Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ত্রপু Bengali definition [ত্রোপু] (বিশেষ্য) ১ সিসা। ২ দস্তা। ৩ রাং; টিন; tin। {(তৎসম বা সংস্কৃত) √ত্রপ্‌+উ}
  • Bengali Word ত্রসন Bengali definition [ত্রোশোন্‌] (বিশেষ্য) ১ ভীতি; ভীত হওয়া। ২ ত্রাস; ভয়। ৩ উদ্বেগ। {(তৎসম বা সংস্কৃত) √ত্রস্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ত্রসরেণু Bengali definition [ত্রোশোরেনু] (বিশেষ্য) ছিদ্রপথে আগত আলোক রশ্মিতে ভাসমান ধূলিকণা। ২ ছয় পরমাণুর সমষ্টি। {(তৎসম বা সংস্কৃত) ত্রস+রেণু, (কর্মধারয় সমাস)}
  • Bengali Word ত্রস্ত Bengali definition [ত্রোস্‌তো] (বিশেষণ) ১ সন্ত্রস্ত; ত্রাসযুক্ত; ভয়-চকিত (হরিণীর মত ভীত ত্রস্ত চাউনি দিয়ে চারিদিকে চেয়ে আচমকা আর্ত আকুল স্বরে সে কেঁদে উঠল-কাজী নজরুল ইসলাম)। ২ কম্পিত; চিলিত। ৩ ত্বরিত (সে ত্রস্তপদে চলিয়া গেল)। {(তৎসম বা সংস্কৃত) √ত্রস্‌+ত(ক্ত)}
  • Bengali Word ত্রস্নু Bengali definition ত্রোশ্‌নু] (বিশেষণ) ত্রাসশীল; ভীরু (নিমেষ-নিহত স্বচ্ছ চোখের সরসে ত্রস্নু তারকা সন্ধানে সংক্রান্তি-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √ত্রস্‌+নু (ক্নু)}
  • Bengali Word ত্রাণ Bengali definition [ত্রান্‌] (বিশেষণ) নিষ্কৃতি; রক্ষা; মুক্তি। ত্রাত (বিশেষণ) ত্রাণ-প্রাপ্ত; উদ্ধারপ্রাপ্ত; রক্ষাপ্রাপ্ত। ত্রাতা (-তৃ) (বিশেষণ) পরিত্রাণ করে এমন; ত্রাণকারী। ত্রায়মাণ (বিশেষণ) ১ ত্রাণ লাভ করছে এমন; উদ্ধার করা হচ্ছে এমন। ২ ত্রাণকারী; উদ্ধারকারী। {(তৎসম বা সংস্কৃত) √ত্রৈ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ত্রাস Bengali definition [ত্রাশ্‌] (বিশেষ্য) ভয়; ভীতি; শঙ্কা। ত্রাসজনক (বিশেষণ) ভীতিকর; ত্রাস উৎপাদনকারী। ত্রাসিত (বিশেষণ) ভীত করা হচ্ছে এমন; বিভীষিত। ত্রাসিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ত্রস্+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ত্রাসন Bengali definition [ত্রাশোন্‌] (বিশেষণ) ত্রাস সঞ্চারকারী (দৈত্যত্রাসন ভীম প্রচণ্ড অসুরবিনাশী উদ্যত অসি ধর ধর দানবারি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √ত্রস্‌+ণিচ্‌=√ত্রাসি+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ত্রাহি Bengali definition [ত্রাহি] (ক্রিয়া) ত্রাণ করো বা রক্ষা করো। ত্রাহি ত্রাহি করা, ত্রহি ত্রাহি ডাক ছাড়া (ক্রিয়া) বিপদাদি থেকে রক্ষা পাবার জন্য চিৎকার করে সাহায্য প্রার্থনা করা। {(তৎসম বা সংস্কৃত) √ত্রা+হি (অনুজ্ঞা, মধ্যম (পুংলিঙ্গ) (একবচন))}
