Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ত্রৈলোক্য Bengali definition [ত্রোইলোক্‌কো] (বিশেষ্য) স্বর্গ, মর্ত্য, ও পাতাল-এই তিন ভুবনের সমষ্টি। {(তৎসম বা সংস্কৃত) ত্রিলোক+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ত্রোটক Bengali definition [ত্রোটোক্‌] (বিশেষ্য) এক প্রকার দৃশ্যকাব্য (নাটক ত্রোটকের অভিনয় দেখতেন-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) √ত্রুট্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word ত্রোটি, ত্রোটী Bengali definition [ত্রোটি] (বিশেষ্য) ১ পক্ষীর চঞ্চু। ২ এক প্রকার পাখি। ৩ এক প্রকার মাছ। ৪ টুঁটি। {(তৎসম বা সংস্কৃত) √ত্রুট্‌+ই(ইন্‌)}
  • Bengali Word ত্র্যংশ Bengali definition [ত্রোঙ্‌শো] (বিশেষ্য) ১ তৃতীয় অংশ; তৃতীয় ভাগ। ২ অংশ তিনটি; অংশত্রয়। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+অংশ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word ত্র্যক্ষর Bengali definition [ত্রোক্‌খোর্‌] (বিশেষণ) বর্ণত্রয়যুক্ত; অ উ এবং ম-এই তিনটি বর্ণযুক্ত; ‘ওম’। □ (বিশেষ্য) প্রণব। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+অক্ষর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ত্র্যঙ্গুল Bengali definition [ত্রোঙ্‌গুল্‌] (বিশেষণ) তিন আঙ্গুল পরিমিত। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+অঙ্গুলি; (দ্বিগু সমাস)}
  • Bengali Word ত্র্যম্বক Bengali definition [ত্রোম্‌বক্‌] (বিশেষ্য) হিন্দু দেবতা শিব (ত্র্যম্বকের ত্রিনয়ন ত্রিকাল, ত্রিগুণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+অম্বক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ত্র্যশীতি Bengali definition [ত্রোশিতি] (বিশেষ্য) (বিশেষণ) ৮৩ সংখ্যা বা সংখ্যক; তিরাশি। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+অশীতি; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word ত্র্যস্র Bengali definition [ত্রোস্‌স্রো] (বিশেষণ) ত্রিকোণ; তেকোনা; তিন কোণযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+অস্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ত্র্যহস্পর্শ, তেরস্পর্শ Bengali definition [ত্রোহোস্‌পর্‌শো, তেরোস্‌পরশো] (বিশেষ্য) ১ এক দিনে তিন তিথির যোগ। ২ ((আলঙ্কারিক)) অশুভ যোগ। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+অহন্‌+স্পর্শ; (দ্বিগু সমাস)}
  • Bengali Word ত্র্যাঙ্ক Bengali definition [ত্রোঙ্‌কো] (বিশেষণ) তিন অঙ্কযুক্ত (ত্র্যঙ্ক নাটক)। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+অঙ্ক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ত্রয় Bengali definition [ত্রয়্‌] (বিশেষ্য) (বস্তু বা ব্যক্তির) তিনটি বা তিনটির সমষ্টি বা যোগফল (বেদত্রয়, ব্যক্তিত্রয়)। □ (বিশেষণ) ১ তিন সংখ্যক। ২ তিন প্রকার। ত্রয়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ত্রয়-এর অর্থে। □ (বিশেষ্য) ১ হিন্দুমতে ত্রিমূর্তি-ব্রহ্মা, বিষ্ণু ও শিব। ২ ঋক্‌, সাম, যজুঃ-এই তিন বেদ (ত্রয়ী বিদ্যা)। ত্রয়ঃপঞ্চাশৎ (বিশেষ্য) (বিশেষণ) ৫৩। ত্রয়ঃসপ্ততি (বিশেষ্য) (বিশেষণ) ৭৩। ত্রয়শ্চত্বারিংশৎ (বিশেষ্য) (বিশেষণ) ৪৩। ত্রয়স্ত্রিংশৎ (বিশেষ্য) (বিশেষণ) ৩৩। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+অয়(অয়চ্‌)}
