Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word স্থায়িভাব Bengali definition ⇒ স্থায়ী
  • Bengali Word স্থায়ী Bengali definition [স্‌থায়ি] (বিশেষণ) ১ স্থির; স্থিতিশীল। ২ টিকে থাকার যোগ্য; পাকা (স্থায়ী রং)। ৩ শক্ত; মজবুত। ৪ অচল; অনড় (স্থায়ী বসতবাড়ী)। ৫ দীর্ঘজীবী; পাকাপোক্ত (চাকরি স্থায়ী হওয়া)। ৬ অপরিবর্তনীয়; বদ্ধমূল (স্থায়ী ধারণা)। স্থায়িত্ব (বিশেষ্য) স্থিতিশীলতা; স্থায়ী অবস্থা। স্থায়িভাব, স্থায়ীভাব (বিশেষ্য) (আলঙ্কারিক) রতি; ক্রোধ; বীভৎসাদি মানব-মনের শাশ্বত ভাব। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+ইন্‌(ণিনি)}
  • Bengali Word স্থিত Bengali definition [স্‌থিতো] (বিশেষণ) ১ রক্ষিত (পাত্রটি এখানে স্থিত হয়েছে)। ২ অবস্থিত। ৩ বিদ্যমান; দণ্ডায়মান (দ্বারে স্থিত লোকটি)। ৪ বর্তমান (স্থিত অবস্থায় রাখা)। ৫ ধীর-স্থির; শান্ত (স্থিরপ্রকৃতি)। স্থিতধী, স্থিতপ্রজ্ঞ (বিশেষণ) ১ বুদ্ধির পরিপক্বতা অর্জিত হয়েছে এমন। ২ ধ্যানমগ্ন বা গভীর চিন্তায় মগ্ন (এমন স্থিতপ্রজ্ঞ, এমন স্নায়ুবিহীন দুঃখে অনুদ্বিগ্নমনা, স্থিতধী মুনিপ্রবর আমি কখনো দেখিনি-সৈয়দ মুজতবা আলী)। স্থিতাবস্থা চুক্তি (বিশেষ্য) যুদ্ধাদি মীমাংসাকালীন বিদ্যমান অবস্থা বজায় রাখার সাময়িক চুক্তি; statusquo। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+ত(ক্ত)}
  • Bengali Word স্থিতি Bengali definition [স্‌থিতি] (বিশেষ্য) ১ অবস্থান। ২ বিদ্যমানতা। ৩ অবিচলিত ভাব; স্থিরতা। স্থিতিশীল (বিশেষণ) স্থায়ী; অবস্থানশীল। স্থিতিস্থাপক (বিশেষণ) ১ প্রসারণ ও সংকোচনের পরেও যা স্বাভাবিক অবস্থা ফিরে পায়; elastic। ২ স্থায়িত্ব; সংস্থাপক (বহিঃপ্রকৃতির সঙ্গে এদের সম্বন্ধ অগ্রজদের চেয়ে অনেক বেশি স্থিতিস্থাপক-সুধীন্দ্রনাথ দত্ত)। স্থিতিস্থাপকতা (বিশেষ্য) নমনীয়তা; সংস্থাপনা (গদ্য-পদ্যের অভ্যস্ত ছন্দশৃঙ্খলা ভেঙে যাওয়াতে ভাষায় এতখানি স্থিতিস্থাপকতা এসেছে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+তি(ক্তি)}
  • Bengali Word স্থির Bengali definition [স্থির্‌] (বিশেষণ) ১ অবিচল (স্থিরচিত্ত)। ২ স্থায়ী (স্থির ধারণা)। ৩ নিশ্চিত; দৃঢ়। ৪ নির্ধারিত (স্থির সময়ে)। □ (ক্রিয়াবিশেষণ) অনিবার্যরূপে; নিশ্চিতরূপে। স্থিরতা, স্থিরত্ব (বিশেষ্য) ১ স্থায়িত্ব (স্থিরতার চির অন্তঃপুরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিশ্চয়তা। স্থিরদৃষ্টি (বিশেষ্য) অনিমেষ দৃষ্টি; পলকহীন দৃষ্টি। স্থিরনিশ্চয় (বিশেষণ) সুনিশ্চিত; দৃঢ়সংকল্প। স্থিরযৌবনা (বিশেষণ) স্ত্রী চিরযৌবনা; দীর্ঘস্থায়ী যৌবনের অধিকারিণী (এই ফল খাও, চিরজীবনী ও স্থিরযৌবনা হইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। স্থিরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)অবিচল। স্থিরায়ু (বিশেষণ) ১ চিরজীবী। ২ দীর্ঘকালজীবী, দীর্ঘজীবী। স্থিরীকরণ (বিশেষ্য) নিশ্চিতকরণ; সঠিককরণ; নির্ধারণ। স্থিরীকৃত (বিশেষণ) সুনিশ্চিত; নির্ণীত; নির্ধারিত; ধার্যকৃত। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+ইর(কিরচ্‌)}
  • Bengali Word স্থুণা Bengali definition [স্থুনা] (বিশেষ্য) ১ ঘরের খুঁটি। ২ কামারের হাপর। {(তৎসম বা সংস্কৃত) স্থা+ন+আ(টাপ্‌)}
  • Bengali Word স্থূণ Bengali definition [স্থুন্‌] (বিশেষ্য) প্রাচীন ভারতের একপ্রকার যুদ্ধাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+ন}
  • Bengali Word স্থূল Bengali definition [স্থুল্‌] (বিশেষণ) ১ বৃহৎকায়; মোটা (স্থূল দেহ)। ২ মাংসল ও মোটা (স্থূল নাসিকা)। ৩ অপরিপক্বতা ও অসূক্ষ্ম; তীক্ষ্নতাশূন্য (স্থূলবুদ্ধি)। ৪ অগভীর; ভাসা ভাসা (স্থূল দৃষ্টি)। ৫ সাধারণ (স্থূল বিষয়)। স্থূলকোণ (বিশেষ্য) (জ্যামিতি) এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণ; obtuse angle। স্থূলতা, স্থূলত্ব (বিশেষ্য) ১ অপরিপক্ব। ২ অগভীরতা। ৩ বৃহদাকৃতি। স্থূলদর্শী (বিশেষণ) অগভীর দৃষ্টিসম্পন্ন; যে কোনো কিছুই গভীরভাবে তলিয়ে দেখে না। স্থূলদৃষ্টি (বিশেষ্য) ১ সূক্ষ্ম বিচারহীন দৃষ্টি। ২ সাধারণ দৃষ্টি। স্থূলদেহ (বিশেষণ) ১ বিপুল বপু। ২ পাঞ্চভৌতিক দেহ। স্থূলবুদ্ধি (বিশেষণ) মোটাবুদ্ধিসম্পন্ন। □ (বিশেষ্য) মোটা বুদ্ধি। স্থূলান্ত্র (বিশেষ্য) দীর্ঘতর ও মোটা মলনিঃসারক অন্ত্র বা নালি যা পেটের মধ্যে থাকে। স্থূলোদর (বিশেষণ) পেট মোটা এমন। {(তৎসম বা সংস্কৃত) √স্থূল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word স্থেয় Bengali definition [স্থেয়ো] (বিশেষণ) ১ স্থাপনযোগ্য। ২ স্থির; শান্ত। □ (বিশেষ্য) মধ্যস্থ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+য(যৎ)}
  • Bengali Word স্থৈতিকশক্তি Bengali definition [স্থোইতিক্‌ শোক্‌তি] (বিশেষ্য) সঞ্চিত শক্তি; স্থির শক্তি (অবস্থানের ফলে যে শক্তি সঞ্চিত থাকে উহাকে স্থৈতিক শক্তি বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) স্থিতি+ইক(ঠক্‌)+ √শক্‌+তি(ক্তি)}
