Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word স্তূপ Bengali definition [স্‌তুপ্‌] (বিশেষ্য) ১ একত্রে জমাকৃত বস্তুর রাশি; ঢিপি; গাদা; কাঁড়ি; রাশিসমূহ। ২ জমা করা; একত্র করা; ঢিবির আকারের বৌদ্ধ সমাধিস্তম্ভ; stupa। স্তূপ করা (ক্রিয়া) রাশি করা; জমা করা; একত্র করা; একত্র করা। স্তূপাকার, স্তূপাকৃতি, স্তূপীকৃত (বিশেষণ) ১ রাশীকৃত। ২ সঞ্চিত। {(তৎসম বা সংস্কৃত) √স্তূপ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word স্তেন Bengali definition [স্‌তেন্‌] (বিশেষ্য) চোর; চৌর্য। স্তেয়, স্তৈন, স্তৈন্য (বিশেষণ) চুরিকার্য সম্বন্ধীয়। স্তেয়ী (-য়িন্‌) (বিশেষ্য) ২ চোর। ২ স্বর্নের কর্মকার; সোনারু; সেকরা (বাংলায় শব্দগুলির প্রয়োগ বিরল)। {(তৎসম বা সংস্কৃত) √স্তেন্‌+অ(অচ্‌)}
  • Bengali Word স্তোক Bengali definition [স্‌তোক্‌] (বিশেষণ) ১ অপ্রচুর; অল্প। ২ ঈষৎ; সামান্য। □ (বিশেষ্য) মিথ্যা প্রবোধ; সান্তনা বা আশ্বাস (সে ভদ্রতা করে মিসেস স্মিথ দুঃখ করেছিল বলে তাকে স্তোক দেবার জন্যে-প্রমথ চৌধুরী)। স্তোক বাক্য (বিশেষ্য) প্রবোধ বচন; মনভুলানো মিষ্টকথা। {(তৎসম বা সংস্কৃত) √স্তুচ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word স্তোতা Bengali definition [স্‌তোতা] (বিশেষ্য) (বিশেষণ) বন্দনাকারী; প্রশংসাকারী; স্তবকারী (স্তোতার স্তুতি বাক্য)। {(তৎসম বা সংস্কৃত) √স্তু+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word স্তোত্র Bengali definition [স্‌তোত্‌ত্রো] (বিশেষ্য) ১ স্তুতি বাক্য; স্তব বাক্য। ২ মন্ত্র; শ্লোক। {(তৎসম বা সংস্কৃত) √স্তু+ত্র(স্ট্রন্‌)}
  • Bengali Word স্তোভ Bengali definition [স্‌তোভ্‌] (বিশেষ্য) ১ রোধ; স্তম্ভন। ২ নিবারণ। ৩ অর্থহীন শব্দ। ৪ স্তোকবাক্য; মিথ্যা প্রবোধ। {(তৎসম বা সংস্কৃত) √স্তভ্‌+ত(ঘঞ্‌)}
  • Bengali Word স্ত্রী Bengali definition [ইস্‌ত্রি] (বিশেষ্য) ১ জায়া; পত্নী; বেগম; বিবি; বধূ। ২ নারী; রমণী; আওরত; কামিনী (স্ত্রীজাতি)। □ (বিশেষণ) নারীজাতীয়; মেয়ে সম্প্রদায়ের (স্ত্রীশিক্ষা); মাদি (স্ত্রীপশু)। স্ত্রী-আচার (বিশেষ্য) স্ত্রীজাতির সংস্কার; নারীদের অনুষ্ঠান পালন; বিবাহে সধবা নারীদের মাঙ্গলিক অনুষ্ঠান। স্ত্রীগমন (বিশেষ্য) নারীসঙ্গম; নারীসম্ভোগ। স্ত্রীচরিত্র (বিশেষ্য) নারীজাতির বৈশিষ্ট্য বা প্রকৃতি। স্ত্রীচিহ্ন (বিশেষ্য) যে চিহ্ন দ্বারা নারীজাতিকে চেনা যায়; যোনি। স্ত্রীত্ব (বিশেষ্য) ১ মেয়েলি ধর্ম; মেয়েলি স্বভাব। ২ নারীদের বিশেষ লক্ষণ; স্ত্রীচিহ্ন। ৩ ভার্যা হওয়ার গুণবৈশিষ্ট্য। স্ত্রীদ্বেষী (-ষিন্‌) (বিশেষণ) নারী জাতির প্রতি বিদ্বিষ্ট; নারীদের প্রতি ক্রুদ্ধ মনোভাবসম্পন্ন। স্ত্রীধন (বিশেষ্য) নারীর ধনসম্পদ; বিবাহকালে প্রাপ্ত সম্পদ। স্ত্রীধর্ম (বিশেষ্য) ১ স্ত্রীলোকের কর্তব্য; স্ত্রীদের করণীয়। ২ রজঃ; ঋতু। স্ত্রী পুরুষ (বিশেষ্য) নর-নারী; স্বামী-স্ত্রী। স্ত্রীপ্রত্যয় (বিশেষ্য) স্ত্রীলিঙ্গবাচক প্রত্যয়। স্ত্রীবশ, স্ত্রীবশ্য (বিশেষণ) স্ত্রীর