Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word স্বয়ং, স্বয়ম্‌ Bengali definition [শয়ঙ্‌, শয়ম্‌] (সর্বনাম) আপনি; নিজে। স্বয়ংকৃত (বিশেষণ) স্বকৃত; নিজের দ্বারা কৃত। স্বয়ংপ্রকাশ (বিশেষণ) স্বশক্তিতে প্রকাশিত। স্বয়ংপ্রধান (বিশেষণ) কর্তৃত্ব প্রকাশ; নিজেকে প্রধান বলে জাহির। স্বয়ংপ্রভ (বিশেষণ) স্বীয় জ্যোতিতে দীপ্তিমান। স্বয়ংপ্রভা (স্ত্রীলিঙ্গ)। স্বয়ংবর (বিশেষ্য) আমন্ত্রিত ব্যক্তিদের মধ্য থেকে কন্যা কর্তৃক নিজেই পাত্র নির্বাচন (স্বয়ংবর সভা)। স্বয়ংবরা (বিশেষণ) আমন্ত্রিত ব্যক্তিদের মধ্য থেকে পাত্র নির্বাচনকারিণী। স্বয়ংসিদ্ধ (বিশেষণ) ১ কেবল নিজ চেষ্টা দ্বারাই সিদ্ধি বা সাফল্য লাভকারী (আমি স্বাবলম্বী, স্বয়ংসিদ্ধ, বেপরোয়া-রাজশেকর বসু (পরশু))। ২ স্বতঃসিদ্ধ। স্বয়ংসিদ্ধা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+অয়ম্‌}
  • Bengali Word স্বয়ম্ভর Bengali definition [শয়ম্‌ভর্‌] (বিশেষণ) নিজেই নিজের ভরণ পোষণ করে এমন; স্বাবলম্বী; স্বনির্ভর (স্বয়ম্ভরের আত্মসাধনা হলো-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) স্বয়ম্‌+√ভৃ+অ}
  • Bengali Word স্বয়ম্ভু, স্বয়ম্ভূ Bengali definition [শয়োম্‌ভু] (বিশেষ্য) ১ স্বয়ং অস্তিত্বশীল; স্বয়ংসৃষ্ট; খোদা। ২ হিন্দু দেবতা ব্রহ্মা। ৩ বিষ্ণু। ৪ শিব। □ (বিশেষণ) স্বেচ্ছায় শরীরধারী। স্বয়ম্ভুতা (বিশেষ্য) নিজের সৃষ্টি স্মবন্ধে আলোচনা (কবিদের বেলায় রোমন্থন যত না গর্হিত স্বয়ম্ভূতি ততোধিক অভাবনীয়-সুধীন্দ্রনাথ দত্ত)। স্বায়ম্ভুব (বিশেষ্য) ১ ব্রহ্মা। ২ প্রথম মনু। {(তৎসম বা সংস্কৃত) স্বয়ম্‌+√ভূ+উ(ডু)}
  • Bengali Word স্মঅরা, স্মঙরা, সোঁঅরা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সঁঅরা, সঁঅঁরা, সোঁঅরা] (ক্রিয়া) স্মরণ করা। স্মঅরিআঁ, স্মঅরী (অসমাপিকা ক্রিয়া) স্মরণ করে (স্মঅরিআঁ বিকলী বিকলী ভৈলোঁ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √স্মৃ>}
  • Bengali Word স্মর Bengali definition [শঁর্‌] (বিশেষ্য) স্মরণ। ২ কন্দর্প। □ (বিশেষণ) স্মরণকারী (জাতিস্মর)। স্মরহুর, স্মরারি (বিশেষ্য) হিন্দুপুরাণোক্ত মদন ভস্মকারী শিব। {(তৎসম বা সংস্কৃত) √স্মৃ+অ(অচ্‌)}
