Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সোয়াথ Bengali definition [শোয়াথ্‌] (বিশেষ্য) স্বস্তি বা মনের শান্তি। {(তৎসম বা সংস্কৃত) স্বস্তি>সোয়াস্তি>}
  • Bengali Word সোয়াদ (প্রাচীন প্রয়োগ) Bengali definition [শোয়াদ্‌] (বিশেষ্য) ১ স্বাদ (পেলাম না দিল সুখের সোয়াদ, দিন কাটাল ব্যথাই নিয়ে-কাজী নজরুল ইসলাম)। ২ ইচ্ছা; সাধ; অভিপ্রায়। ⇒ সোওয়াদ। {(তৎসম বা সংস্কৃত) স্বাদ, সাধ>}
  • Bengali Word সোয়াব, সওয়াব, সওয়াব, ছওয়াব Bengali definition [সোয়াব্‌, সওয়াব্‌, সোওয়াব্‌, ছওয়াব্‌] (বিশেষ্য) ১ পুণ্য; সৎকর্মের ফল (রোজাকালে চেহের খাইব প্রতিনিত। খাইলে সোয়াব না খাইলে অনুচিত-সৈয়দ আলাওল; খুউব সোয়াবের কাজ-আবু জাফর শামসুদ্দীন; আর তুমি হালহজ্জা, শেখ, অতএব তোমার সব সাওয়াব (পুণ্য) বাজেয়াপ্ত হয়ে গেছে, কাজেই তোমার কপালেও জাহান্নাম ধরাবাঁধা-কাজী নজরুল ইসলাম)। ২ কায়দা (আমরাও কিছু ছওয়াব-মোহাম্মদ ওয়াজেদ আলী)। {(আরবি) ছাৱাব}
  • Bengali Word সোয়ামি, সোয়ামী Bengali definition [শোয়ামি] (বিশেষ্য) স্বামী; পতি; নাথ (বেশ করেছি নিজ সোয়ামিকে মেরেছি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) স্বামী>}
  • Bengali Word সোয়ার, সওয়ার, সোওয়ার, ছওয়ার Bengali definition [শোয়ার্‌, শওয়ার্‌, শোওয়ার্‌, ছওয়ার্‌] (বিশেষণ) আরোহী; অশ্বারোহী (দেখ সম্মুখে কারবালা মাঠ সোওয়ার হয়ে-আবুল কালাম শামসুদ্দিন; কুম্ভীরের উপর ছওয়ার হইয়া বাটী আসিয়াছিল-শেহা; আরবী ঘোড়ার উপর সওয়ার-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষ্য) বোঝা; যাকে বহন করে আনা হয়েছে (মউর দুটো খাজাঞ্চির ঘরে সোয়ার নামিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। সওয়ারি, সোয়ারি, সোয়ারী, শোয়ারী (বিশেষ্য) ১ আসায়ার; আরোহী (সোয়ারীর অশ্ব আনে গগনে বাতাস-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ চৌদোলা; যাতে আরোহণ করে পর্দানশীন মেয়েরা যাতায়াত করে; পালকি; ডুলি (অচেতনার দেশে শোয়ারী চলিল কাঁদিয়া উঠিল হিয়া-জসীমউদ্‌দীন)। ৩ নৌকা পালকি বা ডুলি মধ্যস্থ যাত্রী। ৪ তানপুরা সেতারা প্রভৃতি যন্ত্রের তার যে অস্থি বা কাষ্ঠখণ্ডের উপরে জড়িয়ে টেনে কানে বাঁধা হয়। {(ফারসি) সুৱারী}
  • Bengali Word সোয়াল Bengali definition ⇒ সওয়াল
  • Bengali Word সোয়াস্তি Bengali definition [শোয়াস্‌তি] (বিশেষ্য) ১ উদ্বেগহীনতা। ২ অবসর (কবে সোয়াস্তির শ্বাস ফেলব আমরা-মনোজ বসু)। ৩ বিরাম (পায়ে চলার সোয়াস্তি নাই)। ৪ নিরাপত্তা (যুদ্ধের মাঠে সোয়াস্তি নাই)। ৫ শান্তি (আহত যে ক্ষত ব্যথায় সোয়াস্তি চায়, চায় সে আরাম-কাজী নজরুল ইসলাম)। ৬ উপশম (রোগের সোয়াস্তি)। {(তৎসম বা সংস্কৃত) স্বস্তি>}
