Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word স্টেনগান Bengali definition [স্টেন্‌গান্‌] (বিশেষ্য) ছোট মেশিনগান। {(ইংরেজি) Sten gun}
  • Bengali Word স্টেনো Bengali definition [স্টেনো] স্টেনোগ্রাফারের সংক্ষিপ্তরূপ। স্টেনোগ্রাফার (বিশেষ্য) সাঁটলিপিকার। {(ইংরেজি) stenographer}
  • Bengali Word স্টেশন Bengali definition [এস্টেশন] (বিশেষ্য) রেল জাহাজ ইত্যাদি থামার এবং থাকার স্থান। {(ইংরেজি) station}
  • Bengali Word স্টোভ Bengali definition [স্‌টোভ্‌] (বিশেষ্য) কেরোসিন তেলে চালিত ধাতব চুল্লিবিশেষ (ক্রমে উত্তপ্ত স্টেভের ন্যায় তাহার গলা বড় ও জ্বালাময় হইয়া উঠিত-মাহবুব-উল-আলম)। {(ইংরেজি) stove}
  • Bengali Word স্টোর Bengali definition [স্‌টোর] (বিশেষ্য) ১ ভাণ্ডার; ভাঁড়ার; ধন খাদ্য অন্যান্য বস্তু সংরক্ষণের স্থান। ২ গুদাম। ৩ দোকান (ঢাকা মেডিকেল স্টোর)। স্টোরকিপার (বিশেষ্য) ভাণ্ডাররক্ষক; ভাণ্ডারী। স্টোররুম (বিশেষ্য) ভাঁড়ার-কক্ষ; ভাঁড়ার। স্টোরহাউস (বিশেষ্য) গুদাম-ঘর; গোলাঘর। {(ইংরেজি) store}
  • Bengali Word স্ট্যান্ডার্ড Bengali definition [স্ট্যান্‌ডার্‌ড্‌] (বিশেষ্য) ১ নির্ধারিত মান। ২ আদর্শ। ৩ নির্ধারিত বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাপ; সময় ইত্যাদি। {(ইংরেজি) standard}
  • Bengali Word স্ট্যাম্প Bengali definition [স্‌ট্যাম্‌প্‌] (বিশেষ্য) ১ ডাকটিকিট। ২ দলিল সম্পাদন করার সরকারি মোহরযুক্ত রাজস্ব প্রদানসূচক ক্রীত কাগজ। {(ইংরেজি) stamp}
  • Bengali Word স্ট্রাইক Bengali definition [স্‌ট্রাইক্‌] (বিশেষ্য) ধর্মঘট। {(ইংরেজি) strike}
  • Bengali Word স্ট্রিট, স্ট্রীট, ষ্ট্রীট Bengali definition [স্ট্রিট্‌] (বিশেষ্য) শহরের চওড়া রাস্তা। {(ইংরেজি) street}
  • Bengali Word স্তন Bengali definition [স্‌তন] (বিশেষ্য) ১ নারীদেহের বক্ষঃস্থলের গ্রন্থিবিশেষ, যার মধ্যে শিশু সন্তানের জন্য দুগ্ধ সঞ্চিত থাকে; পয়োধর; কুচ; (কথ্য) মাই; মায়ের বক্ষের দুগ্ধধার (স্তন হতে তুলে নিলে কাঁদে শিশু ডরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দুধ; milk। স্তনাগ্র (বিশেষ্য) স্তনের অগ্রভাগের বোঁটা; চুচুক। {(তৎসম বা সংস্কৃত) √স্তন্‌+অ(অচ্‌)}
  • Bengali Word স্তনন Bengali definition [স্‌তনন্‌] (বিশেষ্য) ১ ধ্বনি; শব্দ; রব। ২ কাতরোক্তি; কাতরানি। ৩ মেঘের গর্জন। স্তনিত (বিশেষণ) ১ শব্দিত; ধ্বনিত। □ (বিশেষ্য) ১ রতিকর্মের শব্দ। ২ মেঘাদির পরস্পরের সংঘর্ষের শব্দ। ৪ বজ্রধ্বনি। ৫ করতালি ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত) √স্তন্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্তনাংশুক Bengali definition [স্‌তনাঙ্‌শুক্‌] (বিশেষ্য) কাঁচুলি; স্তনাচ্ছাদন বস্ত্র (ফুটিলে আভাসে কার স্তনাংশুক যেন, মনোহর বাহুভঙ্গি-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) স্তন+অংশুক}
  • Bengali Word স্তনাগ্র Bengali definition ⇒ স্তন