অনুগত; পত্নীর বাধ্য; স্ত্রৈণ। স্ত্রীরত্ন (বিশেষ্য) ১ অতি আদরের স্ত্রী। ২ শ্রেষ্ঠা নারী। স্ত্রীরোগ (বিশেষ্য) কেবল নারীদের যে রোগ হয়। স্ত্রীলক্ষণ (বিশেষণ) স্তন, যোনি প্রভৃতি লৈঙ্গিক বৈশিষ্ট্য। স্ত্রীলিঙ্গ (বিশেষ্য) (ব্যাকরণ) স্ত্রীবাচক শব্দ। স্ত্রীসংসর্গ, স্ত্রীসঙ্গম, স্ত্রীসহবাস (বিশেষ্য) স্ত্রীগমন; স্ত্রীসম্ভোগ। স্ত্রীসুলভ (বিশেষণ) স্ত্রীলোকের পক্ষে স্বাভাবিক; মেয়েলি। স্ত্রীস্বভাব (বিশেষ্য) ১ নারীত্ব। □ (বিশেষণ) মেয়েলি স্বভাব। স্ত্রী-স্বাধীনতা (বিশেষ্য) নারী মুক্তি। স্ত্রীহরণ (বিশেষ্য) নারী অপহরণ। {(তৎসম বা সংস্কৃত) স্ত্যৈ+র(ড্রট্‌)}
  • Bengali Word স্ত্রৈণ Bengali definition [স্‌ত্রোইনো] (বিশেষণ) স্ত্রীবশ; পত্নীর অতিশয় বাধ্য; henpecked। স্ত্রৈণতা (বিশেষ্য) স্ত্রীবাধ্যতা; স্ত্রীর প্রতি অশোভন আনুগত্য (নিতান্ত স্ত্রৈণতাবশতঃ মনে মনে বিবেচনা করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) স্ত্রী+ন(নঞ্‌)}
  • Bengali Word স্থকিত Bengali definition ⇒ স্থগিত
  • Bengali Word স্থগন Bengali definition [স্‌থগন্‌] (বিশেষ্য) ১ নিবৃত্তকরণ। ২ আবৃতকরণ। {(তৎসম বা সংস্কৃত) √স্থগ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্থগিত Bengali definition [স্‌থোগিতো] (বিশেষণ) ১ ক্ষান্ত; নিবৃত্ত; মুলতবি; প্রতিহত (স্থকিত হৈল যেন গলাড় খাইয়া-সৈয়দ আলাওল)। ২ আবৃত; আচ্ছাদিত। ৩ মন্থর (স্থকিত চলার স্তব্ধ ভাষা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √স্থগ্‌ত(ক্ত)}
  • Bengali Word স্থণ্ডিল Bengali definition [স্‌থন্‌ডিল্‌] (বিশেষ্য) ১ যজ্ঞ অনুষ্ঠানের জন্য পরিষ্কৃত স্থান। ২ সমতল বা সমান স্থান। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+অণ্ডিল(ডণ্ডিল)}
  • Bengali Word স্থপতি Bengali definition [স্‌থপোতি] (বিশেষ্য) (বিশেষণ) ১ বাস্তুকলাবিদ; গৃহাদি নির্মাণের পরিকল্পনাকারী; architect। ২ গৃহাদি নির্মাণকারী; রাজমিস্ত্রি (স্থপতি মোদের স্থাপনা করেছে বরভূধরের ভিত্তি-সত্যেন্দ্রনাথ দত্ত)। স্থপতিকলা (বিশেষ্য) নির্মাণকার্য- কৌশল (পৃথিবী তখন স্থপতিকলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+অ(ক)+পতি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word স্থবির Bengali definition [স্‌থোবির্‌] (বিশেষণ) ১ বয়সাধিক্য হেতু অচল ও অথর্ব (কুটিরেতে দেখিনু স্থবির-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ রোগগ্রস্ত; রোগাদি হেতু নিশ্চল। □ (বিশেষ্য) সন্ন্যাস পালনকারী প্রবীণ বা জ্ঞানবৃদ্ধ ভিক্ষু; থের। স্থবিরতা (বিশেষ্য) ১ বার্ধক্য। ২ রোগাদি হেতু অচলাবন্থা। ৩ সচলতার অভাব। স্থবিরা (বিশেষণ) স্ত্রী বৃদ্ধা রমণী। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+ইর(কিরচ্‌)}
