Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word স্পিকার, স্পীকার Bengali definition [ইস্‌পিকার] (বিশেষ্য) পার্লামেন্ট বা আইন-সভার সভাপতি। {(ইংরেজি) speaker}
  • Bengali Word স্পিচ, স্পীচ Bengali definition [ইস্‌পিচ্‌] (বিশেষ্য) বক্তৃতা; ভাষণ (দিনের বেলা রিফরমেশনের স্পিচ করেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) speech}
  • Bengali Word স্পিড, স্পীড Bengali definition [ইস্‌পিড্‌] (বিশেষ্য) গতি; গতিবেগ (দস্তুরমতো স্পিড দিচ্ছে যে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) speed}
  • Bengali Word স্পিরিট Bengali definition [ইস্‌পিরিট্‌] (বিশেষ্য) ১ সুরাসার; বিশুদ্ধ মদ (স্টোভের স্পিরিট)। ২ আত্মা; ভূত; (প্ল্যানচেটে স্পিরিট আনা)। ৩ বল; বীর্য; উত্তেজনা (প্রতিবাদের স্পিরিট)। ⇒ ইস্পিরিট। {(ইংরেজি) spirit}
  • Bengali Word স্পুটনিক Bengali definition [ইস্‌পুট্‌নিক্‌] (বিশেষ্য) কৃত্রিম উপগ্রহ (কৃত্রিম উপগ্রহ বা স্পুটনিক-এর জন্য দরকার হয় রকেটের-শামসুল হক ফজলুর রহমান)। {(ইংরেজি) sputnik}
  • Bengali Word স্পৃশ্য, স্পৃষ্ট Bengali definition ⇒ স্পর্শ
  • Bengali Word স্পৃহণীয় Bengali definition ⇒ স্পৃহা
  • Bengali Word স্পৃহা Bengali definition [স্‌প্রিহা] (বিশেষ্য) ইচ্ছা; অভিলাষ; আকাঙ্খা; বাঞ্ছা; কামনা। ২ লোভ। ৩ রুচি। স্পৃহণীয় (বিশেষণ) ১ কাম্য; স্পৃহার যোগ্য। ২ লোভনীয়। স্পৃহায়ালু (বিশেষণ) আকাঙ্খা বা কামনাযুক্ত; লোলুপ; লোভী। {(তৎসম বা সংস্কৃত) √স্পৃহ্‌+ই(ণিচ্‌)+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word স্প্রিং Bengali definition [স্‌প্রিঙ্‌] (বিশেষ্য) ধাতুর তৈরি একপ্রকার স্থিতিস্থাপক বলয়। ⇒ ইস্প্রিং। {(ইংরেজি) spring}
  • Bengali Word স্ফটিক Bengali definition [স্‌ফোটিক্‌] (বিশেষ্য) ১ সূর্যকান্তমণি। ২ একপ্রকার স্বচ্ছ বর্নহীন প্রস্তর। {(তৎসম বা সংস্কৃত) √স্ফট্‌+ইক(ইকন্‌)}
  • Bengali Word স্ফাটিক Bengali definition [স্‌ফাটিক্‌] (বিশেষ্য) স্ফটিক; বিশেষ ধরণের প্রস্তর। □ (বিশেষণ) স্ফটিকে তৈরি; স্ফটিক নির্মিত। {(তৎসম বা সংস্কৃত) স্ফটিক+অ(অণ্‌)}
  • Bengali Word স্ফার Bengali definition [স্‌ফার] (বিশেষ্য) ১ বিস্তার; বিস্তৃতি। ২ বিকাশ; স্ফূর্তি। স্ফারণ (বিশেষণ) ১ বিকাশ; স্ফূর্তি। ২ বিস্তার; প্রসার। স্ফারিত (বিশেষ্য) বিস্তারিত; প্রসারিত। □ (বিশেষণ) বিকশিত। {(তৎসম বা সংস্কৃত) √স্ফায়্‌+র(রক্‌)}
  • Bengali Word স্ফিংস Bengali definition [স্‌ফিঙ্‌স্‌] (বিশেষ্য) ১ গ্রিক পুরাণ মতে নারীর মস্তক ও সিংহীর দেহযুক্ত বিকটাকার রাক্ষসী। ২ মিসরের গাজা। নামক স্থানে অবস্থিত বিশাল নারী- সিংহী মূ্র্তি (স্ফিংসের মতো পাহাড় উঁচু হয়ে উঠেছে-হাই)। {(গ্রিক) sphinx}