  • Bengali Word সৌকর্য Bengali definition [শোউকোর্‌জো] (বিশেষ্য) সুকরতা; অনায়াস সুসাধ্যতা; সহজসাধ্যতা (আমি হৃদয়ের সৌকর্যের চেয়ে তোমার দেহের কথা ভেবেছিলাম-আহসান হাবীব)। {(তৎসম বা সংস্কৃত) সুকর+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌকুমার্য Bengali definition [শোউকুমার্‌জো] (বিশেষ্য) ১ লালিত্য; কমনীয়তা (একটি সুললিত সৌকুমার্য প্রকাশ পাইতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সুকুমারতা (ছেলেটির চেহারায় সৌকুমার্যের ছাপ বিদ্যমান)। {(তৎসম বা সংস্কৃত) সুকুমার+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌক্ষ্ম্য Bengali definition [শোউক্‌খোঁ] (বিশেষ্য) সূক্ষ্মতা; মিহি সরু বা পাতলার ভাব (চারুকলার সৌক্ষ্ম্য বৈশিষ্ট্য)। {(তৎসম বা সংস্কৃত) সূক্ষ্ম+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌখিন, সৌখীন, সওকীন Bengali definition ⇒ শৌখিন
  • Bengali Word সৌখ্য Bengali definition [শোউক্‌খো] (বিশেষ্য) সুখের প্রবাহ; সুখের ভাবধারা। {(তৎসম বা সংস্কৃত) সুখ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌগন্ধ, সৌগন্ধ্য Bengali definition [শোউগন্‌ধো] (বিশেষ্য) খোশবু; সৌরভ; সুঘ্রাণ (আমার আত্মা উড়ে চলে তার সৌগন্ধ্যে-বুদ্ধদেব বসু)। সৌগন্ধিক (বিশেষ্য) গন্ধবণিক, সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ী। □ (বিশেষণ) সৌগন্ধ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) সুগন্ধ+অ(অণ্‌), য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌচি, সৌচিক Bengali definition [শোউচি, শোউচিক্‌] (বিশেষ্য) ১ দরজি; সূচিকাজের ব্যবসায়ী (সংক্ষিপ্ত সোকুমার্যের স্বপ্ন সৌচিককেই সাজে-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ সুচসম্বন্ধীয় (সৌচিক কর্ম সৌচিককেই সাজে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সুচ+ই(ইঞ্‌), ইক (ঠক্‌)}
  • Bengali Word সৌজন্য Bengali definition [শোউজোন্‌নো] (বিশেষ্য) সুজনের ভাব বা আচরণ; ভদ্রতা; সুজনতা; শরাফত; মার্জিত ব্যবহার; শিষ্টাচার (আমি তোমার সৌজন্য ও সুশীলতা দর্শনে পরম পরিতোষপ্রাপ্ত হইয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সৌজন্য-চর্চিত (বিশেষণ) মধুর ব্যবহারের সঙ্গে; মার্জিত ব্যবহারসহ (মনোমুগ্ধকর সৌজন্য-চর্চিত আদানে প্রদানে-হাসান হাফিজুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) সুজন+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌজাত্য Bengali definition [শোউজাত্‌তো] (বিশেষ্য) জন্মের উৎকর্ষ; কৌলীন্য; সুজনন (সৌজন্যে আমি সৌজাত্যকেই ডরাই বর্ণসংস্কারে আমার আপত্তি নেই-সুধীন্দ্রনাথ দত্ত)। সৌজাত্যবিদ্যা (বিশেষ্য) উৎকৃষ্ট সন্তান উৎপাদনবিদ্যা (তবুও কীথ-এর ন্যায় সাধারণিক নৃতত্ত্ববিদ সৌজাত্যবিদ্যার ঠেলায় আজ এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে মানুষের জাতিগত বিভাগ প্রাঙ্‌মানুষিক অনৈক্যের পরিণাম-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সুজাত+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌত্র, সৌত্রিক Bengali definition [শোউত্‌ত্রো, শোউত্‌ত্রিক্‌] (বিশেষণ) ১ সূত্রানুযায়ী। ২ সূত্রসম্বন্ধীয়। ৩ (ব্যাকরণ) সূত্রে উল্লিখিত (সৌত্রিক ধাতু)। □ (বিশেষ্য) সূত্রধারী; ব্রাহ্মণ। {(তৎসম বা সংস্কৃত) সূত্র+অ(অণ্‌), ইক(ঠক্‌)}
  • Bengali Word সৌদামিনী Bengali definition [শোউদামিনি] (বিশেষ্য) বিদ্যুৎ; তড়িৎ (স্থির সৌদামিনীর মত সেগুলো শুধু জালাময়ী প্রখর তেজে জ্বলছে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সুদামন্‌+অ(অণ্‌)+ঈ}