  • Bengali Word স্থৈর্য Bengali definition [স্থোউর্‌জো] (বিশেষ্য) স্থিরতা; ধীরতা; মানসিক দৃঢ়তা (নেই সেই বিচারবোধের স্থৈর্য-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। স্থৈর্যহীন (বিশেষ্য) অস্থির; চঞ্চল (‘স্থৈর্যহীন ধৈর্যচ্যুত আত্মারে আমার’)। {(তৎসম বা সংস্কৃত) স্থির+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word স্থৌল্য Bengali definition [স্থোউল্‌লো] (বিশেষ্য) স্থূলতা; মোটা আকৃতি। {(তৎসম বা সংস্কৃত) স্থূল+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word স্নব Bengali definition [স্নব্‌] (বিশেষণ) ১ বড়লোক-ঘেঁষা। ২ চালবাজ। ৩ বড়লোকি (ঘড়ি না বের কথা স্নবের লক্ষণ-সৈয়দ মুজতবা আলী)। স্নবারি (বিশেষ্য) ১ বড়লোক-ঘেঁষা বা চালবাজের কাজ। ২ চালবাজি (এই স্নবারি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ব্রিটিশ রাজ-দূতের মনোবৃত্তির যুক্তিযুক্ত অর্থ করা যায় না-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) snob}
  • Bengali Word স্নাত Bengali definition [স্নাতো] (বিশেষণ) ১ স্নান বা গোসল করেছে এমন। ২ বিধৌত (বাদলের জলে স্নাত বনানী)। স্নাতক (বিশেষ্য) ১ স্নানকারী (সরোবরে স্নাতক দেখি না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ ব্রহ্মচর্য সমাপনান্তে গৃহকর্মে প্রবিষ্ট ব্যক্তি। ৩ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিগ্রি; গ্রাজুয়েট। স্নাতকোত্তর (বিশেষণ) গ্রাজুয়েট হওয়ার পরবর্তী ডিগ্রি; postgraduate। স্নাতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)স্নান বা গোসল করেছে এমন। স্নাতানুলিপ্ত (বিশেষণ) স্নানের পর অঙ্গে চন্দনাদি মেখেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √স্না+ত(ক্ত)}
  • Bengali Word স্নান Bengali definition [স্নান্‌] (বিশেষ্য) গোসল; নাওয়া; সম্পূর্ণ অঙ্গ ধৌতকরণ। স্নানযাত্রা (বিশেষ্য) জ্যৈষ্ঠ পূর্ণিমায় হিন্দুদেবতা জগন্নাথের স্নান উপলক্ষে উৎসব। স্নানাগার (বিশেষ্য) স্নানের ঘর; গোসল খানা; হাম্মাম; bathroom। স্নানিকা (বিশেষ্য) ওজু (স্নানিকা সমাপি আজ পবিত্র মানসে বিরাট মসজিদে সবে হল উপস্থিত-ইসমাইল হোসেন শিরাজী)। স্নানীয় (বিশেষণ) স্নানের যোগ্য বা উপযুক্ত। স্নায়ী (-য়িন্‌) (বিশেষণ) স্নান করে এমন। স্নানোদক (বিশেষ্য) স্নানের পানি (স্নানোদক ঢালি দেয় স্নেহের সৌরভে-মোহিতলাল মজুমদার)। সূর্যস্নান (বিশেষ্য) সূর্যকিরণে সর্বাঙ্গ অভিষিক্তকরণ; রৌদ্রস্নান; sunbath। {(তৎসম বা সংস্কৃত) √স্না+অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্নাপক Bengali definition ⇒ স্নাপন