  • Bengali Word ত্রি Bengali definition [ত্রি] (বিশেষ্য) (বিশেষণ) ৩ সংখ্যা বা সংখ্যক। ত্রিকণ্টক (বিশেষ্য) ১ গোক্ষুরা গাছ। ২ সিজ গাছ। ৩ টেংরা মাছ। ৪ গাগর মাছ। ত্রিকাল (বিশেষ্য) ১ তিনকাল-অতীত, বর্তমান, ও ভবিষ্যৎ। ২ সর্বকাল। ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী (বিশেষণ) ১ যিনি অতীত, বর্তমান, ও ভবিষ্যৎ-এই তিন কালের ঘটনা জানেন। ২ সর্বজ্ঞ। ত্রিকালসিদ্ধ (বিশেষণ) ত্রিকালজ্ঞ (নিজে তো ত্রিকালসিদ্ধ পুরুষ-রাজশেখর বসু (পরশু))। ত্রিকুল (বিশেষ্য) পিতা, মাতা ও শ্বশুরের বংশ বা কুল। ত্রিকূট (বিশেষ্য) তিন পতঙ্গযুক্ত সুবেল পর্বত। ত্রিকোণ (বিশেষণ) ১ তিনকোণযুক্ত; তেকোনা। ২ (জ্যা.) ত্রিভুজ; তিনকোণযুক্ত ক্ষেত্র। ত্রিকোণমিতি (বিশেষ্য) ত্রিকোণ ক্ষেত্র মাপক গণিতশাস্ত্র; trigonometry। ত্রিগঙ্গ (বিশেষ্য) ১ তিনটি নদী মিলিত হয়েছে যে স্থানে; ত্রিবেণী। ২ তীর্থবিশেষ; প্রয়াগ তীর্থ। ত্রিগুণ (বিশেষণ) ১ সত্ত্ব, রজঃ, ও তমঃ-এই তিন গুণযুক্ত। ২ সুখ, দুঃখ, ও মোহ-এই গুণত্রয়বিশিষ্ট। ৩ তিন দ্বারা গুণিত। ৪ সত্ত্ব, রজঃ, ও তমঃ নামক তিন গুণ। তিনগুণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ত্রিগুণবিশিষ্টা। ২ হিন্দুদেবী দুর্গা। ত্রিগুণাত্মক (বিশেষণ) সত্ত্ব, রজঃ, ও তমঃ-এই তিন গুণবিশিষ্ট (অতএব হে ত্রিগুণাত্মক। আমি তোমাক প্রণাম করি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ত্রিগুণাত্মিকা (বিশেষণ) হিন্দুমতে আদ্যাশক্তি (ত্রিগুণাত্মিকা তারা ত্রৈলোক্য জননী-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ত্রিগুণিত (বিশেষণ) তিন বার গুণন করলে যা হয়। ত্রিঘাত (বিশেষণ) ১ (গণিত.) একই সংখ্যা তিনবার গুণ করার চিহ্ন; ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন; cubic (ত্রিঘাত ৪৩=৪´৪´৪)। ২ (জ্যা.) দৈর্ঘ্য, প্রস্থ, ও বেধযুক্ত ঘন পদার্থ; ঘন; ত্রিমাত্রিক। ত্রিচক্রযান (বিশেষ্য) যে গাড়ি তিন চাকায় চলে; tricycle। ত্রিচক্ষু (বিশেষ্য) ত্রিনয়ন। ত্রিজগৎ (বিশেষ্য) স্বর্গ, মর্ত্য, ও পাতাল-এই তিন ভুবন। ত্রি তত্ত্ববাদ, ত্রিত্ববাদ (বিশেষ্য) খ্রিস্ট ধর্মের তিনে এক, একে তিন-এই মতবাদ। ত্রিতন্ত্রী (বিশেষ্য) ১ তিন তারযুক্ত বাদ্যযন্ত্র। ২ তিন তারবিশিষ্ট বীণা। ত্রিতল (বিশেষণ) তেতলা; তিনতলাবিশিষ্ট। ত্রিতাপ (বিশেষ্য) আধ্যাত্মিক, আধিদৈবিক, ও আধিভৌতিক-এই তিন রকম যন্ত্রণা। ত্রিত্ববাদ (বিশেষ্য) খ্রিস্ট ধর্মের তিনে এক-একে তিন এ মতবাদ। ত্রিদশ (বিশেষ্য) দেবতা। ত্রিদশবধূ, ত্রিদশবনিতা (বিশেষ্য) অপ্সরা। ত্রিদশাধিপতি (বিশেষ্য) ইন্দ্র। ত্রিদশালয় (বিশেষ্য) স্বর্গ; অমরাবতী। ত্রিদিব (বিশেষ্য) স্বর্গ; অমরাবতী; আকাশ। ত্রিদিবকন্যা (বিশেষ্য) স্বর্গকন্যা অর্থাৎ অপ্সরা (উঁকি দিয়ে হাসে ত্রিদিবকন্যা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ত্রিদোষ (বিশেষ্য) বাত, পিত্ত, কফ-শররের এই তিন দোষ। ত্রিধা (ক্রিয়াবিশেষণ) তিন