  • Bengali Word সৌধ Bengali definition [শোউধো] (বিশেষ্য) প্রাসাদ; অট্টালিকা (সৌধ কিরীপিনী যথা মুণ্ডমালা গলে-মাইকেল মধুসূদন দত্ত)। সৌধকিরীটিনী (বিশেষ্য) বহু কক্ষবিশিষ্ট সিউচ্চ প্রাসাদ; অট্টালিকা যে নগরীর কিরীটস্বরূপ (কাঞ্চন সৌধকিরীটিনী লঙ্কা মনোহরা পুরা-মাইকেল মধুসূদন দত্ত)। সৌধমালা (বিশেষ্য) অট্টালিকাসমূহ। সৌধশিখর (বিশেষ্য) প্রাসাদের উপরিভাগ। {(তৎসম বা সংস্কৃত) সুধা+অ(অণ্‌)}
  • Bengali Word সৌন্দর্য Bengali definition [শোউন্‌দোর্‌জো] (বিশেষ্য) ১ রূপ; মনোহর রূপমাধুরী (দৈহিক সৌন্দর্য)। ২ শোভা। ৩ লালিত্য; সুন্দরতা; মনোহারিতা (সুরের সৌন্দর্য বৃদ্ধি)। {(তৎসম বা সংস্কৃত) সুন্দর+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌপর্ণ Bengali definition [শোউপর্‌নো] (বিশেষণ) ১ সুন্দর পালকযুক্ত। ২ গরুড় সম্বন্ধীয়। □ (বিশেষ্য) ১ গরুড়। ২ মরকত মণি। {(তৎসম বা সংস্কৃত) সুপর্না+অ(অণ্‌)}
  • Bengali Word সৌপ্তিক Bengali definition [শোউপ্‌তিক্‌] (বিশেষ্য) ১ নৈশ যুদ্ধ। ২ মহাভারতের একটি যুদ্ধবিশেষ। □ (বিশেষণ) সুপ্তি সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) সুপ্তি+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word সৌবর্চল Bengali definition [শোউবর্‌চল্‌] (বিশেষ্য) সুবর্চল দেশজাত কালো লবণ; সাজিমাটি। {(তৎসম বা সংস্কৃত) সুবর্চল+অ(অণ্‌)}
  • Bengali Word সৌবর্ণ Bengali definition [শোউবর্‌নো] (বিশেষণ) ১ স্বর্ণজাত; সোনার তৈরি। ২ স্বর্ণময়। {(তৎসম বা সংস্কৃত) সুবর্ণ+অ(অণ্‌)}
  • Bengali Word সৌবীর Bengali definition [শোউবির্‌] (বিশেষ্য) সিন্দুদের নিকটবর্তী প্রাচীন-কালের দেশ; সৌবীরের রাজা জয়দ্রথ; সৌবীরবাসী; কাঁজি; বদর ফল। {(তৎসম বা সংস্কৃত) সুবীর+অ(অণ্‌)}
  • Bengali Word সৌবীরাঞ্জন Bengali definition [শোউবিরান্‌জন্‌] (বিশেষ্য) সৌবীর দেশের অঞ্জন বা সুরমা; সাদা সুরমা। {(তৎসম বা সংস্কৃত)}
  • Bengali Word সৌভদ্র, সৌভদ্রেয় Bengali definition [শোউভদ্‌দ্রো, শোউভদ্‌দ্রেয়ো] (বিশেষ্য) অভিমন্যু; সুভদ্রার পুত্র। {(তৎসম বা সংস্কৃত) সুভদ্রা+অ(অণ্‌), এয়(ঢক্‌)}
  • Bengali Word সৌভাগিনেয় Bengali definition [শোউভাগিনেয়ো] (বিশেষ্য) অত্যন্ত ভাগ্যবতীর পুত্র। সৌভাগিনেয়ী (বিশেষ্য) পরম সৌভাগ্যবতীর কন্যা। দৌর্ভাগিনেয় (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সুভগা+ইন(ইনঙ্‌)+এয়(ঢক্‌)}
  • Bengali Word সৌভাগিন্য Bengali definition [শোউভাগিন্‌নো] (বিশেষ্য) ভগিনীদের মধ্যে পরস্পর সম্প্রীতি বা সদ্ভাব। {(তৎসম বা সংস্কৃত) সুভাগিনী+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৌভাগ্য Bengali definition [শৌভাগ্‌গো] (বিশেষ্য) ১ ভালো বরাত; শুভ ভাগ্য; কল্যাণকর অদৃষ্ট; অনুকূল ভাগ্য। ২ সৌন্দর্য। সুরমা। সৌভাগ্যক্রমে (ক্রিয়াবিশেষণ) অনুকূল ভাগ্যবশত। সৌভাগ্যবান (বিশেষণ) অদৃষ্ট সুপ্রসন্ন এমন। সৌভাগ্যবতী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সুভগ+য(ষ্যঞ্‌)}