  • Bengali Word ত্রয়োদশ Bengali definition [ত্রয়োদশ্‌] (বিশেষণ) ১৩ সংখ্যার পূরক। □ (বিশেষ্য) (বিশেষণ) ১৩ সংখ্যা বা সংখ্যক। ত্রয়োদশী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ তেরো স্থানে আছে এমন; ত্রয়োদশস্থানীয়া। ২ তের বৎসর বয়সবিশিষ্টা (ত্রয়োদশী বালিকা)। □ (বিশেষ্য) দ্বাদশীর পরের তিথি। {(তৎসম বা সংস্কৃত) ত্রয়োদশন্‌}
  • Bengali Word ত্রয়োবিংশ, ত্রয়োবিংশতি Bengali definition [ত্রয়োবিঙ্‌শো, ত্রয়োবিঙ্‌শোতি] (বিশেষ্য) (বিশেষণ) ২৩ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ত্রি>ত্রয়+বিংশ, বিংশতি}
  • Bengali Word তৎ Bengali definition [তত্‌] (সর্বনাম) ১ সে; তিনি। ২ সে; তা। তৎকাল (বিশেষ্য) সে সময়; সে কাল বা যুগ। তৎকালধী (বিশেষ্য) উপস্থিত বুদ্ধি; প্রত্যুৎপন্নমতি। তৎকালিক, তৎকালীন (বিশেষণ) সে সময়কার; সে সময়ের; তদানীন্তন। তৎকালোচিত সেই সময়ের উপযোগী; সেই সময়ের যোগ্য; সেই সময়োচিত। তৎক্ষণ (বিশেষ্য) সেই কাল; সেই সময়। তৎক্ষণাৎ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) অবিলম্বে; সে মুহূর্তে। তৎপর (বিশেষণ) ১ তারপর; তদনন্তর। ২ পটু; নিপুণ। ৩ উদ্যমশীল; সচেষ্ট; যত্নবান। তৎপর হওয়া (ক্রিয়া) নিষ্ঠার সঙ্গে বিশেষ কাজে আত্মনিয়োগ করা। তৎ-পরতা (বিশেষ্য) পটুতা; নৈপুণ্য; সতর্কতা; সচেষ্টতা। তৎপরায়ণ (বিশেষণ) তাতে মনোযোগী; তাতে বিশেষ আসক্ত; তন্নিষ্ঠ। তৎপরায়ণতা (বিশেষ্য) তন্নিষ্ঠতা। তৎপুরুষ (বিশেষ্য) ১ পরম পুরুষ; আদি পুরুষ; ভগবান। ২ (ব্যাকরণ) সমাসবিশেষ-যাতে পুর্বপদের বিভক্তি লোপ হয় এবং প্রায়শ পরপদের অর্ধেক প্রাধান্য হয়। যেমন, গাছে পাকা-গাছপাকা। তৎসংক্রান্ত (বিশেষণ) সেই সম্পর্কিত বা সম্বন্ধীয়। তৎসদৃশ (বিশেষণ) তার তুল্য; তাহার মতো; তদ্রূপ; তত্তুল্য। তৎসম (বিশেষণ) ১ তৎসদৃশ; তদ্রূপ। ২ (ব্যাকরণ) সংস্কৃত শব্দের অনুরূপ বাংলা শব্দ, অর্থাৎ সংস্কৃত ভাষা ও বাংলা ভাষায় এজমালি শব্দসমূহ (যথা : সূর্য, সত্য, পুরুষ)। তৎস্থলাভিষিক্ত (বিশেষণ) ১ তার পদে অভিষিক্ত বা নিযুক্ত বা অধিষ্ঠিত। ২ তার প্রতিনিধিস্বরূপ। তৎস্বরূপ (বিশেষণ) ১ তৎসদৃশ। ২ তার সহিত এক; তা থেকে অভিন্ন। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌ (ক্লীব লিঙ্গ. (একবচন)চন)}
  • Bengali Word তড় ১ Bengali definition [তড়া] (বিশেষ্য) ১ তীর; কিনারা। ২ স্থল (তেড়ে হাত যোড় করী বুয়িল চন্দ্রাবলী-বড়ু চণ্ডীদাস)। তড়পড় (বিশেষ্য) স্থলপথ (তড়পথে এঁবে লোক মথুরাক জাএ-বড়ু চণ্ডীদাস)। তড় হওয়া (ক্রিয়া) হেঁটে পার হওয়া যায় এরূপভাবে নদীর পনি কমে যাওয়া। তড়াত (বিশেষ্য) স্থলে (তড়াত উঠিআঁ রাধা করযোড় হাথ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) তট>(প্রাকৃত) তড}
  • Bengali Word তড় ২ Bengali definition [তড়্‌] (বিশেষ্য) ত্বরা; শীঘ্র। {(তৎসম বা সংস্কৃত) ত্বরা>}
  • Bengali Word তড় ৩ Bengali definition [তড়্‌] (অব্যয়) অনুকার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word তড়কা ১, দড়কা Bengali definition [তড়্‌কা, দড়্‌কা] (বিশেষ্য) শিশুদের অঙ্গে আক্ষেপ সৃষ্টিকারী এক প্রকার রোগ; ধনুষ্টংকার রোগ। রস-তড়কা (বিশেষ্য) জ্বরসহ তড়কা; জ্বরের মধ্যে মাঝে মাঝে চমকে ওঠা। {(তৎসম বা সংস্কৃত) √তড়্‌>}
