Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তেঁতুল Bengali definition [তেঁতুল্‌] (বিশেষ্য) টক স্বাদযুক্ত ফলবিশেষ বা তার গাছ। তেঁতুলে (বিশেষণ) ১ তেঁতুলের মতো চেহারাযুক্ত। ২ অতিময় টক স্বাদবিশিষ্ট। ৩ ((আলঙ্কারিক)) পাজি; দুষ্ট; বদমাশ (তেঁতুলে লোক)। তেঁতুলে বিছা (বিশেষ্য) তেঁতুলের ন্যায় গাঁঠযুক্ত বিছা। {(তৎসম বা সংস্কৃত) তিন্তিড়ী, তিন্তিলী> (মধ্যযুগীয় বাংলা)তিতৈল>}
  • Bengali Word তেঁতো Bengali definition [তেঁতো] (বিশেষ্য) পাটের আঁশ দ্বারা প্রস্তুত চিকন শক্ত দড়ি (পাটের গোছা হইতে আঁশ লইয়া লইয়া তেঁতো কাটিতেছিল-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) তন্তু>}
  • Bengali Word তেঁদড়, তেঁদড়া, ত্যাঁদড়, ত্যান্দোড় Bengali definition [ত্যাদোড়্‌, ত্যাঁদ্‌ড়া, ত্যাঁদোড়্‌, ত্যান্‌দোড়্‌] (বিশেষণ) ১ দুষ্ট (যত বড় আমলা; যত বড় তেঁদড়া, যত বড় বেদড়া হউন না কেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ধৃষ্ট; লজ্জাশূন্য; নির্লজ্জ; বেহায়া। ৩ শঠ; ধূর্ত (আমি জানি ও ঠাহুর ভারি ত্যান্দোড়-কাজী ইমদাদুল হক)। ৪ ছেঁচড়; ছেঁচড়া। তেঁদড়ামি (বিশেষ্য) দুষ্টামি; শয়তানি (এটি তারই তেঁদড়ামি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) ছিত্বর>চ্যাঁদড়>তেঁদড়}
  • Bengali Word তেঁসি Bengali definition তেঁট
  • Bengali Word তেই Bengali definition তেঁই
  • Bengali Word তেইশ Bengali definition [তেইশ্‌] (বিশেষ্য) (বিশেষণ) ২৩ সংখ্যা বা সংখ্যক। তেইশা, তেইশে (বিশেষ্য) (বিশেষণ) মাসের তেইশ তারিখ বা তারিখের। {(তৎসম বা সংস্কৃত) ত্রয়োবিংশ>}
  • Bengali Word তেউ Bengali definition [তেউ] (অব্যয়) তবুও; তথাপি (সব আছে তেউ ঘুচবে না তোর খুঁৎখুঁতে এই স্বভাব কি?-আমোকা)। {(তৎসম বা সংস্কৃত) তথাপি>}
  • Bengali Word তেউটে Bengali definition [তেউটে] (বিশেষ্য) খেসারি; কয়েক প্রকারের মিশ্রিত ডাল। {(তৎসম বা সংস্কৃত) ত্রিপুট>}
  • Bengali Word তেউনি Bengali definition [তেউনি] (বিশেষ্য) তেনা; ছিন্ন বস্ত্র; কাপড়ের টুকরা। {(তৎসম বা সংস্কৃত) তুন্ন (ছিন্নবস্ত্র)>?}
  • Bengali Word তেউড়, তেড় Bengali definition [তেউড়্‌, তেড়্‌] (বিশেষ্য) ১ কলাগাছের মূল হতে নবজাত চারা। ২ চারাগাছ; পোয়া। তেউড়ি (বিশেষ্য) এক প্রকার লতা। {(তৎসম বা সংস্কৃত) তির্যক্‌>তেরচা>তের>তেড়}
  • Bengali Word তেএঁ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তেএঁ] (অব্যয়) তা দিয়ে। {(তৎসম বা সংস্কৃত) তেন>}
  • Bengali Word তেওর Bengali definition [ত্যায়োর্‌] (বিশেষ্য) মৎস্য ব্যবসায়ী জাতি (বাউরী চামার কাওরা তেওর পাটনী কোটাল কপালী মালো-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তীবর>}
  • Bengali Word তেওরা Bengali definition [ত্যাওরা] (বিশেষ্য) (সনৃ) তালের নাম বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ত্রিপুট>}
  • Bengali Word তেওরা Bengali definition [ত্যাওরা] (বিশেষ্য) (সনৃ) তালের নাম বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ত্রিপুট>}