  • Bengali Word স্থল Bengali definition [স্‌থল্‌] (বিশেষ্য) ১ জায়গা; স্থান (রণস্থল, বাণিজ্যস্থল)। ২ জলশূন্য জায়গা (স্থলভাগ)। ৩ আধার; পাত্র (আশার স্থল)। ৩ অবস্থা; পরিস্থিতি (এরূপ স্থলে)। স্থলকমল, স্থলপদ্ম (বিশেষ্য) ফুলবিশেষ; ডাঙ্গায় যে পদ্মফুল জন্মে (স্থল-কমলের দল-মাহমুদা খাতুন সিদ্দিকা)। স্থলচর (বিশেষণ) ১ ডাঙ্গায় বিচরণকারী। ২ স্থলে বসবাসকারী। স্থলপথ (বিশেষ্য) ডাঙ্গা বা ভূমির উপর দিয়ে যে পথ বা রাস্তা। স্থলবাণিজ্য (বিশেষ্য) স্থলপথেই যে ব্যবসায় পরিচালিত হয়; আকাশ বা জলপথে যে বাণিজ্য পরিচালিত হয় না। স্থলাভিষিক্ত (বিশেষণ) ১ উত্তরাধিকারী। ২ অন্যের স্থান বা পদে অধিষ্ঠিত। ৩ কারও পরিবর্তে কাজ করে এমন; বদলি। □ (বিশেষণ) (বিশেষ্য) প্রতিনিধি। স্থলারবিন্দ (বিশেষ্য) স্থলকমল। স্থলী (বিশেষ্য) ১ স্থান; জায়গা। ২ ডাঙ্গা; মাটি; ভূমি। ৩ থলে। স্থলীয় (বিশেষণ) স্থলবিষয়ক; স্থলে থাকে এমন। {(তৎসম বা সংস্কৃত) √স্থল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word স্থাণু Bengali definition [স্‌থানু] (বিশেষ্য) ১ গোঁজ; খোঁটা; স্তম্ভ। ২ নির্জীব বস্তু; নিস্পন্দ অবস্থা; স্থবির (নাদির স্থাণুর মতই সিংহাসনে বসিয়া আছেন-আকবর আলী)। ৩ হিন্দুদেবতা শিব (স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে-মাইকেল মধুসূদন দত্ত)। ৪ উইপোকার সঞ্চিত ঢিপি। □ (বিশেষণ) ১ শান্ত; নিশ্চল (প্রতিজ্ঞা রাখিয়া স্থির স্থাণুর মতন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ শাখা-পত্রহীন নিশ্চল। স্থাণুবৎ (বিশেষণ) ১ নিশ্চল; সাড়াশব্দহীন। ২ স্থাণুর মত। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+ণু}
  • Bengali Word স্থাতব্য Bengali definition [স্‌থাতোব্‌বো] (বিশেষ্য) ১ স্থিতিযোগ্য; অবস্থান করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+তব্য}
  • Bengali Word স্থাতা Bengali definition [স্‌থাতা] (বিশেষণ) অবস্থান করে এমন; থাকে এমন; করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word স্থান Bengali definition [স্‌থান্‌] (বিশেষ্য) ১ জায়গা। ২ ঠাঁই; আসন। ৩ আশ্রয় (স্থান পাওয়া)। ৪ পাত্র (ভরসাস্থল)। ৫ আবাস (স্থান গাড়া)। ৬ নিকট; সমীপ (পিতৃস্থানে নিবেদন)। স্থানচিত্র (বিশেষ্য) বিশেষস্থানের আলেখ্য; ছবি (অনেক কাল মানুষ ছবিতে পাহাড় আঁকতে পারেনি, একটা স্থানচিত্র আঁকতে পারেনি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। স্থানচ্যুত, স্থানভ্রষ্ট (বিশেষণ) জায়গা থেকে অপসারিত; নিজের বাসস্থান বা দেশ ছাড়তে বাধ্য হয়েছে এমন। স্থানান্তর (বিশেষ্য) ভিন্ন স্থান (এ বেলা আমরা স্থানান্তরে গিয়া আহার করি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। স্থানান্তরিত (বিশেষণ) এক স্থান হতে অন্য স্থানে অপসারিত। স্থানাভাব (বিশেষ্য) জায়গার অভাব। স্থানী (-নিন্‌) (বিশেষণ) ১ স্থিতিশীল; অবস্থানশীল। ২ স্থান সম্বন্ধীয়। স্থানীয় (বিশেষণ) ১ স্থানসম্পর্কিত। ২ স্থানে অবস্থিত। ৩ সমতুল্য (পিতৃস্থানীয়)। স্থানীয় সময় (বিশেষ্য) দ্রাঘিমাংশ অনুসারে সূর্যের অবস্থান হেতু কোনো স্থানের যে সময় স্থিরীকৃত হয়; local time। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+অন(ল্যুট্‌)}