  • Bengali Word স্ফীত Bengali definition [স্‌ফিতো] (বিশেষণ) ১ ফুলে বা ফেঁপে উঠেছে এমন (রাখিতে পারে না যেন স্নেহপূর্ন স্ফীত স্তনভারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রবল হয়েছে এমন। ৩ বর্ধিত। ৪ সমৃদ্ধ; ঐশ্বর্যমণ্ডিত। স্ফীতা (স্ত্রীলিঙ্গ)। স্ফীতী (বিশেষ্য) ১ বৃদ্ধি। ২ প্রাবল্য। ৩ সমৃদ্ধি। ৪ ফেঁপে বা ফুলে ওঠা। {(তৎসম বা সংস্কৃত) √স্ফায়্‌+ত(ক্ত)}
  • Bengali Word স্ফুট Bengali definition [স্‌ফুটো] (বিশেষণ) ১ বিকশিত; ফুল্ল (স্ফুট কুসুম)। ২ রন্ধ্রযুক্ত; ফুটা; বিদীর্ণ (দন্তস্ফুট)। ৩ ব্যক্ত; বিশদ; স্পষ্ট (স্ফুট অর্থ)। স্ফুটন (বিশেষ্য) ১ স্ফুরণ; বিকাশন। ২ ব্যক্ত হওয়া। ৩ তরল পদার্থাদি তাপ প্রযুক্ত হওয়ার ফলে বুদ্ধুদযুক্ত হওয়া। স্ফুটনোন্মুখ (বিশেষণ) প্রস্ফুটিত প্রায়; এখনই ফুটবে এমন (স্ফুটনোন্মুখ ফুলা কপির মত তার জীবন যেন একটির পর একটি দল মেলতে লাগল-আবুল ফজল)। স্ফুটবাক (বিশেষণ) ১ স্পষ্টবক্তা। ২ কথা ফুটেছে এমন। স্ফুটনবিন্দু, স্ফুটনাঙ্ক (বিশেষ্য) উত্তাপ যে মাত্রায় পৌঁছুলে তরল পদার্থ ফুটতে থাকে; boiling point। স্ফুটিত (বিশেষণ) ১ বিকশিত। ২ স্পষ্টীকৃত। ২ বিদীর্ণ। ৪ ফুটা; ছিদ্রিত। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুট্‌+অ(ক)}
  • Bengali Word স্ফুরণ Bengali definition [স্‌ফুরন্‌] (বিশেষ্য) ১ উদ্রেক। ২ কম্পন। ৩ দীপ্তি। ৪ প্রকাশ (কবিত্বশক্তি স্ফুরণের জন্য একান্ত অনুকূল-আবদুল করিম সাহিত্যবিশারদ)। স্ফুরিত (বিশেষ্য) কম্পিত। □ (বিশেষণ) ১ বিকশিত (স্ফুরিত ফুলের উতলা গন্ধে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রকাশিত। ৩ দীপ্ত। ৪ উদ্রিক্ত। স্ফুরা (পদ্যে ব্যবহৃত) কম্পিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুর+অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্ফুরা (পদ্যে ব্যবহৃত) Bengali definition [স্‌ফুরা] (ক্রিয়া) ১ কম্পিত হওয়া; স্পন্দিত হওয়া। ২ উদ্রিক্ত হওয়া। ৩ প্রকাশ পাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুর্‌+ (বাংলা) আ}
  • Bengali Word স্ফুলিঙ্গ Bengali definition [স্‌ফুলিঙ্‌গো] (বিশেষ্য) অগ্নিকণা; আগুনের ফুলকি। {(তৎসম বা সংস্কৃত) √স্ফু+লিন্‌গ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word স্ফূর্ত Bengali definition [স্‌ফুর্‌তো] (বিশেষণ) বিকাশ, প্রকাশ বা স্ফূর্তি লাভ করেছে এমন। স্ফূর্তি (বিশেষ্য) ১ স্ফুরণ। ২ কম্পন। ৩ প্রকাশ; বিকাশ। ৪ হর্ষ; উৎফুল্লতা। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুর্‌+ত(ক্ত)}
