Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সেসি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শেশি] (সর্বনাম) সেই, তা-ই, তাহাই (সেসি তারে ভায়ে-দৈবকীন্দন)। {সেহি>}
  • Bengali Word সেস্ত Bengali definition [শেস্‌ত্‌] (বিশেষণ) আয়ত্ত; অধীন। {(বাংলা) শায়েস্তা> সেস্ত}
  • Bengali Word সেহ, সেহি, সেহো Bengali definition [শেহো, শেহি, শেহো] সেই (হিয়ার ভিতরে বড় ধন আছে সেহ-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) সে+অ>}
  • Bengali Word সেহলা Bengali definition [শেহলা] (বিশেষ্য) শেওলা; শৈবাল (সোতের সেহলা ভ্রমিয়াছে তারা উদ্দেশ্যহীন হায়-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) শৈবাল>}
  • Bengali Word সেহাই, চৈহাই কলম Bengali definition [শেহাই, চোইহাই কলোম্‌] (বিশেষ্য) কালিকলম; লিখনকার্য (সাহিত্যে সেহাই কলমের কাজ করতে গিয়ে যারা শুধু কলমের কালি ঝাড়েন তাঁরাই কেবল নিজের মনকে প্রবোধ দেবার জন্য পূর্বোক্ত মিথ্যাটিকে সত্য বলে গ্রাহ্য করেন-প্রমথ চৌধুরী)। {(ফারসি) সিয়াহী+ (আরবি) কলম}
  • Bengali Word সেহেরা, সিহারা Bengali definition [শেহেরা, শিহারা] (বিশেষ্য) ১ ফুল বা জরির তৈরি টোপর (নওশার বেশে সাজাও বন্ধু মোদের পুনর্বার খুনের সেহেরা পরাইয়া দাও হাতে বাঁধি হাতিয়ার-কাজী নজরুল ইসলাম)। ২ ললাটের টিপ (রতন সেহেরা ভালে-মুক্তালোর তাহে দোলে, তারকা বেষ্টিত শশধরে-সৈয়দ আলাওল)। {(ফারসি) সিহরাহ}
  • Bengali Word সেহেরি, সেহেরী, সেহরি Bengali definition [শেহেরি, শেহেরি, শহোরি] (বিশেষ্য) ১ রোজা রাখার জন্য মুসলমানগণ সুবেহ সাদিকের আগে যে খাবার গ্রহণ করেন (এখন শেষ রাত। সেহেরীর প্রথম ঘন্টা পিটিয়ে দিয়েছে-মুনীর চৌধুরী)। ২ সর্গাই। {(আরবি) সহরী}
  • Bengali Word সেহেলি, সহেলি Bengali definition [শেহেলি, শহেলি] (বিশেষ্য) খেলার সাথি; বান্ধবী (চল্লিশ সেহেলি সাতে দাই দাসীগণ-সৈয়দ হামজা)। {(হিন্দি) সহেলী>}
  • Bengali Word সেয়ানা, সিয়ানা Bengali definition [শেয়ানা, শিয়ানা] (বিশেষণ) ১ সাবালক; পূর্ণ- বয়স্ক (সেয়ানা তুমি তাই গায়ে হলুদ দেওয়ার পরেও মতটি দেওয়া চাই-মোহিতলাল মজুমদার)। ২ চতুর; চালাক। ৩ ধুরন্ধর; ধূর্ত (সেয়ানা লোকের পাল্লায় পড়া। ৪ সজ্ঞান (সেয়ানা পাগল)। ৫ জ্ঞানবান। সেয়ানে সেয়ানে কোলাকুলি (বিশেষ্য) (আলঙ্কারিক) সমকক্ষ ব্যক্তিদের প্রতিযোগীতা। {(তৎসম বা সংস্কৃত) সজ্ঞান> সঞ্‌ঞান>}
  • Bengali Word সৈকত Bengali definition [শোইকত্‌] (বিশেষ্য) সমুদ্র নদী প্রভৃতির বালুকাময় বিস্তৃত তীরভূমি। সৈকতিনী (বিশেষ্য) পাহাড়ি ঝরনা। (শুষ্ক শীর্ণ দৈন্য দিনে বহি যার অক্লান্ত প্রবাহে সৈকতিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সিকতা+অ(অণ্‌)}
  • Bengali Word সৈতান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শোইতান্‌] (বিশেষ্য) শয়তান (যুদ্ধ করে সৈতানে সৈতানে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(আরবি) শয়তান; (ইংরেজি) Satan}
  • Bengali Word সৈনাপত্য Bengali definition [শোইনাপত্‌তো] (বিশেষ্য) সেনাপতির কাজ বা পদ। {(তৎসম বা সংস্কৃত) সেনাপতি+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সৈনিক Bengali definition [শোইনিক্‌] (বিশেষ্য) সিপাহি; যোদ্ধা। □ (বিশেষণ) সৈন্য সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) সেনা+ইক(ঠক্‌)}
  • Bengali Word সৈন্ধব Bengali definition [শোইন্‌ধব্‌] (বিশেষণ) ১ সমুদ্রে উদ্ভুত। ২ সমুদ্র থেকে তৈরি। ৩ সিন্ধু প্রদেশে উৎপন্ন বা জাত। সৈন্ধব লবণ (বিশেষ্য) (বিশেষণ) খনিজ লবণ; শিমালয় লবণ। {(তৎসম বা সংস্কৃত) সিন্ধু+অ(অণ্‌)}
  • Bengali Word সৈন্য Bengali definition [শোইন্‌নো] (বিশেষ্য) ১ যোদ্ধা। ২ ফৌজ; সৈনিক দল। সৈন্যসামন্ত (বিশেষ্য) যোদ্ধার দল ও সামন্তরাজাগণ। সৈন্যাধ্যক্ষ (বিশেষ্য) সেনানায়ক; সিপাহসালার। {(তৎসম বা সংস্কৃত) সেনা+য(ষঞ্‌)}
