Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তোপান ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তোপান্‌] (বিশেষ্য) চরকায় সুতায় তৈরি জামার কাপড়। {(তুলনীয়) (হিন্দি) তোপনা}
  • Bengali Word তোফা, তোহফা Bengali definition [তোফা, তোহ্‌ফা] (বিশেষণ) চমৎকার; অত্যন্ত উপাদেয়; উৎকৃষ্ট (একটু জোরেই হেসে বললেন তোফা! তোফা! ওগো আর এক কাপ চা দাও-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) উপহার; দুষ্প্রাপ্য বস্তু (হাদিয়ারে তোহফা আরবী ভাষে বলে-সৈয়দ আলাওল)। {(আরবি)তুহফাহ}
  • Bengali Word তোফাঙ্গ Bengali definition [তোফাঙ্‌গো] (বিশেষ্য) পিস্তল; হাত-বন্দুক (অতঃপর তোফাঙ্গ (পিস্তল) চালাইয়া দুই জনকে বধ করিলেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) তুফঙ্গ }
  • Bengali Word তোবা Bengali definition তওবা
  • Bengali Word তোবড়া Bengali definition [তোব্‌ড়া] (বিশেষ্য) ঘোড়ার দানা খাওয়ার থলি (গোলে চুন-কালি ওমরার গলে দেখেছে ঘোড়ার তোবড়া বাঁধা-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) চুপসানো; টোল খাওয়া; বসা; বসে যাওয়া; শুকিয়ে কুঁকড়ে যাওয়া। তোবড়ানো, তুবড়ানো, তুবড়নো (বিশেষণ) চুপসানো; টোল খাওয়া (চোখের জলে দুই তোবড়ানো গাল ভাসিয়া যায়-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। □ (ক্রিয়া) চুপসে দেওয়া বা যাওয়া; টোল খাওয়া; বসে বা শুকিয়ে যাওয়া। {(ফারসি) তুব্‌ }
  • Bengali Word তোবড়া-তুবড়ি Bengali definition [তোব্‌ড়াতুব্‌ড়ি] (বিশেষ্য) মালপত্র বোঝাই গাঁটারি। {(ফারসি) তুব্‌রহ্‌> তোবড়া; তোবড়া+ই= তুবড়ি (ছোট গাঁটটি)}
  • Bengali Word তোমর Bengali definition [তোমোর্‌] (বিশেষ্য) প্রাচীন ভারতের এক প্রকার যুদ্ধাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) তোমর}
  • Bengali Word তোমরা Bengali definition [তোম্‌রা] (সর্বনাম) তুমি-র বহুবচন। {(তৎসম বা সংস্কৃত) ত্বং> প্রবা. তুহ্মি>}
  • Bengali Word তোমা Bengali definition [তোমা] (সর্বনাম) ১ তুমি। ২ তোমাকে। {বৈদিক তুস্মে> (প্রাকৃত) তুম্‌হ> তুহ্ম>}
  • Bengali Word তোমার Bengali definition [তোমার্‌] তুমি শব্দের ষষ্ঠীর (একবচন)চন সম্বন্ধার্থক রুপ। {(প্রাচীন বাংলা) তুহ্ম>}
  • Bengali Word তোর Bengali definition [তোর্‌] (সর্বনাম) তুই শব্দের ষষ্ঠীর (একবচন)চন-সম্বন্ধার্থক রুপ। {(প্রাচীন বাংলা) তো+র}
  • Bengali Word তোরকস Bengali definition তরকশ
  • Bengali Word তোরঙ্গ, তোরঙ Bengali definition [তোরোঙ্‌গো, তোরোঙ্‌] (বিশেষ্য) পেটরা; ইস্পাত প্রভৃতি দ্বারা তৈরি বাক্স; trunk (ত্রস্ত দ’হাতে অনেক ভাবিয়া রুদ্ধ তোরঙ খুলিলাম-আহসান হাবীব)। {(ইংরেজি) trunk}
