Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সোআথ, সোআথি, সোয়াথ (ব্রজবুলি, মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সোয়াথ্‌, সোয়াথি, সোয়াথ্‌] (বিশেষ্য) স্বস্তি (না পাও সোয়াথ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) স্বস্তি>}
  • Bengali Word সোওয়াদ Bengali definition [শোওয়াদ্‌] (বিশেষ্য) স্বাদ; আস্বাদ; আস্বাদন সুখ (কিন্তু সোওয়াদ খাসা-সৈয়দ মুজতবা আলী)। ⇒ সোয়াদ। {(তৎসম বা সংস্কৃত) স্বাদ>}
  • Bengali Word সোওয়াব Bengali definition ⇒ সোয়াব
  • Bengali Word সোওয়ার Bengali definition ⇒ সোয়ার
  • Bengali Word সোকর Bengali definition ⇒ শোকর
  • Bengali Word সোকানি Bengali definition [সোকানি] (বিশেষ্য) সুকানি; জাহাজের কর্ণধার (কোথায় সোকানি কোথায় সারেং- সাগরে উঠেছে জোর-জসীমউদ্‌দীন)। {⇒ সুকানি}
  • Bengali Word সোঙরা, সোঁঞরা Bengali definition ⇒ সোঁঅরা
  • Bengali Word সোঙরি Bengali definition [সোঙ্‌গ্‌রি] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) স্মরণ করা (সোঙরি তাহার রূপ প্রাণ মোর কাঁদে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) স্মৃত্বা>}
  • Bengali Word সোজা Bengali definition [শোজা] (বিশেষণ) ১ সহজ; সিধা; ঋজু (সোজা পথ)। ২ শান্ত; অমায়িক প্রকৃতির (সোজা লোক)। ৩ আড়ম্বর-হীন; প্রাঞ্জল (সোজা করে বলা)। ৪ সরল; কুটিলতাশূন্য (সোজা মন)। ৫ সুষ্ঠু; খোলাখুলি (ঘুরিয়ে না বলে সোজা করে বলা)। ৬ কঠিন নয় এমন (সোজা অঙ্ক)। □ (বিশেষ্য) শায়েস্তা; দুরন্ত (মেরে সোজা করা)। □ (ক্রিয়াবিশেষণ) বরাবর (সোজা সামনে চলা)। সোজাসুজি (ক্রিয়াবিশেষণ) ১ বরাবর; সরাসরিভাবে (সোজাসুজি চলা)। ২ সরল সোজাভাবে। {(তৎসম বা সংস্কৃত) সম্মুখ> (প্রাকৃত) সমুজ্‌ঝ>; (তৎসম বা সংস্কৃত) সহজ}
  • Bengali Word সোঝা Bengali definition [শোঝা] (ক্রিয়া) ঠাহর করে; বিশেষভাবে লক্ষ্য করে নির্ধারণ করা (বিশেষভাবে লক্ষ্য না করলে চোখে সোঝে না)। {(তৎসম বা সংস্কৃত) সম্মুখ> (প্রাকৃত) সমুজ্‌ঝ>}
  • Bengali Word সোটা, সোঁটা Bengali definition [শোটা] (বিশেষ্য) ছোট আকারের লাঠি যার মাথায় গুটলি থাকে (চোপদারেরা সোনার সোটা হাতে ইতস্ততঃ ছুটাছুটি করে বেড়াতে লাগল-শেখ ফজলল করিম)। সোটা ঘুরানো (ক্রিয়া) ১ ছড়ি লাঠি প্রভৃতি চক্রাকারে চালনা করা। ২ কর্তাগিরি করা; মাতব্বরি করা; সর্দারি চাল চালা। লাঠিসোটা (বিশেষ্য) লাঠি ও লাঠির মতো অস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) যষ্টি>}
  • Bengali Word সোডা Bengali definition [শোডা] (বিশেষ্য) ক্ষার জাতীয় সাদাচূর্ণ। সোডা-মোহাম্মদ ওয়াজেদ আলীটার (বিশেষ্য) সোডিয়াম বাইকার্বনেট মিশ্রিত পানীয়বিশেষ (অত সোডাওয়াটার কেনে?-রাজশেকর বসু (পরশু))। {(ইংরেজি) soda}
  • Bengali Word সোত Bengali definition ⇒ সোঁত
