Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তোষ, তোষা ১, তোষণ Bengali definition [তোশ্‌, তোশা, তোশোন্‌] (বিশেষ্য) ১ সন্তোষ; তৃপ্তি; আনন্দ। ২ সন্তোষবিধান; তৃপ্তি সাধন। তোষিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। তোষণীয় (বিশেষ্য) তুষ্ট করার যোগ্য; তোষণযোগ্য; খুশি করা আবশ্যক এমন। {(তৎসম বা সংস্কৃত) √তুষ্‌+অ(যঞ্); তোষ+(বাংলা) আ, √অন(ল্যুট্‌)}
  • Bengali Word তোষা ২, তুষা Bengali definition [তোশা, তুশা] (ক্রিয়া) তুষ্ট বা আনন্দিত করা। {(তৎসম বা সংস্কৃত) √তুষ্‌+অ(ঘঞ্‌)= তোষ+(বাংলা) আ}
  • Bengali Word তোষামোদ Bengali definition [তোশামোদ্‌] (বিশেষ্য) খোশামোদ; চিত্তরঞ্জন; চাটুবৃত্তি; মোসাহেবি; স্তাবকতা। তোষমুদে (বিশেষণ) চাটুকার; খোশামুদে; স্তাবক; মোসাহেব; চামচে। {(তৎসম বা সংস্কৃত) তোষ+আমোদ; (ফারসি) খুশামদ }
  • Bengali Word তোষিত Bengali definition [তোশিতো] (বিশেষণ) তুষ্ট করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √তুষ্‌+ ণিচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word তোহএ, তোহার, তোঁহার, তোঁহারা, তোহারা, তোহারি, তোঁহারি, তোহোর, তোহোরি, তোহোরে, তোহারে, তোহৌরি ((ব্রজবুলি) Bengali definition তোহএ, তোহার, তোঁহার, তোঁহারা, তোহারা, তোহারি, তোঁহারি, তোহোর, তোহোরি, তোহোরে, তোহারে, তোহৌরি ((ব্রজবুলি)) [....] (সর্বনাম) তোমার, তোমারই, তোর। {(প্রাচীন বাংলা) তো>}
  • Bengali Word তোহফা Bengali definition তোফা
  • Bengali Word তোহমৎ Bengali definition তহমত
  • Bengali Word তোহে ((ব্রজবুলি)) Bengali definition [তোহে] (সর্বনাম) তোমাকে (তোহে ভজব কোন বেলা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ত্বম্‌>; (প্রাচীন বাংলা) তো>}
  • Bengali Word তোহোবিল Bengali definition [তোহোবিল্‌] (বিশেষ্য) রেশম সুতা জড়াবার লাটাই। {(ফারসি) তহবিল }
  • Bengali Word তোহ্ম, তোহ্মাএ, তোহ্মাক, তোহ্মাকে, তোহ্মাখো, তোহ্মারে [....] ((ব্রজবুলি)) Bengali definition (সর্বনাম) তোমার; তোমাকে। তোহ্মাত, তোহ্মাতে ((ব্রজবুলি)) (সর্বনাম) তোমাতে; তোমা থেকে। তোহ্মাতেঁ, তোহ্মাথো ((ব্রজবুলি)) তোমার থেকে। তোহ্মার ((ব্রজবুলি)) তোমার, তোমাকে। তোহ্মারা ((ব্রজবুলি)) তোমরা; তোহ্মাহো ((ব্রজবুলি)) তোমারও। তোহ্মে ((ব্রজবুলি)) তুমি; তোমাকে। {(তৎসম বা সংস্কৃত) ত্বম>; (প্রাচীন বাংলা) তুহ্ম>তুম্‌}
  • Bengali Word তোড় Bengali definition [তোড়্‌] (বিশেষ্য) ১ তীব্র স্রোতের বেগ; প্রবাহের ধাক্কা। ২ গতি (তোর এখনকার লেখার তোড় দেখে আমার বাস্তবিকই অনুশোচনা হচ্ছে-কাজী নজরুল ইসলাম)। ৩ কলহের স্রোত; বাক্যের স্রোত। তোড়ই ((ব্রজবুলি)) (ক্রিয়া) ১ ছিন্ন করে। ২ ভাঙে। ৩ খুলে ফেলে; প্রকাশ করে দেয়। মুখের স্রোত (বিশেষ্য) স্রোতের মতো বাক্য বা কথাসমূহ; বাক্যস্রোত। {(তৎসম বা সংস্কৃত) √তুড়্‌ (আঘাত করা>)}
  • Bengali Word তোড়জোড় Bengali definition [তোড়্‌জোড়্‌] (বিশেষ্য) ১ উদ্যোগ; আয়োজন; প্রস্তুতি (আমাদের তল্পিতল্পা গুটাইবার তোড়জোড় চলিতে লাগিল-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। ২ সরঞ্জাম; সাধন; উপকরণ। {বা √তুড়্‌>+(তৎসম বা সংস্কৃত) √যুজ্‌>}
  • Bengali Word তোড়া ১, তোররা Bengali definition [তোড়া, তোর্‌রা] (বিশেষণ) টাকায় ভরা থলি; মুদ্রাপূর্ণ কাপড়ে প্রস্তুত থলি (টাকার তোড়া)। □ (বিশেষ্য) ১ গোছা; গুচ্ছ; তাড়া; স্তবক (ফুলের তোড়া, চাবির তোড়া)। ২ চরণের এক প্রকার অলঙ্কার। {(আরবি)তুররাহ}