  • Bengali Word স্নাপন Bengali definition [স্নাপোন্‌] (বিশেষ্য) স্নান করানোর কাজ; স্নানকার্য। স্নাপক (বিশেষণ) স্নান করায় এমন। স্নাপিকা (স্ত্রীলিঙ্গ)। স্নাপিত (বিশেষণ) স্নান করানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √স্নান+ই(ণিচ্‌)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্নাপিকা Bengali definition ⇒ স্নাপন
  • Bengali Word স্নাপিত Bengali definition ⇒ স্নাপন
  • Bengali Word স্নায়বিক, স্নায়বীয় Bengali definition [স্নায়োবিক্‌, স্নায়োবিয়ো] (বিশেষণ) স্নায়ু সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) √স্নায়ু+ইক(ঠক্‌); ঈয়(ঢক্‌)}
  • Bengali Word স্নায়ী (-য়িন্‌) Bengali definition [স্নায়ি] (বিশেষণ) স্নানকারী; গোসলকারী; (নিত্যস্নায়ী)। {(তৎসম বা সংস্কৃত) √স্না+ইন্‌(ণিনি)}
  • Bengali Word স্নায়ু Bengali definition [স্নায়ু] (বিশেষ্য) জীবদেহের অনুভূতি ও গতিসঞ্চারক সূক্ষ্ম সূত্রসমূহ; nerve। স্নায়ুক্লান্ত (বিশেষণ) কঠোর পরিশ্রমের পর যায় স্নায়ু নিস্তেজ হয়েছে এমন (অফিস-ফেরতা স্নায়ুক্লান্ত ফিরোজের নিজেকে কেমন অপাঙ্‌ক্তেয় মনে হত-রাজিয়া খান)। স্নায়ুযুদ্ধ (বিশেষ্য) নানাবিধ উপায়ে আতঙ্ক সৃষ্টির দ্বারা শত্রুর মনোবল নাশ। স্নায়ুবিক, স্নায়বীয় (বিশেষণ) স্নায়ু সম্পর্কীয়। স্নায়ুদৌর্বল্য, স্নায়বিক দৌবর্ল্য (বিশেষ্য) স্নায়ুর দুর্বলতারূপ রোগ; nervous debility। {(তৎসম বা সংস্কৃত) √স্না+উ(উণ্‌)}
  • Bengali Word স্নিগ্ধ Bengali definition [স্নিগ্‌ধো] (বিশেষণ) ১ মোলায়েম; স্নেহপূর্ণ; মায়াজড়িত (স্নিগ্ধ ব্যবহার)। ২ লালিত্যপূর্ণ; মধুর (স্নিগ্ধ কন্ঠস্বর)। ৩ সুখদায়ক (স্নিগ্ধ বায়ু)। ৪ শীতল; তেজেহীন (স্নিগ্ধ কিরণ)। ৫ পরিষ্কার; মেদুর; মসৃণ (স্নিগ্ধ আকাশ)। ৬ তৈালাক্ত (তৈলস্নিগ্ধ শান্ত তনু নিদ্রালসে ভরা-রবীন্দ্রনাথ ঠাকুর)। স্নিগ্ধা (স্ত্রীলিঙ্গ)। স্নিগ্ধতা (বিশেষ্য) কোমলতা; মধুরতা। স্নিগ্ধকর (বিশেষণ) স্নিগ্ধ করে এমন। {(তৎসম বা সংস্কৃত) √স্নিহ্‌+ত(ক্ত)}
  • Bengali Word স্নুষা Bengali definition [স্নুশা] (বিশেষ্য) পুত্রবধু। {(তৎসম বা সংস্কৃত) √স্নু+স+আ(টাপ্‌)}