প্রকারে; তিন দিকে। ত্রিধারা (বিশেষ্য) ১ তিনটি স্রোতেধারা আছে যে নদীর। ২ স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে গঙ্গা, ও পাতালে ভোগবতী-এই তিন ধারবিশিষ্ট গঙ্গা নদী। ত্রিনবতি (বিশেষ্য) (বিশেষণ) ৯৩ সংখ্যা বা সংখ্যক। ত্রিনয়ন, ত্রিনেত্র, ত্রিলোচন (বিশেষ্য) যার তিনটি চক্ষু আছে; হিন্দু দেবতা শিব। ত্রিনয়না, ত্রিনেত্রা, ত্রিলোচনা, ত্রিনয়নী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুদেবতা শিবপত্নী দুর্গা; কালী। ত্রিনাথ (বিশেষ্য) ১ স্বর্গ, মর্ত্য, ও পাতাল-এই ত্রিভুবনের পরমেশ্বর। ত্রিপঞ্চাশৎ (বিশেষ্য) (বিশেষণ) ৫৩ সংখ্যা বা সংখ্যক। ত্রিপণ্ড (বিশেষণ) ১ ধর্ম, অর্থ, ও মোক্ষ-এই তিনটিরই ধ্বংসকারী; দুরাত্মা; দুর্বৃত্ত। ২ শঠ; খল; দুষ্ট (বালকটি অতিশয় ত্রিপণ্ড-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ত্রিপত্র (বিশেষণ) ১ তিনটি পাতাবিশিষ্ট। ২ বিশ্বপত্র; বেলপাতা। ত্রিপথগা,
  • Bengali Word ত্রিংশ Bengali definition [ত্রিঙ্‌শো] (বিশেষণ) ১ ত্রিশ সংখ্যার পূরক। ২ ত্রিশ সংখ্যা। ত্রিংশৎ (বিশেষ্য) (বিশেষণ) ৩০ সংখ্যা বা সংখ্যক; ত্রিশ। ত্রিংশত্তম (বিশেষণ) ত্রিংশ; ত্রিশ সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) ত্রিংশৎ>}
  • Bengali Word ত্রিক Bengali definition [ত্রিক্‌] (বিশেষ্য) ১ মেরুদণ্ডের নিচের অংশ। ২ কটি; কোমর। ৩ তিন সংখ্যা। ৪ তেমাথা। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+ক (কন্‌)}
  • Bengali Word ত্রিক Bengali definition [ত্রিক্‌] (বিশেষ্য) ১ মেরুদণ্ডের নিচের অংশ। ২ কটি; কোমর। ৩ তিন সংখ্যা। ৪ তেমাথা। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+ক (কন্‌)}
  • Bengali Word ত্রিত্ব Bengali definition [ত্রিত্‌তো] (বিশেষ্য) ১ তিনের ভাব বা অবস্থা। ২ ত্রিমূর্তি। ৩ ত্রয়ীগুণ; গুণত্রয় (কিন্তু বাংলা ছন্দের রচনা পদ্ধতির ত্রিত্ব আমার বিবেচনায় অলঙ্ঘনীয়-সুধীন্দ্রনাথ দত্ত)। ৪ তিনতত্ত্ববাদ (চীনের নাস্তিক্য তোমরা তুড়িবে, য়ূরোপের ত্রিত্ব তোমরা নাশিলে-ঈহো)। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+ত্ব}
  • Bengali Word ত্রিপথগামিনী Bengali definition (বিশেষ্য) স্বর্গ, মর্ত্য, ও পাতাল-এই তিন পথে গমনশীলা গঙ্গানদী। ত্রিপদী (বিশেষ্য) ১ তিন চরণযুক্ত ছন্দ। ২ তেপায়া। ত্রিপর্ণ (বিশেষণ) ১ তিন পাতাবিশিষ্ট। ২ পলাশ গাছ। ত্রিপাদ (বিশেষণ) ১ তিনটি পা বিশিষ্ট। ২ তিন পদাঙ্ক বা পা পরিমাণ (ত্রিপাদভূমি)। ৩ চার ভাগের তিন ভাগ। □ (বিশেষ্য) হিন্দুমতে বিষ্ণুব বামন অবতার, যাঁর পায়ের সংখ্যা তিনটি। ত্রিপাপ (বিশেষ্য) হিন্দুমতে তিন প্রকার পাপ-অতিপাতক, উপপাতক, ও মহাপাতক। ত্রিপিটক (বিশেষ্য) বৌদ্ধশাস্ত্রগ্রন্থ, যা