ইংরেজি) steward}
  • Bengali Word স্টেজ Bengali definition [স্টেজ্‌] (বিশেষ্য) মঞ্চ (উঠানের এক কোণে স্টেজ বাঁধা হয়েছে-বিভূতিভূষণ বদ্যোপাধ্যায়)। {(ইংরেজি) stage}
  • Bengali Word স্টেট Bengali definition [স্টেট্‌] (বিশেষ্য) ১ রাজ্য। ২ জমিদারির বিষয়সম্পত্তি। {(ইংরেজি) state; estate}
  • Bengali Word স্টেথিসকোপ, স্টেথোস্কোপ Bengali definition [এস্‌টেথিস্‌কোপ্‌, এস্‌টেথোস্‌কোপ্‌] (বিশেষ্য) হৃদবীক্ষণযন্ত্র (রোগীর বুকে স্টেথোস্কোপ লাগিয়ে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) stethoscope}