  • Bengali Word স্নেহ Bengali definition [স্নেহো] (বিশেষ্য) ১ আদর; সোহাগ। ২ বাৎসল্য; প্রীতি; ভারোবাসা। ৩ চর্বি; ঘৃত (কলাপ মেলি করে সে ফেলি রৌদ্রে স্নেহ সঞ্চারি’-সত্যেন্দ্রনাথ দত্ত)। স্নেহ পদার্থ (বিশেষ্য) তেল চর্বি ঘৃত ইত্যাদি পদার্থ। স্নেহপাণি (বিশেষ্য) আদর, সোহাগ ও ভালোবাসায় যে হাত পরিপূর্ণ (পরিপূর্ণ করুণার ও মমতার স্নেহপাণি সহজ বন্ধুত্বের মাধুর্যে তাহার দিকে এমন প্রসারিত করিয়া দিয়াছিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। স্নেহপাত্র/ পাত্রী (বিশেষ্য) ১ ভালোবাসার ‍পাত্র; প্রীতিভাজন। ২ আদরের ধন; পরম প্রিয়জন। □ (বিশেষণ) স্নেহ করা যায় এমন। স্নেহপাত্রী (বিশেষ্য) কন্যা বা ছোট বোনের সমতুল্যা যে নারী বা বালিকাকে স্নেহ করা যায়। স্নেহপুত্তলি (বিশেষ্য) অতি আদরের বা সোহাগের পাত্র। স্নেহালিঙ্গন (বিশেষ্য) স্নেহ বা সোহাগের বশবর্তী হয়ে জড়িয়ে ধরা। স্নেহাশীর্বাদ (বিশেষ্য) স্নেহপূর্ণ আশিষ; দোয়া ও মঙ্গল কামনা। স্নেহী (-হিন্‌) (বিশেষণ) স্নেহময়; স্নেহ দ্বারা সম্পৃক্ত; মায়ামমতায় (পুত্রের ব্যাধি আপনি লইয়া স্নেহী রাজা অকালে মরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √স্নিহ্‌+ অ(ঘঞ্‌)}
  • Bengali Word স্পঞ্জ Bengali definition [স্‌পন্‌জ্‌] (বিশেষ্য) ১ এক প্রকার সামুদ্রিক জীব বা তার দেহ-যে দেহে অসংখ্য ছিদ্র থাকায় তা পানিশোষক। ২ চপ্পল; স্যান্ডেল; পাদুকা (স্পঞ্জ পায়ে দিয়ে সান্ধ্য ভ্রমণে বের হওয়া)। □ (বিশেষণ) স্থিতিস্থাপক। {(ইংরেজি) sponge}
  • Bengali Word স্পন্দ, স্পন্দন Bengali definition [স্‌পন্‌দো] (বিশেষ্য) ১ ঈষৎ কম্পন; মৃদু নড়াচড়া (নাড়ীর স্পন্দন; কিছুতেই তাঁহার স্তব্ধ হয় না-এয়াকুব আলী চৌধুরী)। ২ স্ফুরণ। স্পন্দমান (বিশেষণ) কম্পমান; অস্থির (জমে আছে স্পন্দমান দ্বিকালের শ্বাস-মনির)। স্পন্দরহিত, স্পন্দশূন্য, স্পন্দহীন (বিশেষণ) অচল; স্থির; অকম্পিত; নিস্পন্দ। স্পন্দিত (বিশেষণ) ১ আন্দোলিত। ২ কম্পিত (সূর্যতাপে স্পন্দিত সে বন-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √স্পন্দ্‌+অ(ঘঞ), অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্পর্ধা Bengali definition [স্পর্‌ধা] (বিশেষ্য) ১ দর্প; বড়াই; অহঙ্কার। ২ আস্ফালন; দম্ভ। ৩ দুঃসাহস (ঐটুকু নৌকাগুলি সীমাহীন সমুদ্রের তরঙ্গে কোন স্পর্ধায় নিশ্চিন্ত আরামে খেলিয়া বেড়াইতেছে-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। স্পর্ধিত, স্পর্ধী (-ধিন্‌) (বিশেষণ) দর্পযুক্ত; উদ্ধত; স্পর্ধাকারী (স্পর্ধিত কৃশ্রীতা নিত্য