সুত্ত (সূত্র), অভিধন্ম (অভিধর্ম), ও বিনয়-এই তিন ভাগে বিভক্ত। ত্রিপুণ্ড্র, ত্রিপুণ্ড্রক (বিশেষ্য) ললাটে তিনটি রেখা দ্বারা অঙ্কিত তিলক। ত্রিপুরারি (বিশেষ্য) শিব। ত্রিফলা (বিশেষ্য) তিনটি ফল-হরীতকী, বহেড়া, ও আমলকী। ত্রিবর্গ (বিশেষ্য) সৃষ্টি, স্থিতি, ও প্রলয়-এই তিনটি; অথবা ধর্ম, অর্থ, ও কাম; অথবা সত্ত্ব, রজঃ, ও তমঃ; অথবা আয়, ব্যয়, ও বৃদ্ধি। ত্রিবর্ণ, ত্রিবর্ণক (বিশেষ্য) হিন্দু সম্প্রদায়ের তিন শ্রেণি-ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ও বৈশ্য। ত্রিবলি, ত্রিবলী (বিশেষ্য) গলার বা পেটের রেখাসমূহ; উদর বা কণ্ঠের রেখাত্রয়। ত্রিবিদ্যা (বিশেষ্য) প্রধান বেদ তিনটি-ঋক্‌, সাম, ও যজুঃ; ত্রয়ী। ত্রিবিধ (বিশেষণ) তিন প্রকার বা রকম। ত্রিবিষ্টপ (বিশেষ্য) স্বর্গ। ত্রিবৃত্ত (বিশেষণ) তিনবার গুণ করা হয়েছে এমন; ত্রিগুণিত। ত্রিবেণী (বিশেষ্য) ১ তিনটি স্রোত বা নদীর মিলনস্থল। ২ গঙ্গা, যমুনা, ও সরস্বতী-এই তিন নদীর মিলন অথবা বিচ্ছেদস্থল। ত্রিবেদী (-দিন্‌) ঋক্‌, সাম, যজুঃ-এই তিনটি বেদ অধ্যয়নকারী। ২ ব্রাহ্মণের বংশগত পদবি; তেওয়ারি। ত্রিভঙ্গ (বিশেষণ) ১ শরীরের তিন স্থান বাঁকা এমন। □ (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি (বিশেষ্য) ১ গ্রীবা ও পদের সুবঙ্কিম ভাবযুক্তশ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গিম (বিশেষণ) ত্রিভঙ্গ; শরীরের তিনস্থান বাঁকা এমন। ত্রিভুবন (বিশেষ্য) স্বর্গ, পৃথিবী, ও পাতাল। ত্রিমাত্রিক (বিশেষণ) (জ্যা.) দৈর্ঘ্য, প্রস্থ, ও বেধযুক্ত; ত্রিঘাত। ত্রিমূর্তি (বিশেষ্য) হিন্দুমতে ব্রহ্শা, বিষ্ণু, ও শিব-এই তিনজন বা এই তিনজনের একত্র অবস্থিত মূর্তি। ত্রিযামা (বিশেষ্য) রাত্রি; নিশা (ত্রিযাশা যামিনী বেঘুম শয়নে একা একা বসে জাগি-জসীমউদ্‌দীন)। ত্রিরত্ন (বিশেষ্য) বৌদ্ধ ধর্ম অনুসারে বুদ্ধ, ধর্ম, ও সঙ্ঘ। ত্রিরাত্র, তেরাত্রি, তেরাত্তির (বিশেষ্য) ১ দুই দিন ও তিন রাত মিলে যে সময়; ৬০ ঘণ্টা (তিন দিন তেরাত্রির পরে সে এসে হাজির হলো-আহসান হাবীব)। ২ তিন রাত (বুড়ী মেম একবার মেবরের সাথে তেরাত্তির কাটান-সৈয়দ মুজতবা আলী)। ৩ তিন রাত ধরে যে উপবাস বা উৎসব চলে। ত্রিলোক, ত্রিলোকী (বিশেষ্য) স্বর্গ, মর্ত্য, ও পাতাল। ত্রিলোচন ⇒ ত্রিনয়ন; হিন্দু দেবতা শিব। ত্রিশঙ্কু (বিশেষ্য) ১ ত্রিশঙ্কু নামের পৌরাণিক রাজা যিনি সশরীরে স্বর্গে যাওয়ার চেষ্টায় অসমর্থ হয়ে শূন্যে অবস্থান করতে বাধ্য হন (ত্রিশঙ্কুর মত মধ্যস্থলে থাক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ অনিশ্চিত অবস্থায় পতিত। ৩ ((আলঙ্কারিক)) স্থিতিবিহীন; উভয়সংকটে পতিত (রাত্রিও প্রশান্তিহীন ত্রিশঙ্কু এ আমার হৃদয়-বিষ্ণু দে)। ত্রিশূল (বিশেষ্য) তিন ফলাযুক্ত এক প্রকার