Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সোর- সরাবত, শোর- শরাবত Bengali definition [শোর্‌শরাবত্‌] (বিশেষ্য) আওয়াজ; শোরগোল; সাড়াশব্দ... সোর সরাবত নেই-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) শোর+ (আরবি) শহ্‌রত}
  • Bengali Word সোরগোল Bengali definition ⇒ শোর
  • Bengali Word সোরপোষ Bengali definition ⇒ সরপোশ
  • Bengali Word সোরসার (কথ্য) Bengali definition [শোর্‌শার্‌] (বিশেষ্য) ১ মিলিত কন্ঠের বাদ-প্রতিবাদজনক সাড়াশব্দ; গণ্ডগোল; চেঁচামেচি (বাহিরে কত হৈল সোরসার-সৈয়দ হামজা)। ২ বেকায়দা কথোপকথন; বাদ-প্রতিবাদ (ঝগড়ায় সোরসারই হইল, ফল কিছুই হইল না)। {(ফারসি) শোরশার}
  • Bengali Word সোরা Bengali definition ⇒ শোরা
  • Bengali Word সোরাই Bengali definition [সোরাই] (বিশেষ্য) সুরাহি; পানির বা মদের বোতল; কুঁজো। {(আরবি) সরাহী}
  • Bengali Word সোরাহি, সোরাহী Bengali definition ⇒ সুরাহি
  • Bengali Word সোরৎ Bengali definition ⇒ সোহরত
  • Bengali Word সোলা Bengali definition [শোলা] (বিশেষ্য) হালকা ও নরম কাঠবিশেষ; এক প্রকার জলজ উদ্ভিদ (ব্রাহ্মণের ছেলের বুক বেদান্ত পড়ে পড়ে শুকিয়ে একেবারে সোলার মত চিমসে ও খরখরে হয়ে গিয়েছিল-প্রমথ চৌধুরী)। □ (বিশেষণ) লঘুভার (সোলার মতো পাতলা)। সোলাকচু (বিশেষ্য) এক ধরণের হালকা কচু্ । কাঠি (বিশেষ্য) শোলা গাছের কাঠি (রাক্ষসী বিছানার নীচে সোলাকাটি পাতিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। সোলাটুপি, সোলার টুপি (বিশেষ্য) সোলা দিয়ে তৈরি টুপি; হ্যাটবিশেষ; pith hat (মস্ত একটা সোলাটুপির মধ্যে আমাদের জাতীয় জীবন ধরা পড়ে পালিত হচ্ছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(প্রাকৃত) সলাহৱ>}
  • Bengali Word সোলে Bengali definition [সোলে] (বিশেষ্য) আপোস; নিষ্পত্তি। সোলেনামা (বিশেষ্য) আপোস-মীমাংসা বা নিষ্পত্তির দলিল। {(আরবি) সুলহ}
  • Bengali Word সোশিয়লজি Bengali definition [সোশিয়োলোজি] (বিশেষ্য) সমাজবিজ্ঞান (সাইকোলজি এবং সোশিয়লজি যে বটানির অন্তর্ভুক্ত একথা তো কোন কেতাবে কোরানে লেখে না-প্রমথ চৌধুরী)। {(ইংরেজি) Sociology}
  • Bengali Word সোসর (প্রাচীন প্রয়োগ) Bengali definition [শোশর্‌] (বিশেষণ) ১ (পদ্যে ব্যবহৃত) সদৃশ; সমতুল্য (কেল্লা কসর পাহাড় সোসর বুরুজ মীনার সমদ্যুত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ন্যায়; অনুরূপ (সিংহ সোসর হাঁকে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ অপরাজিত; সমপরাক্রমশালী (দুইজনে টানাটানি উভয়ে সোসর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ সঙ্গে; সাথে (স্বপ্নাধ্যায় পালা গাই এখানে সোসর-বিজয় গুপ্ত)। {সমসর>}
  • Bengali Word সোসরি (ব্রজবুলি) Bengali definition [শোশরি] (বিশেষণ) সদৃশ; সমান (কেশরী সোসরি মাঝারি অঙ্গ-জ্ঞানদাস)। {সমসর>}
  • Bengali Word সোসাইটি Bengali definition [সোসাইটি] (বিশেষ্য) সমিতি; সঙ্ঘ (১৭৮৪ তে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়-আনিসুজ্জামান)। {(ইংরেজি) society}
  • Bengali Word সোস্ত Bengali definition [শোস্‌ত্‌] (বিশেষণ) ১ শান্ত; স্থির; মন্থর (সোস্ত হয়ে দক্ষিণ হাওয়া কাঁদল সে আফসোস তানে-কাজী নজরুল ইসলাম)। ২ দুর্বল; ঢিলা; অলস। {(ফারসি) সুস্ত}
  • Bengali Word সোহন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শোহোন্‌] (বিশেষ্য) শোভন; চারুদৃশ্যমান (রত্ন-আভরণ সোহন মোহন খেনে তরঙ্গ বিরাজ-দৌলত উজির বাহরাম খান)। সোহিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শোভন>}
  • Bengali Word সোহবত, ছোহবত Bengali definition [সোহোবত্‌, ছোহোবত্‌] (বিশেষ্য) ১ সংসর্গ; সঙ্গ; সাহচর্য (জীবনের বিশ বছর কাল এমনিভাবে চৌধুরী সাহেবের ছোহবতে কেটে ঘেছে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ স্ত্রীসঙ্গ; সহবাস। {(আরবি) সুহবত}