  • Bengali Word স্ফূর্তিমান Bengali definition [স্ফুর্তিমান্‌] (বিশেষণ) ১ স্ফূর্তিপূর্ণ। ২ হর্ষযুক্ত; প্রফুল্ল। ৩ বিকাশমান। ৪ প্রতিভাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স্ফুর্তি+মৎ}
  • Bengali Word স্ফোট Bengali definition [স্‌ফোট্‌] (বিশেষ্য) ১ ফোড়া। ২ অর্বুদ; আব। ৩ (ব্যাকরণ) পরপর উচ্চারিত বর্ণের দ্বারা অভিব্যক্ত শব্দ। স্ফোটবাদ (বিশেষ্য) শব্দার্থ সম্বন্ধে একটা মত। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুট্‌+ই(ণিচ্‌)+অ(অচ্‌)}
  • Bengali Word স্ফোটক Bengali definition [স্‌ফোটক্‌] (বিশেষ্য) ১ ফোড়া। ২ অর্বুদ। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুট্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word স্ফোটন Bengali definition [স্‌ফোটন্‌] (বিশেষ্য) ১ বিকাশন; প্রকাশন। ২ বিদারণ। স্ফোটনী (বিশেষ্য) ফুড়বার বা বিদ্ধ করবার যন্ত্র; বেধনী; সুচ; তুরপুন। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুট্‌+ণিচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্ব Bengali definition [শ] (সর্বনাম) ১ আত্মা; স্বয়ং; নিজ (স্বকৃত)। ২ আত্মীয়; কুটুম্ব (স্বজন)। □ (বিশেষণ) নিজের (স্বগৃহ)। □ (বিশেষ্য) (বিশেষণ) সম্পদ। স্ব- স্ব (সর্বনাম) নিজ নিজ (স্ব স্ব কাজ)। সর্বস্ব (বিশেষ্য) নিজের সবকিছু সম্পদ। {(তৎসম বা সংস্কৃত) √সু+ব}
  • Bengali Word স্বঃ Bengali definition [শহ্‌] (অব্যয়) (বিশেষ্য) স্বর্গ; দ্যুলোক (স্বর্গত)। ২ নিরবচ্ছিন্ন সুখ। {(তৎসম বা সংস্কৃত) স্বর্‌>স্ব}
  • Bengali Word স্বক Bengali definition [শক্‌] (বিশেষণ) স্বীয়; স্বকীয়; নিজ। {(তৎসম বা সংস্কৃত) স্ব+ক(কন্‌)}
  • Bengali Word স্বকপোলকল্পিত Bengali definition [শকপোল্‌কোলপিতো] (বিশেষণ) মনঃকল্পিত বিষয়; নিজের মনগড়া। {(তৎসম বা সংস্কৃত) স্ব+কপোল+কল্পিত}
  • Bengali Word স্বকীয় Bengali definition [শোকিয়ো] (বিশেষণ) স্বীয়; নিজের। স্বকীয়তা (বিশেষ্য) নিজস্ব বৈশিষ্ট্য। {(তৎসম বা সংস্কৃত) স্ব+ঈয়(ছ), ‘ক’ (কুক্‌) আগম}
  • Bengali Word স্বকৃত Bengali definition [শকৃতো] (বিশেষণ) নিজের দ্বারা সম্পন্ন বা কৃত (স্বকৃত জিজ্ঞাসার যে উত্তর পাইত, তাহাতে তাহার সন্তোষ জন্মিত না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) স্ব+কৃত; ৩ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্বকৃতভঙ্গ Bengali definition [শকৃতোভঙ্‌গো] (বিশেষণ) বিবাহে কৌলীন্য প্রথা লঙ্ঘন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) স্ব+কৃতভঙ্গ}