  • Bengali Word তড়কা ২, তড়কি Bengali definition [তড়্‌কা, তোর্‌কি] (বিশেষ্য) লাফ; লাফানি; লম্ফদান (নদীর তড়কা তখনো থামেনি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। বেংতড়কা, বেঙতড়কা (বিশেষ্য) ব্যাঙের মতো হঠাৎ লাফ (বেঙ-তড়কা পড়ে বাজ বরিষে মুষল ধারে জল-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √ত্বর্‌>}
  • Bengali Word তড়কা ৩, তড়কি ২ Bengali definition [তড়কা, তোড়্‌কি] (বিশেষ্য) ওঁরাও উপজাতীয়দের এক প্রকার কর্ণাভরণ। {ওঁরাও, তড়কা}
  • Bengali Word তড়তড় Bengali definition [তড়্‌তড়্‌] (অব্যয়) ১ অনুকার শব্দ। বড় বড় ফোঁটয় বৃষ্টি পতনের শব্দ। ৩ বড়বড় অর্থে; সত্বর (সে সেখানে হইতে তড়তড় করিয়া চলিয়া গেল)। ৪ শিল পড়ার শব্দ; শিলা পতন শব্দ। □ (বিশেষ্য) শীঘ্র; তড়তাড়ি। তড়তড়া (বিশেষ্য) তড়বড় শব্দে জলের ফোঁটা পতন। তড়তড়ে (বিশেষণ) ব্যস্তবাগীশ; যে অতিরিক্ত ব্যস্ততা হেতু তড়তড় করে। তড়াতড় (অব্যয়) দ্রুতভাবে; দ্রুতগতিতে; দ্রুততার সহিত। {(তৎসম বা সংস্কৃত) √ত্বর্‌>(প্রাকৃত) √তর>}
  • Bengali Word তড়বড়, তড়াবড়ি, তড়াতড় Bengali definition [বড়্‌বড়্‌, তড়াবোড়ি, তড়াতড়্‌] (অব্যয়) অতিশয় ব্যস্ততার ভাব; তাড়াহুড়া সূচক ভাব; শীঘ্র (হঠাৎ হযরত আইউবের কাতর আর্ত্তনাদ শুনে তিনি তড়বড় করে উঠে বসলেন-শেখ ফজলল করিম)। তড়বড়ানো, তড়বড়ান (ক্রিয়া) ১ তড়বড় করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে (তার তড়বড়ানো আমার ভালো লাগে না)। তড়বড়ানি (বিশেষ্য) তড়বড় করার ভাব। তড়বড়ি (অব্যয়) তাড়াতাড়ি (চৌদিকে চঞ্চল সৈন্য সাজে তড়বড়ি-ঘনরাম চক্রবর্তী)। তড়বড়ে (বিশেষণ) যে তড়বড় করে কথা বলে; ব্যস্তবাগীশ। {(তৎসম বা সংস্কৃত) ত্বরা, (প্রাকৃত) দড়বড়}
  • Bengali Word তড়া Bengali definition [তড়া] (বিশেষ্য) তীর; কূল; তট। {(তৎসম বা সংস্কৃত) তট>}
  • Bengali Word তড়াক ১ Bengali definition [তড়াক্‌] (ক্রিয়াবিশেষণ) (অব্যয়) হঠাৎ লাফ দেওয়ার ভাব; লাফের বেগসূচক ভাব (বিছানা থেকে তড়াক করে লাফিয়ে উঠে-আবু রুশ্‌দ্‌)। {(তৎসম বা সংস্কৃত) ত্বরা>}
  • Bengali Word তড়াক ২, তড়াগ Bengali definition [তড়াক্‌, তড়াগ্‌] (বিশেষ্য) দিঘি; গভীর জলাশয়; বৃহৎ পুষ্করিণী (ডুবে গেছি বিস্মৃতির অতল তড়াগে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √তড়্‌+আক}
  • Bengali Word তড়াগ Bengali definition তড়াক২
  • Bengali Word তড়াৎ Bengali definition তড়াক
  • Bengali Word তড়িঘড়ি Bengali definition [তোড়িঘোড়ি] (ক্রিয়াবিশেষণ) অতিশীঘ্র; অবিলম্বে; তৎক্ষণাৎ; অত্যন্ত তাড়াতাড়ি (বিপজ্জনক অবশ্য কর্তব্যকর্ম অর্ধ সমাধান করে মানুষ যে রকম তড়িঘড়ি অকুস্থান থেকে সরে পড়ে-সৈয়দ মুজতবা আলী)। {ত্বরিত>তড়ি+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত) ঘড়ি}
  • Bengali Word তড়িচ্চালক Bengali definition [তাড়িচ্‌চালক্‌] (বিশেষণ) বিদ্যুৎ প্রবাহক; electromotive। {(তৎসম বা সংস্কৃত) তড়িৎ+চালক}