  • Bengali Word স্মরণ Bengali definition [শঁরোন্‌] (বিশেষ্য) ১ স্মৃতি। ২ ধ্যান; চিন্তা (শ্রবন কীর্তন স্মরণ বন্দন পাদসেবন-গোবিন্দদাস)। ৩ মনে মনে বিগত বিষয়াদির পুনরানুভূতি। ৪ মনে অন্যের সাহায্য কামনা বা আগমন কামনা (মহারাজ আমাকে স্মরণ করেছেন)। স্মরণশক্তি (বিশেষ্য) মনে রাখবার ক্ষমতা। স্মরণাতীত (বিশেষণ) এত পুরাতন যে সকলেই স্মরণ করতে অসমর্থ। স্মরণার্থ (ক্রিয়াবিশেষণ) স্মৃতির উদ্রেকহেতু মনে করিয়ে দেওয়ার জন্য। স্মরণার্হ, স্মরণীয়, স্মর্তব্য (বিশেষণ) স্মরণযোগ্য। স্মরণিক (বিশেষণ) স্মৃতি রক্ষা করে এমন; স্মৃতিরক্ষাকারী; memorial (স্মরণিক স্তম্ভ)। স্মরণিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্মরণচিহ্ন; স্মৃতি রক্ষা করে এমন; স্মৃতিরক্ষাকারিণী (মৃণ্ময়ী ধরা স্মরণিকা রাখে যতনে বক্ষপুটে-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) √স্মৃ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্মরা (পদ্যে ব্যবহৃত) Bengali definition [শঁরা] (ক্রিয়া) স্মরণ করা। {(তৎসম বা সংস্কৃত) √স্মৃ+(বাংলা) আ}
  • Bengali Word স্মারক Bengali definition [শাঁরোক্‌] (বিশেষণ) স্মরণ করিয়ে দেয় এমন; স্মৃতি উদ্বোধক (স্মারকলিপি)। স্মারকপত্র (বিশেষ্য) যে পত্রে কোনো বিষয় কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দেওয়া হয়; memorandum (রিপনের কাছে প্রেরিত স্মারকপত্রে মুসলমানের শিক্ষার প্রশ্নটিকে স্বতন্ত্রভাবে বিচার করার দাবী জানানো হয়-আনিসুজ্জামান)। {(তৎসম বা সংস্কৃত) √স্মৃ+ণিচ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word স্মার্ত Bengali definition [শাঁর্‌তো] (বিশেষণ) ১ স্মৃতি শাস্ত্রসম্পর্কিত। ২ স্মৃতিশাস্ত্রজ্ঞ। ৩ স্মৃতিশাস্ত্রে উক্ত। {(তৎসম বা সংস্কৃত) √স্মৃ+অ(অণ্‌)}
  • Bengali Word স্মিত Bengali definition [স্‌মিতো] (বিশেষ্য) ঈষৎ হাস্য; অল্প হাসি; সামান্য পরিমাণ হাসি (সুস্মিত)। □ (বিশেষণ) ১ ঈষৎ হাস্যবিশিষ্ট (স্মিত আনন)। ২ বিকশিত; ফুল্ল। {(তৎসম বা সংস্কৃত) √স্মিত+ত(ক্ত)}
  • Bengali Word স্মৃত Bengali definition [সৃঁতো] (বিশেষণ) স্মৃতির অন্তর্গত; স্মরণের বিষয়ীভূত; স্মরণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √স্মৃ+ত(ক্ত)}
  • Bengali Word স্মৃতি Bengali definition [সৃঁতি] (বিশেষ্য) ১ মনে মনে অতীত বিষয়ের অনুশীলন বা পুনরাবৃত্তি; স্মরণ। ২ মনে রাখবার ক্ষমতা; স্মরণশক্তি। ৩ স্মারকচিহ্ন। ৪ ধ্যান। ৫ ধর্মসংহিতা। স্মৃতিকথা (বিশেষ্য) স্মৃতি থেকে লেখা কাহিনী; অতীত কালের বিবরণী; memoir। স্মৃতিকর্তা, স্মৃতিকার (বিশেষ্য) স্মৃতির সাহায্যে অতীত কাহিনীর বর্ণনা। স্মৃতিচিহ্ন (বিশেষ্য) স্মারকচিহ্ন। স্মৃতিবার্ষিক, স্মৃতিবার্ষিকী (বিশেষ্য) বছরান্তে কোনো বিশেষ ঘটনা স্মরণ করে অনুষ্ঠিত উৎসব বা সভা। স্মৃতিবিজড়িত (বিশেষণ) স্মৃতির সঙ্গে সম্পর্কিত (বিশ্বকবির স্মৃতিবিজড়িত আর একটি কুঠিবাড়ী আছে পাবনা জেলার শাহজাদপুরে-সৈয়দ মুর্তাজা আলী)। স্মৃতিবিভ্রম (বিশেষ্য) স্মরণশক্তির ভ্রান্তি বা বিপর্যয়। স্মৃতিভাণ্ডার (বিশেষ্য) ১ স্মৃতিরক্ষার জন্য অর্থ সংগ্রহ; স্মৃতি রক্ষার্থে সৃষ্ট ফান্ড বা তহবিল। ২ যেসব বিষয় স্মরণ রাখা হয়। স্মৃতিভ্রংশ, স্মৃতিলোপ, স্মৃতিহানি (বিশেষ্য) মনে রাখার ক্ষমতার বিলোপ; স্মরণশক্তি লোপ। স্মৃতিভ্রষ্ট (বিশেষণ) ভুলে যাওয়া; বিস্মৃত। স্মৃতিমান (বিশেষণ) প্রখর স্মরণশক্তিযুক্ত। স্মৃতির আতর (বিশেষ্য) স্মৃতিরূপ আতর; স্মরণজনিত সুখ (আমার সত্তাকে ছুয়ে বাতাস ছড়ালো স্মৃতির আতর-সৈয়দ শাসসুল হক)। স্মৃতিরক্ষা (বিশেষ্য) মৃত ব্যক্তিকে বা গুরুত্বপূর্ণ কোনো ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার আয়োজন বা ব্যবস্থা (তাঁর স্মৃতি রক্ষার্থে একটি বালিকা বিদ্যালয় করব-জুলফিকার)। স্মৃতিরেখা বিস্মৃতির দাগ বা চিহ্ন বা নিদর্শন (বন্ধুর স্মৃতিপট থেকেও তাঁর স্মৃতিরেখা। স্মৃতিশক্তি (বিশেষ্য) স্মরণ করবার ক্ষমতা। স্মৃতিশাস্ত্র (বিশেষ্য) মনু ও অন্যান্য শাস্ত্রকার প্রণীত হিন্দু-ধর্ম-সংহিতা। স্মৃতিস্তম্ভ (বিশেষ্য) কোনো মৃত ব্যক্তিকে বা গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ রাখবার জন্য যে স্তম্ভ নির্মিত হয় (স্মৃতিস্তম্ভ মাথা উঁচু করিয়া আছে-মোহাম্মদ ওয়াজেদ আলী)। {(তৎসম বা সংস্কৃত) √স্মৃ+তি(ক্তিন্‌)}
  • Bengali Word স্মের Bengali definition [শেঁর্‌] (বিশেষণ) ১ স্মিত; মৃদু হাস্যযুক্ত। ২ বিকশিত। ৩ স্ফুট। {(তৎসম বা সংস্কৃত) √স্মি+র}
  • Bengali Word স্যন্দ Bengali definition [শোন্‌দো] (বিশেষ্য) ১ ক্ষরণ। ২ গমন; গতি। ৩ বেগ; দ্রুতি। স্যন্দন (বিশেষ্য) ১ রথ। ২ ক্ষরণ; চোয়ানো; গমন; গতি; বেগ্য। স্যন্দিত (বিশেষণ) ১ ক্ষরিত। ২ বেগশীল; গতিশীল। স্যন্দী(-ন্দিন্‌) (বিশেষণ) ১ বেগমুক্ত; গমনশীল। ক্ষরিত হয় এমন; ক্ষরণশীল। {(তৎসম বা সংস্কৃত) √স্যন্দ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word স্যর Bengali definition [স্যার্‌] (বিশেষ্য) স্যার। ⇒ সার১
  • Bengali Word স্যাঁতসেঁতে Bengali definition ⇒ সেঁতসেঁতে
  • Bengali Word স্যাঁতস্যাঁত Bengali definition ⇒ সেঁতসেঁত
  • Bengali Word স্যাঙাত, স্যাঙাৎ, স্যাঙ্গাত, সাঁঙ্গাৎ Bengali definition ⇒ সেঙ্গাত