  • Bengali Word সৈবো Bengali definition ⇒ সইব
  • Bengali Word সৈমন্তিক Bengali definition [শোইমোন্‌তিক্‌] (বিশেষ্য) সীমান্তে ব্যবহৃত বস্তু; সিঁদুর। {(তৎসম বা সংস্কৃত) সীমান্ত+ইক(ঠক্‌)}
  • Bengali Word সৈরিন্ধ্রি, সৈরন্ধ্রী Bengali definition [শোইরিন্‌ধ্রি, শোইরোন্‌ধ্রি] (বিশেষ্য) (বিশেষণ) পরগৃহে বাস করে শিল্পকর্মাদি দ্বারা স্বাধীনভাবে জীবিকা নির্বাহকারিণী। {(তৎসম বা সংস্কৃত) স্বৈর+√ইন্ধ্‌+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word সৈয়দ, সাইয়িদ Bengali definition [সোইয়দ্‌, সাইয়িদ্‌] (বিশেষণ) ১ নবি-নন্দিনী হজরত ফাতিমা ও হজরত আলির বংশধর। ২ সম্ভ্রান্ত ও কুলীন মুসলমানের পদবি। সৈয়দুল কাওনায়েন (বিশেষ্য) ১ ইহলোকের ও পরলোকের প্রভু। ২ হজরত মুহম্মদ (সা.)-এর উপাধি (সৈয়দুল কাওনায়েন আমি আপনার খেদমতে একটা আরয করিতে চাই-আবুল মনসুর আহমদ)। {(আরবি) সায়্যিদ}
  • Bengali Word সো (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শো] (বিশেষণ) (সর্বনাম) সেই রকম; তাদৃশ (সরোবর সো হল মলিন নলিনী দল নীর বীনু জানি শুকি বায়-দৌলত উজির বাহরাম খান)। সোই (সর্বনাম) সেই (সোই কোকিল অব লাখ লাখ ডাকউ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) সঃ>}
  • Bengali Word সোঁ Bengali definition ⇒ শোঁ
  • Bengali Word সোঁঅরা, সোঁঙরা, সোঁঞরা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সোঁঅরা, সোঁঙরা, সোঁঅঁরা] (ক্রিয়া) স্মরণ করা। সোঁঅরি-স্মরণ করি (আমি সোঁঅরি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সোঁঅরিহ-স্মরণ কোরো (সোঁঅরিহ বড়ায়ি আহ্মার বাণী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √স্মৃ>}
  • Bengali Word সোঁকা Bengali definition ⇒ শোঁকা
  • Bengali Word সোঁচ্চার Bengali definition [শোচ্‌চার্‌] (বিশেষণ) তীব্র বা প্রবলভাবে উচ্চারিত হয় এমন; অত্যন্ত মুখর; তর্জন-গর্জন; চিৎকার; হৈ চৈ। {(তৎসম বা সংস্কৃত) স+উৎ+চারি; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সোঁটা Bengali definition [শোঁটা] (বিশেষ্য) ১ ছোট ডাণ্ডাবিশেশষ; লাঠি (লাঠিসোঁটা)। ২ (সর্দারের ব্যবহারযোগ্য) ছোট আকারের লাঠি। সোঁটা ঘুরানো (ক্রিয়া) ১ ছড়ি লাঠি প্রভৃতি চক্রাকারে চালনা করা। ⇒ সোটা। {(তৎসম বা সংস্কৃত) যষ্টি>}
  • Bengali Word সোঁত (কথ্য) Bengali definition [শোঁত্‌] (বিশেষ্য) স্রোত; প্রবাহ (এসেছিনু মোরা ভাসিয়া দুজনে জীবন-নদীর সোঁতে-আজহারুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) স্রোত>}
  • Bengali Word সোঁতা Bengali definition [শোঁতা] (বিশেষ্য) স্রোত; ক্ষীণ প্রবাহ (বাড়ীর পূর্বেই ছিল একটা সোঁতা-ছদরুদ্দীন)। □ (বিশেষণ) ১ স্রোতযুক্ত। ২ আবেশ (ফল্গু প্রেমের সোঁতা ফাল্গুনী গেল কোথা?-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স্রোত>}
  • Bengali Word সোঁদা Bengali definition [শোঁদা] (বিশেষ্য) ১ ভাপসা গন্ধ; দগ্ধ বা তপ্ত মাটিতে পানি দিলে যে গন্ধ হয়। ২ তৈলাদি সংযোগে চুলের যে গন্ধ পাওয়া যায় (রয়ে রয়ে তাদের এলানো কেশপাশ বেয়ে কেমন মধুর এক সোঁদা গন্ধ ভেসে আসছিল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সুগন্ধ>}
  • Bengali Word সোঁদাল Bengali definition [শোঁদাল্‌] (বিশেষ্য) হরিৎ বর্ণের ফুলের গাছ; কর্ণিকার গাছ। □ (বিশেষণ) হলুদ বর্ণযুক্ত। সোঁদালি, সোঁদালী (বিশেষ্য) হলুদ বর্ণের ফুলদার গাছবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) স্বর্ণ> সোনা> সোন্দা>}
  • Bengali Word সোঁসর, সোসর Bengali definition [শোঁশর্‌, শোশর] (বিশেষ্য) সঙ্গী; অবলম্বন; সমান; সমকক্ষ। □ (বিশেষণ) সদৃশ; সমসর; সজ্ঞান (বিদ্যা নাম সোঁসর দোসর নাহি সাথে। কথার দোসর মাত্র শুক পক্ষী হাতে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সমসর>}