  • Bengali Word তোড়া ২, তুড়া Bengali definition [তোড়া, তুড়া] (ক্রিয়া) ভাঙা; ভেঙে ফেলা (হাত তুড়ে দিয়েছে একবারে)। তোড়ানো, তোড়ান, তুড়ানো (ক্রিয়া) ভাঙানো; নোট ভাঙিয়ে খুচরা নেওয়া, খুচরা মুদ্রার সঙ্গে বদল করা। {(তৎসম বা সংস্কৃত) ত্রোট>}
  • Bengali Word তোড়া ৩ Bengali definition তুড়া২
  • Bengali Word তোড়ানি Bengali definition [তোড়ানি] (বিশেষ্য) কাঁজি; পচাই। {(ফারসি) তরাণী }
  • Bengali Word তোড়ি, তোড়ী, টোড়ি, টোড়ী Bengali definition [তোড়ি, তোড়ি, টোড়ি, টোড়ি] (বিশেষ্য) ১ সঙ্গীতের একটি রাগিণী (জৌনপুরী তোড়ির তোড়া বাজায় হাজার মজলিশে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রভাতী রাগিণীবিশেষ (সাঁঝের বেলায় তোড়ি রাগিণী আলাপের মত যেন বিষম বে-সুরো-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ত্রোটকী>}
  • Bengali Word তোয়াক্কা Bengali definition তওয়াক্কা
  • Bengali Word তোয়াজ Bengali definition [তোয়াজ] (বিশেষ্য) স্বার্থসিদ্ধির জন্য যত্ন; আদর; খাতির; মনোরঞ্জন (সাহেব টাকার খাতিরে, মুৎসুদ্দিকে তোয়াজ করেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি)তবয়াদ্দহ }
  • Bengali Word তোয়ানো, তোয়ান Bengali definition [তোয়ানো] (বিশেষ্য) হাত দিয়ে অনুভব করে সন্ধান করা; তালাশ বা অনুসন্ধান করা। □ (ক্রিয়া) ১ হাত বুলানো; মর্দনাদি করা (কাছে বসাইল রাজা, তোয়াইল গা-ঘনরাম চক্রবর্তী)। ২ তোয়াজ করা (তাকে তুইয়ে তুইয়ে কাজ আদায় করে নিয়েছি)। ৩ কুড়ানো। {টোকানো}
  • Bengali Word তোয়ালে, তোয়ালিয়া Bengali definition [তোয়ালে, তোয়ালিয়া] (বিশেষ্য) গামছাবিশেষ, towl। {(পর্তুগিজ) toalha; (ইংরেজি) towel}
  • Bengali Word তৌজি, তোজী Bengali definition [তোউজি] (বিশেষ্য) সৈন্য, প্রজা, জমিজমা, খাজনার পরিমাণ ইত্যাদির তালিকা। তৌজিনবিস (বিশেষণ) তৌজি লেখক কর্মচারী। তৌজি মহাল (বিশেষ্য) যে মহাল কালেক্টরের রক্ষিত বিবরণপত্রের অন্তর্গত। {(আরবি)তবদীহ }
  • Bengali Word তৌফিক, তৌফীক Bengali definition [তোউফিক্‌] (বিশেষ্য) ক্ষমতা; শক্তি; সামর্থ্য; সম্পদ (তৌফিক থাকলে রাজী হতেই হবে-মুফাখখারুল ইসলাম)। {(আরবি)তারফীক }
  • Bengali Word তৌর্য Bengali definition [তৌউর্‌জো] (বিশেষ্য) তূর্যধ্বনি; মৃদঙ্গ ইত্যাদির ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত) তূর্য+অ(অণ্‌)}
  • Bengali Word তৌর্যত্রিক Bengali definition [তোউর্‌জোত্‌ত্রিক্‌] (বিশেষ্য) গীতবাদ্য ও নৃত্যের একত্র সমাবেশ। {(তৎসম বা সংস্কৃত) তৌর্য+ত্রি+ক(কপ্‌)}
  • Bengali Word তৌল Bengali definition [তৌলো] (বিশেষ্য) ১ ওজন; মাপ (তৌল হৈব যথ যার পাপ পুণ্য কাম-সৈয়দ আলাওল)। ২ ওজন করার যন্ত্র; তুলা যন্ত্র; দাঁড়িপাল্লা; নিক্তি। ৩ ওজনকরণ। ৪ ((আলঙ্কারিক)) তুলনা; সাদৃশ্য নিরূপণ। {(তৎসম বা সংস্কৃত) তুলা+অ(অণ্‌)}
  • Bengali Word তৌলন Bengali definition (বিশেষ্য) ওজনকরণ; মাপা; পরিমাণ নির্ণয়। {(তৎসম বা সংস্কৃত) তুলা+অ(অণ্‌)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word তৌলা Bengali definition [তোউলা ] (ক্রিয়া) ওজন করা। তৌলানো, তৌলনো (ক্রিয়া) ওজন করা; মাপা; মাপানো; ওজন করানো। □বি, (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) তৌল+(বাংলা) আ}
  • Bengali Word তৌলিক ১ Bengali definition [তোউলিক্‌] (বিশেষ্য) চিত্রকর; painter। {(তৎসম বা সংস্কৃত) তুলি+ইক(ঠক্‌); (তৎসম বা সংস্কৃত) তুলিকা+অ(অণ্‌)}
  • Bengali Word তৌলিক ২ Bengali definition [তোউলিক্‌] (বিশেষ্য) ওজন করে যে; ওজনকারী; কয়াল। □ (বিশেষণ) মাপসংক্রান্ত; গুরুত্ব পরিমাপসম্পর্কীয়; gravimetric। {(তৎসম বা সংস্কৃত) তুলা+ইক(ঠঞ্‌)}