  • Bengali Word স্যাতলা Bengali definition [স্যাত্‌লা] (বিশেষ্য) শেওলা (যার জায়গা নিয়েছে নীলচে স্যাতলা-শওকত ওসমান)। {(তৎসম বা সংস্কৃত) শৈবাল>}
  • Bengali Word স্যান্ডুইচ Bengali definition [শ্যান্‌ডুইচ্‌] (বিশেষ্য) দুই টুকরা পাউরুটির মধ্যে মাংস সবজি ইত্যাদি দিয়ে তৈরি খাবার। {(ইংরেজি) sandwich}
  • Bengali Word স্যান্ডেল Bengali definition [স্যান্‌ডেল্‌] (বিশেষ্য) চামড়া বা রবারের হালকা পাদুকা (স্যান্ডেল পায়ে ঢুকিয়ে-নীলিমা ইব্রাহীম)। {(ইংরেজি) sandal}
  • Bengali Word স্যার Bengali definition ⇒ সার১
  • Bengali Word স্যুত Bengali definition [শুতো] (বিশেষণ) ১ বোনা হয়েছে; সেলাই করা; রিপু করা। ২ গ্রথিত। স্যুতি (বিশেষ্য) ১ বোনার কাজ; বয়ন। ২ সেলায়ের কাজ; সীবন। ৩ থলে। ৪ বংশ; সন্তান। {(তৎসম বা সংস্কৃত) √সিব্‌+ত(ক্ত)}
  • Bengali Word স্রংস, স্রংসন Bengali definition [স্রোঙ্‌শো, স্রোঙ্‌শোন্‌] (বিশেষ্য) ১ স্খলন; পতন। স্রংসী (-সিন্‌) (বিশেষণ) স্রংসনশীল; স্খলনশীল; পতনশীল। {(তৎসম বা সংস্কৃত) √স্রন্‌স্‌+অ(ঘঞ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্রক, স্রজ Bengali definition [স্রক্‌, স্রজ্‌] (বিশেষ্য) মালা; হাব। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word স্রগ্ধর Bengali definition [স্রোগ্‌ধর্‌] (বিশেষণ) মাল্য দ্বারা শোভিত বা ভূষিত; মাল্যধারী। স্রগ্ধরা (স্ত্রীলিঙ্গ)সংস্কৃত ছন্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) স্রক+ধর}
  • Bengali Word স্রব, স্রবণ Bengali definition [স্রোবো, স্রোবোন্‌] (বিশেষ্য) ১ স্রাব। ২ প্রস্রবণ; ফোয়ারা। ৩ ক্ষরণ। {(তৎসম বা সংস্কৃত) √স্রু+অ(অপ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্রষ্টব্য Bengali definition [স্রশ্‌টোব্‌বো] (বিশেষণ) সৃষ্টিযোগ্য; সৃষ্টি করা প্রয়োজনীয়। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্‌+তব্য}
  • Bengali Word স্রষ্টা (-স্টৃ) Bengali definition [স্রোশ্‌টা] (বিশেষ্য) ১ আল্লাহ; বিধাতা; শিব; ব্রহ্মা; বিষ্ণু। □ (বিশেষণ) ১ সৃষ্টিকর্তা। ২ রচয়িতা; নির্মাতা। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্‌+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word স্রস্ত Bengali definition [স্রোস্‌তো] (বিশেষণ) ১ গলিত। ২ স্থানবিচ্যুত; স্থানভ্রষ্ট। ৩ শিথিল (স্রস্ত কেশভার পৃষ্ঠে পড়ি গেল খসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ স্খলিত; ক্ষরিত। {(তৎসম বা সংস্কৃত) √স্রন্‌স্‌+ত(ক্ত)}