  • Bengali Word তেওড় ১ Bengali definition [ত্যায়োড়্‌] (বিশেষ্য) খেসারি কলাই। {(তৎসম বা সংস্কৃত) ত্রিপুট>}
  • Bengali Word তেওড় ২, তেওড়া Bengali definition [ত্যায়োড়্‌, ত্যাওড়া] (বিশেষণ) ১ বাঁকা; কুটিল; তোবড়া। ২ বক্রতা। তেওড়ানো, তেওড়ান (ক্রিয়া) ১ বাঁকা করা বা বাঁকা হওয়া; বেঁকে যাওয়া। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) তির্যক+তেরচা>তেওড়}
  • Bengali Word তেওয়ারি, তিয়ারী Bengali definition ত্রিবেদী
  • Bengali Word তেকাঁটা Bengali definition [তেকাঁটা] (বিশেষ্য) তিন শিরাযুক্ত মনসা গাছ। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকণ্টক>; (দ্বিগু সমাস)}
  • Bengali Word তেকাঠা Bengali definition [তেকোটা] (বিশেষ্য) (বিশেষণ) তিন খণ্ড কাষ্ঠ দ্বারা নির্মিত আধার। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকাষ্ঠ>; (দ্বিগু সমাস)}
  • Bengali Word তেকোনা Bengali definition [তেকোনা] (বিশেষণ) তিন কোণবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকোণ>; (দ্বিগু সমাস)}
  • Bengali Word তেগ Bengali definition [তেগ্‌] (বিশেষ্য) তলোয়ার; তরবারি (আলবোরজের চূড়া গুঁড়া করা দস্তে দারুণ তেগ-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) তীগ}
  • Bengali Word তেগারি Bengali definition [ত্যাগারি] (বিশেষ্য) পাত্র (তেগারি ভরিয়া পানি দিল আগে লয়া-হেয়াত মাহমুদ)। {(ফারসি) তগার}
  • Bengali Word তেজ, তেজঃ Bengali definition [তেজ্‌, তেজোহ্‌] (বিশেষ্য) ১ জ্যোতি; প্রভা; আলোক; দীপ্তি; তাপ। ২ শক্তি; প্রতাপ। ৩ দর্প; অহঙ্কার (অত তেজ দেখান কেন?)। ৪ তীক্ষ্ণতা; ঝাঁঝ (তামাকের তেজ)। ৫ বীর্য; শুক্র। □ (বিশেষণ) ধারালো; তীক্ষ্ণবুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) তিজ্‌+অস্‌; (ফারসি) তেজ্}
  • Bengali Word তেজঃ Bengali definition তেজ
  • Bengali Word তেজই Bengali definition তেজা
  • Bengali Word তেজন Bengali definition [তেজোন্‌] (বিশেষ্য) ১ তীক্ষ্ণতা বিধান; উজ্জ্বলকরণ; উদ্দীপনা সৃষ্টি। ২ শাণিতকরণ। {(তৎসম বা সংস্কৃত) তেজঃ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word তেজপত্র, তেজপাতা, তেজপাত Bengali definition [তেজোপত্‌ত্রো, তেজ্‌পাতা, তেজ্‌পাত্‌] (বিশেষ্য) তীব্র গন্ধ বা আস্বাদযুক্ত পাতাবিশেষ; তেজপাতা। ২ মশালরূপে ব্যবহৃত বৃক্ষের পত্রবিশেষ। {তেজ+পত্র}
  • Bengali Word তেজপুঞ্জ, তেজঃপুঞ্জ Bengali definition [তেজ্‌পুন্‌জো, তেজোহ্‌পুন্‌জো] (বিশেষণ) তেজস্বী (ব্যারাকের বারান্দায় তেজপুঞ্জ এক অফিসার বসিয়াছিলেন-মাউআ)। {(তৎসম বা সংস্কৃত) তেজঃপুঞ্জ}
  • Bengali Word তেজব Bengali definition তেজা
  • Bengali Word তেজবর Bengali definition [তেজোবর্‌] (বিশেষ্য) যে ব্যক্তি দুই বার বিয়ের পর তৃতীয় বার বিয়ে করে। তেজবরে (বিশেষণ) তৃতীয় বার বিবাহকারী। {(তৎসম বা সংস্কৃত) তৃতীয়>তেজ>+(তৎসম বা সংস্কৃত) বর}