  • Bengali Word তোরণ Bengali definition [তোরোন্‌] (বিশেষ্য) ১ সিংহদ্বার; সদর দরজা; ফটক; gate। ২ ফটকের উপর নির্মিত ধনুকাকৃতি কাষ্ঠাধার (চেয়ে দেখি বিজয় তোরণ-আহসান হাবীব)। {(তৎসম বা সংস্কৃত) √তুর্‌ (ত্বরা)+ অন (ল্যুট্‌)}
  • Bengali Word তোরতরিবত Bengali definition [তোর্‌তরিবত্‌] (বিশেষ্য) শিক্ষা-দীক্ষা; সভ্যতা। {(আরবি)তৌর+ তরিবত}
  • Bengali Word তোরা Bengali definition [তোরা] ‘তুই’ শব্দের বহুবচন। {(মধ্যযুগীয় বাংলা)তো>}
  • Bengali Word তোরে Bengali definition তোকে
  • Bengali Word তোল, তোলক Bengali definition [তোল্‌, তোলোক্‌] (বিশেষ্য) ১ তোলা; ৮০ রতি; ১৬ মাসা। ২ দাঁড়িপাল্লা। {(তৎসম বা সংস্কৃত) √তুল্‌+ ণিচ্‌ (√তোলি)+ অ (অচ্‌), +ক}
  • Bengali Word তোলন Bengali definition [তোলোন্‌] (বিশেষ্য) ওজন বা তৌল করা। উত্থাপন; উত্তোলন। {(তৎসম বা সংস্কৃত) √তুল্‌+ অন(ল্যুট্‌)}
  • Bengali Word তোলপাড় Bengali definition [তোল্‌পাড়্‌] (বিশেষ্য) (বিশেষণ) প্রচণ্ড আন্দোলন; আলোড়ন (তোলপাড় কাণ্ড); উলটপালট; বিক্ষোভ; ভীষণ চাঞ্চল্য; গণ্ডগোল। {তোলা+ পাড়া>}
  • Bengali Word তোলবল, তোলবলে, তোলবেলে, তোলবোলে Bengali definition [তোল্‌বল্‌, তোল্‌বোলে, তোল্‌বেলে, তোল্‌বোলে] (বিশেষণ) স্নাত; সিক্ত; আপ্লুত (রক্তে তনু তোলবল বিফল শরীর-কাশীরাম দাস)। {(ফারসি) তর্‌-ব-তর্‌ }
  • Bengali Word তোলা ১ Bengali definition [তোলা] (বিশেষ্য) ওজন পরিমাণ বিশেষ; ভরি; ৮০ রতি; এক সেরের ৮০ ভাগের এক ভাগ। {(তৎসম বা সংস্কৃত) √তোল্‌+ (বাংলা) আ}
  • Bengali Word তোলা ২ Bengali definition [তোলা] (বিশেষ্য) ১ হাট বা বাজারে ব্যাপারীদের পণ্যের যে অংশ মালিক বা জমিদারগণ তুলে নেয়। ২ যা তুলে রাখা হয়েছে; গৃহীত; রক্ষিত। ৩ তৈরি; নির্মিত; প্রস্তুত (পরের তোলা ঘর)। ৪ ((আলঙ্কারিক)) যা স্মরণ রাখা হয়েছে (সব কথা তোলা আছে)। ৫ বাইরে যাওয়ার পোশাক; পোশাকি (তোলা জামা)। ৬ উত্তোলিত (তোলা জল)। ৭ বৃন্তচ্যুত (তোলা ফুল)। ৮ মথিত (মাখনতোলা দুধ)। ৯ যা স্থানান্তরিত করা যায় (তোলা উনান)। ১০ অঙ্কিত; ছাঁচে ঢালাই করা (পল তোলা)। {(তৎসম বা সংস্কৃত) √তুল্‌+ (বাংলা) আ}
  • Bengali Word তোলা ৩, তুলা Bengali definition [তোলা, তুলা] (ক্রিয়া) ১ উঠানো; উত্তোলন করা; উপরে উঠানো উঁচু করা (গা তোলা)। ২ ত্যাগ করা (হাই তোলা) । ৩ জাগানো; ঘুম ভাঙানো (ঘুম থেকে তোলা)। ৪ বমি করা (বাচ্চার দুধ তোলা)। ৫ উন্নত বা উন্নয়ন করা (জাতে বা উচ্চ শ্রেণিতে তোলা। ৬ তৈরি, নির্মাণ বা সৃষ্টি করা (দেয়াল তোলা, গুজব তোলা)। ৭ উৎপাটন, উৎখাত বা বিচ্যুত করা (দাঁত তোলা)। ৮ সাজিয়ে গুছিয়ে