  • Bengali Word স্থানিক Bengali definition [স্‌থানিক্‌] (বিশেষণ) স্থানগত; স্থানীয়; local (কোন আচরণই স্থানিক কালিক ও ব্যক্তিক প্রভাব নিরপেক্ষ নয়-আহমদ শরীফ)। {(তৎসম বা সংস্কৃত) স্থান+ইক(ঠক্‌)}
  • Bengali Word স্থানেশ্বর Bengali definition [স্‌থানেশ্‌শর্‌] (বিশেষ্য) থানেশ্বর; প্রাচীন কুরুক্ষেত্র। স্থাণীশ্বর (বিশেষ্য) মহাদেব। {(তৎসম বা সংস্কৃত) স্থান+ঈশ্বর, স্থাণু+ঈশ্বর}
  • Bengali Word স্থাপক Bengali definition [স্‌থাপোক্‌] (বিশেষ্য) যে সংস্থাপন কর্ম সমাধা করে; প্রতিষ্ঠাকারী। {(তৎসম বা সংস্কৃত) √স্থাপি+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word স্থাপত্য Bengali definition [স্‌থাপোত্‌তো] (বিশেষ্য) স্থপতির গৃহাদি তৈরির কাজ; architecture। স্থাপত্যবিদ্যা, স্থাপত্যবিজ্ঞান (বিশেষ্য) গৃহ ও ভবনাদি নির্মাণের কলা ও বিজ্ঞান; গৃহাদি নির্মাণকার্যের কৌশল ও জ্ঞানবিষয়ক বিজ্ঞান। স্থাপত্যশিল্প, স্থাপত্যকলা (বিশেষ্য) গৃহাদি কার্য; নির্মাণশিল্প (মার্বেল পাথরে তৈরি এই প্রকাণ্ড দালানটি চীনের একটি বিষ্ময়কর স্থাপত্যশিল্প-আবুল কালাম শামসুদ্দিন)। {(তৎসম বা সংস্কৃত) স্থপতি+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word স্থাপন, স্থাপনা Bengali definition [স্‌থাপোন, স্‌থাপোনা] (বিশেষ্য) ১ প্রতিষ্ঠা; নির্মাণ (স্থপতি মোদের স্থাপনা করেছে বরভূধরের ভিত্তি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ নিয়োগকরণ (মনোযোগ স্থাপন)। ৩ রেখে দেওয়া; সংরক্ষণ (মাটিতে স্থাপন করা)। ৪ নিবাসন (মোজাহিদদের নিবাস স্থাপন)। স্থাপনীয়, স্থাপ্য (বিশেষণ) সংস্থাপনের যোগ্য; প্রতিষ্ঠার উপযুক্ত; স্থাপন করতে হবে এমন। স্থাপয়িতা(-তৃ) (বিশেষণ) প্রতিষ্ঠাতা; স্থাপনকারী (মৌর্যবংশ স্থাপয়িতা-সত্যেন্দ্রনাথ দত্ত)। স্থাপয়িত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রতিষ্ঠিতা। {(তৎসম বা সংস্কৃত) √স্থাপি+অন(ল্যুট্‌), +আ(টাপ্‌)}
  • Bengali Word স্থাপা (পদ্যে ব্যবহৃত) Bengali definition [স্‌থাপা] (ক্রিয়া) প্রতিষ্ঠা করা; স্থাপন করা (স্থাপিলা বিধুরে বিধি-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √স্থাপি+(বাংলা) আ}
  • Bengali Word স্থাপিত, স্থাপ্য Bengali definition ⇒ স্থাপন
  • Bengali Word স্থাপয়িতা, স্থাপয়িত্রী Bengali definition ⇒ স্থাপন
  • Bengali Word স্থাবর Bengali definition [স্‌থাবর্‌] (বিশেষণ) ১ নিশ্চল। ২ স্থানান্তরিত করার অযোগ্য। ৩ অসাড়; জড় প্রকৃতির। জঙ্গম (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+বর(বরচ্‌)}
  • Bengali Word স্থাল Bengali definition [স্‌থাল্‌] (বিশেষ্য) ১ রেকাবি; প্লেট; থালা। ২ অনুচ্চ ও ছড়ানো ধরণের পাত্রবিশেষ। স্থালী বিস্ত্রী রন্ধনপাত্র; হাঁড়ি; ছোট থালা (দেশ আপন রিক্ত স্থালীর দিকে চাহিয়া ভাবিতেছিল কী খাইব-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+আল(আলচ্‌)}
  • Bengali Word স্থায়িত্ব Bengali definition ⇒ স্থায়ী