Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তৌলিয়া ১ Bengali definition [তোউলিয়া] (অসমাপিকা ক্রিয়া)((পদ্যে ব্যবহৃত)) তৌল ক’রে; ওজন ক’রে (যত জল বরষিতে আজ্ঞা হয় যথা। তৌলিয়া ততেক পানি বৃষ্টি করে তথা-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) তৌল+(বাংলা) ইয়া}
  • Bengali Word তৌলিয়া ২ Bengali definition [তোউ্লিয়া] (বিশেষ্য) তোয়ালে (তিনি চেয়ারের পিঠে-রাখা তৌলিয়াটায় হাত মুখ মুছিয়া-মুহম্মদ মনসুরউদ্দীনউ)। {(ইংরেজি) towel; (পর্তুগিজ) toalha}
  • Bengali Word তৌহিদ, তৌহীদ Bengali definition তওহিদ
  • Bengali Word ত্বক Bengali definition [তক্‌] (বিশেষ্য) ১ গাত্রচর্ম; দেহের চামড়া। ২ ছাল; বাকল (বৃক্ষত্বক)। ৩ খোসা (আমের ত্বক)। ৪ স্পশেন্দ্রিয়। {(তৎসম বা সংস্কৃত) √ত্বচ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word ত্বদীয় Bengali definition [তোদিয়ো] (বিশেষণ) তুমি বা মধ্যম পুরুষ সম্পর্কীয়; তোমার। {(তৎসম বা সংস্কৃত) ত্বৎ+ঈয়(ইদম অর্থে)}
  • Bengali Word ত্বদ্বিধ Bengali definition [তদ্‌বিধো] (বিশেষণ) তোমার মতো। {(তৎসম বা সংস্কৃত) ত্বৎ+বিধ; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word ত্বর Bengali definition [তর্‌] (বিশেষ্য) বিলম্ব; দেরি (ত্বর সয়না যেন কেড়ে নিয়ে যায় রথে চাপিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর); ত্বর সয় না তর, দিনেই বিয়া কর-ছড়া)। {(তৎসম বা সংস্কৃত) √ত্বর্‌}
  • Bengali Word ত্বরণ Bengali definition [তরোন্‌] (বিশেষ্য) ১ (পদার্থ.) বেগের ক্রমবৃদ্ধি; acceleration। ২ শীঘ্রতা। {(তৎসম বা সংস্কৃত) √ত্বর্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ত্বরমাণ Bengali definition [তরোমান্‌] (বিশেষণ) ১ ত্বরান্বিত; শীঘ্রকারী; তাড়াতাড়ি করছে এমন। ২ ব্যস্ত; ব্যগ্র। {(তৎসম বা সংস্কৃত) √ত্বর্‌+মান(শানচ্‌)}
  • Bengali Word ত্বরা Bengali definition [তরা] (বিশেষ্য) ১ দ্রুততা; শীঘ্রতা। ২ ব্যস্ততা; ব্যগ্রতা। ৩ তাড়া; তাগাদা (ত্বরা নাই)। ত্বরায় ক্রিবিন দ্রুত; শীঘ্র; সত্বর; অবিলম্বে; দেরি না করে (তাঁহাকে ত্বরায় এই স্থানে আন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √ত্বর্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ত্বরিত ১ Bengali definition [তোরিতো] (বিশেষণ) বেগ বাড়ানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) ত্বরা+ইত(ইতচ্‌)}
  • Bengali Word ত্বরিত ২ Bengali definition [তোরিতো] (বিশেষণ) দ্রুত; ক্ষিপ্র। ত্বরিতগতি, ত্বরিত-গমন (বিশেষণ) ক্ষিপ্রগামী। {(তৎসম বা সংস্কৃত) √ত্বর্‌+ত(ক্ত)}
  • Bengali Word ত্বষ্টা, তুষ্টৃ Bengali definition [তশ্‌টা, তোশটৃ] (বিশেষ্য) ১ সূত্রধর; ছুতার। ২ হিন্দু দেবতা বিশ্বকর্মা। {(তৎসম বা সংস্কৃত) ত্বক্ষ্‌+তৃ (তৃচ্‌)}
  • Bengali Word ত্বাচ্‌ Bengali definition [তাচ্‌] (বিশেষণ) ১ ত্বকসংক্রান্ত, চর্মসম্বন্ধীয়। ২ (বিশেষণ) স্পর্শেন্দ্রিয় গ্রাহ্য। {(তৎসম বা সংস্কৃত) ত্বচ্‌+অ(অণ্‌)}