  • Bengali Word সোদ্বেগ্‌ Bengali definition [শোদ্‌বেগ্‌] (বিশেষণ) উদ্বেগ উৎকন্ঠা বা দুশ্চিন্তা যুক্ত। সোদ্বেগে (ক্রিয়াবিশেষণ) উদ্‌বিগ্ন বা উৎকন্ঠিত হয়ে। {(তৎসম বা সংস্কৃত) স+উদ্বেগ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সোনা Bengali definition [শোনা] (বিশেষ্য) ১ স্বর্ণ; কাঞ্চন; মূল্যবান দীপ্ত পীতাভ ধাতুবিশেষ। ২ স্বর্ণের গহনা (হিন্দু বিধবারা গায়ে সোনা পরে না)। ৩ আদরের ধন (সোনামানিক আমার)। ৪ মূল্যবান বস্তু (তোমার দেওয়া উপহার, সে আমার হাজার সোনা)। □ (বিশেষণ) ১ সোনালি রঙের (সোনারং)। ২ উৎকৃষ্ট বা অত্যন্ত ভালো (যতো বলো সোনা তার চেয়ে সোনা বাংলাদেশের মাটি)। সোনাদানা (বিশেষ্য) ১ সোনা ও সোনার মতো মূল্যবান বস্তু। ২ সোনা দিয়ে প্রস্তুত গহনা (নূতন শাড়ী রং-বেরং এর চুড়ি সোনাদানা সবকিছুই-রখা)। সোনামুখি/মুখী (বিশেষণ) সোনা রঙের মুখ যার (সোনামুখি সুই)। □ (বিশেষ্য) ১ এক প্রকার বিরেচক পাতাযুক্ত লতা। ২ সূক্ষ্ম সেলাইয়ের কাজে ব্যবহৃত সুচবিশেষ। সোনামুগ (বিশেষ্য) সোনালি বর্ণের মুগের ডাল। সোনামুঠি/মুঠো (বিশেষ্য) পরিপূর্ণ একমুঠি সোনা (ভাসা কথায় বলে... ছাইমুঠো ধরলে সোনামুটো হয়ে যায়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। সোনায় সোহাগা (বিশেষ্য) অপূর্ব এবং চমৎকার মিলন (সহজে হইবে বলি সোনায় সোহাগা-ঘনরাম চক্রবর্তী)। সোনার অঙ্গ (বিশেষ্য) ১ সোনার বরণ শরীর। ২ অতি সুন্দর দেহ। সোনার কাঠি রুপোর কাঠি (বিশেষ্য) ১ জীবন কাঠি ও মরণকাঠি। ২ (আলঙ্কারিক) বাঁচা মরার উপায়। সোনার দোয়াত-কলম হওয়া (বিশেষ্য) বিদ্বান ও বিত্তবান হওয়া। সোনার পাথরবাটি (বিশেষ্য) অসম্ভব ও অসঙ্গত বস্তু। সোনার বেনে (বিশেষ্য) ১ স্বর্ণ ব্যবসায়ী। ২ হিন্দু সম্প্রদায়বিশেষ। সোনার সংসার (বিশেষ্য) সুখশান্তিতে পূর্ণ ঐশ্বর্যশালী সংসার । সোনারু, সোনার (বিশেষ্য) স্বর্ণকার (পানি-পান্তা খেয়ে গঞ্জের বাজারে যায় সোনারুর দোকানে কামকাজ শিখতে-সরদার জয়েনউদ্দীন)। সোনারুপা (বিশেষণ) স্বর্ণ ও রৌপ্যের মতো মূল্যবান। □ (বিশেষ্য) স্বর্ণ ও রৌপ্য (সোনারূপা তুচ্ছজ্ঞান-রবীন্দ্রনাথ ঠাকুর)। সোনালতা (বিশেষ্য) সোনালি রঙের পত্রবিহীন লতা (সোনালতায় গড়ব বালা তোমার দু’খান সোনা হাতের-জসীমউদ্‌দীন)। সোনালি, সোনলী (বিশেষণ) পীতাভ স্বর্ণ বর্ণের; স্বর্ণাভ; গিলটি। সোনালি আঁশ/ সুতা (বিশেষ্য) বিদেশে বিক্রি করে সোনার মতো দামি বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এমন আঁশ; স্বর্ণসূত্র; পাট (আমার দশের সোনালি সূতার কথা-রশিদ খাঁন)। কেলেসোনা (বিশেষ্য) কালোমানিক; কালো রঙের ছেলে; কালাচাঁদ; শ্রীকৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) স্বর্ণ>}
  • Bengali Word সোনেলা Bengali definition [শোনেলা] (বিশেষ্য) (বিশেষণ) সোনালি রঙের; সোনালি ভীমরুল (কত বোলতা সোনেলা রোদ পিয়ে বুঁদ হয়ে ফেরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স্বর্ণ> (বাংলা) সোনা+এলা}
  • Bengali Word সোন্দা Bengali definition [মোন্‌দা] (বিশেষ্য) বীজবিশেষ; স্নানের পূর্বে এটি বেঁটে গা মাজা হয় (দেশাল সোন্দা নাহি চাই আমি, গায়ে মাখিবার দেশাল মেথি না চাহি-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) সুগন্ধি>}