অস্ত্র। ত্রিশূলিনী, ত্রিশূলধারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ত্রিশূলধারণকারিণী। ২ হিন্দুমতে শিবপত্নী দুর্গা। ত্রিশূলী, ত্রিশূলধারী (বিশেষণ) ত্রিশূলধারণকারী; ত্রিশূলবহনকারী সন্ন্যাসী; হিন্দুমতে শিব। ত্রিষষ্টি (বিশেষ্য) (বিশেষণ) ৬৩ সংখ্যা বা সংখ্যক। ত্রিসন্ধ্যা (বিশেষ্য) ১ তিন বেলা। ২ প্রাতঃকাল, মধ্যাহ্ন, ও অপরাহ্ন। ত্রিসপ্ততি (বিশেষ্য) (বিশেষণ) ৭৩ সংখ্যা বা সংখ্যক। ত্রিসীমা, ত্রিসীমানা (বিশেষ্য) ১ তিন প্রান্ত বা কিনারা। ২ সান্নিধ্য; সামীপ্য (তোমার ত্রিসীমানায় যাবো না)। ত্রিস্রোত, ত্রিস্রোতা (বিশেষ্য) ১ হিন্দু মতে তিন লোকে যার স্রোত প্রবাহিত হয়েছে; তিনধারাবিশিষ্ট নদী; গঙ্গা। ২ তিস্তা নদী। {(তৎসম বা সংস্কৃত) ত্রি; গ্রি. treis; (ইংরেজি) three}
  • Bengali Word ত্রিপল, তিরপল, তেরপল Bengali definition [ত্রিপল্‌, তির্‌পল্‌, তের্‌পল্‌] (বিশেষ্য) আলকাতরা মাখানো মোটা ঘন বোনা চট বা কাপড়ের আবরণী বা পর্দাবিশেষ; tarpaulin (আর এক ঘরের দ্বার হন্তে ছাদ ঢেকেছে তিরপল-কানাই)। {(ইংরেজি) tarpaulin}
  • Bengali Word ত্রিপুরান্তক, ত্রিপুরারি Bengali definition [ত্রিপুরান্‌তক্‌, ত্রিপুরারি] (বিশেষ্য) ত্রিপুর নামক অসুর বিনাশকারী; শিব। {(তৎসম বা সংস্কৃত) ত্রিপুর+অন্তক, অরি; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ত্রিভুজ Bengali definition [ত্রিভুজ্] (বিশেষ্য) (জ্যা.) তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত যে ক্ষেত্র। বিষমবাহু ত্রিভুজ (বিশেষ্য) যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। সমকোণী ত্রিভুজ (বিশেষ্য) যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমদ্বিবাহু ত্রিভুজ (বিশেষ্য) যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান। সূক্ষ্মকোণী ত্রিভুজ (বিশেষ্য) যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্ম কোণ অর্থাৎ ৯০° ডিগ্রি অপেক্ষা কম। স্থূলকোণী ত্রিভুজ (বিশেষ্য) যে ত্রিভুজের একটি কোন স্থূলকোন অর্থাৎ ৯০° ডিগ্রির চেয়ে বেশি তবে ১৮০° ডিগ্রির চেয়ে কম। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+ভুজ; (দ্বিগু সমাস)}
  • Bengali Word ত্রিশ, তিরিশ Bengali definition [ত্রিশ্‌, তিরিশ্‌] (বিশেষ্য) (বিশেষণ) ৩০ সংখ্যা বা সংখ্যক। ত্রিশা, তিরিশা (বিশেষণ) তিরিশ দিন বা এক মাস ধরে চলে এমন। {(তৎসম বা সংস্কৃত) ত্রিংমৎ>}
  • Bengali Word ত্রিষ্টুভ Bengali definition [ত্রিশ্‌টুপ্‌] (বিশেষ্য) একাদশাক্ষর সংস্কৃত ছন্দের নাম। {(তৎসম বা সংস্কৃত) ত্রি√স্তুভ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word ত্রিসর Bengali definition [ত্রিশর্‌] (বিশেষ্য) তিল মিশিয়ে রান্না করা ভাত। {(তৎসম বা সংস্কৃত) ত্রিসর}