  • Bengali Word ত্বাদৃক, ত্বাদৃশ Bengali definition [তাদ্রিক্‌, ত্বাদৃশ্‌] (বিশেষ্য) তোমার মতো; তোমার সদৃশ; তোমার তুল্য। {(তৎসম বা সংস্কৃত) ত্বম্‌+দৃশ্‌+ক্বিপ}
  • Bengali Word ত্বিষ, ত্বিষা Bengali definition [তিশ্‌, তিশা] (বিশেষ্য) তেজ; প্রভা; দীপ্তি। ত্বিষাম্পতি (বিশেষ্য) সূর্য; প্রভাকর; তপন (ত্বিষাম্পতি করুণায় মাঠবন ভাস্‌ছে-আশরাফ সিদ্দিকী)। {(তৎসম বা সংস্কৃত) √ত্বিষ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word ত্যক্ত Bengali definition [ত্যাক্‌তো] (বিশেষণ) ১ পরিত্যক্ত; পরিত্যাগ করা হয়েছে এমন; বর্জিত। ২ জ্বালাতন; বিরক্ত (ত্যক্ত আর ক’রনা আমারে-কায়কোবাদ)। ত্যক্ত জীবিত (বিশেষণ) জীবনের মায়া ত্যাগ করেছে এমন; মরিয়া। ত্যক্ত বিরক্ত; তিতবিরক্ত, তেতোবিরক্ত (বিশেষণ) উত্ত্যক্ত; জ্বালাতন (রাজ্যের লোক তিতবিরক্ত হইয়া উঠিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √ত্যজ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ত্যক্তভূষণ Bengali definition [ত্যাক্‌তোভুশোন্‌] (বিশেষণ) ভূষণ নেই এমন; ভুষণ পরিত্যাগকারী (মরুভূমির নিঃসঙ্গ রূপ সে একেবারে বিরাটভাবে ত্যক্তভুষণ ও পরম সুন্দর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ত্যক্ত+ভুষণ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ত্যক্তলজ্জ Bengali definition [ত্যাক্‌তোলজ্‌জো] (বিশেষণ) সঙ্কোচহীন। {(তৎসম বা সংস্কৃত) ত্যক্ত+লজ্জা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ত্যজন Bengali definition [ত্যাজোন্‌] (বিশেষ্য) ১ বর্জন; ত্যাগ; পরিহারকরণ; ত্যাগকরণ। ২ ক্ষেপণ। {(তৎসম বা সংস্কৃত) √ত্যজ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ত্যজ্যমান Bengali definition [ত্যাজ্‌জোমান্‌] (বিশেষণ) ত্যাগ বা বর্জন বা পরিহার করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ত্যজ্‌+মান(শানচ্‌)}
  • Bengali Word ত্যাঁদড় Bengali definition তেঁদড়
  • Bengali Word ত্যাগ Bengali definition [ত্যাগ্‌] (বিশেষ্য) ১ ছাড়া; পরিত্যাগ; বর্জন; বিসর্জন; পরিহার (কর্মত্যাগ, ধর্মত্যাগ)। ত্যাগী (-গিন্‌) (বিশেষণ) ১ ত্যাগকারী; স্বার্থত্যাগী। ২ বিরাগী; ভোগলালসাবিমুখ; সংযমী। {(তৎসম বা সংস্কৃত) √ত্যজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ত্যাজ Bengali definition তেজা
  • Bengali Word ত্যাজ্য Bengali definition [ত্যাজ্‌জো] (বিশেষণ) ত্যাগ বা বর্জন করা উচিত এমন; বর্জনীয়। ত্যাজ্যপুত্র (বিশেষ্য) পুত্রের অধিকার ও পিতার সম্পত্তি থেকে বঞ্চিত ও বিতাড়িত পুত্র। {(তৎসম বা সংস্কৃত) √ত্যজ্‌+য(ণ্যৎ)}
  • Bengali Word ত্যানা Bengali definition তেনা
  • Bengali Word ত্যালাই Bengali definition তেলাই
  • Bengali Word ত্যাড়া Bengali definition টেড়া
  • Bengali Word ত্রপমাণ Bengali definition [ত্রোপোমান্‌] (বিশেষণ) লজ্জমান; লজ্জা পাচ্ছে এরূপ। {(তৎসম বা সংস্কৃত) √ত্রপ্‌+মান(শানচ্‌)}
  • Bengali Word ত্রপা Bengali definition [ত্রোপা] (বিশেষ্য) ১ লজ্জা; শরম। ২ বিনয়। ত্রপিত (বিশেষণ) লজ্জিত। ত্রপিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ত্রপ্‌+অ(অঙ্‌)}