  • Bengali Word সোপকরণ Bengali definition [শোপোকরোন্‌] (বিশেষণ) উপকরণ সম্বলিত; উপকরণের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) স+উপকরণ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সোপচার Bengali definition [শোপোচার্‌] (ক্রিয়াবিশেষণ) অর্চনার বা সেবার সামগ্রী সহকারে। {(তৎসম বা সংস্কৃত) স+উপহার; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সোপর্দ, সোপরদ্দ (বিরল.) Bengali definition [শোপর্‌দো, শোপরদ্‌দো] (বিশেষ্য) ১ সমর্পণ (বাবা নাকি তার কাছে ফর্দ সোপর্দ করে গেছেন-কেদারনাথ মজুমদার)। সোপর্দ করা (ক্রিয়া) বিচারার্থ সমর্পণ করা; হস্তান্তর বা প্রেরণ করা (মামলা দায়েরায় সোপর্দ করা)। {(ফারসি) সুপুর্দ}
  • Bengali Word সোপাধি, সোপাধিক Bengali definition [শোপাধি, শোপাধিক] (বিশেষণ) উপাধিযুক্ত; পদযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+উপাধি, +ক(কপ্‌)}
  • Bengali Word সোপান ২ (বিরল) Bengali definition [শোপান্‌] (বিশেষ্য) সুযোগ; সুবিধা (কৃৎসা করিবার অণুমাত্র সোপান পাইলে ধাবমান হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) সহ+উপ+√অন্‌+অ}
  • Bengali Word সোফাসেট Bengali definition [সোফাসেট্‌] (বিশেষ্য) উপবেশনের গদি-আঁটা কয়েকটি আসনের সমাহার (সোফাসেট ইজি-চেয়ার সবই আছে বারান্দায়-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) sofa set}
  • Bengali Word সোবহানাল্লাহ, সুবহানাল্লাহ Bengali definition [সোব্‌হানাল্‌লাহ্‌, সুব্‌হানাল্‌লাহ্‌] (বিশেষ্য) ১ আল্লাহ্‌ মহান পবিত্র; আশ্চর্য অর্থে (সোবহানাল্লা কি মজার চালই না চালা হয়েছে-মীর মশাররফ হোসেন)। ২ আল্লাহর মহিমা। {(আরবি) সুবহান আল্লাহ}
  • Bengali Word সোবে, শোবা Bengali definition [শোবে, শোবা] (বিশেষ্য) সন্দেহ; সংশয় (সেই মুখই বটে, তবু সোবে হয় যায়নাক ঠিক চেনা-মোহিতলাল মজুমদার)। {(আরবি) শুবাহ}
  • Bengali Word সোভা, সভা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শোভা, শভা] (বিশেষ্য) শোভা (ও নিজভাব সোভা বিসরন-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) শোভা>}
  • Bengali Word সোম Bengali definition [শোম্‌] (বিশেষ্য) ১ চন্দ্র। ২ জলজ লতাবিশেষ; সোমলতা। ৩ সোমলতার রসে প্রস্তুত প্রাচীন সুরাবিশেষ। সোমনাথ, সোমেশ্বর (বিশেষ্য) হিন্দুদেবতা শিব; সোমনাথ মন্দিরের দেবতা। সোমবার (বিশেষ্য) সপ্তাহের একটি দিন। সোমরস (বিশেষ্য) সোমলতা নিঃসৃত মদবিশেষ। সোমরাজ (বিশেষ্য) এক প্রকার ওষধি। {(তৎসম বা সংস্কৃত) √সু+ম(মন্‌)}
  • Bengali Word সোমত্ত, সমত্ত Bengali definition [শোমত্‌তো, শমত্‌তো] (বিশেষণ) বিয়ের উপযুক্ত (ঘরে আমার সোমত্ত মেয়ে); যৌবনপ্রাপ্ত; বয়ঃপ্রাপ্ত; সমর্থ (সোমত্ত মেয়ে মাথার উপরে-কাজী আবদুল ওদুদ)। সোমথ (বিশেষণ) সোমত্তের কথ্যরূপ (সে সোমথ হয়ে উঠেছে, সুতরাং তার মামুরা যে তাকে আর থুবড়ো রাখবে তা তো মনে করতে পারিনে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সমর্থ>}
  • Bengali Word সোমালিয়া Bengali definition [শোমালিয়া] (বিশেষণ) সোমালি দেশীয় (দিগন্তে সোমালিয়া কোন সেহেলী ইশারায় ডাকে তায়-শাহাদাত হোসেন)। {সোমালি+ইয়া}
  • Bengali Word সোর Bengali definition ⇒ শোর