  • Bengali Word স্তনিত Bengali definition ⇒স্তনন
  • Bengali Word স্তন্য Bengali definition [স্‌তননো] (বিশেষ্য) স্তননিঃসৃত দুধ। {(তৎসম বা সংস্কৃত) স্তন+য(যৎ)}
  • Bengali Word স্তন্যজীবী(-বিন্‌), স্তন্যপায়ী(-য়িন্‌) Bengali definition [স্‌তোন্‌নোজিবি, স্‌তোন্‌নোপায়ি] (বিশেষণ) স্তনজ দুধ পান করে জীবন ধারণ করে এমন; mammal। □ (বিশেষ্য) শিশু। {(তৎসম বা সংস্কৃত) স্তন্য+জীবী, পায়ী}
  • Bengali Word স্তন্যপান Bengali definition [স্‌তোন্‌নোপান্‌] (বিশেষ্য) মায়ের বুকের দুগ্ধ পান; (কথ্য) মাই খাওয়া। {(তৎসম বা সংস্কৃত) স্তন্য+পান}
  • Bengali Word স্তন্যপিপাসু Bengali definition [স্‌তোন্‌নোপিপাশু] (বিশেষণ) স্তনের দুধ পান করার জন্য তৃষ্ণার্ত; দুগ্ধপোষ্য শিশু (এই নবাগত, ক্ষুদ্রকায়, স্তন্য পিপাসু শ্যালকটি নিদ্রাতুর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স্তন্য+পিপাসু}
  • Bengali Word স্তব Bengali definition [স্‌তব্‌] (বিশেষ্য) ১ প্রশংসা কীর্তন। ২ আরাধনা; স্তুতি (সান্ধ্য স্তব)। ৩ মন্ত্র উচ্চারণ; মন্ত্রপঠন। ৪ স্তোত্র। স্তবন (বিশেষ্য) ১ গুণকীর্তন; প্রশংসাকীর্তন। ২ মন্ত্রোচ্চারণ। □ (ক্রিয়া) আরাধন। স্তাবক (বিশেষণ) ১ স্ততিগায়ক (কালিদাসাদি যেখানে আমার স্তাবক সেখানে আমি ... করিব না কেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ মন্ত্রপাঠক; ব্রাহ্মণ। □ (বিশেষ্য) (বিশেষণ) চাটুকার; খোশামুদে; চামচা। স্তাবকতা (বিশেষ্য) চাটুকারিতা; খোশামোদ। {(তৎসম বা সংস্কৃত) √স্তু+অ(অপ্‌)}
  • Bengali Word স্তবক Bengali definition [স্‌তবক্‌] (বিশেষ্য) ১ থোকা; গুচ্ছ। ২ গ্রন্থাদির অধ্যায়; সর্গ (পঞ্চম স্তবক)। ৩ কবিতার সঙ্ঘবদ্ধ চরণসমষ্টি; stanza। ৪ শ্লোক বা মন্ত্রের বিভাগ। স্তবকিত (বিশেষণ) তোড়া-বাঁধা; একত্র। {(তৎসম বা সংস্কৃত) √স্তু+অক(বুন্‌)}
  • Bengali Word স্তব্ধ Bengali definition [স্‌তব্‌ধো] (বিশেষণ) ১ নিশ্চল; নিস্পন্দ; নিঃসাড় (স্তব্ধ হৃদয়)। ২ মূর্ছিত; সংজ্ঞাহীন। ৩ অবাক; বাকরুদ্ধ; বধির (স্তব্ধ হয়ে চিন্তা করা)। ৪ পলকহীন (স্তব্ধ নয়ন)। ৫ ভয়ার্ত; স্তম্ভিত। স্তব্ধতা (বিশেষ্য) স্তব্ধ হওয়ার ভাব; নীরবতা; নিঃসাড়তা (আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা-রবীন্দ্রনাথ ঠাকুর)। স্তব্ধীভূত (বিশেষণ) ১ স্তম্ভিত; নিশ্চল; নিঃস্পন্দ বা বাক্‌রুদ্ধ হওয়ার অবস্থা (শুধু দ্যুতিহীন ... স্তব্ধীভূত প্রতীক্ষা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ জড়ীভূত। {(তৎসম বা সংস্কৃত) √স্তন্‌ভ্‌+ত(ক্ত)}
  • Bengali Word স্তম্ব Bengali definition [স্‌তম্‌বো] (বিশেষ্য) ধান ইত্যাদি গাছের ডাঁটা; কাণ্ডশূন্য বৃক্ষ; তৃণগুচ্ছ। স্তম্বেরম (বিশেষ্য) হাতি। {(তৎসম বা সংস্কৃত) √স্তম্ভ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word স্তম্ভ Bengali definition [স্‌তম্‌ভো] (বিশেষ্য) ১ খুঁটি; ঘরের থাম। ২ খবরের কাগজাদির কলাম; column (সম্পাদকীয় স্তম্ভ)। ৩ নিরোধ; প্রতিরোধ (বাণস্তম্ভ)। ৪ অসাড় (হস্তস্তম্ভ)। □ (বিশেষণ) স্তম্ভিত; আশ্চর্যান্বিত (রায়ের বিক্রম দেখি রাজা হল স্তম্ভ-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √স্তম্ভ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word স্তম্ভন Bengali definition [স্‌তম্‌ভন্‌] (বিশেষ্য) ১ নিরোধকরণ; নিবারণ। ২ মন্ত্র দ্বারা আবিষ্টকরণ। ৩ প্রতিরোধকরণ (বাণ স্তম্ভন)। ৪ স্থিরীকরণ। ৫ হিন্দুদেবতা কন্দপের বাণবিশেষ। স্তম্ভিত (বিশেষণ) ১ মুগ্ধ; আবিষ্ট (মৌন জল স্থল স্তম্ভিত বিষাদে নম্র-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্তম্ভের মতো জড়ীভূত। ৩ প্রতিরোধকৃত। ৪ অবরুদ্ধ (স্তম্ভিত হৃদয় বেদনা)। {(তৎসম বা সংস্কৃত) √স্তম্ভ্‌+ অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্তর Bengali definition [স্‌তর্‌] (বিশেষ্য) ১ মৃত্তিকা বায়ু সময় ইত্যাদির বিভাগবিশেষ stratum (ভাটা সুরু হলো তিমির স্তরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ থাক; স্তবক; অধ্যায় (পঞ্চম স্তরের অন্তর্ভূক্ত)। ৩ পলি ইত্যাদির বিভাগ (একে স্তর পলিমাটি)। ৪ শ্রেণি (সমাজের স্তরে স্তরে)। {(তৎসম বা সংস্কৃত) √স্তৃ+অ(অচ্‌)}
  • Bengali Word স্তাবক, স্তাবকতা Bengali definition ⇒ স্তব
  • Bengali Word স্তাম্বলি, ইস্তাম্বলী, স্তাম্বুলী, ইস্তাম্বুলী Bengali definition [ইস্‌তাম্‌বোলি, ইস্‌তাম্‌বোলি, ইস্‌তাম্‌বুলি, ইস্‌তাম্‌বুলি] (বিশেষণ) ১ তুরস্কের প্রাক্তন রাজধানী ইস্তাম্বুলে তৈরি; কনস্টান্টিনোপল জাত (স্তম্বলী সুরমা মাখা তার কালো আঁখির পাতা ঝরে দু’ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল-কাজী নজরুল ইসলাম)। ২ ইস্তাম্বুলসম্বন্ধীয়। {(তুর্কি) ইস্তাম্বুল+ (বাংলা) ই, ঈ}
  • Bengali Word স্তিমিত Bengali definition [ইস্‌তিমিতো] (বিশেষণ) ১ ক্ষীণ; বিস্মৃতপ্রায় (সে স্বাদ যেন স্তিমিত হয়ে আসছে তার শরীরে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ক্ষীণপ্রভ; অনুজ্জ্বল (স্তিমিত প্রদীপ)। ৩ অপ্রখর (স্তিমিত প্রবাহ)। ৪ আধখোলা বা ঝাপসা (স্তিমিত নয়নে)। ৫ মন্থর (স্তিমিত গতি)। ৬ সিক্ত; আর্দ্র; ভেজা। □ (বিশেষ্য) আবছা; অস্পষ্ট (স্তিমিত কন্ঠস্বর)। {(তৎসম বা সংস্কৃত) √স্তিম্‌+ত(ক্ত)}
  • Bengali Word স্তুত Bengali definition [স্‌তুতো] (বিশেষণ) ১ প্রশংসিত। ২ আরাধিত। স্তুতা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। প্রশংসিতা (বিশ্বের স্তুতা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √স্তু+ত(ক্ত)}
  • Bengali Word স্তুতি Bengali definition [স্‌তুতি] (বিশেষ্য) ১ প্রশংসা; হাম্‌দ; গুণকীর্তন। ২ খোশামোদ (বড় সাহেবের স্তুতি গাওয়া)। ৩ আরাধনা (দেবস্তুতি)। ৪ মন্ত্রপঠন (সান্ধ্য স্তুতি)। স্তুতিবাদ (বিশেষ্য) প্রশংসাবাদ; খোশামোদবাক্য। স্তুতিস্তুত্য (বিশেষণ) ১ প্রশংসার যোগ্য। ২ প্রশংসিত হওয়ার উপযুক্ত। ৩ মহান। স্তুয়মান (বিশেষণ) প্রশংসা করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √স্তু+ তি(ক্তি)}