  • Bengali Word সোহম, সোহহম্‌ Bengali definition [শোহম্‌] (বিশেষ্য) আমিই সে অর্থাৎ আমিই ব্রহ্ম-ব্রহ্ম ও আমি অভিন্ন (সোহ্হম্‌ ধ্বনিতে নিত্য ... ‘আনাল- হকে’র মন্ত্র মাঝে-শাহাদাত হোসেন)। সোহ্হং (বিশেষ্য) আমিই ব্রহ্ম; অদ্বিতীয়তার ভাব (সভ্যতা সম্বন্ধে প্রতি জাত নিজকে সোহ্হং মনে করে-প্রমথ চৌধুরী)। সোহ্হংতত্ত্ব (বিশেষ্য) আত্মা ও ব্রহ্ম এক-এই দার্শনিক তত্ত্ব। {(তৎসম বা সংস্কৃত) সঃ+অহম্‌}
  • Bengali Word সোহরত, সোহরৎ, সহরত, শুহরত Bengali definition [শোহোরত্‌, শোহোরত্‌, শহোরত্‌, শুহোরত্‌] (বিশেষ্য) প্রচার; ঘোষণা; খ্যাতি; ঢোল বাজিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা (ঋণে ঋণে জরজর মরমর ডিক্রির দায়ের নিলামের সোহরতে কাঁপে অঙ্গ থরথর-মীর মশাররফ হোসেন; দেশে দেশে সোহরৎ হলো কামিনী ময়না বুড়োর সঙ্গে বেরয়ে গিয়েছে-দীনবন্ধু মিত্র)। {(আরবি) শুহরত}
  • Bengali Word সোহাগ Bengali definition [শোহাগ্‌] (বিশেষ্য) আদর; স্নেহ; যত্ন (একটু আদর তো ছোট কথা, জন্ম ধরে পাখিটির মতন করে বুকে রেখে আদর সোহাগ করে আলবেসেও তোমার মন পাইনি-কাজী নজরুল ইসলাম)। সোহাগি, সোহাগী, সোহাগিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ সোহাগপ্রাপ্তা; আদরপ্রাপ্তা (সোহাগিনী লো সোহাগ ছাড়া কিংবা দিব আর-মানিক রাজার গান)। ২ আদর-স্নেহ পাওয়ার জন্য অভিমানিনী। {(তৎসম বা সংস্কৃত) সৌভাগ্য>}
  • Bengali Word সোহাগা Bengali definition [শোহাগা] (বিশেষ্য) স্বর্ণাদি গলাবার ক্ষারজাতীয় পদার্থ; টঙ্কণ; borax। {(তৎসম বা সংস্কৃত) সৌভাগ্য>}
  • Bengali Word সোহায়ল (ব্রজবুলি) Bengali definition [শোহায়েলো] (ক্রিয়া) শোভা করল; শোভিত করল; সৌন্দর্যমণ্ডিত করল (বদন সোহায়ল শ্রমজল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) শোভা>}
  • Bengali Word সোহিনী, শোহিনী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শোহিনী] (বিশেষ্য) সঙ্গীতের রাগ-বিশেষ (বাঁশিতে বাজিল ব্যথার সোহিনী-মোহিতলাল মজুমদার)। □ (বিশেষণ) সুন্দর শোভা ধারণকারিণী; সৌন্দর্যে চিত্ত বিনোদনকারিণী (নব নাগরী নাগরমোহিনী রূপ নিরূপম সোহিনী-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) শোভিনী>}
  • Bengali Word সোহে (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শোহে] (ক্রিয়া) আঘ্রাণ গ্রহণ করা (শুক চক্ষু নাসিকা কমল মুখ সোহে পদ্মিনীর মুখ দেখি জগজন মোহে-সৈয়দ আলাওল)। {শোঁকা>}
  • Bengali Word সোহেলা Bengali definition [শোহেলা] (বিশেষ্য) উৎসব কালের আনন্দ গান। {(হিন্দি) সোহেলা}
  • Bengali Word সোৎকন্ঠ Bengali definition [শোত্‌কন্‌ঠো] (বিশেষণ) ব্যাকুল; উৎকন্ঠাযুক্ত; চিন্তিত। {(তৎসম বা সংস্কৃত) স+উৎকন্ঠা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সোৎপ্রাস Bengali definition [শোত্‌প্রাশ্‌] (বিশেষ্য) ১ অল্প হাসির সঙ্গে উচ্চারিত কথা; পরিহাসবাক্য; শ্লেক বাক্য। {(তৎসম বা সংস্কৃত) স+উৎপ্রাস; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সোৎসাহ Bengali definition [শোত্‌শাহো] (বিশেষণ) ১ উৎসাহযুক্ত। ২ উল্লাসিত হয়ে; উৎসাহের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+উৎসাহ}
  • Bengali Word সোৎসুক Bengali definition [শোত্‌শুক] (বিশেষণ) ১ কৌতূহলযুক্ত। ২ অত্যন্ত উৎসুক; আগ্রহান্বিত। সোৎসুকচিত্তে (ক্রিয়াবিশেষণ) ১ উৎকন্ঠিত চিত্তে; আগ্রহান্বিত হয়ে। ২ কৌতূহলপরবশ হয়ে (সকলেই সোৎসুকচিত্তে তাহার কথা শুনিবার জন্য আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) স(সমান)+উদর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সোয়াতি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শোয়াতি] (বিশেষ্য) স্বস্তি; স্থৈর্য; শান্তি (জনম অবধি না পাই সোয়াতি-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) স্বস্তি>সোয়াস্‌তি>}