রাখা (বিছানা বা কাপড় তোলা)। ৯ অপসারিত করা; দূর করা (কাপড়ে চায়ের দাগ তোলা)। ১০ উচ্চে উত্থিত করা (গলা তোলা)। ১১ সংগ্রহ করা (চাঁদা তোলা)। ১২ সূচিকর্ম করা (শাড়িতে ফুল তোলা)। ১৩ উচ্ছেদ বা বিতাড়িত করা (ভাড়াটে তোলা)। ১৪ গাড়িতে উঠানো বা চাপানো (গাড়িতে তোলা)। ১৫ মনে আনা; স্মরণ করা; বমি করা (মনে তোলা, বাচ্চা দুধ তোলে)। ১৬ খাটানো; লাগানো; সংস্থাপন করা (নৌকায় পাল তোলা)। ১৭ বলা; উত্থাপন করা (সভায় তোলা)। ১৮ বের করা (মাখন তোলা)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। তোলানো, তোলান (ক্রিয়া) ১ অপরকে দিয়ে উত্তোলন, উৎপাটন, উন্নয়ন, সংগ্রহ প্রভৃতি কাজ করানো। ২ বেত চেঁছে সাছ করা। কানে তোলা (ক্রিয়া) ১ শোনা। ২ গ্রাহ্য করা। গা তোলা (ক্রিয়া) ওঠা। ২ গাত্রোত্থান করা; শয্যা ত্যাগ করা। গায়ে হাত তোলা (ক্রিয়া) মারা; প্রহার করা। ছবি তোলা (ক্রিয়া) ফটো তোলা; ফটোগ্রাফ লওয়া। দাদতোলা (ক্রিয়া) প্রতিশোধ নেওয়া। পটল তোলা মারা; মরে যাওয়া। পিঠে চামরা তোলা (ক্রিয়া) নিদারুণ প্রহার করা। মাথা তোলা (ক্রিয়া) ১ হীন অবস্থা থেকে উন্নতি করা। ২ বিপদ থেকে মুক্ত হওয়াদ বিপদ- মুক্ত হওয়া। মুখতোলা, মুখ তুলে চাওয়া (ক্রিয়া) ১ ((আলঙ্কারিক)) অনুগ্রহ বা অনুকূল হওয়া। ২ করুণা বা প্রসন্ন হওয়া। হাত তোলা (বিশেষণ) ১ ((আলঙ্কারিক)) অন্যের অনুগৃহীত। ২ পরের দয়ার উপর নির্ভরশীল। {(তৎসম বা সংস্কৃত) √তুল্‌ (উত্তোলন অর্থে)+ (বাংলা) আ}
  • Bengali Word তোলাপাড়া Bengali definition [তোলাপাড়া] (বিশেষ্য) মনে মনে নানাভাবে আন্দোলন; বারংবার চিন্তা (মনে মনে তোলাপাড়া করা)। {(তৎসম বা সংস্কৃত) তোলপাড়>}
  • Bengali Word তোলিত Bengali definition [তোলিতো] (বিশেষণ) ওজন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √তুল্‌+ ণিচ্‌+ ত(ক্ত)}
  • Bengali Word তোলো Bengali definition [তোলো] (বিশেষ্য) মাটির বড় হাঁড়ি। {(পর্তুগিজ) talha}
  • Bengali Word তোশক, তোষক Bengali definition [তোশোক্‌] (বিশেষ্য) বিছানায় পাতার জন্য তুলার গদিবিশেষ (ফরাস বিছানা করে শাহানা গালিচা পরে মখমলি তোষক ডলে তায়-সৈয়দ হামজা)। {(ফারসি) তোশক্‌}
  • Bengali Word তোশদান, তোসদান Bengali definition [তোশ্‌দান্‌] (বিশেষ্য) ভিক্ষার ঝুলি; ভোজদ্রব্যের থলি, গুলিবারুদ রাখার পাত্র। {(ফারসি) তুশ্‌দান}
  • Bengali Word তোশা, তোষা ২, তোস Bengali definition [তোশা] (বিশেষ্য) মূল্যবান জিনিসপত্র (রথ হস্তী আর কি কাজে তোষার যে বুড়া বলদ আছে-ভারতচন্দ্র রায়গুণাকর)। তোষাখানা, তোসাখানা (বিশেষ্য) মূল্যবান জিনিসপত্র রাখার ভাণ্ডার (টাকা আর তোশাখানায় ধরছে না-জগলুল হায়দার আফরিক)। {(ফারসি) তুশাহ্‌ }