  • Bengali Word ত্রুটি Bengali definition [ত্রুটি] (বিশেষ্য) ১ অল্পতা; অভাব। ২ অঙ্গহীনতা। ৩ ক্ষতি; হানি। ৪ স্খলন; বিচ্যুতি; ভ্রম; প্রমাদ। ৫ অপরাধ; দোষ। ক্রুটিত (বিশেষণ) ১ ছিন্ন, ছেঁড়া; কর্তিত; ভগ্ন; ভাঙা। ত্রুটি-বিচ্যুতি (বিশেষ্য) ভ্রমপ্রমাদ; ভুলচুক। {(তৎসম বা সংস্কৃত) √তুট্+ই(ইন্‌)}
  • Bengali Word ত্রেতা Bengali definition [ত্রেতা] (বিশেষ্য) হিন্দু পুরাণ-কথিত সত্য ও দ্বাপর যুগের মধ্যবর্তী যুগ; দ্বিতীয় যুগ (ও জাতীয় কাব্য আমরা রচনা করতে পারিনে কেননা আমরা ত্রেতা কিংবা দ্বাপর যুগের লোক নই-প্রথম চৌধুরী )। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+ইতা}
  • Bengali Word ত্রৈকালিক Bengali definition [ত্রোইকালিক্‌] (বিশেষ্য) ১ ত্রিকালসংক্রান্ত। ২ ত্রিকালব্যাপী। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকাল+ইক(ঠঞ্‌}
  • Bengali Word ত্রৈগুণ্য Bengali definition [ত্রোইগুন্‌নো] (বিশেষ্য) ১ সত্ত্ব; রজঃ ও তমঃ-এই তিনগুণের সমষ্টি (কিন্তু বাংলা ছন্দের মূলে ত্রৈগুণ্য থাক বা না থাক তার রচনা পদ্ধতির ত্রিত্ব আমার বিবেচনায় অলঙ্ঘনীয়-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ তিন গুণের ভাব। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+গুণ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ত্রৈবর্ষিক, ত্রিবার্ষিক Bengali definition [ত্রোইবোরশিক্‌, ত্রিবার্ষিক] (বিশেষণ) ১ তিন বছর পর পর অনুষ্ঠিত বা জাত। ২ তিন বছর ধরে; তিন বছরব্যাপী। ৩ তিন বছর বয়স যার। {(তৎসম বা সংস্কৃত) ত্রিবর্ষ+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word ত্রৈবিদ্য Bengali definition [ত্রোইবিদ্‌দো] (বিশেষ্য) তিন বেদ জানেন যিনি; ত্রিবেদী। {(তৎসম বা সংস্কৃত) ত্রিবিদ্যা+অ(অণ্‌)}
  • Bengali Word ত্রৈমাসিক Bengali definition [ত্রোইমাশিক্‌] (বিশেষণ) ১ তিন মাস পর পর যা ঘটে বা জন্মে। ২ তিন মাসকালব্যাপী। ৩ তিন মাস বয়স এমন। ৪ তিন মাস পর পর প্রকাশিত (ত্রৈমাসিক পত্রিকা)। {(তৎসম বা সংস্কৃত) ত্রিমাস+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word ত্রৈরাশিক Bengali definition [ত্রোইরাশিক্‌] (বিশেষ্য) (গণিত.) তিনটি রাশির পরস্পর সম্বন্ধঘটিত অঙ্কপ্রণালি; rule of three। {(তৎসম বা সংস্কৃত) ত্রিরাশি+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word ত্রৈলঙ্গ, ত্রৈলিঙ্গ Bengali definition (বিরল) [ত্রোইলোঙ্‌গো, ত্রোইলিঙ্গ] (বিশেষণ) প্রাচীন তৈলঙ্গ প্রদেশসংক্রান্ত; তেলেঙ্গ; অন্ধ্রদেশ সংক্রান্ত। □ (বিশেষ্য) ১ তৈলঙ্গের লোক। ২ তেলেগু ভাষা। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকলিঙ্গ>; ত্রিলিঙ্গ (উপাসক)>?}