যতই করুক সিংহনাদ-রবীন্দ্রনাথ ঠাকুর)। স্পর্ধিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)স্পর্ধা বা দর্পকারিণী। {(তৎসম বা সংস্কৃত) √স্পর্ধ্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word স্পর্শ Bengali definition [স্‌পর্‌শো] (বিশেষ্য) ১ ছোঁয়া (অঙ্গ স্পর্শ করা); ত্বগিন্দ্রিয় গ্রাহ্যগুণ; দেহচর্মের অনুভূতি। ২ সান্নিধ্য; সংসর্গ (গুণীর স্পর্শ)। স্পর্শক১ (বিশেষণ) স্পর্শকারী; স্পর্শ করে এমন। □ (বিশেষ্য) (জ্যামিতি) বৃত্তের পরিধি স্পর্শকারী সরলরেখা যা বর্ধিত করলেও বৃত্তকে ছেদ করে না; tangent। স্পর্শকাতর (বিশেষণ) সামান্যতেই যে হৃদয়ে আঘাত পায়; sensitive। স্পর্শকাতরতা বি। স্পর্মকারী (বিশেষণ) আলোড়িত করে এমন। স্পর্মক্রামী (-মিন্‌) (বিশেষণ) ছোঁয়াচে; সংস্পর্শ দ্বারা সংক্রামক। স্পর্মন (বিশেষ্য) স্পর্শকরণ; ছোঁয়া। স্পর্শনীয়, স্পৃশ্য (বিশেষণ) স্পর্শ করার যোগ্য। স্পর্শবর্ণ (বিশেষ্য) ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্গীয় বর্ণ। স্পর্শমণি (বিশেষ্য) পরশপাথর। ম্পর্শী (-শিন্‌) (বিশেষণ) স্পর্শ করে এমন। স্পর্শিনী (স্ত্রীলিঙ্গ)স্পশকারিণী। স্পর্শেন্দ্রিয়, স্পর্শনেন্দ্রিয় (বিশেষ্য) যে ইন্দ্রিয় দ্বারা স্পর্ম করা যায়; ত্বক। স্পৃষ্ট (বিশেষ্য) স্পর্শ করা হয়েছে এমন। স্পৃষ্টি (বিশেষ্য) স্পর্শন; স্পর্শকরণ। {(তৎসম বা সংস্কৃত) √স্পশ্‌+অ(ক)}
  • Bengali Word স্পষ্ট Bengali definition [স্‌পশ্‌টো] (বিশেষণ) ১ সুব্যক্ত; স্ফুট; প্রকাশিত (দিবালোকের মতো স্পষ্ট)। ২ খোলাখুলি; কিছু গোপন নেই এমন; প্রকাশ্য (স্পষ্ট কথা)। ৩ বিশদ; বিস্তারিত (স্পষ্ট বর্ণনা)। □ (ক্রিয়াবিশেষণ) বিশদভাবে; পরিস্ফুটভাবে (স্পষ্ট শোনা)। স্পষ্টত, স্পষ্টতঃ (অব্যয়) স্পষ্টই। স্পষ্টতা (বিশেষ্য) পরিস্ফুটতা। স্পষ্টবক্তা, স্পষ্টবাদী (-দিন্‌), স্পষ্টভাষী (-ষিন্‌) (বিশেষণ) উচিতবাদী; কারো তোয়াক্কা না করে খোলাখুলিভাবে বলে এমন। স্পষ্টবাদিনী, স্পষ্টভাষিণী (স্ত্রীলিঙ্গ)। স্পষ্টবাদিতা (বিশেষ্য) স্পষ্ট কথা বলার অভ্যাস। স্পষ্টাক্ষরে (ক্রিয়াবিশেষণ) পরিষ্কার পরিচ্ছন্ন এবং সহজবোধ্য অক্ষরে বা লেখায়। স্পষ্টাস্পষ্টি (বিশেষণ) খোলাখুলি; অত্যন্ত স্পষ্ট (স্পষ্টাস্পষ্টি কথা)। □ (ক্রিয়াবিশেষণ) খোলাখুলিভাবে; প্রকাশ্যভাবে (স্পষ্টাস্পষ্টি বলা)। স্পষ্টীকৃত (বিশেষণ) স্পষ্ট করা হয়েছে এমন। স্পষ্টীকরণ (বিশেষ্য) যা স্পষ্ট ছিল না তাকে স্পষ্ট করা। {(তৎসম বা সংস্কৃত) √স্পশ্‌+ত(ক্ত)}